আজ আমরা কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব? adsense account খোলার নিয়ম সম্পর্কে আলোচনা করবো।
আপনার যদি একটি ব্লগ বা ওয়েবসাইট থাকে এবং আপনি আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ভিজিটর পান। তাহলে আপনি অবশ্যই google এডসেন্স এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন।
আর হ্যাঁ, গুগল এডসেন্স এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট এর ভিজিটর্স গুলোকে ব্যবহার করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন।
আমাদের মধ্যে অনেকেই নতুন আছেন যারা ব্লগ বা ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করেন । তবে কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলতে হয় তা জানে না।
google এডসেন্স একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাতে আজকের এই আর্টিকেলটি আপনাদের জন্য লেখা।
আপনারা এই আর্টিকেল এর মাধ্যমে জানতে পারবেন, গুগল এডসেন্স একাউন্ট কি? কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব? adsense account খোলার নিয়ম, গুগল এডসেন্স এর কাজ কি, গুগল এডসেন্স পেমেন্ট কিভাবে পাওয়া যায় ইত্যাদি বিষয়ে।
তাই গুগল এডসেন্স সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন।
গুগল এডসেন্স একাউন্ট খোলার নিয়ম অনেকটা সহজ হলেও, এডসেন্স অনুমোদন পাওয়া অনেকটাই কঠিন।
গুগল এডসেন্স এর অনুমোদন পেতে হলে আপনাকে অবশ্যই কিছু google এডসেন্সের পলিসি বা নিয়মগুলো অনুসরণ করতে হবে বা নিয়ম মেনে কাজ করতে হবে।
আপনি যদি গুগল এডসেন্সের নিয়ম গুলো মেনে কাজ করেন তাহলে আপনার গুগল এডসেন্স অনুমোদন পাওয়া খুব সহজ এবং দ্রুত এডসেন্স অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আর যদি আপনি গুগলের নিয়মগুলো না মেনে কাজ করেন তাহলে কখনোই গুগল এডসেন্স এর অনোমোদন পাবেন না।
তাই ব্লগ বা ওয়েবসাইটের জন্য গুগল এডসেন্স এর অনুমোদন পেতে গুগলের নিয়মগুলো সম্পূর্ণ খুব সতর্কতার সাথে আপনাকে মেনে চলতে হবে।
নিয়মগুলো মানার পর যখন আপনি গুগল এডসেন্সের জন্য ব্লগ বা ওয়েবসাইটটি আবেদন করবেন তখন খুব তাড়াতাড়ি আপনি গুগল এডসেন্স অনুমোদন পেয়ে যাবেন।
এরপর আপনি আপনার ওয়েবসাইটে গুগলের এড বসিয়ে লোকদেরকে দেখানো এডে ক্লিক এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
Google AdSense কি?
গুগল এডসেন্স হল গুগল এর এমন একটি সার্ভিস বা প্রোডাক্ট যার দ্বারা যেকোনো বিজ্ঞা/পন দাতা টাকার বিনিময়ে তার নিজস্ব বিজ্ঞা/পনগুলো লোকদেরকে অনলাইনে দেখাতে পারেন।
এবং যারা পাবলিশার রয়েছেন যেমন, ব্লগ বা ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল মালিকরা তাদের ওয়েবসাইটে বিজ্ঞা/পনগুলো দেখিয়ে অনলাইনে টাকা ইনকাম করতে পারেন।
সহজ কথায় গুগল এডসেন্স হলো একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক, যার মাধ্যমে বিজ্ঞাপন তো তারা বিজ্ঞাপন দিতে পারে এবং তাদের দেওয়া বিজ্ঞাপন গুলো ওয়েবসাইট মালিকরা তাদের ওয়েব সাইটে প্রকাশ করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারে।
যারা অনলাইনে নিজেদের বিজ্ঞাপন দিয়ে থাকেন তাদেরকে Advertiser বলা হয়।
আর যারা নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দাতাদের বিজ্ঞাপনগুলো দেখিয়ে থাকেন তাদেরকে Publishers বলা হয়।
আরো জানুন,
- কিভাবে একটি ফ্রি ব্লগ তৈরি করা যায়? ( ব্লগ খোলার নিয়ম )
- Keyword Research কি? কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়
- ওয়েবসাইট কি? ওয়েবসাইট তৈরির ধাপসমূহ
তাই গুগল এডসেন্সকে একটি টাকা ইনকামের মাধ্যম বলা হয়ে থাকে। তবে তার জন্য আপনার অবশ্যই একটি ব্লগ বা ওয়েবসাইট, মোবাইল এ্যাপ, অথবা ইউটিউব চ্যানেল থাকতে হবে।
আপনার যদি ব্লগ বা ওয়েবসাইট না থাকে তাহলে এখনি একটি ওয়েবসাইট তৈরি করে নিন।
গুগল এডসেন্স একাউন্ট খোলার জন্য কিসের প্রয়োজন?
গুগল এডসেন্স একাউন্ট খোলার জন্য মূলত চারটি জিনিসের প্রয়োজন। আর সেগুলো হলো-
- একটি জিমেইল আইডি লাগইন করা জন্য।
- একটি মোবাইল নাম্বার- ভেরিফাই করার জন্য।
- সঠিক ঠিকানা – যে ঠিকানায় আপনার এডসেন্স চিঠি যাবে।
- ব্লগ বা ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল, অ্যাপ ইত্যাদি যার মাধ্যমে বিজ্ঞাপন দেখানো হবে।
আপনার কাছে যদি গুগল এডসেন্স একাউন্ট খোলার জন্য উপরের চারটির সবগুলোই থেকে থাকে । তাহলে আপনি আমার লেখা গুগল এডসেন্স একাউন্ট তৈরি করার নিয়ম ফলো করে নিজে নিজেই একটি এডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
আরো পড়ুন,
- লোগো তৈরী করার সফটওয়্যার – নতুনদের জন্য সেরা লোগো ডিজাইন সফটওয়্যার
- কম্পিউটারে স্ক্রিনশট কিভাবে নিতে হয় || কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার নিয়ম
- ডোমেইন অথরিটি কি? কিভাবে Domain authority বাড়ানো যায়
গুগল এডসেন্স এর কাজ কি?
Google এডসেন্স এর কাজ হল বিভিন্ন advertiser দের কাছ থেকে টাকা গ্রহণ করে তাদের বিজ্ঞাপন গুলো প্রকাশ করা।
আর এই বিজ্ঞাপন গুলো প্রকাশ করার জন্য গুগল এডসেন্স বিভিন্ন অ্যাপ, ব্লগ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ইত্যাদিতে প্রকাশ করে এবং ওয়েবসাইট বা চ্যানেল মালিক বা publisher দেরকে টাকা প্রদান করে থাকে।
এটাই মূলত গুগল এডসেন্স এর কাজ । আর গুগল এডভারটাইজদের কাছে যে পরিমাণ টাকা নেয়, তার কিছু অংশ এড পাবলিশারদেরকে দিয়ে থাকে । এখানে গুগল এবং পাবলিশার উভয়েরই লাভ হয়ে থাকে।
Google AdSense এর জন্য কখন আবেদন করতে হয়?
আমরা অনেকেই একটি ব্লক বা ওয়েবসাইট তৈরি করে কিছু আর্টিকেল লেখার পরপরই সেই ওয়েবসাইট দিয়ে গুগল এডসেন্সের জন্য আবেদন করি।
যার ফলে আমাদের ওয়েবসাইট গুলো google এডসেন্স অনুমোদন পায় না।
তাই গুগল এডসেন্স আবেদন করার আগে যে বিষয়গুলো অবশ্যেই খেয়াল রাখবেন-
- আপনার ব্লগ বা ওয়েবসাইটে কমপক্ষে ৩০ থেকে ৪০টি আর্টিকেল লিখুন।
- আপনার ব্লগের প্রত্যেকটি ক্যাটাগরিতে কমপক্ষে পাঁচটি করে আর্টিকেল লিখুন।
- আপনার ওয়েবসাইটে “About us”, “Contact us”, “Privacy policy” “Declaimer” অবশ্যই দিন।
- গুগল এডসেন্সের আপডেট নিয়ম গুলো সম্পর্কে জেনে কাজ করুন, যাতে নীতি লঙ্ঘন না হয়।
- আপনার ব্লগ বা ওয়েবসাইটে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ গুগল সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পাওয়ার পর এপ্লাই করুন। যদিও অনেকে বলে যে ভিজিটর বা ট্রাফিক পাওয়া না পাওয়া কোন বিষয় না।
এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে আপনি যদি কাজ করে গুগল এডসেন্সের জন্য আবেদন করেন । তাহলে, আপনি প্রথমবারেই এবং খুব দ্রুত এডসেন্স অনুমোদন পেয়ে যাবেন।
গুগল এডসেন্স একাউন্ট তৈরির আগে যেসব বিষয়ে জানা জরুরী?
গুগল এডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনার যেসব বিষয়ে খেয়াল রাখতে হবে, সেগুলো হল-
গুগল এডসেন্সের প্রত্যেকটি নিয়ম মেনে আপনার ওয়েবসাইটকে তৈরি করে নিতে হবে। আপনি যদি গুগল এডসেন্স নিয়ম গুলো না মেনে কাজ করেন এবং গুগল এডসেন্সের জন্য আবেদন করেন।
তাহলে, আপনার গুগল এডসেন্স অনুমোদন পেতে অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। আর যদিও আপনি গুগল এডসেন্স অনোমোদন পেয়ে যান তবে ভবিষ্যতে অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার সম্ভাবনা রয়েছে।
একটি জিমেইল দিয়ে আপনার ওয়েবসাইটের নামে মাত্র একটি google এডসেন্স একাউন্ট বানাতে পারবেন। Google আপনাকে মাত্র একটি AdSense account বানানোর অনুমতি দেয়।
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব? adsense account খোলার নিয়ম
বন্ধুরা, এখনআমরা আলোচনা করবো গুগল এডসেন্স account খোলার নিয়ম গুলো সম্পর্কে।
গুগল এডসেন্স একাউন্ট কিভাবে করবেন এটা আমি নিজে জানিয়ে দিচ্ছি। তবে, আপনাকে গুগল এডসেন্স একাউন্টের জন্য যে সকল তথ্য দিতে হবে সবগুলোই সঠিক তথ্য সঠিকভাবে প্রদান করুন।
এডসেন্স একাউন্ট তৈরি করার জন্য আপনাকে তিনটি ধাপ সম্পন্ন করতে হবে । যেমন-
- সাইন আপ AdSense Account
- ওয়েবসাইটে AdSense ad code যোগ করন
- Payment address যোগ করন
- Account review করন
এখন নিচের বিস্তারিত আলোচনা দেখে নিন।
১. AdSense Account সাইন আপ করুন-
- সর্বপ্রথম AdSense.com ওয়েবসাইটে যান । এরপর “Sign Up Now” অপশন পাবেন।
- sign up page এ যান।
- এরপর সোজা sign up অপশনে ক্লিক করুন।
- অথবা Signup page for AdSense এ যান । সেখানে যে ফরমটি পাবেন তা ফিলাপ করুন।
এরপর উপরের ছবির মতো আপনাকে যে বিষয়গুলোর উত্তর দিতে হবে।
- Your website- এখানে আপনি যে ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখাতে চান সেটার ডোমেইন নাম লিখে দিন ।
- Your email address- আপনার জিমেইল আইডি দিন যেটা দিয়ে ওয়েবসাইট বানানো ।
- Get helpful AdSense info at the email address- এ শুধু “Yes” সিলেক্ট করুন ।
তারপর নিচের “Save And Continue” অপশনে ক্লিক করুন ।
ধাপ-২. Select your country
“Save And Continue” অপশনে ক্লিক করার পর আপনি পরের পেজে আপনার দেশ (country) সিলেক্ট করে দিতে হবে।
- select your country or territory অপশনে আপনি আপনার দেশ সিলেক্ট করে দিন।
- তারপর accept terms and conditions এর page / option পাবেন।
- Please review and accept our terms and conditions অপশনের নিচে এডসেন্সের কিছু শর্তাবলী এবং নিয়ম সম্পর্কে লেখা পাবেন।
- আপনি শুধু “Yes, I have read and accept the agreement” অপশনে ক্লিক করুন।
- এরপর “Create account” এ ক্লিক করে দিন।
এসব তথ্য প্রদানের পর আপনার এডসেন্স একাউন্টের প্রাথমিক কাজ শেষ হবে।
কিন্তু একাউন্ট ভেরিফাই, এ্যাডকোড বসানো, পেমেন্ট ইত্যাদির কাজ অনেকটাই ধাপে ধাপে করতে হবে।
ধাপ-৩. Payment address এন্ড মোবাইল নাম্বার যোগ করন-
এরপর আপনি আপনার নতুন AdSense account dashboard এর মধ্যে প্রবেশ করে “Get started” অপশন দেখতে পাবেন।
এখন আপনি “Get started” অপশন ক্লিক করুন।
এখানে প্রথমেই আপনাকে একটি payment profile তৈরি করতে হবে। যেমন-
- Account type- এখানে “Individual” সিলেক্ট করে দিন।
- Name and address- অপশনে name এর জায়গায় নিজের নাম, address এর বক্সে নিজের ঠিকানা লিখে দিন। City, postal code, State সব সঠিক ভাবে দিন।
- Phone number- অপশনে নিজের contact number দিন।
- Submit- এখন সোজা সোজা submit অপশনে ক্লিক করে দিন।
Submit অপশনে ক্লিক করার পরের পেজে আপনাকে আপনার মোবাইল নাম্বা ভেরিফাই করে নিতে হবে।
ফোন নাম্বর ভেরিফাই করতে Phone number এর বক্সে নিজের সচল মোবাইল নম্বর দিয়ে দিন এবং নিচে থাকা “text message (SMS)” সিলেক্ট করে “Get Verification Code” অপশনে ক্লিক করে দিন।
এরপর গুগল থেকে একটি verification code পাঠানো হবে আপনার মোবাইলে।
এরপর পরের পেজে “Enter verification code” বক্সে আপনার মোবাইলে আসা code টি দিয়ে দিন । এবং নিচের “Submit” অপশনে ক্লিক করে দিন।
ধাপ-৪. Blog / website review করন-
আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করার পর আপনি চলে যান।
সেখানে আপনাকে ছোট্ট একটি HTML code দিয়ে দেওয়া হবে।
Connect your site to AdSense লেখার নিচে আপনি HTML code টি দেখতে পাবেন।
আপনাকে দেওয়া সেই HTML code টি কপি করে আপনার ওয়েবসাইটে <head> </head> ট্যাগ অথবা আপনার পছন্দমতো জায়গায় বসিয়ে লোকদেরকে বিজ্ঞা/পন দেখাতে পারবেন। এটাই মূলত এডসেন্স এর বিজ্ঞাপন কোড।
আপনার ওয়েবসাইটে code টিকে বসানোর পর “I’ve pasted the code into my site” বক্সে সিলেক্ট করে নিচের “Done” বাটনে ক্লিক করে দিন।
AdSense এর মধ্যে ব্লগ বা ওয়েবসাইট যোগ করার পর করনীয়:
আপনি যখন আপনার ওয়েবসাইটকে এডসেন্স এর আবেদন করার জন্য সবকিছু ধাপ সম্পন্ন করবেন বা ওয়েবসাইটকে এডসেন্স এর সাথে যোগ করে দিবেন। এরপর আপনাকে আর কিছু করতে হবে না।
আ পনি আপনার ওয়েবসাইটকে এডসেন্স একাউন্টের জন্য verify করার জন্যে আবেদন করেছেন। আপনার পক্ষ থেকে কাজ শেষ।
এখন শুধু গুগল আপনার ওয়েবসাইট টিকে যাচাই করে দেখবে যে, আপনাকে এডসেন্স এর অনোমোদন দেওয়া যাবে কি না?
এটাকে বলা হয় রিভিউ (review)।
আপনার ওয়েবসাইটের সবকিছু ঠিক থাকলে অর্থাৎ কন্টেন্ট কোয়ালিটি, এডসেন্স এর নিয়মনীতি মেনে কাজ করলে আপনাকে ৭ দিনের মধ্যেই এডসেন্স এপ্রোভাল দেওয়া হবে।
অবশ্যই পড়ুন,
- অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার সহজ উপায়- ঘরে বসে ফ্রি টাকা ইনকাম
- কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায়? (ফেসবুক থেকে আয় করার সেরা উপায়)
- কিভাবে একটি ওয়েবসাইট দিয়ে টাকা ইনকাম করা যায় || অনলাইনে ইনকাম করার উপায়
তাছাড়া এপ্রোভাল না পেলেও আপনাকে ইমেইলে জানিয়ে দেওয়া হবে যে, কোন সমস্যার কারণে আপনার ওয়বসাইটটি গুগল এডসেন্স অনোমোদন পাওয়ার অযোগ্য।
আপনি গুগল এডসেন্স এর অনুমোদন পেলে তখন সেই বিজ্ঞা/পনগুলোর মাধ্যমে আপনার ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারবেন।
FAQ
গুগল এডসেন্স পেমেন্ট কি?
AdSense পেমেন্ট সিস্টেম হলো মাসিক ভিত্তিক। যখন আপনি অর্থপ্রদানের পদক্ষেপগুলি সম্পূর্ণ করবেন, তখন সেই মাসের ২১ থেকে ২৬ তারিখের মধ্যে একটি নির্দিষ্ট অর্থ বা টাকা প্রদান করা হয়।
এই সময়ের মধ্যে, আপনি আপনার “লেনদেন” পৃষ্ঠায় একটি লাইন আইটেম বিবররি দেখতে পাবেন যা নির্দেশ করে যে আপনার অর্থপ্রদান প্রক্রিয়াধীন।
গুগল এডসেন্স কি পেমেন্ট পদ্ধতি গ্রহণ করে?
AdSense-এ প্রাথমিক অর্থপ্রদানের পদ্ধতি কী? গুগল এডসেন্স এর পেমেন্ট পদ্ধতিগুলোর মধ্যে আপনি- চেক, EFT, Rapida, ওয়েস্টার্ন ইউনিয়ন, বা ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে অর্থপ্রদান পেতে পারেন।
তবে আপনার অবস্থানের উপর নির্ভর করে এটি ভিন্ন হয়ে থাকে । যেমন- যে দেশে যে সুবিধাগুলো রয়েছে । সে দেশের সাথে সামঞ্জস্য রেখে গুগল এডসেন্স পেমেন্ট করে থাকে।
মুদ্রার প্রচলন সে দেশে সেই মুদ্রার মাধ্যমেই নিতে পারবেন। তবে আপনার গুগল এডসেন্সে শুধু ডলার হিসাবেই পেমেন্ট পাবেন।
আজকের শেষ কথা,
আজ আমি আপনাদের সাথে কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব? adsense account খোলার নিয়ম সম্পর্কে আলোচনা করেছি।
আজকের গুগল এডসেন্ন অ্যাকাউন্ট খোলার নিয়ম আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেযার করবেন। ধন্যবাদ