কোন দেশের সিপিসি বেশি? Google Adsense হাই সিপিসি কীওয়ার্ড তালিকা

হ্যালো বন্ধুরা, আপনারা সকলেই জানেন গুগল এডসেন্স হল ব্লগার এবং ইউটিউবারদের জন্য অনলাইন ইনকামের একটি জনপ্রিয় মাধ্যম । আপনি গুগল এডসেন্স থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন।

আজ আমি আপনাদের সাথে আপনার ব্লগ বা ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল দিয়ে কিভাবে বেশি টাকা ইনকাম করতে পারবেন সেই জন্য আই সিপিসি কিওয়ার্ড গুলোর বিষয়ে জানাবো।

হাই সিপিসি কিওয়ার্ড খূজে পেতে আপনাকে অনেক পরিশ্রম করে খুজে বের করতে হবে। কিন্তু আজ আমি আপনাদেরকে হাই সিপিসি কিওয়ার্ড গুলো সম্পর্কে জানিয়ে দিচ্ছি।

যে হাই সিপিসি কিওয়ার্ডগুলো ব্যবহার করে আপনি আপনার ব্লগের বা ইউটিউব চ্যানেলের ইনকাম বাড়াতে পারবেন।

এই আর্টিকেলে আমি আপনাদের জন্য এমন কিছু হাই সিপিসি কিওয়ার্ড গুলোর তালিকা দেখাবো যে কিওয়া কিওয়ার্ডগুলো দিয়ে আর্টিকেল লিখে আপনি আপনার ব্লগ বা ওয়েবসাইটের জন্য ইনকাম বাড়াতে পারবেন।

এই আইসিপিসি কি ওয়ার্ড গুলো অবশ্যই আপনার গুগল এডসেন্সের ইনকাম আগের তুলনায় অনেক বাড়িয়ে দিবে।

এক নজরে দেখুন 👁‍🗨👁‍🗨

Google Adsense হাই সিপিসি কীওয়ার্ড তালিকা

এডসেন্স এর হাই সিপিসি কীওয়ার্ড তালিকা: এখানে আমরা হাই সিপিসি সম্পন্ন কিওয়ার্ডগুলোর মধ্য থেকে সবচেয়ে বেশি অর্থ প্রদান কারী বা হাই সিপিসি কিওয়ার্ড গুলো হচ্ছে- বীমা, আইনজীবি এবং এ্যাটর্নি হাই CPC কীওয়ার্ড।

Google Adsense হাই সিপিসি কীওয়ার্ড তালিকা , হাই সিপিসি কিওয়ার্ড , CPC কীওয়ার্ড কি , কোন দেশের সিপিসি বেশি , High paying keyword কিভাবে বের করব এডসেন্স এর সিপিসি কম কেন ,
গুগল এডসেন্স হাই সিপিসি কীওয়ার্ড তালিকা

আরো জানুন , 

CPC কি? – (CPC Keyword)

CPC হচ্ছে ( Click Per Cost ) ক্লিক উপর খরচ। অর্থার আপনার দেখানো বিজ্ঞাপনের উপর ক্লিক এর উপর যে খরচ হয় তাই।

আপনি যখন আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখাবেন তখন এই বিজ্ঞাপনে ক্লিক করার উপরে বিজ্ঞাপন দাতা আপনাকে যে খরচ বা টাকা দেই সেটি হল সিপিসি।

দেশ, ভাষা এবং অঞ্চলের উপর ভিত্তি করে সিপিসি পরিবর্তন হয়ে থাকে। একটি কিওয়ার্ড নিয়ে কাজ করে আমেরিকার একজন ব্লগার অনেক বেশি টাকা ইনকাম করে থাকেন।

আবার সেই কিওয়ার্ড নিয়ে কাজ করে বাংলাদেশের একজন ব্লগার অনেক কম টাকা ইনকাম করেন । বিশ্বের সবচেয়ে বেশি সিপিসি পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।

হাই সিপিসি কীওয়ার্ড কি? (High CPC Keyword)

আপনি যদি অধিক পরিমাণে টাকা ইনকাম করতে চান? তাহলে অবশ্যই আপনাকে হাই সিপিসি কিওয়ার্ড গুলোকে খুঁজে বের করতে হবে।

হাই সিপিসি কিওয়ার্ড (High CPC Keywords) গুলো খুঁজে বের করে সেগুলোর উপর আর্টিকেল লিখে র‌্যাংক করা পারলে আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন।

তবে হাই সিপিসি কিওয়ার্ড র‌্যাংক করানো খুবই কঠিন। কারণ গুগলে আগে থেকেই এই হাই সিপিসি কিওয়ার্ড গুলো অনেকেই র‌্যাংক করিয়ে রেখেছেন।

আপনি চাইলে হাই সিপিসি কিওয়ার্ড খোঁজার জন্য SEMRush ব্যবহার করে দেখতে পারেন। গুগল এডসেন্স থেকে ভালো পরিমানে ইনকাম করার জন্য নিচের হাই সিপিসি কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে পারেন।
যেমন-

  1. ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ফুটেজ ($95.02)
  2. Webex খরচ ($92.38)
  3. মেসোথেলিওমা – $500 CPC
  4. গাড়ি দুর্ঘটনার আইনজীবী – $500 CPC
  5. ব্যক্তিগত আঘাতের আইনজীবী – $400 CPC
  6. ক্যালিফোর্নিয়ায় কীভাবে একটি গাড়ি দান করবেন ($111.21)
  7. হোম ফোন ইন্টারনেট প্যাকেজ ($93.32)
  8. স্টক ছবি ($92.76)
  9. ফ্রি ডোমেন রেজিস্ট্রেশন ($92.03)ভার্চুয়াল ডেটা রুম ($83.18)
  10. স্ট্রাকচার অ্যানুইটি সেটেলমেন্ট ($100.8)
  11. দাতব্য ক্যালিফোর্নিয়ায় গাড়ি দান করুন ($130)
  12. ট্যাক্স ক্রেডিটের জন্য গাড়ি দান করুন ($126.6)
  13. জীবন বীমা ($97.07)
  14. অনলাইন ক্লাস ($95.06)
  15. অনলাইন কলেজ কোর্স ($78)
  16. বন্ধকী ($91.29)
  17. মেট অটো ($93.70)
  18. ক্রেডিট কার্ড ($94.49)
  19. হার্ড ড্রাইভ ডেটা রিকভারি সার্ভিস ($98.59)
  20. দাতব্য সংস্থায় পুরানো গাড়ি দান করুন ($94.55)
  21. বীমা কোম্পানি ($52)
  22. ইনজুরি আইনজীবী ($60.79)
  23. আইন ফার্ম ($60.56)
  24. পেপারপোর্ট প্রচার কোড ($95.13)
  25. অনলাইন স্টক ট্রেডিং ($35)
  26. অনলাইন মোটর বীমা কোট ($95.73)
  27. অর্থের জন্য আপনার গাড়ি দান করুন ($94.01)
  28. অনলাইন কলেজ ($95.65)
  29. ফরেনসিক অনলাইন কোর্স ($93.51)
  30. অনলাইন ক্রিমিনাল জাস্টিস ডিগ্রী ($60.4)
  31. বাচ্চাদের জন্য আপনার গাড়ি দান করুন ($106)
  32. ফিউচারিস্টিক আর্কিটেকচার ($91.44)
  33. ডেটা রিকভারি রেইড ($73.22)
  34. এসি মেরামত – $300 CPC
  35. মামলা নিষ্পত্তি – $300 CPC
  36. গাড়ির বীমা – $300 CPC
  37. বন্যা পুনরুদ্ধার – $210 CPC
  38. জলের ক্ষতি পুনরুদ্ধার – $120 CPC
  39. পুনর্বাসন ডাক্তার – $118 CPC
  40. অনলাইন ডিগ্রি – $135
  41. অনলাইন মাস্টার্স ডিগ্রী – $125 CPC
  42. হেল কার ইন্স্যুরেন্স – $110 CPC
  43. শ্রমিকদের ক্ষতিপূরণ – $100 CPC
  44. ট্যাক্স ক্রেডিট – $100 CPC
  45. হেল্প ডেস্ক সফ্টওয়্যার – $95 সিপিসি
  46. হোম রিফাইন্যান্স – $95 CPC
  47. জরুরী যত্ন – $90 CPC
  48. মার্কেটিং ইন্টিগ্রেশন – $80 CPC
  49. ঋণ ত্রাণ – $75 CPC
  50. বিটকয়েন- $65 সিপিসি
  51. ফিটনেস সেন্টার সফ্টওয়্যার – $65 সিপিসি
  52. বীমা – $61 CPC
  53. গ্যাস – $58 CPC
  54. বিদ্যুৎ – $58 সিপিসি
  55. ওজন হ্রাস – $55 CPC
  56. অ্যাটর্নি – $48 CPC
  57. এসইও বিশেষজ্ঞ – $45 সিপিসি
  58. কনফারেন্স কল – $42 CPC
  59. সফ্টওয়্যার – $39 cpc

ইউটিউবের জন্য হাই সিপিসি কিওয়ার্ড তালিকা (Hig CPC Keyword For youtube)

যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তাদেরও youtube এ ভিডিও তৈরি করার আগে বিভিন্ন কিওয়ার্ড সম্পর্কে ঘাটাঘাটি করতে হয় বা রিসার্চ করতে হয়।

আর এই রিসার্চ করাটাও এক ধরনের এসইও। আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য কোন নিয়েছেন সেটাই একটি গুরুত্বপর্ণ বিষয়।

আরো দেখুন, 

কেননা আপনার চ্যানেলের নিশ সম্পর্কিত বিষয়গুলোর কিওয়ার্ড নিয়েই আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও তেরি করে খুজ সহজেই আগাতে পারবেন।

আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার হাই সিপিসি কিওয়ার্ড সম্পর্কে ধারণা রাখা অনেকটাই জরুরী।

কারণ হাই সিপিসি কিওয়ার্ড নিয়ে কাজ করলে খুব দ্রুত আপনার চ্যানেলটি গুগলে র‌্যাংক করাতে পারবেন এবং অনেক বেশি টাক ইনকাম করতে পাবেন । তাই, ইউটিউবারদের জন্য হাই সিপিসি কিওয়ার্ড নিচে দেওয়া হলো-

  1. আন্তর্জাতিক এসইও সার্ভিস – $97.13
  2. ই-কমার্স ওয়েবসাইটের জন্য এসইও – $75.93
  3. ডেন্টাল এসইও কোম্পানি -$ 149.33
  4. আন্তর্জাতিক এসইও সংস্থা – $95.03
  5. প্লাস্টারের জন্য এসইও -$ 88.26
  6. এসইও বিপণন বিশেষজ্ঞ – $ 76.92
  7. এসইও কপিরাইটিং সার্ভিস – $ 97.16
  8. এসইও রেপুটেশন ম্যানেজমেন্ট সিস্টেম – $97.36
  9. বিটুবি এসইও সার্ভিস- $72.15

গুগল AdSense এর হাই সিপিসি প্রদানকারী দেশ সমূহ-

গুগল এডসেন্স এর মাধ্যমে সবচেয়ে বেশি অর্থ উপাদানকারী দেশ বা হাই সিপিপি প্রদানকারী দেশ হলো-

  1. যুক্তরাষ্ট্র
  2. অস্ট্রেলিয়া
  3. যুক্তরাজ্য
  4. কানাডা
  5. সুইজারল্যান্ড
  6. ব্রাজিল
  7. জার্মানি
  8. ইতালি
  9. নিউজিল্যান্ড
  10. মার্শাল দ্বীপপুঞ্জ
  11. সিঙ্গাপুর
  12. সংযোক্ত আরব আমিরাত

এসব দেশ থেকে বিজ্ঞাপনের উপর ক্লিকের সিপিসি হাই হয়ে থাকে।

আপনার ওয়েবসাইটে এসব দেশের বিজ্ঞাপন দাতাতের বিজ্ঞাপন দেখালে বা এসব দেশ থেকে আপনার ওয়েবসাইটের বিজ্ঞাপনে ক্লিক পরলে আপনি হাই সিপিসি পাবেন।

বিটকয়েন এডসেন্সের হাই সিপিসি কিওয়ার্ড তালিকা (Bitcoin High CPC AdSense Keywords List)

এখন আমরা আলোচনা করবো, বিটকয়েনের জন্য হাই সিপিসি কিওয়ার্ড তালিকা সম্পকে। আপনি যদি বিটকয়েন সম্পর্কে আর্টিকেল লিখতে চান বা আর্টিকেল লিখবেন বলে ভাবছেন, তাহলে আপনি বিটকয়েন হাই সিপিসি কিওয়ার্ড গুলো দেখে নিতে পারেন।

Google Adsense হাই সিপিসি কীওয়ার্ড তালিকা , হাই সিপিসি কিওয়ার্ড , CPC কীওয়ার্ড কি , কোন দেশের সিপিসি বেশি , High paying keyword কিভাবে বের করব এডসেন্স এর সিপিসি কম কেন ,

উপরের হাই সিপিসি কিওয়ার্ড গুলোর মাধ্যমে আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। তাই আপনার আর্টিকেল লিখার আগে সবসময় হাই সিপিসি কিওয়ার্ড গুলো নিয়ে লেখার চেস্টা করুন।

স্বাস্থ্য এবং চিকিৎ বিষয়ক হাই সিপিসি কিওয়ার্ড- ( Health And Medical keywords list )

আপনার একটি ব্লগ বা ওয়েবসাইট থাকলে এবং আপনি সেখানে যদি স্বাস্থ্য বিষয়ে আর্টিকেল লিখতে চান? তাহলে আপনি স্বাস্থ্য বিষয়ে হাই সিপিসি কিওয়ার্ড গুলো সম্পর্কে জ্ঞান রাখুন।

এরপর সাব্ষ্য রিলেটেড হাই সিপিসি কিওয়ার্ড গুলো নিয়ে আর্টিকেল লিখুন। তাহলে আপনার ওয়েবসাইটে ভিজিটর্স কম থাকলেও ইনকাম বেশি হবে।

তাই, হেল্থ বিষয়ে হাই সিপিসি কিওয়ার্ড লিখতে নিচের কিওয়ার্ড গুলো খেয়াল করুন-

  1. চিকিৎসা সেবা- $17.03 CPC
  2. মেডিকেল বিলিং – $32.72 CPC
  3. মেডিকেল কোডার -$ 27.66 CPC
  4. মেডিকেল বিলিং এবং কোডিং – $ 56.30 CPC
  5. ব্যক্তিগত স্বাস্থ্যসেবা – $12.83 CPC
  6. ওজন কমানোর ক্লিনিক – $9.36 CPC
  7. মানসিক স্বাস্থ্য পরিচর্যা পরিকল্পনা – $9.10 CPC
  8. এয়ার অ্যাম্বুলেন্স – $ 31.62 CPC
  9. Emr সিস্টেম -$ 22.87 CPC
  10. অনলাইন প্রেসক্রিপশন – $16.75 CPC

গুগল এডসেন্সের ওয়েব হোস্টিং হাই সিপিসি কীওয়ার্ড তালিকা- ( Web Hosting High CPC Keyword )

ইউটিউবার এবং ব্লগারদের জন্য গুগল এডসেন্স এর ওয়েব হোস্টিং এর কিছু হাই সিপিসি কি ওয়ার্ড রয়েছে। যে কিওয়ার্ডগুলোর আর্টিকেল লিখে ওয়েবসাইটে পাবলিশ করার ফলে হাই সিপিসি পাওয়া যায়।

এবং অনেক বেশি টাকা ইনকাম করা যায় । বন্ধূরা , এখন আমরা ওয়েব হোস্টিং এর হাই সিপিসি কিওয়ার্ড তালিকাটি দেখে নেই।

  1. ওয়ার্ডপ্রেসের জন্য সেরা ক্লাউড হোস্টিং $123.20
  2. ড্রিমহোস্ট ওয়েব হোস্টিং $107.26
  3. ডেডিকেটেড ওয়ার্ডপ্রেস হোস্টিং $86.48
  4. সেরা Magento হোস্টিং $70.10
  5. ওয়েব হোস্টিং প্রতি মাসে $69.05
  6. ভিপিএস ওয়ার্ডপ্রেস $67.16
  7. ওয়ার্ডপ্রেস হোস্টিং সাইট $62.03
  8. সেরা ওয়ার্ডপ্রেস হোস্টিং সাইট $61.97
  9. ওয়ার্ডপ্রেস VPS হোস্টিং $82.79
  10. ক্লাউড-ভিত্তিক হোস্টিং প্রদানকারীরা $82.09
  11. সেরা wp হোস্টিং $79.37
  12. ওয়ার্ডপ্রেস হোস্টিং পরিষেবা $110.93
  13. সেরা ওয়ার্ডপ্রেস হোস্টিং $97.24
  14. ওয়ার্ডপ্রেস ক্লাউড হোস্টিং $93.88
  15. সেরা পরিচালিত ওয়ার্ডপ্রেস হোস্টিং $90.83
  16. প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস হোস্টিং $88.94
  17. দ্রুততম ওয়ার্ডপ্রেস হোস্টিং $88.30
  18. ওয়ার্ডপ্রেস ডোমেইন এবং হোস্টিং $73.39
  19. ওয়ার্ডপ্রেস হোস্টিং $72.20

সেরা ১০ টি ওয়েব হোস্টিং হাই সিপিসি কীওয়ার্ড তালিকা-

সেরা ১০ টি ওয়েব হোস্টিং হাই সিপিসি কীওয়ার্ড তালিকা
সেরা ১০ টি ওয়েব হোস্টিং হাই সিপিসি কীওয়ার্ড তালিকা

অনুদানের জন্য হাই সিপিসি কিওয়ার্ড তালিকা- ২০২৩ (Donations Keywords)

আপনি আপনার ব্লগ বা ওয়েবসাইটের জন্য সঠিক নিশ সিলেক্টন করে কাজ করার পর। আপনি আপনার আর্টিকেলে সেই নিচের উপর নির্ভর করেই আর্টিকেল লিখতে পারেন।

আর্টিকেল লেখার জন্য আপনাকে অবশ্যই হাই সি টি সি কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। আপনি যদি আপনার আর্টিকেলে অনুদান বিষয়ে আর্টিকেল লিখেন।

তাহলে এমনও ক্লিক পেতে পারেন যার একটি ক্লিকের বিনিময়ে ৫০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন।

অনুদান বিষয়ক (Donations Keywords) হাই সিপিসি কিওয়ার্ড সমূহ-

অনুদানের জন্য হাই সিপিসি কিওয়ার্ড তালিকা
অনুদানের জন্য হাই সিপিসি কিওয়ার্ড তালিকা

আপনি এসব কিওয়ার্ড এর আর্টিকেল লিখে আপনার ওয়েবসাইটে প্রকাশ করার মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।

সফ্টওয়্যার বিষয়ক হাই সিপিসি কীওয়ার্ড তালিকা-

আপনি যদি বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে জ্ঞান রাখেন এবং এটা সম্পর্কে আর্টিকেল লিখে ভালো পান । তাহলে আপনি সফটওয়্যার সম্পর্কে হাই সিপিসি কিওয়ার্ড গুলো বেছে নিতে পারেন।

কারণ হাই সিপিসি কিওয়ার্ড ইনকাম অনেক পরিমানে বৃদ্ধি করে । তাই হাই সিপিসি সফ্টওয়্যার সম্বলিত কিওয়ার্ড খুজে পেতে আপনাকে প্রচুর ঘাটাঘাটি করতে হবে।

আমি আপনাদের সুবিধার্থে নিচে কিছু হাই সিপিসি কিওয়ার্ড এর তালিকা তুলে ধরছি-

  1. সফটওয়্যার ডেভেলপমেন্ট – $28.71
  2. ডেন্টাল সফটওয়্যার – $38.08
  3. CRM সফ্টওয়্যার – $38.02
  4. ERP সফ্টওয়্যার – $37.26
  5. অ্যাকাউন্টিং সফটওয়্যার – $53.56 CPC
  6. প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার – $49.39
  7. প্রকল্প পরিচালনার সরঞ্জাম – $31.57
  8. Aomei ব্যাকআপার – $39.21
  9. POS সিস্টেম – $36.74
  10. CRM – $36.41
  11. CRM সিস্টেম – $32.37
  12. SAP বিজনেস ওয়ান – $31.10
  13. CMMS – $30.57

বীমা বিষয়ক হাই সিপিসি কিওয়ার্ড তালিকা ২০২৩ ( Insurance Keywords List 2023 )

বীমা হল ব্লগার এবং ইউটিউবারদের জন্য একটি হাই সিপিসি প্রদানকারী নিশ । বীমা সম্পর্কিত আর্টিকেল লিখে গুগলে র‌্যাংক করানো সহজ কাজ নয়।

আপনি চাইলে চেষ্টা করে দেখতে পারেন। তবে, বীমা সম্পর্কে হাই সিপিসির কিছু কিওয়ার্ড নিচে দেওয়া হলো-

  1. অটো বীমা – $86.77
  2. বাণিজ্যিক অটো বীমা- $84.74
  3. ছোট ব্যবসা বীমা- $82.63
  4. পেশাদার ক্ষতিপূরণ হল- $80.54
  5. সাধারণ দায় বীমা- $77.06
  6. অটো বীমা উদ্ধৃতি- $103.05
  7. শ্রমিকদের ক্ষতিপূরণ বীমা- $103.02
  8. গাড়ী বীমা উদ্ধৃতি- $97.61
  9. অনলাইন গাড়ি বীমা তুলনা করুন- $93.57
  10. অনলাইনে গাড়ি বীমা কিনুন- $89.65

বীমার হাই সিপিসি ওয়ার্ড তালিকা ২০২৩ (Insurance High CPC Keywords List 2023)

বীমা বা ইন্সুরেন্স হলো অনলাইনের সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক এবং ( High CPC Keywords ) হাই সিপিসি সম্পন্ন কীওয়ার্ড।

এখান সকল প্রতিষ্টান তাদের কোম্পানিকে সবার উপরে রাখতে সচেষ্ট থাকে। তাই এসব কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখে আমরা ভালো পরিমানে টাকা ইনকাম করতে পারি গুগল এডসেন্স থেকে।

নিচে কিছু হাই সিপিসির সম্পন্ন বীমার কিওয়ার্ড তালিকা সার্চ ভলিয়ম এবং সিপিসি সহ দেওয়া হলো-

বীমার হাই সিপিসি ওয়ার্ড তালিকা
বীমার হাই সিপিসি ওয়ার্ড তালিকা

আপনি এসব কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখে আপনার ওয়েবসাইট দ্বারা গুগল এডসেন্স এর মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারেন।

শিক্ষা বিষয়ক হাই সিপিসি কীওয়ার্ড তালিকা ২০২৩ (Educational High CPC Keywords list 2023)

আপনি যদি শিক্ষা বিষয়ক নিশ নিয়ে আপনার ব্লগ বা ওয়েবসাটে কাজ করে থাকেন। তাহলে আপনার শিক্ষা বিষয়ক হাই সিপিসি কিওয়ার্ডগুলো সম্পর্কে জানা অনেকটাই জরুরি।

কেননা বর্তমানে অনেকেই শিক্ষা বিষয়ক ওয়েবসাইট দিয়ে মাসে লাভ লাখ টাকা ইনকাম করছেন।

আপনি চাইলে আপনিও হাই সিপিসি কিওয়ার্ড গুলোর আর্টিকেল আপনার ওয়েবসাইটে প্রকাশ করে অধিকপরিমাণে টাকা ইনকাম করতে পারেন।

শিক্ষা বিষয়ক কিছু হাই সিপিসি কিওয়ার্ড নিচে দেওয়া হলো-

Educational High CPC Keywords list
Educational High CPC Keywords list

কিভাবে Google AdSense থেকে বেশি টাকা ইনকাম করা যায়?

গুগল এডসেন্স থেকে বেশি টাকা ইনকাম করার জন্য আপনাকে কিছু উপায় অবলম্বন করতে হবে । এর মধ্যে আপনি কিওয়ার্ড রিসার্চ টোল ব্যবহার করতে পারেন।

রিসার্চ টুল ব্যবহার করার জন্য আপনি অনলাইনে বিভিন্ন ধরনের কিওয়ার্ড রিসার্চ টুল্স পাবেন। এগুলোর মধ্য Semrush অথবা Keyword intent টুলস টি ব্যবহার করতে পারেন।

কিওয়ার্ড রিসার্চ করার সময় আপনাকে অবশ্যই নিচের বিষয়গুলোর উপর খেয়াল রাখতে হবে। যেমন-

  • সার্চ ভলিউম
  • সিপিসি
  • প্রতিযোগিতা
  • নিশ
  • দেশ

Google Ads এর ২০ টি হাই সিপিসি প্রদানকারী কীওয়ার্ড তালিকা কোনটি ?

Google Ads সবার উপরে অর্থপ্রদানকারী ২০ টি কিওয়ার্ড রয়েছে, যেগুলো সবচেয়ে বেশি হাই সিপিসি দিয়ে থাকে। সবচেয়ে বেশি সিপিসি প্রদানকারী ২০ টি কিওয়ার্ডের তালিকা দেখে নিন।

Google Ads এর ২০ টি হাই সিপিসি প্রদানকারী কীওয়ার্ড তালিকা
Google Ads এর ২০ টি হাই সিপিসি প্রদানকারী কীওয়ার্ড তালিকা

FAQ –

ব্লগিং এ সিপিসি কি?

CPC – Click Per Cost যার বাংলা অর্থ হলো- ক্লিক প্রতি খরচ। অর্থাৎ সিপিসি (CPC)) হলো ব্লগারদের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনের উপর ক্লিকের বিপরীতে যে পরিমান টাকা ইনকাম হয় সেটাই সিপিসি।

কোন দেশের সিপিসি বেশি?

প্রতি ক্লিকের খরচ স্বল্প পরিমাণকে CPC বলা হয়। কোনো ভিজিটর্স যখন আপনার ওয়েবসাইটে প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক করেন তখন আপনাকে একটি নির্দিষ্ট পরিমান টাকা পান যা বিজ্ঞাপনদাতা সিপিসি আকারে আপনাকে প্রদান করে থাকেন।  CPC পরিবর্তনশীল যা বিভিন্ন বিজ্ঞাপন এবং বিভিন্ন দেশের সাথে পরিবর্তিত হয় । বিশ্বের সর্বোচ্চ CPC প্রদানকারী দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়াও ইউনাইটেড স্টেট এর দেশগুলো সবচেয়ে বেশি সিপিসি দিয়ে থাকে।

এডসেন্স এর সিপিসি কম কেন?

নিম্নমানের আর্টিকেল, অনুন্নতো দেশের ট্রাফিক এবং হাই সিপিসি প্রদানকারী বিজ্ঞাপনদার বিজ্ঞাপন আপনার ওয়েবসাইটে পাবলিশ না হওয়ার কারণে আপনি নিম্নমানের বা কম সিপিসি পেয়ে থাকেন।

তাছাড়া আপনার ভাষা এবং অবস্থানের উপরও সিপিসি নির্ভর করে। আপনি যদি বাংলাদেশের একজন ব্লগার হন এবং আপনি যদি বাংলায় কন্টেন্ট লিখেন তাহলে আপনার কন্টেন্ট পড়তে শুধু বাঙ্গালিরাই আসবে।

তাই আপনি কম সিপিসি পাবেন । আপনি চাইলে কন্টেন্ট এর মান উন্নত করে হাই সিপিসি কন্টেন্ট আপনার ওয়েবসাইটে প্রকাশ করে আপনার সিপিসি বাড়াতে পারেন।

টাকা ইনকাম, 

আজকের শেষ কথা,

বন্ধুরা আজ আমি আপনাদের সাথে-  Google Adsense হাই সিপিসি কীওয়ার্ড তালিকা, হাই সিপিসি কিওয়ার্ড, CPC কীওয়ার্ড কি, কোন দেশের সিপিসি বেশি, High paying keyword কিভাবে বের করা যায়? ইত্যাদি সকল বিষয় নিয়ে আলোচনা করেছি।

হাই সিপিসি কিওয়ার্ড সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্ষে কমেন্ট করবেন।

আর যদি আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। বিনিময় এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

 

Leave a Comment