আজ আমি আপনাদের সাথে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো? নতুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
বর্তমানে ইউটিউবের প্রচুর জনপ্রিয়তা রয়েছে। প্রতিদিন কোটি কোটি মানুষ ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখছেন।
আর হাজার হাজার ইউটুবার রয়েছেন যারা তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে লোকদেরকে বা ভিজিটরদেরকে কাজে লাগিয়ে প্রচুর টাকা ইনকাম করছেন।
আপনি যদি একটি নতুন Youtube Chanel তৈরি করার কথা ভেবে থাকেন । তাহলে আপনার চিন্তাধারা সঠিক রয়েছে।
আপনি খুব সহজেই একটি নতুন Youtube চ্যানেল খুলতে পারবেন । কেননা ইউটিউব চ্যানেল খুব সহজেই খোলা যায়।
তবে, আপনি কি ভাবছেন যে, কিভাবে নতুন Youtube Chane খুলব? তাহলে চলুন, কম্পিউটার ও মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার পদ্ধতি বা নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
ইউটিউব কি? ইউটিউবের মালিক কে?
Youtube হচ্ছে আমেরিকান একটি অনলাইন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। প্রাক্তন পেপাল কর্মচারী স্টিভ চেন, চেড হার্লিং ও বাংলাদেশের বংশোদ্ভূত জাওয়েদ করিম এই ৩ জন মিলে ২০০৫ সালে ইউটিউব প্লাটফর্ম তৈরি করেন।
প্রথম অবস্থায় ইউটিউব ডেটিং সার্ভিস হিসেবে শুরু করলেও পরবর্তীতে ভিডিও শেয়ারিং প্লাটফর্মে রূপ নেয়।
ইউটিউবের জনপ্রিয়তা বাড়তে দেখে ২০০৬ সালের শেষের দিকে গুগল ১.৬৫ বিলিয়ন ডলারের বিনিময়ে ইউটিউব কিনে নেয়।
বর্তমানে ইউটিউব গুগলের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে।
ইউটিউব চ্যানেল কি বা কাকে বলে?
ইউটিউব চ্যানেল হচ্ছে ভিডিও আপলোড করে রাখার জায়গা। অর্থাৎ যেখানে একটি একাউন্ট খোলে প্রোফাইল তৈরি করে ভিডিও আপলোড করে রাখা যায় এবং সেখান থেকে পাবলিশ করা যায়।
অর্থাৎ ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য যে প্রোফাইল তৈরি করা হয় সেই প্রোফাইলগুলোকে ইউটিউব চ্যানেল বলা হয়।
ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনার অবশ্যই একটি ইউটিউব চ্যানেল বা প্রোফাইল থাকতে হবে।
ইউটিউব চ্যানেল খুলতে কিসের প্রয়োজন বা কি লাগে?
ইউটিউব চ্যানেল খুলতে কি কি লাগে বা ইউটিউব চ্যানেল খুলতে যেসব বিষয়ের প্রয়োজন সেগুলো হলো-
- ইন্টারনেট সংযোগ
- জিমেইল বা গুগল একাউন্ট
- সচল মোবাইল নাম্বার
আরো পড়ুন,
- কিভাবে একটি ফ্রি ব্লগ তৈরি করা যায়? ( ব্লগ খোলার নিয়ম )
- ওয়েবসাইট কি? ওয়েবসাইট তৈরির ধাপসমূহ
- ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার নিয়ম
ইউটিউব একাউন্ট কত প্রকার?
YouTube একাউন্ট মূলত দুই প্রকার। যথা-
- পার্সোনাল ইউটিউব একাউন্ট
- ব্র্যান্ড ইউটিউব একাউন্ট
১. পার্সোনাল ইউটিউব একাউন্ট-
যেসব ইউটিউব চ্যানেল অধিকাংশ ক্ষেত্রে একজন ব্যক্তি নিয়ন্ত্রণ করে থাকে তাকে পার্সেোনাল ইউটিউব একাউন্ট বলা হয়।
২. ব্র্যান্ড ইউটিউব একাউন্ট-
যেসব ইউটিউব চ্যানেল অধিকাংশ ক্ষেত্রে কোন প্রতিষ্ঠান বা টিম দ্বারা পরিচালিত হয় তাকে ব্র্যান্ড ইউটিউব একাউন্ট বলা হয়। পার্সোনাল চ্যানেলের চেয়ে ব্র্যান্ড চ্যানেলগুলো দেখতে অনেকবেশি প্রফেশনাল হয়ে থাকে।
মনে করুন, আপনার চ্যানেলে আপনি আপনার মুরগী পালনের বা পোষা গরুর ভিডিও গুলো পোস্ট করলেন, তাহলে সেটি আপনার পারসোনাল ইউটিউব একাউন্ট।
আরো জানুন,
- নিশ কি ? নিশ কত প্রকার ও কি কি , সবচেয়ে লাভজনক ১০ টি নিশ এর নাম
- ফ্রিল্যান্সিং কি ? ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আয় করুন
- ব্যাকলিংক কি ? কিভাবে ব্যাকলিংক তৈরি করা যায়
অন্যদিকে যে চানেলে মুরগীর বা গরুর খাবার ও সেই সম্পর্কিত অন্যান্য বিষয় ভিডিও আপলোড করে এর মাধ্যমে বিক্রির লক্ষে চ্যানেলে প্রদর্শন করে, সেগুলো হলো ব্র্যান্ড ইউটিউব একাউন্ট।
ইউটিউব একাউন্ট যেটাই খুলুন না কেন, সব ইউটিউব একাউন্টের মূল কাজ একটাই আর সেটা হলো ভিডিও আপলোড করে পাবলিশ করা।
ভিডিও তৈরি করে লোকদেরকে দেখানোই মূলত ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য।
কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো?
আমরা অনেকেই ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও দেখে থাকি। আবার অনেকেই সেই ভিডিওগুলো দেখে নিজে নিজেই একটি ইউটিউব চ্যানেল তৈরির কথা চিন্তা করে থাকি। তবে অনেকেই সঠিক গাইডলাইনের অভাবে ইউটিউব চ্যানেল খুলতে পারি না।
তাই আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার ফলে আপনি নিজে নিজেই একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। নিচে ইউটিউব চ্যানেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।
নতুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম–
নতুন ইউটিউব চ্যানেল খোলার জন্য যেসব নিয়ম রয়েছে সেসকল নিয়ম সম্পর্কে আপনাকে জানানো হবে । তবে প্রথমে আপনার জেনে রাখা ভালো যে, ইউটিউব চ্যানেল আপনি মোবাইল দিয়ে এবং কম্পিউটার দিয়েও খুলতে পারবেন।
কম্পিউটার দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম জানুন-
আপনার যদি জিমেইল একাউন্ট দিয়ে আগে থেকেই ইউটিউব চ্যানেল খোলা না থাকে। তাহলে, কম্পিউটার দিয়ে নতুন Youtube Chanel খোলার জন্য আপনাকে যা করতে হবে-
- জিমেইল একাউন্ট টি প্রথমেই সাইন-ইন করুন
- এরপর কম্পিউটার ব্রাউজার এর মাধ্যমে YouTube.com এ প্রবেশ করুন
- উপরের ডানদিকে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করুন
- এরপর My Channel এ ক্লিক করুন
- তারপর আপনার চ্যানেলের পছন্দের নাম লিখে Create এ ক্লিক করুন
এখন উপরের পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করার ফলে আপনার ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে।
আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে এবং আরো একটি নতুন একটি ইউটিউব চ্যানেল খুলতে চান , সেক্ষেত্রে কম্পিউটার থেকে ইউটিউব চ্যানেল খুলতে যা করতে হবে, তা হলো-
- প্রথমেই জিমেইল একাউন্টে সাইন-ইন করুন
- কম্পিউটার দিয়ে যে কোনো ব্রাউজার থেকে youtube.com/account এ প্রবেশ করুন
- তারপর Add or manage your channel(s) এ ক্লিক করুন
- এরপর Create a channel এ ক্লিক করুন করুন
- যে নামে আপনি চ্যানেল খুলতে চান, সেই পছন্দের নাম লিখে Create এ ক্লিক করুন
উপরোক্ত পদ্ধতি আপনি সঠিকভাবে অনুসরণ করলে কম্পিউটারে আপনার একটি নতুন Youtube Chanel তৈরী হয়ে যাবে।
চলুন এবার মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার পদ্ধতি জেনে নেয়।
মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম জানুন-
আপনার মোবাইলে ইউটিউব অ্যাপ এবং জিমেইল একাউন্ট যদি থাকে। আর আপনি যদি নতুন Youtube Chanel খুলতে চান। সেক্ষেত্রে মোবাইল দিয়ে নতুন youtube চ্যানেল খোলা অনেক সোজা।
মোবাইল দিয়ে নতুন Youtube Chanel খোলার জন্য যা করতে হবে-
- প্রথমে আপনার মোবাইলে ইউটিউব অ্যাপ টি নামিয়ে নিন
- তারপর ইউটিউব অ্যাপে প্রবেশ করুন
- এরপর উপরের মেন্যুর ডান দিক থেকে আপনার প্রোফাইল পিকচার এ ক্লিক করুন।
- প্রোফাইল পিকচার ক্লিক করার পর My Channel সিলেক্ট করুন।
- তারপর আপনার চ্যানেলের নাম দিয়ে Create Channel ক্লিক করুন।
ওকে, এখন আপনার ইউটিউব চ্যানেলটি তৈরী হয়ে যাবে।
আর আপনার মোবাইলে যদি আগে থেকেই ইউটিউব চ্যানেল খোলা থাকে । তাহলে আপনি আপনার মোবাইল দিয়েই নতুন আরেকটি ইউটিউব চ্যানেল খুলতে চান, তার জন্য আপনাকে যা করতে হবে-
- Chrome ব্রাউজার টি Open করুন
- তারপর youtube.com/ account এ প্রবেশ করুন
- মোবাইলের Desktop Mode চালু করুন
- সাইন-ইন করা না থাকলে জিমেইল একাউন্ট দিয়ে সাইন-ইন করে নিন।
- Add or manage your channel (s) লিংক টিতে ক্লিক করুন।
- Create a channel লিংক ক্লিক করুন
- যে নামে চ্যানেল খুলতে চান, আপনার সেই পছন্দের লিখে Create অপশনে ক্লিক করে দিন।
উপরের পদ্ধতিগুলো সঠিকভাবে সম্পাদন করার ফলে আপনার একটি নতুন Youtube Chanel তৈরী হয়ে যাবে।
ইউটিউব চ্যানেল খুলতে কত টাকা লাগবে?
ইউটিউব চ্যানেল খুলতে কোনো টাকার প্রয়োজন হয় না অর্থাৎ ইউটিউব চ্যানেল খুলতে টাকা লাগে না। আপনি একদম ফ্রিতে উপরের পদ্ধতিগুলো অনুসরণ করে আপনার পছন্দের একটি নাম নির্বাচন করে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন।
ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম-
বন্ধুরা উপরে আমরা ইউটিউব চ্যানেল এবং নতুন Youtube চ্যানেল খোলার নিয়ম বা পদ্ধতি সম্পর্কে জানলাম।
এখন আমরা ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম সম্পর্কে জানবো।
তো চলুন দেরি না করে এখনি ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম সম্পর্কে জেনে নেয়া যাক।
নতুন Youtube Chanel খোলার পর মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই না করলে কিছু কিছু ফিচার লক রয়ে যায়। যেমন-
- কাস্টম থাম্বনেইল
- ১৫মিনিটের চেয়ে বড় ভিডিও আপলোড
- লাইভস্ট্রিমিং
- কনটেন্ট আইডি ক্লেইম আপিল
তাই ইউটিউব চ্যানেল ভেরিফাই করার জন্য আপনার একটি সচল মোবাইল নাম্বার দরকার। ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে নিচের নিয়ম ফলো করুন-
- প্রথমেই কম্পিউটার ব্রাউজার থেকে studio.youtube.com এ প্রবেশ করুন।
- ইউটিউব চ্যানেলে লগ্ইন করে নিন।
- বাম পাশের মেন্যু থেকে Settings অপশনে ক্লিক করুন।
- Channel ট্যাব সিলেক্ট করে নিন।
- এরপর Verify Phone Number এ ক্লিক করে দিন।
- এরপর Text me the verification code অপসনটি সিলেক্ট করুন।
- Select your country অপশন থেকে দেশ নির্বাচন করে দিন।
- এরপর নিচের বক্সে মোবাইল নাম্বার দিয়ে Get Code অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার ফোনে ৬ ডিজিটের একটি কোড আসবে, সেই কোড টি প্রদান করে Submit অপশনে ক্লিক করুন।
উপরোক্ত প্রক্রিয়াগুলো সঠিকভাবে অনুসরণ করার ফলে আপনার ইউটিউব চ্যানেলটি ভেরিফাই হয়ে যাবে এবং আপনি ভেরিফাইড চ্যানেলের সকল ফিচারগুলো উপভোগ করতে পারবেন।
এরপর আপনা ভিডিও আপলোড করতে পারবেন আপনার নতুন Youtube Chanel টিতে।
ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম-
নতুন Youtube Chanel খোলার আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করা।
আপনার ইউটিউব চ্যানেলটি ভেরিফািই কমপ্লিট হয়ে গেলে এখন আপনার কাজ হচ্ছে নতুন চ্যানেলে নিত্য নতুন বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা।
কেননা, কেবল মাত্র ভিডিও আপলোড করর মাধ্যমে লোকদেরকে আপনার ভিডিও দেখানোর মাধ্যমেই আপনি আপনার ইউটিউব চ্যানেলকে জনপ্রিয় করে তুলতে পারবেন।
তাই আপনার নতুন চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করবেন তা জেনে নিন।
মোবাইল থেকে ইউটিউবে ভিডিও আপলোড করতে নিচের পদ্ধতিগুলো অনুসরন করুন-
- প্রথমেই ইউটিউব অ্যাপে প্রবেশ করুন।
- মেন্যু থেকে প্লাস চিন্হিত আইকনটি চাপুন।
- Upload A Video সিলেক্ট করুন।
- যে ভিডিওটি আপলোড করতে চান, তা সিলেক্ট করে দিন।
- তারপর ভিডিও এর টাইটেল, ডেসক্রিপশন ইত্যাদির সকল তথ্য দিন।
- এরপর Upload অপশনটিতে ক্লিক করুন।
- এখন অল্প সময়ের মধ্যেই আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড হয়ে যাবে।
কম্পিউটার থেকে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার নিয়ম অনেকটা মোবাইলের মতোই। তাই, কম্পিউটার থেকে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য যা করতে হবে-
- প্রথমেই কম্পিউটার দিয়ে youtube.com এ প্রবেশ করুন।
- আপনার ইউটিউব চ্যানেলে জিমেইল আইডি দিয়ে লগ-ইন করে নিন।
- এরপর উপরের ডানদিকে থাকা ভিডিও আইকনটিতে ক্লিক করুন।
- এরপর Upload Video অপশনটিতে ক্লিক করুন।
- এরপর select files to upload অপশন ব্যবহার করে আপনার যে ভিডিওটি আপলোড করতে চান, সেটি নির্বাচন করে দিন।
- আপনার ভিডিওর সাথে সম্পর্কিত তথ্য, যেমনঃ টাইটেল, ক্যাটাগরি ইত্যাদি দিয়ে Next চাপুন।
- এরপর ভিডিও তে কোনো ওভারলে দিতে চাইলে তা সিলেক্ট করে Next অপশনটি চাপুন।
- এরপর ভিডিও এর প্রাইভেসি সেটিংস টি সিলেক্ট করে Next অপশনে ক্লিক করুন।
- তারপর আপনার আপলোডকৃত ভিডিওর কপিরাইট সংক্রান্ত কোনো ইস্যু থাকলে তা আপনাকে দেখানো হবে।
উপরের সকল নিয়মগুলো সঠিকভাবে সম্পন্ন করার ফলে আপনার ভিডিও ইউটিউবে আপলোড হয়ে যাবে এবং ভিডিও শেয়ার এর একটি লিংক আপনাকে দেওয়া হবে।
ইউটিউব চ্যানেল ভিউ ও সাবস্ক্রাইবার বাড়ানোর উপায়-
আপনি যদি নতুন youtube চ্যানেল তৈরি করে থাকেন এবং আপনার ইউটিউব চ্যানেলে ভিউ ও সাবসক্রাইবার না পান, তাহলে ভেঙ্গে পড়বেন না।
অবশ্যই পড়ুন,
- ভিডিও দেখে টাকা আয় করার apps এবং সেরা ওয়েবসাইট সমূহ
- ঘরে বসে ফ্রি টাকা ইনকাম করার উপায়
- ঘরে বসে টাকা ইনকাম করার বিদেশি সাইট- সেরা সাইটসমূহ
- কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায়? (সেরা কয়েকটি উপায়)
নিচের উপায়গুলো লক্ষ করুন, এগুলোর মাধ্যমে আপনি আনার চ্যানেলে অসংখ্য ভিও ও সাবস্ক্রাইবার পেয়ে যাবেন।
- প্রথমেই সহজ ভিডিও এডিটিং সফ্টওয়্যার ব্যবহার করুন, যাতে দ্রুত ভিডিও এডিটিং করতে পারেন।
- কিছু ভিডিও কন্টেন্ট অগ্রিম তৈরি করে রাখুন, যাতে নিয়মিত ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন।
- আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করছেন সেই ধরনের কন্টেন্ট পূর্বে থেকেই অনেক ক্রিয়েটরগন তৈরি করে রেখেছেন, সেগুলো দেখে সেখান থেকে অনুপ্রেরণা ও আইডিয়া নিতে পারেন।
- সার্চ ইঞ্জিন ও এসইও এর জন্য আপনার ভিডিও আপলোড করার সময় টাইটেল, ডেসক্রিপশন ইত্যাদি ভালো করে অপটিমাইজ করে দিন।
- বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার নেটওয়ার্ক তৈরি করে আস্তে আস্তে বিস্তার করুন।
- আপনার ভিডিওতে কমেন্ট বক্সের দিকে নজর রাখুন, অর্থাৎ কমেন্টের নিয়মিত উত্তর দিন।
- ভিউয়ারদের চাহিদানুযায়ী ভিডিও কন্টেন্ট তৈরি করুন।
- খারাপ কমেন্টের জন্য কখনৈা মন খারাপ করবেন না।
- নিয়মিত ভিডিও কন্টেন্ট আপলোড করুন।
আজকের শেষ কথা,
বন্ধুরা আজ আমি আপনাদের সাথে কিভাবে নতুন ইউটিউব চ্যানেল খুলবো? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম কি? ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
আর্টিকেলটি কেমন লাগলো তা অবশ্বই কমেন্ট করে জানাবেন।
আর যদি আর্টিকেলটি ভালো লাগে, তাহলে আপনার বন্ধূদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ