ইমেইল মার্কেটিং কি? কিভাবে ইমেইল মার্কেটিং করবেন – ইমেইল মার্কেটিং করে আয়

ইমেইল মার্কেটিং কি? – অনেকেই ইমেইল মার্কেটিং করে মাসে অনেক টাকা ইনকাম করছেন। আপনিও চাইলে ইমেইল মার্কেটিং শিখে ডিজিটাল মার্কেট প্লেসে ইমেইল মার্কেটিং করেও ভালো পরিমানে টাকা ইনকাম করতে পারবেন।

ইমেইল মার্কেটিং হলো, কাস্টমারদের কাছে বিভিন্ন সার্ভিস বা পন্যের বিভিন্ন তথ্য ইমেইলের মাধ্যমে প্রেরণ করা।

এবং ইমেইলে পাওয়া তথ্যের ভিত্তিতে কাস্টমার তৈরি করে যে সার্ভিস বা পন্য বিক্রয় করা হয় মূলত এই পক্রিয়াকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ইমেইল মার্কেটিং বলা হয়।

তবে সর্বপ্রথম আপনাকে Email মার্কেটিং কি? Email মার্কেটিং কিভাবে করবেন? এবং ইমেইল মার্কেটিং করে আয় করার উপায় গুলো সম্পর্কে জানতে হবে।

তাই আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে  “ইমেইল মার্কেটিং করে কি লাভ হবে এবং কিভাবে ইমেইল মার্কেটিং করবেন” ইমেইল মার্কেটিং করে কিভাবে টাকা ইনকাম করবেন ইত্যদি  সব বিষয়ে আলোচনা করবো।

এক নজরে দেখুন 👁‍🗨👁‍🗨

ইমেইল মার্কেটিং কি? What is Email marketing?

ইমেইল মার্কেটিং হলো আপনি কোন পণ্য, কোন সার্ভিস, কোন ভিডিও বা কনটেন্ট অথবা অন্যকোনো কিছু বিভিন্ন ইমেইলের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিলেন।

এরপর আপনার পাঠানো ইমেইলগুলো যখন কেউ ওপেন করবে তখন তারা আপনার অফার সম্পর্কে জানতে পারবে।

আপনার অফারগুলো জানার পর তারা যদি আপনার সার্ভিস বা পন্যটি নিতে চাই তাহলে আপনি তার কাছে পন্য বা সেবাটি বিক্রি করতে পারবেন।

এই প্রক্রিয়াটিকেই মূলত ইমেইল মার্কেটিং বলা হয় ডিজিটাল মার্কেটিং এর ভাষায়।

ট্রানজেকশনাল Email মার্কেটিং কি?

আপনি যখন কোন কাস্টমারের কাছে একবার আপনার পণ্য বা সেবাটি বিক্রি করতে পারবেন। তখন দ্বিতীয়বার তার কাছে যে কোন পণ্য খুব সহজেই বিক্রি করতে পারবেন।

কেননা সে আপনাকে প্রথমবার বিশ্বাস করেই আপনার কাছ থেকে পন্যটি কিনেছিলো । তাই তাদের ইমেইল গুলো আপনি সংরক্ষণ করে রাখুন।

এরপর আপনি যখন নতুন কোন পণ্য বিক্রয় করার চেষ্টা করেন, তখন আপনি সেই পুরনো কাস্টমারদের ইমেইল আইডি যোগাযোগ করার চেষ্টা করুন । আর তাদেরকে টার্গেট করে নতুন পণ্যের ইমেইল মার্কেটিং করা শুরু করুন।

মূলত পুরাতন কাস্টমারদের ইমেল সংরক্ষণ করে নতুন কোন পণ্যের বিষয়ে তাদেরকে মেইল করে পাঠানো প্রক্রিয়াকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ট্রানজেকশনাল ইমেইল মার্কেটিং বলা হয়।

ইমেইল মার্কেটিং কিভাবে কাজ করে?

ইমেইল মার্কেটিং হলো এমন online marketing technique যার দ্বারা আপনি আপনার product বা যে কোনো সার্ভিস প্রচারের জন্য অনেক কাস্টমার ইমেইল (email) এর মাধ্যমে ঘরে বসেই কালেক্ট করতে পারবেন।

এবং, আপনার product এর মার্কেটিং করার জন্য কোথাও যেতে হবেনা । এটাই হলো ইমেইল মার্কেটিং এবং Digital marketing এর প্রধান শক্তি।

আপনি যখন নিয়মিত হাজার হাজার লোকদের কাছে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে ইমেইল পাঠাবেন। তখন এদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোক আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানবে এবং কিন্তু আগ্রহী হবে।

আরো জানুন, 

আপনি সেই আগ্রহী কাস্টমারদের কাছে আপনার পণ্য বা সেবা বিক্রয় করতে পারবেন।

ইমেইল মার্কেটিং করার আগে আপনাকে অবশ্যই বিভিন্ন ইমেইল মার্কেটিং সফটওয়্যার সম্পর্কে ভালোভাবে জানতে হবে।

ইমেইল মার্কেটিং এর সুবিধা সমূহ- 

  • ইমেইল মার্কেটিং করা খুবই সোজা এবং এর লাভ অনেক বেশি হয়ে থাকে।
  • ইমেইল মার্কেটিং এর মাধ্যমে ঘরে বসেই পণ্য বা সার্ভিস সম্পর্কে লোকদেরকে জানানো যায়।
  • ইমেইল মার্কেটিং এর মাধ্যেমে অনলাইনে অনেক বেশি পরিমানে নতুন কাস্টমার পাওয়া যায়।
  • ইমেইল মার্কেটিং এর মাধ্যমে ব্লগ বা ওয়েবসাইটের জন্য হাজার হাজার ট্রাফিক আনা যায়।
  • ডিজিটাল মার্কেটিং এর অন্যান্য সার্ভিসের চেয়ে ইমেইল মার্কেটিং সার্ভিস টি স্বল্প মূল্যে পাওয়া যায়।
  • ইমেইল মার্কেটিং করার জন্য কিছু ফ্রি ইমেইল মার্কেটিং টোল ব্যবহার করা যায়।
  • ইমেইল মার্কেটিং এর মাধ্যমে যে কোন পণ্য বিক্রির জন্য পণ্যটি সম্পর্কে বিস্তারিত জানিয়ে একটি মাত্র আর্টিকেল, ব্লগ বা ভিডিও তৈরি করে লোকদেরকে জানানো যায়।

Email marketing কিভাবে করবো?

ইমেইল মার্কেটিং কিভাবে শুরু করবেন? ইমেইল মার্কেটিং এ সফল হতে হলে আপনাকে বিভিন্নভাবে কাস্টমারদের সাথে যোগাযোগ রাখতে হবে।

নির্দিষ্ট একটি সময় পর পর আপনি তাদের ইমেইলে আপনার নতুন নতুন সার্ভিস, অফার কিংবা বিজনেস সম্পর্কে নতুন আপডেট জানাতে হবে।

এইভাবে আপনি নিয়মিতভাবে আপডেট থাকার কারণে কাস্টমারদের সাথে সাথে একটি ভাল সম্পর্ক তৈরি করে নিতে পারবেন।

ফলে যখন কোন তথ্য আপনি তাদেরকে দিবেন তারা সহজেই সেটা পেতে আগ্রহী হবে।

আর এভাবেই আপনি আপনার ইমেইল মার্কেটিং এর প্রচার – প্রসার বা বৃদ্ধি করতে পারেন।

যেমন ধরুন- 

আপনি ১০০০ (এক হাজার) লোকদেরকে আপনার লেখা “ইমেইল মার্কেটিং করে আয়“ আর্টিকেলটির লিংক ইমেইল এর মাধ্যমে পাঠালেন।

এখান থেকে কমপক্ষে ১০০ জন হলেও আপনার আর্টিকেলটি দেখার বা পড়ার জন্য আপনার ব্লগ বা ওয়েবসাইটে প্রবেশ করবে।

আর এভা্বেই আপনি ইমেইল মার্কেটিং এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের জন্য ভিজিটর পেয়ে গেলেন।

ইমেইল মার্কেটিং করার নিয়ম-

ইমেইল মার্কেটিং মানে হল আপনার ইমেইল আইডি দিয়ে অন্য একটি ইমেইলে কোন কিছু মেইল করে পাঠানো।

তবে ইমেইল মার্কেটিং করার জন্য আপনি জিমেইল, আউটলক বা ইয়াহু ইত্যাদির মতো সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন না।

কেননা জিমেইল অথবা অন্য কোন ফ্রি ইমেইল একাউন্ট থেকে আপনি শুধুমাত্র নির্ধারিত সংখ্যক ইমেইল আদান প্রদান করতে পারবেন।

কিন্তু অতিরিক্ত ইমেইল পাঠানোর কারণে বা একসাথে হাজার হাজার ইমেইল পাঠানোর কারণে আপনার জিমেইল আইডিতে স্প্যামিং হিসেবে ধরে নিতে পারে।

যার ফলে জিমেইল ইয়াহো আউটলুক দ্বারা সম্পূর্ণভাবে আপনার আইডিটি ব্লক করে দিতে পারে।

এখন আপনার প্রশ্ন আসতে পারে যে তাহলে, কিভাবে একসাথে হাজার হাজার লোকদেরকে ইমেইল পাঠিয়ে email মার্কেটিং করবেন?

এর সহজ উত্তর হল-একসাথে হাজার হাজার ইমেইল পাঠানো বা ইমেইল মার্কেটিং করার জন্য আপনি email marketing tools বা website ব্যবহার করতে পারবেন।

ইমেইল মার্কেটিং এর জন্য প্রয়োজনীয় সফটওয়্যার/ ইমেইল মার্কেটিং টুলস?

ইন্টারনেটে সার্চ করে আপনি অনেক ইমেইল মার্কেটিং টুলস খুব সহজেই পেয়ে যাবেন।

যেগুলোর মাধ্যমে আপনি একসাথে হাজার হাজার ইমেল পাঠাতে পারবেন।

এবং আপনার প্রোডাক্ট বা সার্ভিস ইমেইল করে আপনার ব্যবসার প্রচার প্রসার করতে পারবেন।

ইমেইল মার্কেটিং করার কিছু ফ্রি জনপ্রিয় সফটওয়্যার বা টুলস সমূহ- 

  • Mailchimp
  • FeedBurner
  • Benchmark Email
  • Sendinblue
  • SendPress
  • HubSpot Email Marketing
  • Drip
  • SendPulse
  • MailerLite
  • Omnisend

এই টুলস এবং ওয়েবসাইটগুলো আপনি একদম ফ্রিতে ব্যবহার করে ইমেইল মার্কেটিং করতে পারবেন।

গুগলে সার্চ করে আপনি খুব সহজেই ইমেইল মার্কেটিং tools এবং ওয়েবসাইট গুলো খুজে পাবেন।

সেখান থেকে আপনার পছন্দের ওয়েবসাইট বা টুল্স টি ব্যবহার করার মাধ্যমে আপনি ইমেইল মার্কেটিং করতে পারবেন।

ইমেইল মার্কেটিং করার জন্য আপনি ফ্রি (free) এবং পেইড (paid) উভয় মাধ্যম ব্যবহার করতে পারবেন।

ফ্রীতেই ইমেইল মার্কেটিং করুন-

আপনি একদম ফ্রীতে ইমেইল মার্কেটিং করতে পারবেন।

তাছাড়া আপনার নিজের ব্লগ বা ওয়েবসাইট থাকলে আপনি এর ধ্যমেও ইমেইল মার্কেটিং করতে পারবেন খুব সহজেই।

আরো পড়ুন, 

তবে ইমেইল মার্কেটিং করার জন্য আপনার সবচেয়ে গুুত্ব পূর্ণ যে বিষয়টি প্রয়োজন তা হলো ইমেইল লিস্ট এর।

যে লিস্ট এ বিভিন্ন ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের ইমেইল এড্রেস রয়েছে সেগুলো আপনাকে সংগ্রহ করতে হবে।

বিভিন্ন টুলসের মাধ্যমে এবং বিভিন্ন ওয়েবসাইট সার্চ করে ঘাটাঘাটি করে আপনি নিজে নিজেই আপনি করে নিতে পারবেন।

তবে এর জন্য আপনাকে প্রচুর সময় ব্যয় করতে হবে। তাই বর্তমানে ইমেইল মার্কেটিং টুলস এর ব্যবহার বেশি দেখা যায়।

তাছাড়া আপনার যদি ব্লগ বা ওয়েবসাইট থাকে তাহলে আপনি আপনার ব্লগ বা ওয়েবসাইটে সাবস্ক্রাইবার বা কমেন্ট অপশনের মাধ্যমে ইমেইল মার্কেটিং করতে পারবেন।

যখন তারা আপনার সাইটটি ভিজিট করবে তখন তারা আপনার সাথে যোগাযোগ করার জন্য ইমেইল এড্রেস দিয়ে থাকবে আপনি সেই ইমেইল এড্রেস গুলো সংগ্রহ করে ইমেইল মার্কেটিং করতে পারবেন।

এভাবে আপনি ছোট বড় কোম্পানির জন্য অথবা আপনার ব্লগ বা ওয়েবসাইটের দ্বারা নিউজলেটার বা ইমেইল লিস্ট এর মাধ্যমে হাজার হাজার লোকদের ইমেইল সংগ্রহ করতে পারবেন।

আর  আপনাদের যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস যে কোনো সময় ইমেইল এর মাধ্যমে মার্কেটিং করতে পারবেন।

পেইড (paid) ইমেইল মার্কেটিং-

পেইড ইমেইল মার্কেটিং করার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে । ইমেইল মার্কেটিং করার জন্য অনলাইনে আপনি বিভিন্ন ধরনের পেইড ইমেইল মার্কেটিং টুলস পাবেন।

যেগুলোতে টাকা দিয়ে আপনি ইমেইল মার্কেটিং করার সুবিধা ভোগ করতে পারবেন।

কিন্তু আপনি ফ্রিতে অসংখ্য ইমেইল মার্কেটিং করার জন্য বিভিন্ন ধরনের টুলস পাওয়ার কারণে আমি আপনাকে পরামর্শ দিবো অযথা টাকা খরচা করে পেইড টুল্স ব্যবহার করে ইমেইল মার্কেটিং না করার।

ইমেইল আকর্ষণীয় করুন- 

ইমেইল মার্কেটিং করার সময় যখন কোনো ইমেইল পাঠাবেন। তখন ইমেইলটিকে খুব আকর্শনীয় ভাবে পাঠান । মেইলে আপনার পন্যটির সম্পূর্ণ তথ্য দিয়ে দিন।

যাতে, যে কেউ মেইলটি দেখা মাত্র মেইলটি দেখতে আগ্রহী হয়ে উঠে।

পিন্টারেস্ট কি? | পিন্টারেস্ট থেকে আয় (Earn money from Pinterest)

সহজভাবে মেইল তৈরি করন- 

যখন কোনো মেইল তৈরি করবেন তখন খুব সহজ সরলভাবে মেইলটি তৈরি করে তারপর গ্রাহকদের কাছে পাঠান।

যেন খুব সহজেই যে কেউ মেইলটি ভালো ভাবে পড়তে পারে এবং বুঝতে পারে।

ইমেইল নিয়ে গবেষনা করন-  

যে কোন ব্যবসা করার জন্য যেমন কোন পণ্যের চাহিদা কেমন তা যাচাই করা প্রয়োজন।

তদ্রূপভাবে ইমেইল মার্কেটিং করার জন্য আপনাকে ইমেইল তৈরি করার জন্য মনোযোগ দিয়ে ইমেইল লিস্ট তৈরি করতে হবে।

ইমেল মার্কেটিং করার জন্য সব সময় মানসম্মত প্রোডাক্ট নিয়ে ইমেইল মার্কেটিং করুন।

খারাপ পন্য নিয়ে কখনো ইমেইল মার্কেটিং করবেন না । এতে আপনার মার্কেটিং এর বাজার আরো ধসে নামবে।

আপনার পণ্য বা সার্ভিস এর গুনগত মান বিস্তারিত তথ্য ইমেইলে পাঠানোর সময় দিয়ে দিন।

যাতে কাস্টমারর আপনার ইমেইল পেয়ে আগ্রহী হয়ে উঠে আপনার সার্ভিস পাওয়ার জন্য।

আপনার প্রতিযোগীরা কিভাবে ইমেইল মার্কেটিং করছে তা নিয়মিত বিভিন্ন মাধ্যমে খোজ রাখুন।

প্রাইভেসি খেয়াল করন- 

আপনি যখন বিভিন্ন প্রতিষ্ঠানের জিমেইল ব্যবহার করবেন তখন অবশ্যই আপনাকে তাদের প্রাইভেসি প্রতি খেয়াল রাখতে হবে।

তাদের দেওয়া প্রাইভেসি অনুযায়ী আপনাকে ইমেইল এড্রেস গুলো ব্যবহার করতে হবে। প্রাইভেসি ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা যাবে না।

এছাড়া আপনি যখন নিজে নিজে ইমেইল এড্রেস সংগ্রহ করবেন তখন সেগুলো বাইরে কোথাও পাবলিশ করবেন না।

ইমেইল মার্কেটিং করতে Opt-in ব্যবহার- 

ইমেইল মার্কেটিং করার জন্য আপনাকে Opt-in ব্যবহার করতে হবে। তাহলে আপনি আপনার পাঠানো ইমেইলগুলো লোকেরা কিভাবে দেখছেন বা কেমন গুরুত্ব দিচ্ছেন, সেটা জানতে পারবেন।

এতে করে যখন কেউ আপনার ইমেইল কে ওপেন করবে তখন তারা সাবস্ক্রাইবার অপশনটি দেখতে পারবেন। আর যখনই তারা সাবস্ক্রাইব করে নিবে তথন থেকে তারা আপনার একজন গ্রাহক বা কাস্টমার হয়ে যাবে।

গিফট ইমেইল পাঠান- 

আপন যখন কোনো নতুন গ্রাহককে প্রথম মেইল করবেন। তখন আপনি গিফ্ট ইমেইল করার চেষ্টা করুন।

এতে করে প্রাপক খুব স্বাচ্ছন্দবোধ করবে।

এবং আপনার গিফট মেইল এর মধ্যে আপনার ওয়েবসাইট এর পরিচয় তুলে ধরুন।

অবশ্যই দেখে নিন, 

কিভাবে ইমেইল লিষ্ট তৈরি করবো?  

ইমেইল মার্কেটিং করার জন্য আপনাকে সর্ব প্রথমে ইমেইল লিস্ট তৈরি করতে হবে।

আপনার কাছে যদি কোন ইমেইল লিস্ট না থাকে তাহলে আপনি ইমেইল মার্কেটিং করতে পারবেন না।

তাই কিভাবে ইমেইল মার্কেটিং করতে হয় তা নিচে তোলে ধরা হলো-

নিজে নিজে ইমেইল কালেকশন করন – 

আপনি যদি নিজে নিজেই ইমেইল সংগ্রহ করতে চান তাহলে করতে পারে । তবে এর জন্য আপনাকে অনেক সময় ব্যায় করতে হবে।

তাছাড়া আপনি ফ্রি ইমেইল মার্কেটিং টুলস ব্যবহার করে খুব সহজেই ইমেইল সংগ্রহ করতে পারবেন।

ইমেইল কালেকশন করার কিছু প্রয়োজনীয় অনলাইন ফ্রি টুল্স-

  • Gravity Forms
  • Sleeknote
  • Bloom
  • OptinMonster
  • SumoMe

ব্লগ বা ওয়েবসাইট এর মাধ্যমে ইমেইল লিস্ট করন-  

আপনার যদি কোনো ব্লগ বা ওয়েবসাইট থাকে। তাহলে আপনার ওয়েবসাইটে সাবস্ক্রাইব বাটন এড করে বিভিন্ন ধরনের অফারের মাধ্যমে ইমেইল সংগ্রহ করা যাবে।

যখন আপনার সাইটে কোনো ভিজিটর আসবে তথন তারা আপনার ওয়েবসাইটে কোনো কমেন্ট করার সময় ইমেইল দিয়ে কমেন্ট করবেন।

এখান থেকে আপনি ইমেইল সংগ্রহ করতে পারবেন।

ইমেইল ক্রয় করে লিস্ট করা- 

অনলাইনে ইমেইল বিক্রির বিভিন্ন ওয়েবসাইট রয়েছে।

আপনি চাইলে আপনার নির্ধারিত গ্রাহক অনুযায়ী দেশ, স্থান ও অঞ্চলভেদে খুব কম টাকায় ইমেইল লিস্ট তৈরি করে নিতে পারবেন।

ইমেইল মার্কেটিং এর জন্য জনপ্রিয় প্লাটফর্ম – 

ইমেইল মার্কেটিং করার জন্য আপনাকে অনলাইনে কিছু প্ল্যাটফর্ম রয়েছে গুলো সেগুলোর মাধ্যমে ইমেইল মার্কেটিং করতে হবে।

ইমেইল মার্কেটিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় কিছু মার্কেটপ্লেস এর নাম নিচে দেওয়া হল-

  1. Fiverr
  2. Upwork
  3. Toptal
  4. People per hour
  5. Aquent
  6. Freelancer
  7. The Creative Group
  8. Simply Hired
  9. Crowded

মার্কেট প্লেসে ইমেইল মার্কেটিং কাজ করে আয়-

বর্তমান ডিজিটাল যুগে অনলাইনে আয় করার জন্য বিভিন্ন মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে।

এরও ধারাবাহিকতায় আপনি যখন কোন ইমেইল মার্কেটিং করতে যাবেন ঠিক তখনই আপনার যেকোনো একটি মার্কেটপ্লেসের প্রয়োজন পড়বে।

আপনি ইমেইল মার্কেটিং করে প্রতি মাসে কমপক্ষে ৫০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।

অনলাইনে বিভিন্ন ধরনের মার্কেটপ্লেস রয়েছে । যেগুলোতে আপনি প্রায় সব ধরনের কাজ করার সুযোগ পাবেন।

এখানে আপনি অনলাইনে ইমেইল মার্কেটিং প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন।

ইমেইল মার্কেটিং করে টাকা ইনকাম করার জন্য আপনি Fiverr, Upwork, Toptal, Aquent, Freelancer ইত্যাদির মতো অনলাইন মার্কেটপ্লেসগুলোতে কাজ করতে পারেন।

অনেকেই ইমেইল মার্কেটিং করে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে মাসে লাখ টাকা ইনকাম করছেন।

আপনিও চাইলে ইমেল মার্কেটিং শিখে নিজে দক্ষ হয়ে তারপর বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ইমেইল মার্কেটিং করার মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।

কিভাবে ইমেইল মার্কেটিং করে আয় করা যায়?

আপনি চাইলে ইমেইল মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারেন।

আমি আপনাদের সাথে ইমেইল মার্কেটিং করে টাকা ইনকাম করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে নিচে আলোচনা করেছি।

আপনি এগুলোর মাধ্যমে ইমেইল মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন।

ইমেইল মার্কেটিং করে আয় করার পদ্ধতি নিচে আলোচনা করা হলো-

এফিলিয়েট প্রোগ্রাম এর মাধ্যমে আয়-

আপনি এফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন কোম্পানি সাথে যুক্ত হয়ে তাদের পন্য বা সেবার  লিংক গুলো ইমেইলের মাধ্যমে শেয়ার করে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।

আপনি যে পণ্য বা সার্ভিসের লিংকটি শেয়ার করবেন । সেটা বিক্রির উপর নির্ভর করে কিছু কমিশন আপনাকে দিয়ে দেওয়া হবে।

আপনি যত বেশি ইমেইল মার্কেটিং করতে পারবেন তত বেশি আপনার টাকা ইনকাম করার সুযোগ রয়েছে।

নিজের  ইবুক বিক্রয় করে আয়-

আপনি যদি ভালো মানের ই-বুক তৈরি করতে পারেন । তাহলে আপনি কি বুক বিক্রি করার মাধ্যমে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন।

আপনার তৈরি করা এই বুকগুলি ইমেইল মার্কেটিং এর মাধ্যমে বিভিন্ন লোকদের কাছে প্রচার করার ফলে।

তারা আপনার এই ভুলগুলো সম্পর্কে জানতে পারবে এবং তাদের চাহিদা অনুযায়ী আপনি তাদের কাছে বিক্রি করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।

অবশ্যই পড়ুন, 

এছাড়াও আপনার এই বুক গুলো যখন অনলাইনে সাবমিট করবেন তখন সেখান থেকে যারা আপনার রিপোর্টগুলো ডাউন*লোড করবে।

প্রত্যেকটি ডাউন*লোডের বিনিময়ে আপনি একটি নির্দিষ্ট কমিশন পেয়ে যাবেন।

আপনার কমিশনের ভাগ কাউকে দিতে হবে না। সম্পূর্ণটাই আপনার নিজের।

ই-কমার্সে প্রোডাক্ট বিক্রয় করে আয়-

আপনি চাইলে বিভিন্ন ই-কমার্স সাইডে যুক্ত হয়ে ই-কমার্স এর পন্যগুলো ইমেইলে মাধ্যমে বিক্রি করে টাকা ইনকাম করত পারবেন।

এর জন্য আপনাকে বিভিন্ন ই-কমার্স গুলোতে গিয়ে নিজের নামে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।

তারপর আপনি সেখান থেকে বিভিন্ন প্রোডাক্ট এর লিংক এর মাধ্যমে মাধ্যমে লোকদের কাছে প্রচার করে।

তারপর পন্য বা সেবা বিক্রি করার মাধ্যমে কমিশন গ্রহনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।

ভিডিও কন্টেন্ট বিক্রির দ্বারা আয়-

আপনি অনলাইন ভিত্তিক বিভিন্ন শিক্ষানীয় টিউটোরিয়াল বা যেকোনো টিউটোরিয়াল তৈরি করে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে বিক্রয় করে টাকা ইনকাম করতে পারবেন।

আপনার যখন একটি টিউটোরিয়াল তৈরি করা হয়ে যাবে তখন আপনি সেটা ইমেইলের মাধ্যমে লোকদেরকে টাকা বিনিময়ে বিক্রি করে দিতে পারবেন।

FAQ-

ইমেইল মার্কেটিং করে কত টাকা আয় করা যায়?

পরিপূর্ণ অভিজ্ঞতা থাকলে একজন ইমেইল মার্কেটার উচ্চপদে যেতে পারেন এবং অনেক টাকা বেতন সুবিধা উপভোগ করতে পারেন।

talent.com এর মতে, একজন অভিজ্ঞ ইমেল মার্কেটার তার ইমেইল মার্কেটিং করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গড় বার্ষিক বেতন $৮০.৯৮৮ ডলার পেয়ে থাকেন।

ইমেইল মার্কেটিং কি?

আপনার বুঝার সুবিধার্থে বলা যায় যে, আপনার কাস্টমার যারা আছেন বা আপনার পণ্য কিনতে পারেন।

এমন সব মানুষের ইমেইল সংগ্রহ করে তাদের ইমেইলে আপনার পণ্য কিংবা ব্যবসা সম্পর্কে বিভিন্ন তথ্য বা অফার পাঠিয়ে দেওয়া।

আপনি যে প্রক্রিয়াটির মাধ্যমে মানুষকে ইমেইল করে আপনার পণ্য বা ব্যবসার মার্কেটিং করলেন।

মূলত, এই পদ্ধতিটিই হলো ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ইমেইল মার্কেটিং বলা হয়।

ইমেইল মার্কেটিং কি এবং কিভাবে কাজ করে?

ইমেল মার্কেটিং হল একটি ডিজিটাল মার্কেটিং পদ্ধতির অংশ বিশেষ।

যা ব্যবসার উদেদেশ্য গ্রাহকদের সাথে যুক্ত হতে ইমেল ব্যবহার করা হয়।

ইমেইলে পন্যের প্রচারমূলক বা তথ্যমূলক সামগ্রী পাঠানো হয়।

ইমেল মার্কেটিং সাধারণত পণ্য বা ব্র্যান্ড সচেতনতা তৈরি করতে এবং প্রচুর পরিমানে প্রচার বা বিক্রয় তৈরির করতে ব্যবহৃত হয়ে থাকে।

আজকের শেষ কথা,

বন্ধুরা আশা করি আজকের ইমেইল মার্কেটিং কি? তা আজকের আর্টিকেলটির মাধ্যমে জানতে পেরেছেন।

আপনি যদি মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনি নিজে নিজেই ইমেইল মার্কেটিং করে আয় সম্পর্কে অনেকটাই ধারনা পেয়েছেন।

আজকের আর্টিকেলটি কেমন লাগলো তা, জানাতে কমেন্ট করুন।

আর যদি আর্টিকেলটি আপনার ভালো লাগে বা উপকারে আসে তাহলে, অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। যাতে তারাও ইমেইল মার্কেটিং সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ

Leave a Comment