কম্পিউটারে স্ক্রিনশট কিভাবে নিতে হয়? (how to screenshot on pc) কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার নিয়ম, খূব সহজেই কিভাবে ডেল ল্যাপটপে স্ক্রিনশট নিবেন? (how to screenshot on dell laptop), শটকার্ট নেকনিক গুলো জেনে রাখূন।
আপনি যদি আপনার কম্পিউটারের স্ক্রিনের কোন ছবি স্ক্রিনশট নিতে চান তাহলে Alt+PrtSc বা Print Screen/Sys Rq কি একসাথে চেপে ধরুন।
এতে আপনি খুব সহজেই উইন্ডোস ৭, windows-৮ এবং windows-১০ কম্পিউটারে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন।
এছাড়াও কম্পিউটারে screenshot বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার আরো সহজ উপায় রয়েছে যেগুলো আজকের আর্টিকেলের মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি।
আরো জানুন,
- কিভাবে একটি ফ্রি ব্লগ তৈরি করা যায় ? (ব্লগ খোলার নিয়ম)
- ওয়েবসাইট কি ? ওয়েবসাইট তৈরির ধাপসমূহ
- ওয়ার্ডপ্রেস কি ? ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি
আপনি সেই উপায়গুলো ব্যবহার করে খুব সহজেই ল্যাপটপ বা কম্পিউটারের উইন্ডোস ৭, উইন্ডোস ৮ বা উইন্ডোস ১০ এবং dell laptop এ স্ক্রিনশট নিতে পারবেন।
উইন্ডোজ কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট কিভাবে নিতে হয়?
আমরা সকলেই জানি যে, খূব সহজেই উইন্ডোজ কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার জন্য কী-বোর্ড (keyboard) এর শটকাট কী গুলো ব্যবহার করা যায়। যেমন, “windows+PrtSc” button চাপতে (press) হয় এবং স্ক্রিনশট পাওয়া যায়।
এ ই প্রক্রিয়াটি শুধুমাত্র windows ১০ কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার জন্য প্রয়োগ করতে পারবেন । Windows ৭ বা windows ৮ এ এই পদ্ধতি দিয়ে স্ক্রিনশট ( screenshot ) নিতে পারবেন না।
তাই আমি আপনাদের সাথে এমন কয়েকটি নিয়ম বলবো যেগুলো দ্বারা খুব সহজেই ল্যাপটপ বা কম্পিউটারের উইন্ডোস ৭, উইন্ডোস ৮ বা উইন্ডোস ১০ এবং dell laptop এ স্ক্রিনশট নিতে পারবেন । এবং স্ক্রিনশটগুলো নেওয়ার সময় এডিট (edit) করে নিতে পারবেন।
কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার নিয়ম-
১. Short cut key দিয়ে স্ক্রিনশট নিবেন যেভাবে
আপনি এই Short cut key দিয়ে শুধুমাত্র আপনার কম্পিউটারের windows ১০ এ screen capture করতে পারবেন। অন্যকোনো উইনোডাজে এই শটকাট কি দিয়ে স্ক্রিনশট নিতে পারবেন না।
তাই আপনি যদি ইউন্ডোজ-১০ ব্যবহার করে থাকেন তাহলে এই পদ্ধতি ব্যবহার করে স্ক্রিনশট নিতে পারেন।
কম্পিউটার এবং ল্যাপটপে স্ক্রিন শট নেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো short cut key ব্যবহার করে স্ক্রিনশট নেওয়া।
আপনি কী-বোর্ড (keyboard) এ থাকা (button) বাটনগুলোর মধ্যে “windows+PrtSc” একসাথে চেপে ধরে স্ক্রিনশট নিতে পারবেন।
এর মাধ্যমে আপনার কম্পিউটার বা ল্যাপটপে “screenshot” নামের একটি ফোল্ডার অটোমেটিক তৈরি হয়ে যাবে।
এরপর আপনি যত short cut key ব্যবহার করে “screenshot” নিবেন সবগুলোই আপনি এই screenshot ফল্ডারে দেখতে পাবেন।
২. Snipping tool দ্বারা screenshot নিবেন যেভাবে
Snipping tool হলো এমন একটি সফটওয়্যার যা আপনার কম্পিউটারে আগে থেকেই সেট হয়ে রয়েছে। এই সফটওয়্যারটি দিয়ে স্রিকনশট নেওয়া অনেক সহজ।
এই snipping tool টি আপনি সকল উইন্ডোস OS এই দেখতে পাবেন। এই টুল (tool) বা সফটওয়্যারটি মূলত কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন শট নেয়ার জন্যই দেওয়া হয়েছে।
Snipping টুল দিয়ে স্ক্রিন capture নেওয়ার জন্য প্রথমে আপনার কম্পিউটারের “windows icon বা start button” এ ক্লিক করুন। এখানে একটি search box পাবেন।
এই search box এ “Snipping tool” লিখে সার্চ করলে আপনি snipping tool icon দেখতে পাবেন। এখন আপনি Snipping tool icon টিতে ক্লিক করে ওপেন (open) করুন।
“Snipping tool” টি ওপেন (open) করার পর উপরে কিছু option দেখতে পাবেন। অপশনগুলো থেকে আপনাকে “new” অপশনটিতে ক্লিক করুন ।
“new” তে ক্লিক করার পর আপনি যে অংশটুকু স্ক্রিনশট নিতে চান তা সিলেক্ট করে স্ক্রিনশট নিয়ে নিন।
এরপর স্ক্রিনশটটি সেভ করতে চাইলে আপনি snipping tool সফটওয়্যার এর “File>>save as” অপশনে গিয়ে save করে নিতে পারবেন।
আরো পড়ুন,
৩. PrtSc এবং paint ব্যবহার করে স্ক্রিনশট নিন
আপনি কম্পিউটার ও ল্যাপটপে স্ক্রিনশট নেয়ার জন্য paint ব্যবহার করতে পারেন।
paint ব্যবহার করে আপনি যেকোনো উইন্ডোজ OS এ screen capture করে নিতে পারেন। এবং এটি ব্যবহার করে আপনি কোন ছবি ছোট-বড় বা এডিট করতে পারবেন।
প্রথমে আপনার কম্পিউটারের কীবোর্ড (keyboard) এ “PrtSc” বাটন টি চেপে ধরুন এতে করে কম্পিউটারের ক্লিপবোর্ডে স্ক্রিনের ছবি কপি (copy) হয়ে যাবে।
এরপর আপনি paint ব্যবহার করে ছবিটিকে এডিট করে আপনার কম্পিউটারে সেভ (save) করে নিন।
ক্যাপচার করা স্ক্রিনটি সেভ করার জন্য আপনি কম্পিউটারে “pain” সফটওয়্যার এ প্রবেশ করে “কিবোর্ডে” “Ctrl+V” চেপে দিন অথবা paint এ থাকা paste অপশনটি ক্লিক করুন তাহলেই আপনার ক্যাপচার টি পেইন্ট সফটওয়্যারে পেস্ট হয়ে যাবে।
এরপর স্ক্রিনের সবিটি আপনি file> save as এ গিয়ে আপনার কম্পিউটারে সেভ করতে পারবেন।
৪. Skitch সফটওয়্যার দিয়ে স্ক্রিনশট নিবেন যেভাবে
উপরের দেওয়া পদ্ধতিগুলো দিয়ে যদি আপনি আপনার কম্পিউটারের স্ক্রিনশট নিতে কোন সমস্যা মনে হয়। তাহলে আপনি Skitch সফটওয়্যার নামান এবং এটি ব্যবহারের মাধ্যমে স্ক্রিনশট বা screen capture করতে পারেন।
এই সফটওয়্যারের মাধ্যমে আপনি স্ক্রিনশটগুলোকে edit বা graphic design ও করতে পারবেন।
অবশ্যই পড়ুন,
- ফেসবুক থেকে টাকা আয় করার সেরা কয়েকটি উপায়)
- কিভাবে একটি ওয়েবসাইট থেকে টাকা আয় করা যায় ? বিস্তারিত জানুন
প্রথমেই আপনি আপনার কম্পিউটারে skitch software নামিয়ে নিন। এরপর এটা ইনস্টল করে ওপেন করুন। এখন উপরের দিকে থাকা “screen snap” অপশনে ক্লিক করুন। এরপর আপনি কম্পিউটারের যেই অংশটুকু সিক্রনশট নিতে চান তা সিলেক্টে করে স্ক্রিনশট নিন ।
এরপর skitch স্ক্রিনশট নেওয়া ছবিটি সেভ করার জন্য “Save image as” অপশনে ক্লিক করুন। আপনার স্ক্রিনশটটি সেভ হয়ে যাবে।
আজকের শেষ কথা,
তো বন্ধূরা, আশা করি কম্পিউটারে স্ক্রিনশট কিভাবে নিতে হয়? কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার নিয়ম আপনাদেরকে বুঝাতে পেরেছি।
কম্পিউটারে স্কিনশট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর যদি আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন । ধন্যবাদ