ব্লগে আর্টিকেল লেখার নিয়ম: আপনি কি একজন ব্লগার? আপনার কি কোন ওয়েবসাইট রয়েছে? আপনি নিজের ব্লগে কেমন আর্টিকেল লিখবেন তা জানতে চান? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্যেই।
নিজের ব্লগে আকর্ষনীয় আর্টিকেল লেখার নিয়ম জানা থাকলে আপনি আপনার সাইট টি খূব সহজেই এবং দ্রুত আকর্শনীয় এবং গুগলে র্যাংকিং করাতে পারবেন।
তাই আর দেরি না করে, চলুন ব্লগ বা ওয়েবাসাইটের জন্য আর্টিকেল বা কন্টেন্ট লেখার নিয়ম গুলো বিস্তারিত জেনে নেই।
বর্তমানে অনলাইনে ইনকাম করার জন্য দুটি অনেক লাভজনক মাধ্যম রয়েছে। যেখানে আপনি শুধুমাত্র আপনার শ্রমকে কাজে লাগিয়ে ঘরে বসে ইনকাম করতে পারবেন। আর লাভজনক জনপ্রিয় মাধ্যম দুটি হলো- “ব্লগ বানিয়ে টাকা আয়” এবং “ইউটিউব চ্যানেল বানিয়ে টাকা আয়”।
ব্লগ বানিয়ে টাকা আয় করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আর্টিকেল বা কন্টেন্ট লেখা। অবশ্যই কন্টেন্ট লেখাটা অনেকটাই পরিশ্রমের কাজ বটে।
আরো জানুন,
- কিভাবে একটি ফ্রি ব্লগ তৈরি করা যায়? (ব্লগ খোলার নিয়ম)
- ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করুন
- ওয়েবসাইট কি? ওয়েবসাইট তৈরির ধাপসমূহ
আর আপনি আপনার ব্লগে কোন ধরনের কন্টেন্ট লিখছেন সেটাও আপনার ব্লগের জন্য খূবই জরুরি।
কেননা একটি ওয়েবসাইট বা ব্লগের জন্য কন্টেন্ট বা আর্টিকেল হলো ওয়েবসাইটের মস্তিষ্ক। আর প্রচুর পরিমানে ট্রাফিক বা ভিজিটর পাওয়ার জন্য ইউনিক কন্টেন্ট প্রেয়োজন।
কেননা ইউনিক কন্টেন্ট ছাড়া ভিজিটর আশা করা যায় না এবং গুগলএ র্যাংক হয় না আপনার পোস্ট টি। আর যদি আপনি কোন ভিজিটর না পান তাহলে আপনার ওয়েবসাইটের কোনো মূল্য থাকে না গুগলের কাছে। তাই ভিজিটরকে ওয়েবসাইটের প্রান বলা হয়।
মাছ যেমন পানি ছাড়া বাচতে পারে না। তেমনি ভিজিটর ছাড়া কোন ওয়েবসাইট টিকে থাকতে পারেনা এবং ইনকামও সম্ভব না।
আর্টিকেল কি?
কোন নির্দিষ্ট বিষয়ের উপর সঠিক তথ্য তুলে ধরাই হচ্ছে আর্টিকেল। যে কোন নির্দিষ্ট বিষয়ের উপর বিস্তারিত তথ্য তুলে ধরার নামই হচ্ছে আর্টিকেল বা কন্টেন্ট।
হতে পারে সেটা কোনো টেক্স কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, ডক ফাইল বা ভিডিও কন্টেন্ট ইত্যাদি।
তবে ডিজিটাল মার্কেটিং এর জনপ্রিয় কন্টেন্ট হচ্ছে ভিডিও কন্টেন্ট। তাই আমাদের সকলের জানা দরকার এইসব কন্টেন্ট বা আর্টিকেলগুলোকে কিভাবে আকশ্যনীয় ভাবে উপস্থাপন করা যায়।
কেননা, যখন আপনি কোনো ব্লগ সাইট তৈরি করে নিয়ে তাতে আর্টিকেল লিখবেন, তখন সেটা পাবলিশ করার পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে (Facebook, Twitter এবং Google plus আর গুগল Search engine sites, Yahoo search এবং Bing সার্চ ) শেয়ার করার ছাড়া আর কোন কাজ করার থাকে না।
তাই আপনার ব্লগের প্রকাশিত আর্টিকেলটি মানুষের কাছে দরকারি এবং জনপ্রিয় না হলে এসব আর্টিকেল পড়তে কেউ আসবে না।
আরো পড়ুন,
- কম্পিউটারে স্ক্রিনশট কিভাবে নিতে হয় || কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার নিয়ম
- কিভাবে একটি ওয়েবসাইট দিয়ে টাকা ইনকাম করা যায় || অনলাইনে ইনকাম করার উপায়
তাই আপনার আর্টিকেলটি মানুষের রুচির মধ্যে রাখতে পারলে সকল সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়াতে লোকজন আপনার বিষয়বস্তুর আর্টিকেলটি পড়তে আসবে।
আর তারা আপনার লেখা আর্টিকেলটি পড়ে উপকৃত পাবে এবং তাদের ভালো লাগবে তখন আপনি নিয়মিত ভিজিটর পেয়ে যাবেন।
আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং সার্চ ইঞ্জিন থেকে অনেক ভিজিটর পাওয়ার জন্য তাহল ব্লগে কি আর্টিকেল লিখব? কিভাবে ব্লগ লিখতে হয়? বা ব্লগে আর্টিকেল কিভাবে লিখবো?
আর্টিকেলের শেষ প্যারায় কীওয়ার্ড কতবার আসতে পারে? কত ওয়ার্ডের মধ্যে প্রতিটি প্যারা লেখা উচিৎ? ইত্যাদি।
আপনার এসকল প্রশ্নের উত্তর আপনি সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার মাধ্যমে পেয়ে যাবেন।
নিচে ধাপে ধাপে সকল বিষয়ে আলোচনা করতে চলেছি।
ব্লগে আর্টিকেল লেখার নিয়ম-
একটি ব্লগ তৈরি করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার ব্লগে কি আর্টিকেল লিখব ? বা ব্লগে কি লিখব? কি বিষয়ে (topic) নিয়ে ব্লগে আর্টিকেল লিখবো।
ব্লগে লেখার জন্য আপনার আগে থেকেই মনে রাখতে হবে, যে বিষয়টি আপনি ব্লগে লিখতে চলেছেন সেটা যেন লোকজনে পছন্দ করেন।
এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সার্চ ইঞ্জিন থেকে আসা ভিজিটর গুলো যেন আপনার লেখা আর্টিকেলটি পড়ে ভালো মনে করেন বা উপকৃত হন।
এতেকরে আপনি অল্প সময়েই ব্লগে আর্টিকেল লিখে আয় করতে পারবেন এবং দ্রুত সফল হতে পারবেন।
তবে, আপনার লেখা আর্টিকেল মানুষের কাছে তখনই ভালো লাগবে তখন আপনি তাদের চাহিদা গুলো আগে থেকেই বুঝে আর্টিকেল লিখবেন।
আর্টিকেল লেখার পদ্ধতি বা নিয়মগুলি আপনার যখন আগে থেকেই জানা থাকবে তখন আপনি খুব অল্প সময়ের মধ্যেই ভালো পরিমাণে আর ফেল লিখতে পাবলিশ করে প্রচুর ভিজিটর আপনার ওয়েবসাইটে পাবেন।
আপনি যদি আপনার ওয়েবসাইটকে successful করতে চান তাহলে অবশ্যই নিচে আলোচিত আর্টিকেল লেখার নিয়মগুলো ফলো করতে পারেন।
জন্ম নিবন্ধন যাচাই করে কিভাবে? জন্ম নিবন্ধন সনদ যাচাই করার নিয়ম
ব্লগে কিসের ওপরে আর্টিকেল লিখবো বা ব্লগে কি লিখবো?
ব্লগে আর্টিকেল লেখার আগে আপনি গভীবভাবে ভাবুন যে কোন নিশ নিয়ে আপনি ভালো লিখতে পারবেন। এবং যে কোনো আর্টিকেল লেখার আগে সেই বিষয়ে পরিপূর্ণ ধারনা আপনার থাকতে হবে। তবেই আপনি ভালো মানের হাই কোয়ালিটি সম্পন্ন আর্টিকেল লিখতে পারবেন। তাছাড়াও নিচের বিষয়গুলো খেয়াল করুন।
যেকোনো একটি বিষিয়ে বা topic নিয়ে ব্লগ লিখুন-
সবসময় আপনার ব্লগে যে কোনো একটি (বিষয়) topic, subject, niche এর ওপরে লিখবেন। আপনি যদি education বা টেকনোলজির বিষয়ে আর্টিকেল লিখেন তাহলে সবসমই education বা technology বিষয়েই ব্লগে আর্টিকেল লিখবেন।
কখনোই ব্লগে যে কোনো বিষয়ে লিখে ব্লগটিকে জগাখিচুড়ি বানাবেন না। এতেকরে, আপনার ব্লগের ভিজিটররা রুচি হারিয়ে ফেলবে।
তাছাড়া ব্লগে যে কোনো একটি বিষয়ে লিখে গুগল সার্চ থেকে অনেক সহজেই প্রচুর ট্রাফিক বা ভিজিটর পাওয়া যায়।
তাই আপনার ব্লগ তৈরির পর প্রথমেই ভাবুন যে, যে বিষয়টি দিয়ে আর্টিকেল লেখা শুরু করবেন শেষ পর্যন্ত সেই বিষয়টি নিয়ে আর্টিকেল লিখতে পারবেন কি-না?
যেমন, আপনি যদি Android apps নিয়ে আর্টিকেল লিখছেন তাহলে ভবিষ্যতেও সব আর্টিকেল Android apps এর উপরেই লিখবেন।
এতে আপনার topic Android থাকবে । তাহলে আপনার ব্লগ সাইটে আসা ভিজিটররা আপনার আর্টিকেল পড়ে রুচি পারে।
কারণ, আপনার সব ভিজিটর আসছে android এর ওপরে আর্টিকেল পড়তে। তাই আপনি যখন নতুন কোন android এর উপর আর্টিকেল লিখবেন তখন তারা আপনার ঘূরে ফিরে আপনার নতুন নতুন আর্টিকেল পড়তে সেখানে আসবে।
আপনি আপনার তৈরি করা ব্লগে যে কোনো একটি বিষয় বা নীশ নিয়ে আর্টিকেল লেখা শুরু করে দিতে পারেন।
ব্লগে আর্টিকেল লেখার জন্য এমন অনেক topic বা বিষয় আছে যেগুলির ওপরে আপনি অনেক আর্টিকেল আপনার ব্লগে লিখতে পারবেন।
যেমন,
- Educational
- Blogging
- Technology
- Food
- Android
- Internet
- Android apps
- Sports
- Story
এরকম আরো অনেক ভালো বিষয় রয়েছে যেগুলোর ওপরে আপনি আপনার ব্লগে আর্টিকেল লিখতে পারেন।
মনে রাখবেন, আপনি যখন একটা বিষয়ে যতো ভালো ভালো আর্টিকেল দিবেন তখন আপনার ব্লগে লোকজন ততো দ্রুত আসতে থাকবে।
ব্লগের topic বা subject এর ওপরে জ্ঞান-
ব্লগে শুধূমাত্র একটি বা দুইটি আর্টিকেল লিখে ইনকাম আশা করা যায় না। অর্থাৎ আপনি যদি যে কোন বিষয় নিয়ে একটি বা দুইটি আর্টিকেল লিখে বাদ দিয়ে দেন তাহলে আপনি কোন ভিজিটর পাবেন না এবং আপনার কোন ইনকাম হবে না।
ব্লগে ট্রাফিক পেতে নিয়মিত আর্টিকেল লিখতে হবে। আপনি যে বিষয়ে আর্টিকেল লিখতে চান সেই বিষয়টি নিয়ে প্রতি সপ্তাহে কমপক্ষে তিন থেকে চারটি করে আর্টিকেল লিখে পাবলিশ করতে হবে।
তাহলেই, আপনার ব্লগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, গুগল সার্চ ইঞ্জিন ইত্যাদি থেকে ট্রাফিক আসবে।
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে, একই বিষয়ে এতগুলো আর্টিকেল নিয়মিত লেখবেন কিভাবে? এতো আর্টিকেল কোথায় পাবেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে-
আপনি যে বিষয়টি নিয়ে লিখতে চান তার উপর সম্পুর্ণ জ্ঞান আছে এমন বিষয় নিয়ে লিখবেন। এতে আপনি আপনার জানা বিষয়টির উপরে অনেক অনেক আর্টিকেল লিখতে পারবেন।
উদাহরণ স্বরূপ, আপনার যদি কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকে তাহলে আপনি কম্পিউটার বিষয়ে লিখুন।
আর যদি আপনার ভ্রমন ভ্রমন সম্পর্কে ভালো জ্ঞান থাকে তাহলে আপনি ভ্রমন সম্পর্কে লিখতে পারেন। এতে করে মানুষ আপনার ব্লগ থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন।
মূলত ব্লগে মানুষ আসে কোন কিছু শিখতে বা যে কোন বিষয়ে জানতে । তাই তাদের রুচির প্রতি খেয়াল রেখে ব্লগ লেখা শুরু করুন।
তাহলে, লোকজন আপনার ব্লগে থেকে শিখতে পারবে এবং যখন কেউ কোন কিছু ভালো পাবে আপনার ব্লগ থেকে তখন সে আবার আপনার ব্লগে আসবে নতুন কিছু জানার জন্য।
এতক্ষণে হয়তো আপনি বুঝে গেছেন যে, ব্লগে কি লিখবেন? বা কি বিষয়ে ব্লগ লিখবেন। আপনি যে কোনো বিষয়ে লিখতে পারবেন।
কিন্তু সেই বিষয়গুলোর ওপর আপনার ভালো জ্ঞান থাকতে হবে। আর শুধুমাত্র একটি বিষয় নিয়েই আর্টিকেল লিখতে হবে নিয়মিত ভাবে।
তো বন্ধূরা, এখন আমরা নিজের ব্লগে আর্টিকেল কিভাবে লিখবেন? তা জেনে নেই।
ব্লগে আর্টিকেল কিভাবে লিখতে হয়? আর্টিকেল লেখার নিয়ম-
কোন একটি ব্লগ সাইটকে সফল করার জন্য জরুরী বিষয় হচ্ছে, আপনি ব্লগে কি লিখছেন ? এবং কিভাবে লিখছেন তার উপর গুরুত্ব দেওয়া।
তাই আমি আপনাদেরকে এমন কয়েকটি নিয়ম বলবো যেগুলো ব্লগে আর্টিকেল লেখার আগে আপনাদের জানা খুবই প্রয়োজন।
এই নিয়মগুলি জানা থাকলে আপনি আপনার ব্লগ সাইটের জন্য অনেক সুন্দর এবং হেল্পফুল কন্টেন্ট বা আর্টিকেল লিখতে পারবেন ।
ব্লগে আর্টিকেল বা কন্টেন্ট লেখার নিয়ম গুলো হলো-
১. ব্লগে নিয়মিত আর্টিকেল লেখা-
গুগল সার্চ ইঞ্জিনের ভাষ্যমতে, যে সকল সাইট গুলি নিয়মিত এবং বেশি বেশি আর্টিকেল তাদের ব্লগে পাবলিশ করে।
বা আপডেট করে সে সকল সাইটকে গুগল সাইট থেকে বেশি পরিমাণে ট্রাফিক দিয়ে থাকে অর্থাৎ google সে সকল র্যাংক করে দিয়ে থাকে।
google search থেকে ফ্রি traffic বা visitors পেতে আপনি আপনার ব্লগে নিয়মিত আর্টিকেল লিখুন ।আপনার ব্লগে সপ্তাহে কমপক্ষে তিন থেকে চারটি আর্টিকেল পোস্ট করুন।
ব্লগে নিয়মিত পোস্ট না করলে আপনি কখনো গুগলের কাছে মূল্য পাবেন না এবং আপনি search থেকে ফ্রি traffic বা visitors আশা করতে পারবেন না।
আপনি যখন নতুন নতুন আর্টিকেল লিখবেন তখন শুধু Google search এ নয় আপনার ব্লগে আশা ভিসিটর্সরাও নতুন নতুন তথ্য পাবে এবং নিয়মিত আপনার সাইটে আসবে কিছু জানার বা শিখার জন্যে।
২. সম্পূর্ণ জ্ঞান নিয়ে আর্টিকেল লিখুন-
অবশ্যই মনে রাখবেন যে, যে বিষয় নিয়ে ব্লগ লিখতে চাচ্ছেন সেই বিষয়ে ইতিপূর্বে অনেক জন অনেক লিখে রেখেছেন।
আপনি এখন গুগলে সার্চ দিলেই দেখতে পারবেন যে আপনার পছন্দের বিষয়ে অনেক আর্টিকেল ইন্টারনেটে লেখা হয়েছে।
তাই আপনার মনে প্রশ্ন আসতে পারে, ইন্টারনেটে এত কিছু লেখা থাকার পরও আপনার লেখা ব্লগ মানুষ কেন করবে? গুগল সার্চ ইঞ্জিনে আপনার লেখা আর্টিকেল কেন মানুষদেরকে দেখানো হবে?
এর সহজ উত্তর হলো, যায় কিছু লিখবেন খুবই ভালো এবং expert হিসেবে লিখুন। আপনার যে বিষয়টির উপরে সম্পূর্ণ জ্ঞান রয়েছে সে বিষয়টির উপরে সম্পূর্ণ জ্ঞান নিয়ে লিখুন।
আপনি যে বিষয়টি নিয়ে আর্টিকেল লিখতে যাচ্ছেন সেটি আপনি খুব ভালোভাবে বিস্তারিত লিখুন।
আপনার বিষয়ের ওপরে আপনি যদি ভাল কোন আর্টিকেল লিখতে পারেন যা ইন্টারনেটে থাকা আরো অনেকের আর্টিকেলের চেয়ে গুণগত মানে ভালো হয়।
তাহলে গুগল সার্চ ইঞ্জিন আপনার সাইটটিকে বা আপনার লেখা আর্টিকেলটিকে র্যাংকিং করে গুগলের ফাস্ট পেজে দিয়ে দিবে।
এতে করে লোকজন যদি আপনার লেখা পড়ে ভালো ভাই তাহলে আপনি ফাস্ট পেজেই থেকে যাবেন।
আর যদি আপনার লেখা লোকজনের কাছে পছন্দ না হয় তাহলে আপনি আস্তে আস্তে র্যাংকিং হারিয়ে পেছনের দিকে চলে যাবেন।
তাই যখনই কোন আর্টিকেল লিখবেন তখন সে বিষয়ে পুরো জ্ঞান, বুদ্ধি খাটিয়ে, কিছূ টেকনিক ব্যবহার করুন।
এবং ইন্টারনেটে সার্চ করে অন্যান্যদের আর্টিকেলগুলো থেকে আইডিয়া নিয়ে তারপর আপনার ব্লগে লিখুন। এতে করে আপনার অন্যদের তুলনায় অনেক এক্সপার সুযোগ রয়েছে।
৩. সহজ ভাষায় সহজভাবে আর্টিকেল লিখুন-
মনে রাখবেন আপনি যখন কোন একটি বিষয়ে ব্লগ বা আর্টিকেল লিখবেন তখন খুবই সহজ ভাষায় লিখুন।
যাতে করে আপনার ব্লগ কি পড়তে আসা লোকেরা খুব সহজেই আপনার লেখাগুলো বুঝতে পারে এবং তারা আপনার ব্লগ থেকে ভালো কিছু হতে পারে।
এমন ভাবে আপনি আপনার ব্লগে আর্টিকেল লেখবেন না যেন লোকেরা আপনার আর্টিকেল পড়তে অনিহা প্রকাশ করে, বা তারা বুঝতে না পারে।
কখনো ঘুরিয়ে-পেচিয়ে আর্টিকেল লিখবেন না। যখন কোন আর্টিকেল লিখবেন তখন সবসময় ছোট ছোট প্যারা আকারে দেখবেন যাতে লোকদের পড়তে অনেক সুবিধা হয়।
৪. আর্টিকেলে ছবির (images) ব্যবহার করুন-
মনে রাখবেন, আপনি যখন আপনার আর্টিকেলেভোলো কোন বিষয়ে লিখবেন তখন সেই বিষয়ে একটি ছবি সংযুক্ত করে দিন।
অথবা আপনার আর্টিকেলে সাদৃশ্যপূর্ণ একটি ছবি যুক্ত করে দিন। এতে করে আপনার ইউজাররা আপনার লেখাগুলোর পাশাপাশি ছবিটি দেখেও আপনার লেখাকে আরও ভালো বুঝবে।
কোন অবস্থাতেই আপনার আর্টিকেলের বিষয়ের বাইরেরে যে কোন ছবি সংযুক্ত করবেন না।
আপনি যে বিষয়টি নিয়ে আর্টিকেল লিখছেন সে বিষয়টি আপনার ছবির উপরেও লিখে দিন।
এতে করে অনেকেই আপনার ছবি দেখে বুঝতে পারবে যে আপনি কি বিষয়ে তাদেরকে বুঝাতে চাচ্ছেন।
তাই, আপনি যত পারেন, আপনার আর্টিকেলে ছবির ব্যবহার করুন। আর মনে রাখবেন, একটি ছবি ১০০০ শব্দের চেয়েও কার্যকরী।
৫. Bold Heading, দাড়ি, কমা, স্পেস, প্রশ্বোধক চিহ্নের ব্যবহার করন-
আমি আমার এই আর্টিকেলের বিভিন্ন যায়গায় Bold heading, দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন ইত্যাদির ব্যবহার করেছি, যেগুলো আপনি লক্ষ করলে দেখতে পাবেন।
আপনিও আপনার আর্টিকেলে Bold heading, দাড়ি, কমা, স্পেস, প্রশ্নবোধক চিহ্ন ইত্যাদির ব্যবহার অবশ্যই করবেন।
অবশ্যই আর্টিকেল লেখার সময় আপনি একটি H1 BOLD HEADING একটি H2 BOLD HEADING এবং কয়েকটি (৩ থেকে ৪ টি) H3 বা H4 heading ইত্যাদির ব্যবহার করবেন ।
এতে আপনার আর্টিকেলটি ইউজার ফ্রেন্ডলি হবে। আর ইউজার ফ্রেন্ডলি আর্টিকেল search engine খুব পছন্দ করে।
অবশ্যই পড়ুন,
- ভিডিও দেখে টাকা ইনকাম করার apps এবং সেরা ওয়েবসাইট সমূহ
- ঘরে বসে টাকা ইনকাম করার বিদেশি সাইট- সেরা সাইটসমূহ
- কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায়? (সেরা কয়েকটি উপায়)
আজকের শেষ কথা,
বন্ধূরা, নিজের ব্লগে কেমন আর্টিকেল লিখবেন? ব্লগ লেখার নিয়ম ইত্যাদি বিষয়ে আপনাদেরকে আজকের আর্টিকেলের মাধ্যমে বিস্তারিত জানিয়েছি।
ব্লগে আকর্ষনীয় আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট করুন।
আর যদি আর্টিকেলটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ