কিভাবে একটি ফ্রি ব্লগ তৈরি করা যায়? ( How to create a blog for free ? ) আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে অনলাইনের মাধ্যমে ব্লগারে একটি সম্পূর্ণ ফ্রিতে ব্লগ তৈরি করে আয় করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো।
কিভাবে ফ্রি ব্লগ তৈরি করবো?
বর্তমান ডিজিটাল যুগে একটি ব্লগ তৈরি করা বা নিজের নামে কোন একটি ব্লক বানানো খুবই সহজ হয়ে দাঁড়িয়েছে।
আজ আমরা খুব সহজেই blogger.com বা WordPress software দিয়ে যেকোনো পার্সোনাল ব্লক বানিয়ে নিতে পারি। ব্লগ বানানোর জন্য কারোর কোন সহযোগিতার প্রয়োজন পড়বে না।
শুধুমাত্র ব্লক বানানোর নিয়ম গুলো একটু ভালোভাবে বুঝে নিলেই আপনি নিজেই একটি ব্লক বানাতে পারবেন।
তবে, WordPress এ ব্লগ সাইট বানানো একটি ভিন্ন হয়ে থাকে। এবং তাতে একটি টাকা খরচ করতে হয়।
কিন্তু আপনি যদি Google এর blogger এ কোন রকমের টাকা খরচ ছাড়াই একদম ফ্রিতে ব্লগ তৈরি করে নিতে পারবেন। আজকের আর্টিকেলে Blogger website ব্যবহার করে কিভাবে ফ্রিতে ব্লগ তৈরি করা যায় তা বিস্তারিত বুঝিয়ে দিবো।
বর্তমানে লক্ষ লক্ষ লোক blogging করে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলছে। তাদের ক্যারিয়ার গঠনে blogging বেছে নিয়েছে।
আপনি চাইলেও blogging করে ঘরে বসেই আপনি আপনার ক্যারিয়ার গরতে পারবেন। তবে শুরুতেই blogging থেকে ইনকাম করাটা খুবই কষ্টকর।
কিন্তু ধৈর্য ধরে লেগে থাকলে এবং কঠিন পরিশ্রম করলে একদিন ঠিকই সফলতা পাওয়া যায়। যারা ব্লগিং করে সফল হয়েছেন তাদের অতীত জীবন লক্ষ করলে দেখা যায়, তারা অনেক কঠোর পরিশ্রম করে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছেন।
আরো পড়ুন,
ব্লগিং করে একবার সফল হয়ে গেলে আপনাকে আর পেছনের দিকে ফিরে তাকাতে হবে না। আপনি অনায়াসেই ঘরে বসে দিনে ২-৪ ঘন্টা করেও ভালো পরিমানে ইনকাম করতে থাকবেনা। আপনার ইনকাম চলমান থাকবে।
ব্লগিংএ success হওয়ার জন্য আপনি শুধু ধৈর্য ধরে লেগে থাকুন এবং ব্লগিং এর সাথে সম্পর্কিত খুঁটিনাটি বিষয়গুলি শিখতে থাকুন।
আর সেই সাথে সাথে আপনার দক্ষতা অনুযায়ী সেগুলোই আপনি আপনার ব্লগে প্রয়োগ করুন। তবেই আপনি একদিন একসজন সফল ব্লগার হয়ে যাবেন।
ব্লগার কি? ব্লগার এ ব্লগ বানানোর জন্য কি কি প্রয়োজন?
Blogger হলো Google এর দ্বারা পরিচালিত এমন একটি ফ্রি ওয়েবসাইট বা service যেটি ব্যবহার করে যে কেউ নিজের নামে বা প্রতিষ্ঠানের নামে একটি ফ্রি ব্লগ সাইট বানাতে পারে।
Blogger টি Google এর প্রোডাক্ট হওয়ায় ব্লগারে ব্লগ সাইট বানানোর জন্য অনেক জনপ্রিয় এবং কার্যকরী সার্ভিস হিসেবে পরিচিতি লাভ করেছে।
বর্তমানে লাখ লাখ মানুষ তাদের নিজের নামে একটা ব্লগ সাইট বানিয়ে তা থেকে প্রচুর পরিমাণে টাকা আয় করছে।
এখানে আপনার ব্লগ বানানোর জন্য যা প্রয়োজন, তাহলো- একটি Google বা Gmail একাউন্টের এবং একটি জিমেইল একাউন্ট দিয়ে আপনি অনেকগুলো ব্লগ সাইট বানিয়ে নিতে পারবেন।
আপনার যদি জিমেইল একাউন্ট থেকে থাকে তাহলে আপনিও ব্লগার এ গিয়ে একটি ব্লগ সাইট বানাতে পারবেন। আর যদি আপনার জিমেইল একাউন্ট না থাকে তাহলে জিমেইল একাউন্ট তৈরি করে নিন।
Blogger এ আপনি একদম ফ্রীতেই ব্লগ তৈরি করতে পারবেন। এর জন্য আপনাকে কোন hosting বা theme কিনতে হবে না বা কোনপ্রকার টাকা খরচা করতে হবে না।
সম্পূর্ণ ফ্রিতে একটি ব্লগ সাইট তৈরি করে Google adsense এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
তো, বন্ধুরা আর দেরি না করে blogger এ একটি ফ্রি ব্লগ বানানোর নিয়মগুলো জেনে নেই।
কিভাবে ব্লগারে ব্লগ তৈরী করবো? ব্লগ খোলার নিয়ম-
Blogger এ ব্লগ তৈরি করার জন্য আপনাকে একটি laptop বা computer ব্যবহার করতে হবে। এবং নেট সংযোগ থাকতে হবে । এরপর আপনার একটি Gmail বা Google একাউন্টের প্রয়োজন হবে।
কিভাবে একটি ওয়েবসাইট থেকে টাকা আয় করা যায় ? বিস্তারিত জানুন
এসবকিছু আপনার রেডি থাকলে আপনি নিচের আলোচিত বিষয়গুলো অনুসরণ করে নিজেই একটি ব্লগ সাইট বানাতে পারবেন।
ফ্রি ব্লগ তৈরির নিয়ম গুলি নিচে ধাপে ধাপে আলোচনা করা হলো:
১. জিমেইল লগইন করুন
সর্ব প্রথম আপনি আপনার computer বা laptop থেকে Blogger.com ওয়েবসাইটে প্রবেশ করুন ।
ওয়েবসাইটে প্রবেশের পর আপনি ওপরে ছবিতে যেমন একটি dashboard দেখছেন তেমন dashboard বা ব্লগারের home page দেখতে পাবেন।
এখন আপনি “Create your blog” নামের বাটনে ক্লিক করুন।
“Create blog” বাটন এ ক্লিক করার পর আপনি Google account login পেজ পেয়ে যাবেন।
Account login পেজে আপনি আপনার জিমেইল আইডি এবং password দিয়ে Google একাউন্টে লগইন করুন।
মনে রাখবেন, আপনি জিমেইল একাউন্টে লগইন করা মানেই blogger একাউন্টে লগইন করলেন ।আপনাকে আর আলাদা ভাবে ব্লগারে লগইন বা signup করার প্রয়োজন হবেনা।
২. ব্লগারে profile name সেটিং
জিমেইল একাউন্ট দিয়ে ব্লগারে লগইন করার মাধ্যমে আপনি ব্লগারে login হয়ে যাবেন। এখানে প্রথমেই আপনাকে আপনার ব্লগারে profile name সেট করতে নিতে হবে।
আপনি ওপরে ছবিটিতে দেখতে পাচ্ছেন যে,, “welcome to blogger” লেখা আছে এবং সবার নিচে “confirm to Blogger” লেখা রয়েছে।
এখন আপনাকে যা করতে হবে, নিচে “Display name” বক্সে একটি profile name দিয়ে দিতে হবে।
আপনি আপনার পছন্দমতো যেকোনো নাম দিতে পারবেন যেমন আমি দিয়েছি “bnimoy”.
আপনার দেয়া এই profile name টি আপনার ব্লগে লেখা আর্টিকেলে দেখানো হবে।
অর্থাৎ এই profile name দিয়েই আপনার ব্লগের আর্টিকেল গুলি publish বা প্রচার করা হবে।
তাই এখন একটি সুন্দর profile name দিয়ে দিন এবং নিচে “Continue to blogger” button এ ক্লিক করুন।
৩. Blogger dashboard থেকে ব্লগ তৈরি
এরপর আপনি আপনার নিজের ব্লগার dashboard দেখবেন। আপনার কোনো ব্লগ তৈরি করা না থাকার কারনে আপনি “create new blog” লেখা একটি button বা লিংক দেখতে পাবেন।
ওপরে ছবির মতো আপনি “create new blog” লিংক দেখবেন এবং এটিতে আপনি ক্লিক করুন।
৪. নিউ ব্লগের details বা তথ্য সম্পাদন করুন
এখন আপনার কম্পিউটার স্ক্রিনে কিছু option দেখবেন যেমন “title”, “address”, “theme”.
ওপরের ছবির মতো সেই option গুলি আপনার নতুন ব্লগের সাথে সম্পর্কিত।
Blogger এ ব্লগ বানানোর আগে আপনাকে Title, Address, Them এই ৩ টি option ভালো করে পূরণ করতে হবে।
- Title- এই জায়গায় আপনার বানানো ব্লগ সম্পর্কে এক লাইনে কিছু লিখতে হবে। এটিকে ব্লগের টাইটেল বলা হয়। ভালো করে বুঝার জন্য আপনি ওপরে ছবিতে দেওয়া আমার টাইটেলটি খেয়াল করুন।
- Address– এখানে নিজের ব্লগার ব্লগের URL address সেট করতে হবে। আপনি যেকোনো একটি URL নাম দিয়ে এটি সেট করতে পারবেন।
কিন্তু মনে রাখবেন আপনার দেয়া address (available) থাকলেই শুধু মাত্র আপনি সেটা ব্যবহার করতে পারবেন।
আপনার দেয়া Url address (available) থাকলে আপনি “this blog address is available” লেখাটি দেখতে পাবেন। নয়তো আপনাকে অন্য কোনো একটি address বেছে নিতে হবে।
তবে, আপনি ব্লগ বানানোর পরেও আপনার ব্লগের জন্য একটি in, .com বা info র মতো top level domain set করে নিতে পারবেন।
- Theme- এখন আপনি theme নামের option টি দেখতে পাবেন যেখানে অকেন রকমের theme রয়েছে । থিম (theme) মানে হলো design, আপনি নিজের ব্লগের জন্য আপনার পছন্দমতো theme দিয়ে আপনার ব্লগ দেখতে কেমন দেখাবে সেটা ঠিক করতে পারবেন।
তাই আপনার পছন্দ মতো থিম দিয়ে নিজের ব্লগের জন্য select করে দিন।
এরপর আপনি নিচে ডানদিকে থাকা “create blog” অপশনে ক্লিক করে দিন।
৫. SKIP Google domain অপশন
এখন, পরের পেজে আপনি “Google domain” লিখা একটি option বা বাক্স দেখতে পাবেন ।
এখন আপনি find a domain বাক্সে আপনার top level domain যেমন in, com, info বা org domain search করে register করে নিতে পারবেন।
মনে রাখবেন domain কিনার জন্য আপনার কিছু টাকা খরচ করতে হবে।
তাই আপনি চাইলে, আপনার ব্লগের জন্য top level domain এখান থেকে রেজিস্টার করে নিতে পারবেন। আর যদি আপনি এখান থেকে domain রেজিস্টার করতে না চান অথবা পরে domain কিনতে চান তাহলে “No thanks” লিংকটিতে ক্লিক করে দিন।
একটি top level domain কিনে blogger ব্লগে ব্যবহার করতেই হবে এমন কোন বাধ্যকতা নেই।
আপনি ইচ্ছ করলে ব্লগারের ফ্রি blog URL address টি নিজের ব্লগের জন্য ব্যবহার করতে পারবেন। তাই সোজাসোজি “No thanks” লিংকে ক্লিক করুন।
৬. আপনার ব্লগ তৈরীর কাজ সম্পন্ন হয়েছে
আপনি no thanks লিংকে ক্লিক করার পর পরের পেজে আপনার blogger ব্লগ বানানো তৈরি হয়ে যাবে এবং আপনাকে নিজের নতুন ব্লগের dashboard এ নিয়ে যাওয়া হবে।
ওপরে ছবিটির মতো আপনাকে আপনার blogger dashboard দিয়ে দেয়া হবে।
Dashboard থেকে আপনি আপনার ব্লগের address এ গিয়ে ব্লগের design বা live view ইত্যাদি দেখতে পারবেন।
এখন আপনি আপনার ব্লগের dashboard থেকে new post এ গিয়ে নতুন article লিখতে পারবেন বা publish করতে পারবেন, ব্লগটি design করতে পারবেন, নতুন page বা categories যোগ করতে পারবেন।
এরপর Google adsense এর জন্য apply করে অনুমোদন পাওয়ার পর ব্লগ থেকে টাকা আয় করতে পারবেন।
সহজ কথায়, আপনি আপনার blogger dashboard থেকে ব্লগের খুটিনাটি সকল কাজ করেনিতে পারবেন। শুধুমাত্র নিজে ব্লগের বিষয়ে কিছু জিনিষগুলি বুঝার চেষ্টা করুন ।
৭. নিজের ব্লগ দেখুন
আপনার তৈরি করা ব্লগ টি কেমন হয়েছে তা দেখার জন্য আপনি আপনার ব্লগের blogger dashboard থেকে উপরে বাম দিকে থাকা “view blog” বাটনটিতে ক্লিক করুন। এতে করে আপনি আপনার বানানো ব্লগ কেমন হয়েছে তা দেখতে পারবেন ।
আপনি যদি সরসরি (direct) নিজের ব্লগে যেতে চান? বা অন্য কেও যদি আপনার ব্লগ ভিজিট করতে চায়? তাহলে আপনার ব্লগে দেওয়া URL address টি গুগলে সার্চ করলে সেটা ইন্টারনেটে দেখা যাবে ।
অবশ্যই পড়ুন,
- কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায় ? (সেরা কয়েকটি উপায়)
- ঘরে বসে টাকা ইনকাম করার বিদেশি সাইট- সেরা সাইটসমূহ
আজকের শেষ কথা,
ব্লগার এ ব্লগ বানানোর পর কি কি কাজ করতে হয়, setting কিভাবে করতে হয়, ব্লগের ডিজাইন কিভাবে করবেন, ইত্যাদি বিষয়ে আমি নতুন আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব।
এখন আপাতত উপরের দেওয়া তথ্য মতে ফ্রি ব্লগ তৈরি করে নিন। আপনাদের যদি ব্লগ বানাতে কোন সমস্যা হয় তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনার কমেন্টের উত্তর দিতে সচেষ্ট থাকব।
আশা করি, ব্লগার-এ একটি ফ্রি ব্লগ তৈরি কিভাবে করতে হয়? তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর্টিকেলটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ