নতুন জিমেইল একাউন্ট খোলার নিয়ম : আজকের আর্টিকেলে আমি আপনাদেরকে নতুন জিমেইল আইডি কিভাবে তৈরি করতে কি কি প্রয়োজন রয়েছে ইত্যাদি সকল বিষয়ে বিস্তারি জানিয়ে দিব।
আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি আমাদের সকলেরই জিমেইল নামটি সম্পর্কে জানা রয়েছে। তবে অনেকেই জিমেইল একাউন্ট কিভাবে খুলতে হয় বা একটি জিমেইল আইডি তৈরির নিয়ম সম্পর্কে জানেনা।
আমরা সকলেই কমবেশি ফেসবুক ব্যবহার করি । এই ফেসবুক অ্যাকাউন্ট করতেও কিন্তু জিমেইল একাউন্টের প্রয়োজন হয়। তাছাড়া আমরা যে কোন চাকরি করার জন্য বিভিন্ন সময় কাগজপত্র জিমেইলের মাধ্যমে পাঠিয়ে থাকে।
তাই জিমেইলের প্রয়োজন বা গুরুত্ব অনেক বেশি রয়েছে।
আরো পড়ুন,
- কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব? adsense account খোলার নিয়ম
- দ্রুত গুগল এডসেন্স পাওয়ার উপায়- জেনে নিন
- এডসেন্স এড্রেস ভেরিফিকেশন পিন চিঠি কি? এডসেন্স পিন কিভাবে পাওয়া যায়
আপনি যদি জিমেইল একাউন্ট না খুলতে পারেন, নতুন জিমেইল আইডি কিভাবে খুলবো ? বলে চিন্তা করছেন। তাহলে, আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
কেননা আজকের এই আর্টিকেলে আমি নতুন জিমেইল আইডি কিভাবে খুলবো? জিমেইল নিউ একাউন্ট তৈরি করতে কি কি প্রয়োজন রয়েছে ইত্যাদি সকল বিষয়ে আলোচনা করেছি।
তাই, আর্টিকেলটি শেষ পর্যন্ত সহকারী পড়ার পর আপনি নিজে নিজেই আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে একটি নতুন জিমেইল একাউন্ট খুলে নিতে পারবেন।
বন্ধুরা, চলুন আর দেরি না করে জিমেইল একাউন্ট খোলার নিয়ম গুলো জেনে নেই।
নতুন জিমেইল একাউন্ট খোলার নিয়ম- Create new gmail account
Gmail হচ্ছে গুগলের নিজস্ব একটি প্রোডাক্ট, তাই Gmail account আর google account মূলত একই জিনিস।
কেউ কেউ গুগল একাউন্ট বলে আবার কেউ জিমেইল একাউন্ট বলে থাকেন।
তাই অনেকেই যারা গুগল একাউন্ট কিভাবে খুলবো? লিখে অনলাইনে সার্চ করে থাকেন তাদেরকে বলি যে, আপনি একটি Gmail একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জেনে রাখুন।
তাহলেই আপনার জিমেইল একাউন্ট বা গুগল একাউন্ট তৈরি করার জন্য যথেষ্ট জ্ঞান পেয়ে যাবেন। গুগল বা জিমেইল একাউন্ট মূলত একই।
সাধারণত ইমেইল আইডি বানানোর জন্য আমরা Hotmail বা yahoo ব্যবহার করে সহজেই ইমেইল আইডি বানাতে পারি।
কিন্তু জিমেইল আইডি গুগলের একটি প্রোডাক্ট হওয়ায় কিছু বিশেষ কাজে অবশ্যই জিমেইল আইডির প্রয়োজন হয়ে থাকে। জিমেইল আইডি ছাড়া সকল কাজ সম্পন্ন করা সম্ভব হয় না।
আপনি যদি একটি নতুন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনেন তাহলেও এই মোবাইলে লগইন করার জন্য একটি গুগল একাউন্ট বা জিমেইল একাউন্টের প্রয়োজন হবে।
তাছাড়া বিভিন্ন অনলাইন প্লাটফর্মে বা গুগলের পরিষেবাতেও জিমেইল একাউন্টের প্রয়োজন রয়েছে।
আপনি আপনার নামে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে সেটি দিয়ে আপনি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
জিমেইল একাউন্ট তৈরি করার জন্য আপনার একটি মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হবে। আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে।
তারপর আপনি আপনার মোবাইল এবং কম্পিউটার দিয়ে এড কানেকশনের মাধ্যমে আমার নিচের বলা জিমেইল একাউন্ট খোলার নিয়ম গুলো ব্যবহার করে খুব সহজেই একটি নতুন জিমেইল একাউন্ট তৈরি করে নিতে পারবেন।
এজন্য আপনার একটি মোবাইল নাম্বার এর প্রয়োজন হবে।
আপনি চাইলে মোবাইল নাম্বার ছাড়াও জিমেইল একাউন্ট বানাতে পারবেন।
তবে মোবাইল নাম্বার দিয়ে জিমেইল একাউন্ট খোলা অনেকটাই নিরাপদ।
কেননা, আপনার যখন কোন জিমেইলে পাসওয়ার্ড হারিয়ে যায় সেটি মোবাইল নাম্বারের মাধ্যমে ফিরিয়ে আনায় সম্ভব হয়ে থাকে।
আরো জানুন,
- ইউটিউব কি? ইউটিউব চ্যানেল সম্পর্কে বিস্তারিত
- কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো? নতুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
- ইউটিউব চ্যানেল সেটিং- বিস্তারিত জেনে নিন
আর যদি আপনি মোবাইল নাম্বার না দিয়ে ইমেইল একাউন্ট খুলেন সে ক্ষেত্রে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড পাসওয়ার্ড ফিরে আনা অনেকটাই কঠিন এবং কষ্টসাধ্য হতে পারে।
তাই একটি নতুন জিমেইল একাউন্ট খুলতে আপনাকে আমি অবশ্যই মোবাইল নাম্বার ব্যবহার করার পরামর্শ দেব।
নিউ জিমেইল একাউন্ট কিভাবে খুলবো – new gmail account create
নিউ জিমেইল একাউন্ট খোলার জন্য মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতে পারেন। এখন আমি আপনাদের সাথে কম্পিউটার দিয়ে নিতুন জিমেইল আইডি খোলার নিয়মগুলো আলোচনা করবো।
তারপর আমি মোবাইল দিয়ে Gmail একাউন্ট খোলার নিয়ম গুলো ধাপে ধাপে আলোচনা করবো।
কম্পিউটারে নতুন জিমেইল একাউন্ট খোলার নিয়ম-
কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে টপ নতুন জিমেইল একাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটারের ব্রাউজার দিয়ে জিমেইল ওয়েবসাইটে যেতে হবে।
জিমেইল ওয়েবসাইট এ আসার পর নিচে দেওয়া নিয়মগুলো ফলো করুন । এবং আপনার একটি জিমেইল একাউন্ট তৈরি করে নিন।
ধাপ-১
জিমেইল ওয়েবসাইটে যাওয়ার পর আপনি বাক্স দেখতে পাবেন। এখানে আপনাকে আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে বলা হবে।
যেহেতু আপনার কোন gmail অ্যাকাউন্ট নেই তাই আপনার জিমেইল আইডি বা পাসওয়ার্ড না থাকায় আপনাকে একটি নতুন জিমেইল একাউন্ট তৈরি করে নিতে হবে।
তাই আপনি সবার নিচে থাকা বক্সে “Create account” এ ক্লিক করুন।
ধাপ-২
“Create account” এ ক্লিক করার পর আপনি একটি ফরম দেখতে পাবেন। যে ফরমটি আপনাকে পূরণ করতে হবে।
তাই ফরমটি পূরণ করতে-
- আপনার নাম-
- নতুন ইমেইল আইডি-
- পাসওয়ার্ড-
দিয়ে পূরণ করে দিন।
সর্বপ্রথমে “First name” এবং “last name” এর জায়গায় আপনার “First name” এবং “last name” লিখুন।
এরপর “Username” এর জায়গায় আপনার পছন্দের নতুন জিমেইল আইডি লিখে দিন।
তবে, জিমেইল আইডি অবশ্যই ভালো এবং সঠিকভাবে দিন। কারণ, সেটাই পরবর্তীতে কোথাও জিমেইল পাঠাতে হলে সেটাই ব্যবহার করতে হবে।
পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয় | পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় করার উপায়
সর্বশেষ , “password” এবং “confirm password” এর ঘরে অবশ্যই একটি মনে রাখার মত শক্তিশালি পাসওয়ার্ড ব্যবহার করেন।
পাসওয়ার্ড টি দেওয়ার পর “next” অপশনে ক্লিক করুন।
ধাপ- ৩
এখানে আপনাকে আরেকটা ফরণ পূরণ করতে হবে।
সেই ফর্মে আপনি আপনার মোবাইল নাম্বার, জন্ম তারিখ, লিঙ্গ ইত্যাদি পূরণ করে দিতে হবে।
উপরের ছবির মতো ফরমটি পূরণ করার অপশনগুলো পূরন করে দিন।
তবে, আপনি যদি মোবাইল নাম্বার না দিয়ে জিমেইল আইডি বানাতে চান তাহলে এটি ফাকা রাখুন।
আর, আপনার যদি কোনো ইমেইল আইডি থাকে তাহলে “recovery email address” option এ সেটা ব্যবহার করতে পারেন।
Recovery email address এর মাধ্যমে আপনি ভবিষ্যতে ভুলে যাওয়া জিমেইল একাউন্ট পাসওয়ার্ড ফিরে বা recover করতে পারবেন।
“your birthday” অপশনে আপনি নিজের জন্মৰ দিন, তারিখ ও সাল দিন।
আর, “Gender” (লিংগ) অপশনে আপনি পুরুষ হলে “male” এবং মহিলা হলে “female” অপশনটি বাছাই করে দিন।
সবকাছু সঠিকভাবে দেওয়ার পর নিচের “next” অপশনে ক্লিক করুন।
ধাপ- ৪
আপনি যদি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে থাকেন তাহলে এই ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে হবে।
মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য “verify your phone number” পেজটি দেখতে পাবেন।
“verify your phone number” পেজটির নিচে “send” অপশনে ক্লিক করুন এবং আপনার দেওয়া মোবাইল নাম্বারে গুগল থেকে একটি কোড পাবেন।
ধাপ- ৫
গুগল থেকে আপনার মোবাইলে পাওয়া ভেরিফিকেশন কোডটি “enter verification code” বক্সে লিখার পর “verify” অপশনে ক্লিক করে দিন।
ধাপ- ৬
আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই কমপ্লিট করার পর আপনাকে google terms & conditions পেজটি একসেপ্ট করতে হবে।
গুগল Terms এন্ড co nditions সেভ করার জন্য যে privacy & terms পাচ্ছেন এটা নিচে “I agree” অপশনে ক্লিক করে দিন।
এতে করে আপনার গুগল privacy এবং terms এক্সেপ করা হয়ে যাবে।
ধাপ- ৭
গুগল privacy এবং terms গ্রহণ করার পর “Get more from your number” এর একটি পেজ দেখতে পাবেন।
এখানে আপনাকে গুগল বা জিমেইলের অন্যান্য সেবা গুলো সম্পর্কে মোবাইল নম্বর ব্যবহারের কথা জিজ্ঞাসা করবে।
এখানে যেহেতু আপনি জিমেইল একাউন্ট তৈরি করবেন, তাই নিচের “skip” অপশনে ক্লিক করে দিন।
ধাপ-৮
congratulations অর্থাৎ আপনার জিমেইল একাউন্ট তৈরি সম্পন্ন হয়েছে।
এখন আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ইমেইলের প্রয়োজনে কাজ করে করতে পারবেন। যে কাউকে জিমেইল পাঠাতে পারবেন।
তবে, অবশ্যই আপনি আপনার জিমেইল একাউন্টের ইউজার নেম ইমেইল আইডি) এবং পাসওয়ার্ড স্বরণ রাখতে ভুলবেন না।
অবশ্যই পড়ুন,
- কিভাবে লোগো তৈরি করব? লোগো তৈরি করার নিয়ম
- ওয়েবসাইট কি? ওয়েবসাইট তৈরির ধাপসমূহ
- কম্পিউটারে স্ক্রিনশট কিভাবে নিতে হয় || কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার নিয়ম
ই-মেইল বলতে কী বোঝায়?
ই-মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে খুব সহজেই আদান প্রদান করা যায়।
১৯৭২ (RFC 561) খ্রিষ্টাব্দে তদানিন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল বা ই-মেইল পাঠানো হয়
প্রথম অবস্থায় ই-মেইল পেতে প্রেরক এবং প্রাপক উভয়কেই অনলাইনে থাকতে হতো।
কিন্তু বর্তমানে ইমেল করতে আগের মতো দুজনকেই অনলাইনে একইসাথে থাকতে হয় না।
প্রেরক তার প্রয়োজনীয় ডকোমেন্ট প্রাপকের কাছে পাঠানোর পর প্রাপক তার সুবিধামতো সময়ে অনলাইনে এসে ইমেইল দেখে নিতে পারবেন।
মোবাইল দিয়ে নতুন জিমেইল একাউন্ট খোলার নিয়ম-
মোবাইল দিয়ে Gmail account খোলার নিয়ম প্রায় কম্পিউটারে জিমেইল একাউন্ট খোলার মতোই।
আপনি যদি android মোবাইল দিয়ে নতুন জিমেইল অ্যাকাউন্ট করতে চান? তাহলে আপনাকে অবশ্যই গিয়ে জিমেইল লিখে সার্চ করে উপরের কম্পিউটার দিয়ে নতুন জিমেইল খোলার নিয়মগুলো ফলো করে জিমেইল একাউন্ট খুলতে পারবেন।
এছাড়াও আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে গুগল প্লে স্টোর থেকে জিমেইল অ্যাপ ( Gmail application ) ব্যবহার করে একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।
বন্ধুরা এখন আমরা মোবাইল দিয়ে জিমেইল একাউন্ট খোলার নিয়ম গুলো ধাপে ধাপে জেনে নেই।
ধাপ- ১
প্রথমেই আপনি আপনার মোবাইল দিয়ে Gmail app-টি অপেন করুন।
এ্যাপটি অপেন করার পর আপনি উপরের বামদিকে মেনু আইকন দেখবেন, সরাসরি সেই menu আইকনে ক্লিক করে দিন।
ধাপ- ২
মেনু আইকনে ক্লিক করার পর মেনুতে অনেকগুলো অপশন দেখতে পাবে।
সেখান থেকে আপনি “settings” অপশনে ক্লিক করুন।
ধাপ- ৩
“settings” অপশনে ক্লিক করার পর নিচের দিকে “add account” অপশন দেখতে পাবেন । এখন, সেই “add account” এ ক্লিক করুন।
ধাপ- ৪
এখানে কোন email provider দিয়ে আপনি জিমেইল একাউন্ট তৈরি করতে চান সেটা নির্বাচন করে দিন।
যেহেতু আপনি একটি জিমেইল একাউন্ট তৈরি করতে চাচ্ছেন, তাই “Google” অপশনটিতে ক্লিক করে দিন।
ধাপ- ৫
“Google” অপশনে ক্লিক করার পর আপনি একটি গুগলের লগইন পেজ দেখতে পাবেন।
এখানে আপনি নতুন একাউন্ট খোলার জন্য সরাসরি “create account” অপশনে ক্লিক করে দিন।
মনে রাখবেন, “create account” অপশনে ক্লিক করলে আপনাকে দুটি আলাদা প্রকারের একাউন্ট দেখানো হবে।
- For myself (ব্যক্তিগত)
- To manage my business (ব্যবসায়িক)
আপনি যদি নিজের একটি পার্সোনাল জিমেইল আইডি বানাতে চান তাহলে, “For myself” অপশনে ক্লিক করে দিন।
ওপরে ছবিটি ভালো করে খেয়াল করে বুঝে নিন।
ধাপ- ৬
এখন আপনি একটি নতুন পেজ পাবেন, যা আপনাকে আপনার first name এবং last name লিখে দিন এবং নিচের “Next” বাটনে ক্লিক করুন।
ধাপ- ৭
এখানে আপনার জন্ম তারিথ এবং লিংগ সিলেক্ট করে দিতে হবে।
আপনার জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর আপনি ছেলে না মেয়ে তা সিলেক্ট করে দিন। তারপর নিচের “Next” অপশনে ক্লিক করুন।
ধাপ- ৮
এখানে আপনি আপনার পছন্দের একটি Gmail ঠিকানা লিখে দিন । যদি Gmail address টি available থাকে, তাহলে সেটা আপনাকে দেওয়া হবে।
এরপর নিচের “Next” অপশনে click করে দিন।
ধাপ- ৯
এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তাই আপনার মনে রাখার মতো সহজ, এবং শক্তিশালি পাসওয়ার্ড দিয়ে নিচের “Next” অপশনে ক্লিক করে দিন।
ধাপ- ১০
এখন আপনি “Add phone number” নামের একটি পেজ দেখতে পাবেন।
এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে না, তাই এটিকে স্কিপ করুন।
আর যদি মোবাইল নম্বর দিতে চান তাহলে, “Yes, I’m in” অপশনে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে তা ভেরিফােই করে দিন।
ধাপ- ১১
এখন আপনার জিমেইল একাউন্ট তৈরি হয়ে গেছে । আপনি এটা এখন আপনার মোবাইল বা কম্পিউটার দিয়েও ব্যবহার করতে পারবেন।
তবে, এরজন্য জিমেইল একাউন্ট টি review করতে হবে।
তাই আপনার New Gmail id-এর নিচে থাকা “Next” অপশনে ক্লিক করে দিন।
ধাপ- ১২
এখন আপনি “Google Privacy and Terms” এর একটি পেজ দেখতে পাবেন এবং পেজটির নিচে থাকা “I agree” অপশনে ক্লিক করে দিন।
ধাপ- ১৩
congratulations, , এখন আপনার জিমেইল একাউন্ট সম্পূর্ণভাবে তৈরি হয়েছে। আপনি Gmail application-এর icon logo তে ক্লিক করে জিমেইল একাউন্ট টি নির্বাচন করে নিতে পারবেন।
আপনার নতুন জিমেইল আইডি টি আপনি আপনার এনড্রোয়েড মোবাইলে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি আপনার প্রয়োজনীয় সকল কাজে জিমেইল টি ব্যবহার করতে পারবেন।
অবশ্যই পড়ুন,
- কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায়? (ফেসবুক থেকে আয় করার সেরা উপায়)
- ঘরে বসে ফ্রি টাকা ইনকাম করার উপায় || ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
- ভিডিও দেখে টাকা আয় করার apps এবং সেরা ওয়েবসাইট সমূহ
মোবাইল নাম্বার ছাড়া জিমেইল একাউন্ট খোলা যাবে?
অবশ্যই যাবে, জিমেইল একাউন্ট খোলার নিয়ম সম্পূর্ণ ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে থাকলে আপনি অবশ্যই মোবাইল নাম্বার ছাড়া জিমেইল একাউন্ট খোলার অপশনটি পেয়ে যাবে।
যেখানে ভালো করে বোঝানো হয়েছে যে, মোবাইল নাম্বার দিয়েও জিমেই একাউন্ট খোলার এবং মোবাইল নাম্বার ছাড়াও Gmail একাউন্ট খোলার নিয়মগুলো।
মোবাইল নাম্বার ছাড়া জিমেইল একাউন্ট খুললে পরবর্তীতে মোবাইল নাম্বার যোগ করতে চাইলে “accounts.google.com” এ গিয়ে আপনি আপনার জিমেইল একাউন্টে মোবাইল নাম্বার যোগ করতে পারেবেন।
তবে, মোবাইল নাম্বার দিয়ে জিমেইল একাউন্ট খোলাই ভালো।
আর জিমেইল একাউন্টে সুরক্ষার জন্য “2 factor authentication” অপশনটি অন রাখা জরুরি।
কেননা, 2 factor authentication-অপশনটি চালু করে গুগল একাউন্ট ভেরিফাই করতে হলে অবশ্যই মোবাইল নাম্বার দিতে হবে।
প্রশ্ন – উত্তর
কিভাবে কম্পিউটারে জিমেইল খুলব?
প্রথমেই আপনার কম্পিউটারের ব্রাউজারে গিয়ে Gmail লিখে সার্চ দিন।
এরপর আপনার Google অ্যাকাউন্টের ইমেল বা ফোন নম্বর এবং পাসওয়ার্ড লিখুন।
যদি আপনার তথ্য ইতিমধ্যেই পূরণ করা থাকে এবং আপনাকে একটি ভিন্ন অ্যাকাউন্টে সাইন ইন করতে বলা হবে, অন্য অ্যাকাউন্ট ব্যবহার করুন লেখাটি ক্লিক করুন৷
আপনি যদি সাইন-ইন পৃষ্ঠার পরিবর্তে Gmail বর্ণনা করে এমন একটি পৃষ্ঠা পান, পৃষ্ঠার উপরের ডানদিকে, সাইন ইন ক্লিক করুন৷
মোবাইল নাম্বার ছাড়া জিমেইল আইডি খোলা যাবে কি?
হ্যা অবশ্যই যাবে, মোবাইল নম্বর ছাড়া জিমেইল আইটি খোলার নিয়ম আমি উপরে বলে দিয়েছি।
আমি কি একাধিক Gmail আইডি তৈরি করতে পারবো?
অবশ্যই পারবেন। আপনি একাধিক জিমেইল একাউন্ট তৈরি করতে পারেন। এতে কোনো প্রকার বাধা-নিষেধ নেই।
কিভাবে জিমেইল পাসওয়ার্ড পুনরুদ্ধার করব?
আপনার হারিয়ে যাওয়া জিমেইল পাসওয়ার্ড পুনরায় সেট করতে, লগইন স্ক্রিনে পাসওয়ার্ড ভুলে গেছেন বিকল্পটি নির্বাচন করুন।
আপনার পাসওয়ার্ড রিসেট করার একটি লিঙ্ক পাবেন যা আপনার পুনরুদ্ধার ফোন নম্বর বা ইমেলে পাঠানো হবে।
এরপর একবার আপনি আপনার Gmail পাসওয়ার্ড পাওয়ার পর সেটি পুনরায় সেট করার জন্য আপনাকে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে৷
কিভাবে জিমেইল পাসওয়ার্ড বের করব?
আপনি যদি একটি Android Mobile ফোন ব্যবহার করেন। আর যদি জিমেইল একাউন্ট তৈরির সময় মোবাইল নম্বর দিয়ে থাকেন। তবে একটি পুনরুদ্ধার ফোন নম্বরও যুক্ত থাকবে সেই জিমেইলে৷
তাই জিমেইল পাসওয়ার্ড বের করতে প্রথমেই আপনার কম্পিউটার বা মোবাইল ব্রাউজারে যান এবং Gmail সাইন-ইন পৃষ্ঠায় প্রবেশ করুন। আপনার ইমেল ঠিকানা লিখুন এবং চালিয়ে যান।
পরবর্তীতে সকল প্রক্রীয়া অনুসরণ করে পাসওয়ার্ড ভুলে যাওয়া বিকল্পে ক্লিক করে জিমেইল পাসওয়ার্ড পুনরুদ্ধার করুন।
পাসওয়ার্ড পুনরুদ্ধার করার পর অবশ্যই নতুন পাসওয়ার্ড যোগ করে তা মনে রাখুন। মনে রাখতে প্রয়োজনে কোথায় নোট করে লিখে রাখুন।
আজকের শেষ কথা,
বন্ধূরা, আজ আমি আপনাদের সাথে- নতুন জিমেইল একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
জিমেইল একাউন্ট সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যদি আর্টিকেলটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন । ধন্যবাদ