আজ আমি আপনাদের সাথে পিন্টারেস্ট কি? পিন্টারেস্ট থেকে আয়, Pinterest এর কাজ কি, পিন্টারেস্ট মার্কেটিং কি, Pinterest এর প্রতিষ্ঠাতা কে, earn money from pinterest, earn from pinterest ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
পিন্টারেস্ট কি? What is Pinterest? পিন্টারেস্ট সম্পর্ক আজকাল অনেকেই অজানা। বর্তমানে অনেকেই পিন্টারেস্ট সম্পর্কে জানে না।
আপনি যদি অনেকের মতো পিন্টারেস্ট সম্পর্কে না জেনে থাকেন এবং Pinterest এর কাজ কি সম্পর্কে জানতে আগ্রহী হন।
তাহলে আপনিি আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
কারণ এই আর্টিকেলে আমি পিন্টারেস্ট (Pinterest) এর প্রতিষ্ঠাতা কে শুরু করে পিন্টারেস্ট থেকে ইনকাম কিভাবে করবেন তা জানিয়ে দিয়েছি।
সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোর মধ্যে পিন্টারেস্ট তাদের মধ্যে একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম।
জনপ্রিয়তার দিক দিয়ে এই প্লাটফর্ম বা পিন্টারেস্ট দিন দিন প্রচুর বৃদ্ধি পাচ্ছে।
বর্তমানে ২০২৩ সালের এপ্রিল মাসে পিন্টারেস্ট এর মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাড়ায় ৪৬৩ মিলিয়ন । যা বিশ্বের সক্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মধ্যে ১৪ তম স্থান অর্জন করে।
বর্তমান ডিজিটাল যুগে আপনি যদি পিন্টারেস্টের সাথে যুক্ত না হয়ে থাকেন । তাহলে আপনি বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছেন।
পিন্টারেস্ট হচ্ছে একটি অনলাইন আয়ের প্লাটফর্ম । অনেকেই পিন্টারেস্ট থেকে মাসে লাখ লাখ টাক ইনকাম করছেন।
আপনি যদি পিন্টারেস্ট এর মাধ্যমে আয় করতে চান তাহলে আপনিও মাসে ৫০ হাজার টাকা করতে পারবেন পিন্টারেস্ট থেকে।
তবে পিন্টারেস্ট থেকে ইনকাম করার আগে আপনাকে জানতে হবে, পিন্টারেস্ট কি? পিন্টারেস্ট মার্কেটিং কি? তারপর আপনাকে কিভাবে পিন্টারেস্ট থেকে ইনকাম করা যায় সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
তো বন্ধুরা আর দেরি না করে পিন্টারেস্ট থেকে আয় করার জন্য পিন্টারেস্ট সম্পর্কে বিস্তারিত জানি।
পিন্টারেস্ট কি? what is pinterest?
পিন্টারেস্ট হলো এমন একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যা মোবাইল এবং ওয়েব এ্যাপলিকেশন এর মাধ্যমে ফটো শেয়ারিং ওয়েবসাইট হিসেবে কাজ করে।
তবে এই প্লাটফর্মে ফটো শিয়ারিং ছাড়াও আরো অনেক কাজ করতে পারবেন। যেমন-
ভিডিও, ইমেজ, গিফ্ট ইত্যাদি সহ আরো অনেক কিছু।
পিন্টারেস্ট ব্যবহারের জন্য রেজিষ্ট্রেশন করতে হয়। পল শিয়ারা, ইভান শার্প এবং বেন সিলবারমান কর্তৃক পিন্টারেস্ট ওয়েবসাইট বা প্লাটফর্ম প্রতিষ্ঠিত।
বর্তমান বিশ্বে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেমন- ফেসবুক, টুইটার, লিংকডইন, ইনস্ট্রাগ্রাম পিন্টারেস্ট ইত্যাদি রয়েছে।
এদের মধ্যে পিন্টারেস্ট একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম।
পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয় | পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় করার উপায়
সহজ কথায় পিন্টারেস্ট হলো এমন একটি অনলাইন শেয়ারি প্লাট ফর্ম বা মিডিয়া সার্ভিস যেখানে ইমেজ, ভিডিও, গিফ্ট ইত্যাদি সহ আরো অনেক কিছু সার্চ করা সহ, সেভ করা এবং শেয়ার করা যায়।
তবে অধিকাংশ লোক এখানে ইমেজ বা পিকচার আপলোড করে শেয়ার করে থাকে।
পিন্টারেস্ট মানে কি?
পিন্টারেস্ট হলো ফেসবুকের মতোই এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম।
এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বেশিরভাগ সময় ফটো আপলোড করার কারণে পিন্টারেস্ট কে এক কথায় ফটো শিয়ারিং মিডিয়াও বলা হয়।
তবে এই প্লাটফর্মে ফটো শেয়ার এর পাশাপাশি ভিডিও, গিফ্ট ইত্যাদি সহ আরো অনেক কিছু আপলোড ও শেয়ার করা যায়।
Pinterest এর প্রতিষ্ঠাতা কে?
পিন্টারেস্ট একটি ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশন কোম্পানি, যা বিভিন্ন ধরনের ফটো শেয়ারিং ওয়েবসাইট হিসেবে কাজ করে।
সাইটটি পল শিয়ারা, ইভান শার্প এবং বেন সিলবারমান কর্তৃক ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং পূর্ণঙ্গভাবে যাত্রা শুরু করে ২০১০ সালে।
এই পিন্টারেস্ট প্লাটফর্মটি ২০১১ সালের ডিসেম্বরে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এর টপ লিস্টে জায়গা করে নেয়।
আরো পড়ুন,
- কম্পিউটার কি? কম্পিউটারের জনক কে- কম্পিউটার পরিচিতি
- কম্পিউটারে স্ক্রিনশট কিভাবে নিতে হয় || কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার নিয়ম
- লোগো তৈরী করার সফটওয়্যার – নতুনদের জন্য সেরা লোগো ডিজাইন সফটওয়্যার
শুরু থেকে এখন পর্যন্ত ১২ বছরের পথ পাড়ি দিয়েছে পিন্টারেস্ট। পিন্টারেস্টের বর্তমান মার্কেট প্রাইস ১৪ বিলিয়ন ইউ এস মার্কিন ডলার এরও উপরে।
পিন্টারেস্ট এর ইতিহাস কি?
Pinterest ইতিহাস আপনাকে আপনার সংরক্ষিত পিন, আপনার তৈরি করা বোর্ড এবং আপনার সার্চ করা ফলাফল গুলোকে দেখিয়ে থাকে৷
কীভাবে আপনার Pinterest ইতিহাস দেখতে হবে এবং আপনি সাইট সম্পর্কে বিস্তারিত জানতে পিন্টারেস্ট এর নির্দেশিকা রয়েছে।
পিন্টারেস্ট এর ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে আপনি নির্দেশিকা দেখে নিতে পারেন।
পিন্টারেস্ট এর পিন সাইজ কত?
পিন্টারেস্ট এ কোনো পিকচার পোস্ট করাকে পিন্টারেস্ট এর ভাষায পিন বলা হয়। পিন্টারেস্টের সঠিক পিন অনুপাত হলো ১:২.১ এবং সবচেয়ে ভালো পিন্টারেস্ট পিন সাইজ হলো ১০০০ x ২১০০ পিক্সেল।
পিন্টারেস্ট মার্কেটিং কি?
Pinterest মার্কেটিং কিন্তু শুধুমাত্র ব্লগ বা ওয়েবসাইট মালিকদের জন্য নয়। এটা সকল ব্যবসায়ীদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয়।
কেননা এর মাধ্যমে যে কেউ তার ব্যবসার জন্য জন্য কাঙ্খিত কাস্টমার বা ভিজিটর পেতে পারেন।
সহজ ভাষায় পিন্টারেস্ট বলতে গেলে, আপনি পিন্টারেস্ট এর মাধ্যমে আপনার পন্য বা ব্যবসার প্রচার বা প্রসার করাকে পিন্টারেস্ট মার্কেটিং ( Pinterest Marketing ) বলা হয়।
আমি কি Pinterest থেকে টাকা ইনকাম করতে পারি?
অবশ্যই আপনি পিন্টারেস্ট থেকে টাকা ইনকাম করতে পারেন।
তবে, পিন্টারেস্ট থেকে টাকা ইনকাম করার জন্য আপনার পিন কেনাকাটার যোগ্য করে নিন।
আপনি অ্যাফিলিয়েট লিঙ্কগুলি ব্যবহার করে আপনার পিনগুলিকে ট্যাগ করতে পারেন। যাতে করে, লোকেরা ক্লিক করে এবং কেনাকাটা করার জন্য আপনি কমিশন পেতে পারেন।
মনে রাখবেন, Pinterest অ্যাফিলিয়েট চুক্তির অংশ নয়, তাই আপনার কমিশন বহিরাগত ব্যাক্তি বা প্রোগ্রামগুলির সাথে আপনি যে শর্তাবলী সেট আপ করেছেন তার উপর নির্ভরশীল।
পিন্টারেস্ট থেকে আয়- Earn money from Pinterest
বন্ধূরা এতক্ষণ আমরা পিন্টারেস্ট সম্পর্কে জেনেছি । এখন আমরা কিভাবে পিন্টারেস্ট থেকে ইনকাম করা যায় তা জানবো।
পিন্টারেস্ট ব্যবহার করে আয় করার অনেক উপায় রয়েছে।
তাছাড়া পিন্টারেস্ট ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইটে প্রচুর পরিমানে ট্রাফিক পাবেন।
যার ফলে আপনার ওয়েবসাইটের ইনকাম অনেক বেড়ে যাবে।
পিন্টারেস্ট দ্বারা আয় করার উপায় সমূহ-
পিন্টারেস্ট ব্যবহারের সুবিধাগুলোর মধ্যে নিম্নে কিছু সুবিধার কথা উল্লেখ করা হলো-
১. বোর্ডের ইনভাইট সেল করে আয় করন-
ধরুন, আপনার একটি রেসিপি বিষয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্ট রয়েছে এবং আপনি একটি বোর্ড তৈরি করেছেন।
এখন আপনি রেসিপি বিষয়ে যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে আপনার বোর্ড যোগ দিতে ইনভাইট করলেন।
তাদেরকে আপনার বোর্ডের নীতিমালা সমূহ জানিয়ে দিলেন যে- কিভাবে ইমেজ পিন করতে হবে, এতে তাদের লাভ কি ইত্যাদি বিষয়ে।
এরপর আপনি এই বোর্ডের সদস্যদের দ্বারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।
২. কাস্টম পিন সেল করে ইনকাম করন-
পিন্টারেস্ট থেকে টাকা ইনকাম করার আরেকটি কার্যকরী উপায় হলো কাস্টম পিন সেল করে ইনকাম করা।
এটা অনেকটাই বোর্ডের ইনভাইট সেল করার অনুরোপ।
আপনি আপনার বোর্ড সম্পর্কিত ওয়েবসাইটে পিন করে তাদেরকে আপনার বোর্ডের পিন করার উপকারিতা সম্পর্কে জানাতে পারেন।
বেশিরভাগই তারা আপনার বোর্ডএর উপকারিতা শুনে যখন রাজি হয়ে যাবে।
তখন আপনি আপনার ব্লগের পোস্ট অনুযায়ী ইমেজ তৈরি করে পিন করবেন এবং আপনার সাইট লিংক এর যায়গায় তাদের সাইট লিংকটি দিয়ে দিবেন।
৩. এফেলিয়েট মার্কেটিং করে আয় করন-
আপনি পিন্টারেস্টের মাধ্যমে এফেলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন।
বর্তমানে অনেকেই পিন্টারেস্টে এফেলিয়েট মার্কেটিং করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছেন।
আপনি চাইলে আপনিও এফিলিয়েট মার্কেটিং করে ইন্টারেস্টের মাধ্যমে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন।
এফেলিয়েট মার্কেটিং করার জন্য আপনাকে যা করতে হবে-
প্রথমে আপনাকে কোন একটি অনলাইন সপ বা ই-কমার্স ওয়েবসাইট যেমন- Amazon, Daraz, Bd Shop ইত্যাদিতে যুক্ত হতে হবে।
তারপর আপনি আপনার এফিলিয়েট লিংকটি পিন্টারেস্ট একাউন্টে পিন করে রাখতে হবে।
ফলে, আপনার এফিলিয়েট লিংক ক্লিক করে যদি কেউ কোন পণ্য ক্রয় করে, তাহলে আপনি সেই বিপণ্য বিক্রয়ের একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন।
আপনি যত বেশি এফিলিয়েট মার্কেটিং করে পণ্য বিক্রি করতে পারবেন তত বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।
৪. ওয়েবসাইটের ব্যাকলিংক তৈরি করে আয় করন-
আপনি যখন কোন ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন আপনাকে অনেক ধরনের এসইও সম্পর্কে জানতে হবে এবং এসইও করতে হবে।
যার ফলে, আপনি আপনার ওয়েবসাইাটকে র্যাংক করিয়ে টপ লেভেলে নিয়ে আসতে পারবেন।
আর একটি ওয়েবসাইটকে টপ লেভেলে পৌঁছানো মানে প্রচুর ফ্রী ট্রাফিক পাওয়ার সুযোগ হওয়া।
আপনার ওয়েবসাইটে এসইও করার জন্য আপনাকে ব্যাকলিংক তৈরি করতে হবে।
আপনি পিন্টারেস্ট ব্যবহার করে এখান থেকে ভালো মানের ব্যাকলিংক তৈরি করতে পারবেন।
ফলে আপনি এখান থেকে ব্যাকলিংক প্লাস ভিজিটর দুটোই পেয়ে যাবেন । যার ফলে আপনার ওয়েবসাইট দ্রুত র্যাংক হবে।
যার ফলে আপনি প্রচুর পরিমানে ইনকাম করতে পারবেন ।
৫. ওয়েবসাইট ট্রাফিক বৃদ্ধি করে আয় করন-
পিন্টারেস্ট ব্যবহারের ফলে আপনি আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমানে ভিজিটর্স আনতে পারবেন।
যা আপনার ওয়েবসাইটে ইনকাম বৃদ্ধি করার জন্য অনেকটাই সহায়ক হিসেবে কাজ করবে।
একটি ব্লগ বা ওয়েবসাইটের জন্য ভিজিটর কতটা গুরুত্বপূর্ণ তা ব্লগাররা ভালো করেই জানেন।
যে সকল ব্লগ বা ওয়েব সাইটে ভিজিটর থাকেনা সেসব ওয়েবসাইট থেকে কোন প্রকার ইনকাম আশা করা যায় না।
তাই ওয়েবসাইটে ইনকাম করার জন্য ভিজিটরের প্রয়োজন অনেক বেশি । ভিজিটরের উপর নির্ভর করে কম-বেশি ইনকাম হয়ে থাকে।
তাই আপনি যদি সঠিকভাবে পিন্টারেস্ট ব্যবহার করতে পারেন, তাহলে আপনি আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ভিজিটর আনতে পারবেন এবং প্রচুর ট্রাফিক জেনারেট করার ফলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন।
৬. স্পনসরশিপের মাধ্যমে আয় করন-
ফেসবুকের গ্রুপ এর মত পিন্টারেস্টে গ্রুপ তৈরি করে সেখানে অনেক ফলোয়ার জয়েন করানো যায়। আর এখান থেকে আপনি প্রচুর পরিমাণে ফলোয়ার পাবেন।
আপনি চাইলে সেই ফলোয়ারদেরকে কাজে লাগিয়ে স্পন্সরশিপের মাধ্যমেও টাকা ইনকাম করতে পারবেন।
আপনি যখন একটি প্রিন্টারের একাউন্টের প্রচুর পরিমাণে ফলোয়ার তৈরি করতে পারবেন।
তখন আপনি সেই একাউন্টকে কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানি বা উদ্যোক্তাদের পণ্য সামগ্রী পেইড স্পন্সরশীপ করতে পারবেন খুব সহজেই।
এভাবে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন।
আরো জানুন,
- ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার নিয়ম
- ওয়েব হোস্টিং কি? হোস্টিং কত প্রকার | best web hosting কোনটি? বিস্তারিত জানুন
- ডোমেইন কি? ডোমেইনের প্রকার এবং ব্যবহার – ডোমেইন কেনার নিয়ম বিস্তারিত
কিভাবে পিন্টারেস্ট ব্যবহার করবেন? পিন্টারেস্ট ব্যবহার করার নিয়ম-
পিন্টারেস্ট ওয়েবসাইট টি ব্যবহার করার জন্য আপনাকে যা করতে হবে-
- প্রথমেই একটি পিন্টারেস্ট একাউন্ট খুলে নিতে হবে।
- তারপর পিন্টারেস্ট ওয়েবসাইটে আপনি আপনার পন্য বা প্রোডাক্ট গুলো খুব সহজেই লিংক করে ডিসপ্লে করতে পারবেন।
- ফলে যারা আপনার দেখানো পন্য গুলোর সম্পর্কে জানতে পারবে এবং লিংক এর মাধ্যমে প্রোডাক্ট গুলো খুব সহজেই কিনতে পারবে।
- তাছাড়াও আপনি পিন্টারেস্ট এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি করতে পারবেন সেখান থেকেও আপনার আয় অনেক বৃদ্ধি করা সম্ভব।
পিন্টারেস্ট একাউন্ট খোলার নিয়ম- How To Create Pinterest Account?
পিন্টারেস্ট একাউন্ট তৈরি করার জন্য নিচের ধাপসমূহ অনুসরন করুন-
- প্রথমে একটি browser অপেন করে সার্চবারে www.pinterest.com লিখে সার্চ করুন।
- এরপর Sign Up অপশন দেখতে পাবেন । Sign Up বাটনে ক্লিক করুন।
- এরপর আপনি আপনা ফেসবুক অথবা জিমেইল একাউন্ট দিয়েও Sign Up করতে পারবেন, তাই এখন আপনি ফেসবুক অথবা জিমেইল আইডি দিয়ে Sign Up করে নিন।
- এখন একটি বক্স দেখতে পাবেন । আপনি যে নাম দিয়ে Pinterest Account এর প্রোফাইল দিতে চান তা বক্সে লিখে দিন।
- এরপর আপনাকে Country এবং Language সিলেক্ট করে দিতে হবে, তাই আপনার দেশ এবং ভাষা নির্দিষ্ট জায়গায় সিলেক্ট করে দিন।
- এবার আপনি আপনার ইন্টারেস্টেড বিষয়গুলো সিলেক্ট করে দিন।
- এরপর আপনার মেইলে পিন্টারেস্ট থেকে একটি ভেরিফিকেশন মেইল পাঠানো হবে । তা নিশ্চিত করুন।
- এখন আপনার Pinterest অ্যাকাউন্ট তৈরি করা সম্পন্ন হয়েছে । এবং আপনি ব্রাউজিং এবং পিন করা শুরু করতে পারবেন।
কিভাবে Pinterest এ সাইন ইন করবো?
পিন্টারেস্টে সাইন ইন করার জন্য নিচের পদ্ধতি অনুসরন করুন-
- প্রথমেই pinterest.com/login-এ যান।
- তারপর আপনার ইমেল ঠিকানা এবং পাসওয়ার্ড লিখুন বা ক্লিক করুন।
- Facebook অথবা Google এর সাথে চালিয়ে যান।
এরপর আপনার পিন্টারেস্ট একাউন্ট টি ওপেন হবে। আপনি এখন পিন করা বা অন্যান্ন কাজ করতে পারেন।
Pinterest এর কাজ কি?
Pinterest একটি ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশন কোম্পানি বা ওয়েবসাইট অথাব প্লাটফর্ম যাই বলিনা কেন? তবে, এর কাজ হলো ফটো শেয়ারিং করা।
পিন্টারেস্ট ওয়েবসাইটটি ইমেজ, গিফ্ট, ভিডিও ইত্যাদি শেয়ার করে থাকে । এছাড়াও এখান থেকে ব্যাকংলিংক তৈরি করা যায়।
পিন্টারেস্ট থেকে প্রচুর পরিমানে ট্রাফিক জেনারেট করা যায় যে কোনো ওয়েব বা ব্লগ সাইটের জন্য।
সবচেয়ে মজার বিষয় হলো পিন্টারেস্ট দিয়ে আয় করা যায় বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে।
মনে রাখবেন, পিন্টারেস্ট ব্যবহার করতে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
টাকা ইনকাম ,
- ঘরে বসে ফ্রি টাকা ইনকাম করার উপায় || ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
- অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার সহজ উপায়- ঘরে বসে ফ্রি টাকা ইনকাম
- ভিডিও দেখে টাকা আয় করার apps এবং সেরা ওয়েবসাইট সমূহ
FAQ-
পিন্টারেস্ট মার্কেটিং কি?
পিন্টারেস্ট বলতে , পিন্টারেস্ট এর মাধ্যমে পন্য বা ব্যবসার প্রচার বা প্রসার করাকে পিন্টারেস্ট মার্কেটিং (Pinterest Marketing বলা হয়।
কিভাবে Pinterest এ সাইন ইন করবো?
- প্রথমেই pinterest.com/login-এ যান।
- তারপর আপনার ইমেল ঠিকানা এবং পাসওয়ার্ড লিখুন বা ক্লিক করুন।
- Facebook অথবা Google এর সাথে চালিয়ে যান।
পিন্টারেস্ট ব্যবহারকারীর সংখ্যা কত?
বর্তমানে ২০২৩ সালের এপ্রিল মাসে পিন্টারেস্ট এর মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাড়ায় ৪৬৩ মিলিয়ন। যা বিশ্বের সক্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মধ্যে ১৪ তম স্থান অর্জন করে।
আজকের শেষ কথা,
আজ আমি আপনাদের সাথে পিন্টারেস্ট কি? পিন্টারেস্ট থেকে আয়, Pinterest এর কাজ কি? পিন্টারেস্ট মার্কেটিং কি? Pinterest এর প্রতিষ্ঠাতা কে? earn money from pinterest, earn from pinterest ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
আপনাদের যদি আজকের আর্টিকেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্রই কমেন্ট করে জানাবেন।
আর যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যইে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ বিনিময়ের সাথে থাকার জন্য ।