বন্ধুরা এবছর দাখিল পরীক্ষার ফলাফল বা দাখিল রেজাল্ট ২০২৩ অতি শীগ্রই প্রকাশিত হতে চলেছে। দাখিল রেজাল্ট ২০২৩ দেখার নিয়মগুলো সম্পর্কে আপনাদের জেনে রাখা জরুরী।
কেননা অনেকেই রয়েছেন যারা দাখিল পরীক্ষার রেজাল্ট কিভাবে বের করতে হয়? বা কিভাবে দেখতে হয় তা জানেন না।
আপিনি যদি একজন দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী হয়ে থাকেন তাহলে অবশ্রই আপনি দাখিল পরীক্ষার রেজাল্ট প্রকাশের অপেক্ষায় দিন গুনছেন।
আর হয়তোবা ভাবছেন যে, দাখিল পরীক্ষার রেজাল্ট কত তারিখে? কিভাবে দাখিল পরীক্ষার রেজাল্ট দেখবো? দাখিল রেজাল্ট দেখার নিয়ম কি? অথবা দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জানতে খুবই আগ্রহী হয়ে আছেন।
তাছাড়াও যারা গত বছর বা আগের বছরগুলোতে দাখিল পরীক্ষা দিয়েছেন তারাও এই ওয়েবসাইটের মাধ্যমে Dakhil Result বের করতে পারবেন তাদের সাল অনুযায়ী।
দাখিল রেজাল্ট আর এসএসসি রেজাল্ট বের করার জন্য মূলত একই ওয়েবসাইট এবং একই পদ্ধতি ব্যবহার করা হয়।
তাই আপনি এসএসসি রেজাল্ট দেখার পাশাপাশি একই ওয়েবসাইট থেকে Dakhil Results দেখতে পারবেন।
আপনি যদি দাখিল রেজাল্ট সম্পর্কে আগ্রহী হন এবং দাখিল পরীক্ষার রেজাল্ট চেক করতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় চলে এসেছেন।
কেননা, আজকের আর্টিকেলে আমি আপনাদের জন্য দাখিল রেজাল্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
তাই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকুন।
আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করার ফলে আপনি নিজে নিজেই দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৩ বের করতে পারবেন।
দাখিল রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম-
আপনারা অনেকেই জানেন যে, এসএসসি সমমান দাখিল লেখা হয়ে থাকে অর্থাৎ এসএসসি’র সমমান হিসেবে দাখিলকে মূল্যায়ন করা হয়।
পার্থক্য হচ্ছে শুধু এসএসসি হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক বোর্ড পর্যায়ে পরীক্ষায় অংশগ্রহণ করা, আর দাখিল হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করা।
তাছাড়াও আরো কিছু পার্থক্য রয়েছে । তবে পার্থক্য যাই থাকুক না কেন? এসএসসি এবং দাখিল পরীক্ষার সকল কার্যক্রম একই সাথে সম্পন্ন হয়ে থাকে।
জন্ম নিবন্ধন যাচাই করে কিভাবে? জন্ম নিবন্ধন সনদ যাচাই করার নিয়ম
এসএসসি এবং দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম একই। তাই আপনি দাখিল রেজাল্ট ২৩ চেক করার জন্য নিচের রেজাল্ট দেখার নিয়মগুলো ফলো করুন।
দাখিল পরীক্ষার রেজাল্ট কত তারিখে?
Dakhil Exam Results কত তারিখে দিবে তা এখনো নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
কেননা এখনো কোনো প্রকার রেজাল্ট প্রকাশ বিষয়ক কোনো নোটিশ পাবলিশ করা হয় নি শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে।
দাখিল পরীক্ষার রেজাল্ট এবং এসএসসি পরীক্ষার রেজাল্ট সব সময় একই সাথে পাবলিশ হয়ে আসছে।
তাই এবারের দাখিল এবং এসএসসি পরীক্ষার রেজাল্টও সারাদেশে একযোগে একসাথে প্রকাশ করা হবে।
আরো পড়ুন,
- এসএসসি রেজাল্ট ২০২৩ কবে দিবে? এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম ২০২৩
- ৪৬ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
সাধারণত পরীক্ষার শেষ হওয়ার ৬০ থেকে ৯০ দিনের মধ্যেই এসএসসি/দাখিল পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়।
তাই বলা যায় যে, জুলাই মাসের ২৮ তারিখে বা আগষ্ট মাসের ১ম সপ্তারে দাখিল /এসএসসি রেজাল্ট প্রকাশ হতে পারে।
তবে ফলাফল যখনই প্রকাশ করা হোক না কেন আমাদের ওয়েবসাইটে আপডেট জানিয়ে দেওয়া হবে।
তাই দাখিল পরীক্ষার ফলাফল সবার আগে পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
দাখিল পরীক্ষার ফলাফল ২০২৩ দেখার জন্য যা লাগবে-
আপনি যদি দাখিল পরীক্ষার ফলাফল ২০২৩ দেখতে আগ্রহী হন, তাহলে অবশ্যই আপনাকে Dakhil Results বের করার আগে দাখিল পরীক্ষার বোর্ডের নাম সাল, রোল ন্মাবার, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি সংগ্রহ করে রাখতে হবে।
কারণ আপনি যদি দাখিল বা এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে চান? তাহলে অবশ্যই এসব তথ্যগুলো পূরণ করার মাধ্যমেই আপনি দাখিল রেজাল্ট বা এসএসসি রেজাল্ট দেখতে পারবেন।
জেনে রাখুন,
- ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব
- বাংলাদেশে সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটি | বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা
- অনলাইন ব্যবসা কি ? ঘরে বসে অনলাইন ব্যবসার আইডিয়া- সফল অনলাইন ব্যবসা সমূহ
এছাড়াও আপনাকে পরীক্ষার বোর্ড নামের কোড বা বোর্ডের প্রথম তিন অক্ষর সংগ্রহ করতে হবে।
কেননা আপনি যদি এসএমএস এর মাধ্যমে দাখিল Results বা এসএসসি রেজাল্ট চেক করতে চান? তাহলে বোর্ড কোড অবশ্যই জানতে হবে।
সকল শিক্ষা বোর্ডের কোড বা বোর্ডের প্রথম তিন অক্ষর-
- মাদ্রাসা শিক্ষা বোর্ড – MAD
- ময়মনসিং শিক্ষা বোর্ড – MYM
- ঢাকা শিক্ষা বোর্ড – DHA
- রাজশাহী শিক্ষা বোর্ড – RAJ
- চট্টগ্রাম শিক্ষা বোর্ড – CTG
- সিলেট শিক্ষা বোর্ড – SYL
- কুমিল্লা শিক্ষাবোর্ড – COM
- দিনাজপুর শিক্ষা বোর্ড – DIN
- যশোর শিক্ষা বোর্ড – JES
- বরিশাল শিক্ষা বোর্ড – BAR
- কারিগরি শিক্ষাবোর্ড- TEC
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়- BOU
দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৩ দেখুন-
বন্ধুরা আমি আপনাদেরকে দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৩ কিভাবে খুব অল্প সময়ের মধ্যেই নিজে নিজেই কিভাবে বের করতে পারবেন সেই বিষয়ে জানাবো।
তাই Dakhil Exam Results খুব দ্রুত এবং সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।
সবার আগে Dakhil Exam Results দেখার জন্য আপনাকে অবশ্যই রেজাল্ট প্রকাশের অনলাইনে রেজাল্ট দেখার জন্য আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন করে নিন।
তারপর পরীক্ষার এডমিট কার্ডের তথ্যগুলো সংগ রাখুন, যাতে করে রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপনি অনলাইনে দাখিল পরীক্ষার রেজাল্ট দেখতে পারেন।
কারণ, এসএসসি বা দাখিল রেজাল্ট প্রকাশের দিন সার্ভার অনেক সময় বিজি বা ডাউন থাকে।
তাই অনেক সময় ধরে বার বার ট্রায় করার ফলে রেজাল্ট চেক করা যায় বা রেজাল্ট বের করা যায়।
এছাড়াও আপনি বাটন মোবাইল দিয়েও এসএমএসের মাধ্যমে Dakhil Exam Results দেখতে পারবেন।
এসএমএস এর মাধ্যমে Dakhil Results দেখার জন্য অবশ্যই আপনাকে আপনার মোবাইলের এসএমএস পাঠানোর মতো পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকতে হবে।
আরো জানুন,
- ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ- ফ্রিল্যান্সিং করে আয় করন
- কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো? নতুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
- ওয়েবসাইট কি? ওয়েবসাইট তৈরির ধাপসমূহ
তাই অনলাইনে বা এসএমএস এর মাধ্যমে দাখিল রেজাল্ট দেখার জন্য রেজাল্ট প্রকাশের দিন রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই রেজাল্ট বের করার জন্য নিচের Dakhil Exam Results বের করার নিয়ম দেখে নিন।
দাখিল রেজাল্ট কিভাবে দেখব?
সাধারণত সকল পাবলিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার পর সেগুলো দুটি পদ্ধতিতে আমরা দেখে থাকি বা রেজাল্ট চেক করে থাকি। ঠিক তেমনিভাবে Dakhil Results চেক করার পদ্ধতি দুটি হলো –
- অনলাইনের মাধ্যমে দাখিল রেজাল্ট চেক
- এসএমএসের মাধ্যমে দাখিল রেজাল্ট চেক
অনলাইনে দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম-
অনলাইনের মাধ্যমে দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার জন্য রেজাল্ট প্রকাশের দিন আমাদেরকে অনেক সময় অনলাইনে সার্ভার ব্যাস্ত থাকার কারণে বা ডাউন থাকার কারনে রেজাল্ট পেতে দেরি হয়ে থাকে।
তাই রেজাল্ট প্রকাশের দিন সবার আগে রেজাল্ট দেখার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখুন।
এবং রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই অনলাইনে দাখিল রেজাল্ট দেখে নিন। অনলাইনে রেজাল্ট দেখার জন্য নিচের পদ্ধতি বা নিয়মগুলো অনুসরণ করুন।
সবার আগে আপনি দাখিল রেজাল্ট দেখার ওয়েবসাইটে প্রবেশ করুন।
ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি নিচের ছবির মতো দেখতে পারেন।
Examination : SSC/Dakhil/Equivalent
* উপরের Examination অপশনে পরীক্ষার নাম SSC/Dakhil/Equivalent সিলেক্ট করে দিন।
Year : Select One
* এখানে দাখিল পরীক্ষার বছর বা সাল 2023 সিলেক্ট করে দিন।
Board : Select One
* এখানে দাখিল পরীক্ষার বোর্ড Madrasah সিলেক্ট করে দিন।
Roll : 123456
* এখানে দাখিল পরীক্ষার রোল নম্বর লিখে দিন।
Reg: No : 1234567890
* এখানে দাখিল পরীক্ষার রেজিঃ নম্বর লিখে দিন।
4 + 6 = 10
* এখানে যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যা দুটির যোগফল লিখে দিন।
সবকিছূ সঠিকভাবে দেওয়ার পর শেষে Submit বাটনে ক্লিক করুন।
কয়েক সেকেন্ড সময় অপেক্ষা করুন । আপনার দাখিল পরীক্ষার ফলাফল ডিসপ্লেতে প্রদর্শিত হবে।
এরপর আপনার চাহিদা অনুযায়ী রেজাল্ট কপি প্রিন্ট করে নিতে পারবেন।
মোবাইলে এসএমএসের মাধ্যমে দাখিল রেজাল্ট চেক-
দাখিল পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিন সার্ভার ব্যস্ত থাকার কারণে আমাদের রেজাল্ট পেতে অনেক সময় অপেক্ষা করতে হয় । তাছাড়াও রেজাল্ট পেতে অনেক ভোগান্তি পেতে হয়।
তবে আপনি চাইলে খুব সহজেই আপনার হাতের মোবাইল দিয়েও দাখিল পরীক্ষার ফলাফল ২০২৩ এসএমএস এর মাধ্যমে চেক করতে পারবেন।
এসএমএস এর মাধ্যমে দাখিল পরীক্ষার রেজাল্ট বের করার জন্য আপনাকে অবশ্যই বোর্ডের কোড জানতে হবে।
তাছাড়াও বোর্ড কোড অনুযায়ী আপনি সকল বোর্ডের পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন।
তাই আজকের আর্টিকেলের উপরের আলোচনায় বোর্ড কোড লিখে দিয়েছি। বোর্ড কোড জানতে উপরে থেকে আরেকবার দেখে আসুন।
আর আপনি যদি এসএসসি রেজাল্ট এসএমএস এর মাধ্যমে জানতে চান তাহলেও বোর্ড কোড দ্বারা মোবাইলে এসএমএস করেও জানতে পারবেন।
দাখিল পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন পরীক্ষার নাম, বোর্ড কোড, রোল নাম্বার, পরীক্ষার সাল এবং ১৬ ২২২ নম্বরে পাঠিয়ে দিন।
দাখিল রেজাল্ট এসএমএস পদ্ধতি-
Dakhil <স্পেস> MAD <স্পেস> Roll <স্পেস> Exam Year এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণ স্বরূপে – Dakhil MAD 123456 2023 And Send to 16222.
উপরের নিয়মানুযায়ী সঠিকভাবে এসএমএস পাঠানোর পর ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে দাখিল রেজাল্ট সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।
অর্থাৎ আপনার দাখিল পরীক্ষার রেজাল্ট আপনি মোবাইলের এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন।
উপরের নিয়মগুলোর মাধ্যমে সকল শিক্ষা বোর্ডের পরীক্ষার রেজাল্ট বের করা যাবে।
অবশ্যই পড়ুন,
- ভিডিও দেখে টাকা আয় করার apps এবং সেরা ওয়েবসাইট সমূহ
- ঘরে বসে ফ্রি টাকা ইনকাম করার উপায় || ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
- কিভাবে একটি ওয়েবসাইট দিয়ে টাকা ইনকাম করা যায় || অনলাইনে ইনকাম করার উপায়
দাখিল পরীক্ষার মার্কশিটসহ ফলাফল দেখার পদ্ধতি-
আপনি যদি দাখিল পরীক্ষার ফলাফল মার্কশিট সহ দেখতে আগ্রহী হন তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
প্রথমেই আপনার ডিভাইসটি দ্বারা কোনা ওয়েব ব্রাউজারে গিয়ে টাইপ করুন -https://eboardresults.com/v2/home অথবা এখানে ক্লিক করুন- Dakhil Result with Marksheet
তারপর আপনি নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন।
এখন আপনি মার্কশিটসহ দাখিল পরীক্ষার রেজাল্ট পেতে নিচের তথ্যগুলো পূরণ করুন।
- এরপর Examination নাম দাখিল সিলেক্ট করুন।
- তারপর Exam Year বা সাল ২০২৩ সিলেক্ট করুন।
- তারপর Exam Board সিলেক্ট করুন মাদ্রাসা।
- এরপর আপনি Result Type একক রেজাল্ট বের করার জন্য Individual Result সিলেক্ট করুন।
- অতপর আপনার পরীক্ষার Roll & Registration Number বক্সে লিখে দিন।
- সবশেষে আপনি সঠিকভাবে Security Key পুরণ করে Get Result অপশনের ক্লিক করে দিন।
সাথে সাথেই আপনার দাখিল পরীক্ষার মার্কশিট সহ রেজাল্ট দেখতে পাবেন।
আজকের শেষ কথা,
বন্ধুরা আশা করি দাখিল রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি কারো দাখিল পরীক্ষার রেজাল্ট নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে।
তাহলে, কমেন্ট করে জানাতে পারেন । আমরা আপনার কমেন্ট এর যথেস্ট কদর করবো।
আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ