আলিম পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখে? আলিম রেজাল্ট দেখার নিয়ম

বন্ধুরা আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে আলিম পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখে? আলিম রেজাল্ট ২০২৩ বা আলিম রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

তাই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন। ফলে আপনি নিজে নিজেই মাদ্রাসার রেজাল্ট, মাদ্রাসা বোর্ড রেজাল্ট 2023 এবং আলিম রেজাল্ট বের করতে পারবেন।

খুব সহজেই নিজের মোবাইল দিয়েও মাদ্রাসার বোর্ড রেজাল্ট বের করতে পারবেন।

আপনারা যারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালে আলিম পরীক্ষায় অংশগ্রহণ  করেছিলেন।

তাদের জন্য এবং অতীতেও যারা আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের সকলের পরীক্ষার রেজাল্ট দেখার প্রবল আগ্রহ থাকে।

পরীক্ষার পর শুধু তারা অপেক্ষায় থাকেন যে, তাদের পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে।

যখন রেজাল্ট প্রকাশিত হয় তখন তারা অনলাইনের মাধ্যমে তাদের আলিম পরীক্ষার রেজাল্ট দেখার জন্য অনলাইনে আলিম পরীক্ষার রেজাল্ট লিখে সার্চ করে থাকেন।

তাছাড়া যারা রেজাল্ট বের করতে পারেন না তারা আলিম রেজাল্ট দেখার নিয়ম লিখে গুগলে সার্চ কর থাকেন।

আবার অনেককেই আলিম পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখে? এটি লিখেও সার্চ করতে দেখা গেছে।

তাই, আপনিও যদি আলিম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে জানতে চান?

তাহলে, আপনিও আজকের এই সঠিক ওয়েবসাইটের সঠিক আর্টিকেলে এসেছেন। এই আর্টিকেলে আপনি আলিম রেজাল্ট সম্পর্কে সবকিছু খুঁটিনাটি জানতে পারবেন।

এক নজরে দেখুন 👁‍🗨👁‍🗨

আলিম পরীক্ষার রেজাল্ট ২০২৩

প্রতিবছর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি সমমান পরীক্ষায় অর্থাৎ আলিম পরীক্ষায় লাখ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে আসছে।

প্রতিবছরের ন্যায় এবারও ২০২৩ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছেন দেশের লাখ লাখ শিক্ষার্থী।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আয়োজিত আলিম পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ার ৬০ থেকে ৯০ দিনের মধ্যেই মূলত রেজাল্ট প্রকাশ করা হয়ে থাকে।

আরো জানুন, 

আপনি যদি একজন আলিম পরীক্ষার্থী হয়ে থাকেন এবং আলিম পরীক্ষা রেজাল্ট দেখার জন্য অপেক্ষা করে থাকেন।

তাহলে, আলিম পরীক্ষার রেজাল্ট ২০২৩ বা আলিম রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে এই ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আলিম পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন।

আলিম পরীক্ষার রেজাল্ট কবে দিবে? 

আলিম পরীক্ষার ফলাফল কবে দিবে তা নির্দিষ্ট ভাবে এখনো বলা সম্ভব নয়। কারণ, এখনো আলিম পরীক্ষার ফলাফল নিয়ে কোন অফিশিয়াল নোটিশ প্রকাশ করা হয় নি।

তবে বেশির ভাগ ক্ষেত্রে দেখা গেছে যে, পাবলিক পরীক্ষার ফলাফল সাধারণনত পরীক্ষা শেষ হওয়ার দিন থেকে ৬০ থেকে ৯০ দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হয়েছে।

তাই বলা যায় যে আলিম পরীক্ষার রেজাল্টও পরীক্ষা শেষ হওয়ার ৬০ থেকে ৯০ দিনের মধ্যেই অথ্যা এইচএসসি পরীক্ষার রেজাল্ট এর সাথেই দেওয়া হবে।

তবে, রেজাল্ট যখনই প্রকাশ হোক না কেন আলিম পরীক্ষার রেজাল্ট প্রকাশের সাথে সাথেই আমাদের ওয়েবসাইটে আপডেট দেওয়া হবে।

তাই সবার আগে রেজাল্ট আপডেট পেতে ও আলিম রেজাল্ট দেখতে নিয়মিত আমদের ওয়েবসাইটটি ভিজিট করুন।

পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয় | পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় করার উপায়

আলিম রেজাল্ট ২০২৩ মার্কশীট দেখার নিয়ম-

এইচএসসি বা সমমান আলিম পরীক্ষার রেজাল্ট ২০২৩ অতী শিগ্রই প্রকাশিত হতে যাচ্ছে।

তাছাড়া আমরা সকলেই জানি যে, এইচএসসি এবং আলিম রেজাল্ট বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সাধারণত একদিনেই প্রকাশ করে থাকেন।

তাই আলিম রেজাল্ট ২০২৩ মার্কশীটসহ দেখার জন্য এই ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে থাকুন।

কেননা আমরা আলিম পরীক্ষার রেজাল্ট ২০২৩ প্রকাশিত হওয়ার সাথে সাথেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড এর অফিশিয়াল ওয়েবসাইটে লিংক সহ মার্কশীটসহ রেজাল্ট দেখার সিস্টেম জানিয়ে দিব।

এছাড়াও আপনি যদি বিগত বছলগুলোর আলিম পরীক্ষার রেজাল্ট মার্কশীটসহ দেখতে চান? তাহলে আপনি খুব সহজেই এখান থেকে মার্কশীটসহ আলিম রেজাল্ট দেখতে পারবেন।

নিচের মার্কশীট সহ আলীম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম বিস্তারিতভাবে বর্ণনা করেছি। তাই শেষ পর্যন্ত আটিকেলটি পড়তে থাকুন।

আরো জানুন,

মাদ্রাসার রেজাল্ট দেখার নিয়ম-

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হলো বাংলাদেশের সকল মাদ্রাস প্রতিষ্ঠানের পরীক্ষা নিয়ন্ত্রক।

বাংলাদেশের এইচএসসি পরীক্ষার যেমন, কয়েকটি বোর্ড রয়েছে, যেমন- ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ইত্যাদি।

ঠিক তেমনিভাবে আলিম পরীক্ষার জন্য বাংলাদেশ মাদ্রা শিক্ষা বোর্ড রয়েছে।

যে বোর্ড বাংলাদেশের মাদ্রাসাগুলোর পরীক্ষা থেকে শুরু করে খাতা দেখা এবং রেজাল্ট প্রকাশ সহ দ্বায়িত্ব পালন করে থাকে।

তাছাড়া বাংলাদেশ মাদ্রা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা মূলত একই সাথে হয়ে থাকে। এবং রেজাল্টও একইদিন প্রকাশ করা হয়ে থাকে।

এছাড়াও আরো মজার বিষয় হলো আপনি আলিম পরীরক্ষার রেজাল্ট দেখার জন্য আলাদা ওয়েবসাইটে না গিয়ে এইচএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইটেই আলিম পরীক্ষার রেজালট দেখতে পারবেন।

আপনি এসএসএস-এর মাধ্যমেও এইচএসসি রেজাল্ট দেখার মতো আলিম পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।

তবে এজন্য আপনারকে মাদ্রাসা কোড বা মাদ্রাসা বোর্ডের প্রথম ৩ অক্ষর এসএমএস-এর প্রথমে ব্যবহার করতে হবে।

বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সমূহ-

  • ময়মনসিংহ শিক্ষা বোর্ড
  • ঢাকা শিক্ষা বোর্ড
  • চট্টগ্রাম শিক্ষা বোর্ড
  • কুমিল্লা শিক্ষা বোর্ড
  • সিলেট শিক্ষা বোর্ড
  • রাজশাহী শিক্ষা বোর্ড
  • বরিশাল শিক্ষা বোর্ড
  • যশোর শিক্ষা বোর্ড
  • দিনাজপুর শিক্ষা বোর্ড
  • মাদ্রাসা শিক্ষা বোর্ড
  • কারিগরি শিক্ষা বোর্ড

বাংলাদেশের এসব শিক্ষা বোর্ডের অধীনে প্রতি বছর এইচএসসি/ আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরীক্ষা শেষে আলিম পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়।

তাই আপনি একভাবে বোর্ডের অধীনে মাদ্রাসা শিক্ষা বোর্ড বা অন্যান্য বোর্ড থেকে এইচএসসি বা আলিম রেজাল্ট দেখতে চাইলে খুব সহজেই বোর্ড অনুযায়ী রেজাল্ট দেখতে পারবেন।

আলিম পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখে?

আপনারা যারা আলিম পরীক্ষার রেজাল্ট দেখতে চান? তারা দুইটি পদ্ধতিতে আলিম ফলাফল দেখতে পারবেন।

প্রথমত- অনলাইনে আলিম রেজাল্ট চেক, আর দ্বীতিয়টি হলো, মোবাইলের এসএমএস-এর মাধ্যমে আলিম রেজাল্ট চেক করা।

তো, চলুন এখন আমরা অনলাইনে কিভাবে আলিম রেজাল্ট দেখতে হয় তা জেনে নেই।

আরো পড়ুন, 

আলিম রেজাল্ট দেখার নিয়ম-

বন্ধুরা অনলইনে আলিম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম মূলত এইচএসসি রেজাল্ট দেখার মতোই।

এইচএসসি রেজালট দেখার জন্য যেমন আপনার এইচএসসি পরীক্ষার এডমিট কার্ডের কিছু তথ্যের প্রয়োজন।

ঠিক তেমনি ভাবে আলিম পরীক্ষার রেজাল্ট দেখার জন্যও আপনার আলিম পরীক্ষার এডমিট কার্ড এর কিছু তথ্য প্রয়োজন হবে।

তাই আলিম পরীক্ষার রেজাল্ট চেক করার আগে আপনি এডমিট কার্ডের তথ্যগুলো যেমন-

পরীক্ষার নাম, বোর্ড, রোল নম্বা, রেজিস্ট্রেশন নম্বর, পাসের সন ইত্যাদি সংগ্রহ করে রাখুন।

অনলাইনে আলিম রেজাল্ট দেখার নিয়ম-

অনলাইনে আলিম পরীক্ষার রেজাল্ট দেখার জন্য নিচের তথ্যগুলো পুরন করার মাধ্যমে আলিম পরীক্ষা রেজাল্ট বের করে নিন।

আলিম রেজাল্ট দেখার জন্য আপনাকে প্রথমেই http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচের ছবির মতো দেখতে পাবেন।

আলিম রেজাল্ট দেখার নিয়ম ,মাদ্রাসার রেজাল্ট দেখার নিয়ম , আলিম পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখে , আলিম রেজাল্ট ২০২৩ , মাদ্রাসা বোর্ড রেজাল্ট 2023 , আলিম পরীক্ষার রেজাল্ট কবে দিবে ,
আলিম রেজাল্ট দেখার নিয়ম ,
  • এখানে প্রথমেই পরীক্ষার নাম সিলেক্ট করুন- এইচএসসি/আলিম।
  • তারপর পরীক্ষার সন সিলেক্ট করুন – ২০২৩।
  • তারপর পরীক্ষার বোড সিলেক্ট করুন- মাদ্রাসা।
  • তারপর আলিম পরীক্ষার রোল নাম্বার লিখে দিন – ১১২২৩৪।
  • তারপর আলিম পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর লিখে দিন- ১১২২৩৩৪৪৫৫।
  • এখন যে সংখ্যাটি দেখতে পাচ্ছেন তার যোগফল করুন- যেমন ১+৬ =৭।
  • সবশেষে নিচের Submit অপশনে ক্লিক করুন । এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।

আলিম রেজাল্ট দেখুন এখানে- Alim Result Check 

কিছুক্ষনের মধ্যেই আপনি আলিম রেজাল্ট পেয়ে যাবেন।

এভাবেই অনলাইনে আলিম পরীক্ষার রেজাল্ট আপনি খুব সহজেই মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে দেখতে পাবেন।

বন্ধূরা আমরা উপরে অনলাইনে আলিম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে জানলাম।

এখন আমরা মোবাইলে এসএমএস-এর মাধ্যমে আলিম রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে জানবো।

মোবাইলে এসএমএস এর মাধ্যমে আলিম রেজাল্ট চেক-

এইচএসসি রেজাল্ট দেখার মতো আলিম রেজাল্টও মোবাইলে এসএমএস-এর মাধ্যমে দেখা যায়।

আপনি যদি মোবাইলে এসএমএস এর মাধ্যমে আলিম পরীক্ষার রেজাল্ট দেখতে চান?

তাহলে অবশ্যই আপনার মোবাইলে ফোনে এসএমএস পাঠানোর চার্জ পরিমাণ ব্যালেন্স আপনার মোবাইল সিমে থাকতে হবে এবং এসএমএস পদ্ধতি জানতে হবে।

তো চলুন মোবাইলে এসএমএস এর মাধ্যমে আলিম রেজাল্ট দেখার সিস্টেম জেনে নেওয়া যাক।

প্রথমেই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আলিম লিখুন, তারপর একটি স্পেস দিয়ে বোর্ডের ১ম তিন অক্ষর লিখুন, তারপর পরীক্ষার রোল নম্বর লিখুন, তারপর পাসের সন লিখুন এবং এটি ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিন।

উদাহরণ স্বরূপে- Alim MAD 123456 2023 And Send To 16222

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ড কোড বা ১ম তিন অক্ষর নিচে দেখে নিন-

  1. মাদ্রাসা এডুকেশন বোর্ড = MAD
  2. ঢাকা এডুকেশন বোর্ড =DHA
  3. চট্টগ্রাম এডুকেশন বোর্ড= CHI
  4. সিলেট এডুকেশন বোর্ড= SYL
  5. রাজশাহী এডুকেশন বোর্ড= RAJ
  6. যশোর এডুকেশন বোর্ড= JES
  7. দিনাজপুর এডুকেশন বোর্ড= DIN
  8. কুমিল্লা এডুকেশন বোর্ড= COM
  9. বরিশাল এডুকেশন বোর্ড= BAR
  10. কারিগরি এডুকেশন বোর্ড= TEC
  11. বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়- BOU

এইচএসসি ও আলিম রেজাল্ট গ্রেডিং সিস্টেম-

বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের জন্য অতীব জরুরী একটি বিষয় হলো রেজাল্ট গ্রেডিং সিস্টেম।

যারা এইচএসসি ও আলিম গ্রেডিং সিস্টে এখানো অজানা রয়েছেন তারা অতি দ্রুত গ্রেডিং সিস্টেম জেনে নিন।

আপনাদের সুবিধার জন্য নিচে এইচএসসি এবং আলিম গ্রেডিং সিস্টেম তুলে ধরছি।

নম্বর গ্রেড পয়েন্ট লেটার গ্রেড
৮০-১০০ এ+
৭০-৭৯
৬০-৬৯ ৩.৫ এ-
৫০-৫৯ বি
৪০-৪৯ সি
৩৩-৩৯ ডি
০-৩২ এফ

উপরের গ্রেডিং সিস্টেম অনুযায়ী আপনি আপনার পরীক্ষার ফলাফল হিসাব করে বের করতে পারবেন।

আপনি কোন পরীক্ষায় কত নম্বর পেয়েছেন তা জানার জন্য এই গ্রেডিং সিস্টে আপনার অনেক উপকারে আসবে।

অবশ্যই পড়ুন, 

মার্কশীটসহ Alim রেজাল্ট দেখার ওয়েবসাইট- Web Based Result 

আলিম রেজাল্ট দেখার নিয়ম ,মাদ্রাসার রেজাল্ট দেখার নিয়ম , আলিম পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখে , আলিম রেজাল্ট ২০২৩ , মাদ্রাসা বোর্ড রেজাল্ট 2023 , আলিম পরীক্ষার রেজাল্ট কবে দিবে , Alim Results
Alim Results

 

HSC/Alim Exam Result 2023 দেখুন এখান থেকে সরাসরি–  eboardresults

Please provide information for result (User Guide) (Home) (Statistics)

Examination

আলিম পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখা যাবে?

Sms এর মাধ্যমে আলিম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম- 

মোবাইল মেসেজ অপশনে গিয়ে লিখুন- ALIM <স্পেস> MAD <স্পেস> Roll <স্পেস> year এবং ১৬২২২ নম্বারে পাঠিয়ে দিন।

উদাহরণ স্বরূপ- ALIM MAD 123456 2023 And Send To 16222 .

আজকের শেষ কথা,

বন্ধুরা আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে আলিম পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখে? আলিম রেজাল্ট ২০২৩ বা আলিম রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

আপনাদের যদি আলিম রেজাল্ট সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।

আর যদি  আর্টিকেলটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ

Leave a Comment