পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয় | পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় করার উপায়

পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয় এবং পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় করার উপায় সম্পর্কে অনেকেই জানতে চান। কম্পিউটারের তুলনায় ল্যাপটপের চাহিদা অনেক বেড়েছে।

অনেকেই ল্যাপটপ ব্যবহার করতে স্বাচ্ছন্দ বোধ করে। তাছাড়া পুরাতন laptop এর চাহিদাও অনেকটাই বেড়েছে।

পুরাতন ল্যাপটপ কেনার আগে অবশ্যই আপনাকে ল্যাপটপটি চালিয়ে দেখতে হবে। এতে আপনি বিভিন্ন প্রোগ্রাম চালু করে হার্ড ডিস্ক, র‌্যাম, গ্রাফিক্স এবং ভিডিও চালু করে আউটপুট কুয়ালিটি চেক করে দেখে নিন।

যখন হাই গ্রাফিক্সের কোন কিছু ল্যাপটপে চালু করা হবে, তখন এর হার্ডওয়্যার এবং সফটওয়্যার সহ ওভারঅল পারফরমেন্স আপনি খুব সহজেই বুঝতে পারবেন।

ল্যাপটপ যেকোনো জায়গায় বহন করা সহজ এবং এটা দ্বারা ফ্রি মুডে কাজ করা যায় যে কোন স্থান থেকে।

এছাড়াও কিছু কোম্পানির স্টাফ বা প্রতিষ্ঠান মালিক রয়েছেন যারা তাদের অফিসিয়াল কাজগুলো অফিসের বাইরেও অর্থা] বাসায় গিয়েও সম্পন্ন করে থাকেন।

বর্তমানে অনেক স্টুডেন্ট রয়েছেন তাদেরকে নিত্য নতুন ল্যাপটপের পাশাপাশি পুরাতন ল্যাপটপের ব্যবহার করে থাকে।

যেকোনো ব্যান্ডের মোটামুটি ভালো মানের কম্পিউটার কিনতে নিম্নে ২৮ থেকে ৩০ হাজার টাকার মধ্যে লাগবে। তাছাড়াও আরো যত উন্নতমানের ল্যাপটপ কিনতে যাবেন আপনার বাজেটও বা দামও তত বেশি বাড়াতে হবে।

যার কারণে অনেকেই নতুন ল্যাপটপ কিনতে পারেন না। বিভিন্ন উপায়ে পুরাতন ল্যাপটপ কিনতে আগ্রহ প্রকাশ করে এবং পুরাতন ল্যাপটপ খুঁজতে থাকেন।

অনলাইনে একটি পুরাতন ল্যাপটপ কেনার জন্য আপনি Amazon, Snapdeal, বা eBay এর মতো আরো বিভিন্ন  সার্টিফাইড সাইট রয়েছে যেগুলো থেকে ল্যাপটপ ক্রয় করতে পারেন।

জন্ম নিবন্ধন যাচাই করে কিভাবে? জন্ম নিবন্ধন সনদ যাচাই করার নিয়ম

তবে, পুরাতন ল্যাপটপ কেনার সময় কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে তা অনেকেরই অজানা। তাছাড়া যারা পুরাতন ল্যাপটপ বিক্রয় করে দেওয়ার পর কোন সমস্যা হলে দিতীয়বার তারা ল্যাপটপটি আর ফেরত নেন না।

তাই আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয় কি কি? এবং পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় করবেন যেভাবে তার বিস্তারিত জানাবো।

তাই আপনি যদি একটি পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় করতে চান? তাহলে আপনার পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয় বিষয় কোন সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

আরো পড়ুন, 

কেননা আজকের আর্টিকেলে আমি পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয় কি রয়েছে, পুরাতন ল্যাপটপ বিক্রয় করার উপায় সমূহ এবং
পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় করার পদ্ধতিগুলো বিস্তারিত আলোচনা করেছি।

এক নজরে দেখুন 👁‍🗨👁‍🗨

ল্যাপটপ এ কি কি থাকে?

ল্যাপটপে সাধারণত যে বিষয়গুলো থাকে তা হলো, কি-বোর্ড, মাউস, ডিসপ্লে বা মনিটর ইত্যাদি যেগুলো ল্যাপটপের সাথে সংযুক্ত থাকে।

কম্পিউটার বা পিসির মতো আলাদা থাকে না। একসঙ্গে সবগুলো থাকার কারণে এটি খুব সহজেই স্থানান্তর করা যায়। এটি সাধারণত একটি ৪-৫ কেজি ওজনের বই বহন করার মতোই।

যার ভিতরে কম্পিউটারের পিসির সকল যন্ত্রাংশ বিদ্যমান। যেমন- হার্ডওয়্যার, সফ্টওয়্যার, রেম, রম, প্রসেসর ইত্যাদি।

পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয়:

ল্যাপটপের মডেলের উপর নির্ভর করে মেশিনের পিছনে বা ব্যাটারির নিচে ল্যাপটপের সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে সেটা পরীক্ষা করে দেখুন।

কমান্ড প্রম্পট অপেন করে টাইপ করুন c:>wmic bios সিরিয়াল নম্বর পেয়ে যাবেন। BIOS সিরিয়াল নম্বরের সাথে চ্যাসিস সিরিয়াল নম্বরের মিল কর দেখুন।

যদি সিরিয়াল নাম্বারটি এক না হয় তাহলে বুঝবেন যে এটা মেরামত করা হয়েছে বা খুলা হয়েছে।

এছাড়াও আরো কিছু গুরুত্বপুর্ণ বিষয় রয়েছে যেগুলো ভালোভাবে দেখে চেক করে এবং বুঝে পুরাতন ল্যাপটন কিনতে পারেন।

১. সরাসরি ল্যাপটপ মালিকের সাথে কথা বলুন-

যখন কোন পুরাতন ল্যাপটপ কিনবেন অবশ্যই কেনার আগে আপনি ল্যাপটপের মালিকের সাথে সরাসরি কথা বলেনিন। তারপর সাক্ষাতে ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন এবং ল্যাপটপটি ভালোভাবে পরীক্ষা করে দেখে নিন।

২. অনলাইন রিভিউ দেখুন-

আর যদি আপনি অনলাইনের মাধ্যমে কোন ল্যাপটপ কিনতে আগ্রহী হন তাহলে অবশ্যই ইন্টারনেটে পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় (Old Laptop Buying and Selling Guide) লিখে সার্চ করে  ল্যাপটপটির সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

কেননা আপনি যখন অনলাইনে ল্যাপটপটি সম্পর্কে জানতে সার্চ করবেন, তখন বিভিন্ন ধরনের ই-কমার্স সাইটগুলো থেকে আপনাকে আপনার পছন্দের ল্যাপটপ সম্পর্কে ফিডব্যাক প্রদান করা হবে।

আপনি অনলাইনে সার্চ করে আপনার পুরাতন ল্যাপটপটির সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন- মডেল, দাম, লোকেশন, কোয়ালিটি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।

এছাড়াও ই-কমার্স গুলো থেকে ল্যাপটপ কেনার আগে বিভিন্ন ধরনের কমেন্ট গুলো মনোযোগ সহকারে পড়ুন। যাতে করে আপনি ভোগান্তিতে না পড়েন।

অধিকাংশ কমেন্ট নেগেটিভ হয় তাহলে সেখান থেকে ল্যাপটপ ক্রয় করা থেকে বিরত থাকুন।

৩. ট্রানজ্যাকশন প্রুফ নিতে সচেষ্ট থাকুন-

আপনি যদি অনলাইনের মাধ্যমে ল্যাপটপ কিনতে আগ্রহী হন তাহলে যে ই-কমার্স সাইট থেকে ল্যাপটপ কিনতে চান তাদের কাছ থেকে  রশিদ গ্রহণের মাধ্যমে ক্রয় করুন।

তাছাড়াও অবশ্যই ল্যাপটপটি জেনুইন কিনা তা যাচাই করে নিন। কেননা অনেক সময় বিভিন্ন ধরনের চোরাই ল্যাপটপ বিক্রি করা হয়ে থাকে।

তাই, যদি ল্যাপটপটি যাচাই করতে দিতে অস্বীকার করে তাহলে সেখান থেকে ক্রয় করা বিরত রাখুন।

৪. ডিসপ্লে ঠিক আছে কিনা তা দেখুন-

ল্যাপটপের ডিসপ্লে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কম্পিউটারের যেমন মনিটর ছাড়া কোন কাজ পরিচালনা করা যায় না। ঠিক তেমনি ভাবে ল্যাপটপের ডিসপ্লে ছাড়া কোন কিছুই করা সম্ভব নয়।

তাই আপনি ডিসপ্লে সঠিক আছে কি না? , বা ডিসপ্লেতে কোন পদ আছে কি না? ডিসপ্লে সম্পূর্ণ ক্লিয়ার কি না? লম্বালম্বি কোন দাগ আছে কি না? ডিসপ্লে কোথাও চাপ লেগেছে কি না? স্কিনে নেগেটিভ ধরে কি না? ইত্যাদি বিষয়ে খুব ভালোভাবে দেখে নিন।

ল্যাপটপটি কেনার আগে আপনি ল্যাপটপটি অন করে কমপক্ষে পাঁচ মিনিট সময় নিয়ে ল্যাপটপটি চালিয়ে ডিসপ্লে খুব ভালো করে দেখুন।

তা না হলে, আপনি যখন ল্যাপটপটি বাসয় নিয়ে আসবেন। তখন ল্যাপটপের মনিটর বা ডিসপ্লের কোন সমস্যা বের হয়। তাহলে সেটা আপনার ভালো করে না দেখে নেওয়ার কারণে আপনাকে পস্তাতে হবে।

আর যদি কোন সমস্যা ধরা পড়ে তাহলে আপনি সেটা ক্রয় করা থেকে বিরত থাকুন।

৫. কী-বোর্ড চেক করুন-

অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, পুরাতন laptop এর কিবোর্ড অধিকাংশ সময় অকার্যকর হয়ে পড়ে।

তাই আপনি যখন কোন পুরাতন ল্যাপটপ কিনবেন তখন অবশ্যই ল্যাপটপের কী-বোর্ড ঠিক আছে কি না? তা চেক করে নিন।

কিবোর্ড পরীক্ষা করার জন্য আপনি টাইপ করার জন্য মাইক্রোসফ্ট ওয়ার্ড বা নোটপ্যাড অথবা অন্য কোন উইন্ডোজ ওপেন করুন।

তারপর সেখানে আপনি কি বোর্ডের সবগুলা কি একটি একটি করে টাইপ করে পরীক্ষা করে দেখুন।

তবে কিবোর্ড যদি সমস্যা থাকে তাহলে আপনি পরবর্তীতে নতুন কিবোর্ড ঠিক করে নিতে বা লাগিয়ে নিতে পারবেন।

৬. মাউস প্যাড চেক করে নিন-

পুরাতন ল্যাপটপ কেনার আগে অবশ্যই ল্যাপটপের মাউস প্যাড ঠিক আছে কিনা তা পরীক্ষা করে নিন। একটি ল্যাপটপে জন্য এডজাস্টিং মাউস প্যাড অনেক গুরুত্বপূর্ণ।

কেননা আপনি যখন কম্পিউটারে কোন কিছু কমান্ড করতে যাবেন তখন অবশ্যই আপনাকে মাউস প্যাড ব্যবহার করতে হবে।

আরো জানুন,  

যদি ল্যাপটপের মাউস প্যাড ঠিক না থাকে তাহলে আপনাকে ল্যাপটপ ব্যবহার করার জন্য আলাদা মাউস কিনে ব্যবহার করতে হবে।

অথবা পরবর্তীতে মাউসপ্যাড ঠিক করে নিতে হবে।

তাই ল্যাপটপ কেনার আগে অবশ্যই মাউস প্যাড ঠিক আছে কিনা তা পরীক্ষা করে নিন।

৭. হার্ড ডিস্ক র‌্যাম চেক করুন-

পুরাতন laptop কেনার আগে আপনি ল্যাপটপের র‌্যাম, হার্ডডিস্ক, প্রসেসর্স, জেনারেশন, কনফিগার ইত্যাদি খুব ভালো করে দেখে নিন।

ল্যাপটপের গতি বা পারফরম্যান্স পরীক্ষা করার জন্য আপনি কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট কম্পিউটার টি ব্যবহার করে দেখে নিন।

ব্যবহারের সময় আপনি একাধিকবার বিভিন্ন ধরনের ব্রাউজার ওপেন করে বিভিন্ন ওয়েবসাইট সার্চ করে দেখুন। এরপর মাল্টিটাস্ক করে কাজ করার চেষ্টা করুন।

এতে করে ল্যাপটপটি যদি সামান্য স্লো হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই সেটি আপনি পরবর্তী তে ঠিক করে নিতে পারবেন।

আর যদি অনেক স্লো বা সমস্যা দেখা দেয় তা হলে পুরাতন laptop টি ক্রয় করা থেকে বিরত থাকুন।

৮. কোনও গভীর ক্ষত বা দাগ আছে কিনা তা দেখে নিন-

যখন আপনি একটি ল্যাপটপ কেনার জন্য দেখবেন তখন খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন, ল্যাপটপের ভিতর বা বডিতে কোন গভীর ক্ষত বা দাগ আছে কিনা, ডিসপ্লে কোন সমস্যা আছে কিনা।

তবে বডিতে হালকা ঘসামাজা থাকলেও তেমন কোনো সমস্যা নেই যেহেতু পুরাতন ল্যাপটপ। আগের ব্যবহার কারী ব্যবহারের কারণে একটু ঘসামাজা থাকতেও পারে।

কিন্তু যদি অনেক বেশি দাগ বা ভাঙ্গা থাকে এবং যার কারণে ল্যাপটপ পরিচালনা করা কষ্ট কর হয়ে পড়ে তাহলে সেটা ক্রয় করা থেকে বিরত থাকুন।

৯. ক্যামেরা চেক করে নিন-

কোন  পুরাতন laptop কেনার আগে অবশ্যই ল্যাপটপ ক্যামেরা ভালো আছে কিনা তা দেখে নেন। ক্যামেরা দেখার জন্য অবশ্যই কয়েকটি ক্যাপচার করে ছবি তুলে নিন।

ছবি গুনগত মান কেমন তাও দেখে নিবেন । কারণ যখন আপনি কোন কাজের কারণে পিকচার তোলার প্রয়োজন হবে অথবা কোথাও ভিডিও কলে কথা বলতে যাবেন তখন আপনার ল্যাপটপে ক্যামেরা প্রয়োজন পড়বে।

১০. সকল পোর্ট গুলো চেক করে নিন-

পুরাতন laptop কেনার সময় অবশ্যই আপনাকে ল্যাপটপের পোর্ট গুলো সঠিকভাবে কাজ করছে কি না তা চেক করে নিতে হবে।

পড়তে করার জন্য আপনাকে ইউএসবি কেবল সবগুলো পোর্ট এ লাগিয়ে দেখতে হবে।

কারণ ল্যাপটপের পোর্ট অনেকটাই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোন ল্যাপটপের পোর্ট সমস্যা থাকলে বা কাজ না করলে ল্যাপটপটি অচল হয়ে পড়ে।

১১. স্পীকার চেক করে নিন-

পুরাতন laptop কেনার আগে অবশ্যই আপনাকে এর স্পিকার ঠিক আছে কিনা তা পরীক্ষা করে নিতে হবে।

কারণ আপনি যখন ল্যাপটপে কোন অডিও বা ভিডিওর সাউন্ড শুনার প্রয়োজন পড়বে তখন অবশ্যই আপনাকে এর মাধ্যমে শুনতে হবে। তাই পুরাতন ল্যাপটপের স্পিকার ঠিক আছে কিনা তা পরীক্ষা করে নিন।

১২. উইন্ডোজ সেটাপ যাচাই করুন:

আপনি যখনি কোনো একটি পুরাতন ল্যাপটপ বা কম্পিউটার কিনবেন তখন আপনি অবশ্যই উইন্ডোজ সেটাপ ঠিকঠাক আছে কিনা তা পরিক্ষা করে নিন। কেননা আপনি ল্যাপটপটি কেনার পর যদি দেখেন যে সেটাপ ঠিক নেই তাহলে আপনি নতুন হয়ে থাকলে অন্যের মাধ্যমে সেটাপ দিয়ে ল্যাপটপটি রেডি করতে হবে। তাছাড়াও আপনার উইন্ডোজ সেটাপ দেওয়ার জন্য আলাদা কিছু খরচা করতে হতে পারে।

পুরাতন ল্যাপটপ বিক্রয় করার উপায় –

বাংলাদেশে বিক্রয়.কম এর মতো আরো কিছু পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় করার ই-কমার্স ওয়েবসাইট রয়েছে। যেগুলোর সাহায্যে আপনি আপনার ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ বেচা-কেনা করতে পারবেন।

আপনি যদি আপনার ল্যাপটপটি বিক্রয় করতে চান তাহলে আপনাকে আপনার ল্যাপটপ এর ছবি, ল্যাপটপ এর বিবরণ, দাম এবং আপনার সাথে যোগাযোগ করার জন্য মোবাইল অথবা ইমেইল নম্বর সহ বিস্তারিত দিয়ে দিতে হবে।

এরপর যখন কেউ আপনার ল্যাপটপটি দেখে কেউ পছন্দ করে কিনতে আগ্রহী হবে তখন সে আপনার সাথে যোগাযোগ করবে।

তার্পর আপনি ক্রেতার সাথে ফাইনালি কথা বলে বিক্রি করার মতো হলে বিক্রয় করে দিবেন।

অবশ্যই পড়ুন, 

আর যদি দাম না মিলে তাহলে অন্য কোনো ক্রেতা মেসেজ না দেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। মূলত এভাবেই খুব সহজেই আপনি ঘরে বসেই আপনার ল্যাপটপটি বিক্রয় করতে পারবেন।

প্রশ্ন-উত্তর:

একটি ল্যাপটপ এর দাম কত?

বাংলাদেশের সেরা ল্যাপটপ এর মূল্য তালিকা দেখে নিন: জুন ২০২৪-

পুরাতন লেপটপ এর দাম

পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয় কি?

ল্যাপটপের মডেলের উপর নির্ভর করে মেশিনের পিছনে বা ব্যাটারির নিচে ল্যাপটপের সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে সেটা পরীক্ষা করে দেখুন।

কমান্ড Option অপেন করে টাইপ করুন c:>wmic bios সিরিয়াল নম্বর পেয়ে যাবেন । BIOS সিরিয়াল নম্বরের সাথে চ্যাসিস সিরিয়াল নম্বরের মিল কর দেখুন।

যদি সিরিয়াল নাম্বারটি এক না হয় তাহলে বুঝবেন যে এটা মেরামত করা হয়েছে বা খুলা হয়েছে।

ল্যাপটপ Generation বলতে কি বুঝায়?

জেনারেশন হলো, ইনটেল বা কোনো ল্যাপটপ কোম্পানি প্রতি বছর যে প্রসেসর তৈরি করে তার উৎপাদন টেকনিকগুলো কতটা উন্নত এবং টেকসই করে আকারে কতটা ছোট করে থাকে তাকে বুঝায়।

প্রতি বছর Intel তার তৈরিকৃত প্রসেসর এর গুলো কত উন্নত এবং ক্ষুদ্র করে তৈরি করে প্রকাশ করে তাকে বুঝায়।

ল্যাপটপ কম্পিউটার কত প্রকার?

ল্যাপটপ এর পকার সমূহ। যথা,
৩.১ সনাতন ল্যাপটপ
৩.২ সাবনোটবুক
৩.৩ নেটবুক
৩.৪ রূপান্তরযোগ্য
৩.৫ ল্যাপলেট
৩.৬ ডেস্কটপ প্রতিস্থাপক
৩.৭ রাগিড বা কর্কশ বা শক্ত ল্যাপটপ

আজকের শেষ কথা,

বন্ধুরা, আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয়, পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় করার উপায় (Old Laptop Buying and Selling Guide) এবং পুরাতন laptop সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

আমি আশা করি, আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনি আপনার পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় করার উপায় অবশ্যই খুঁজে পেয়েছেন।

তাই, আর্টিকেলটি কেমন লাগলো তা জানাতে বা পুরাতন ল্যাপটপ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন।

আর যদি আর্টিকেলটি আপনাদের ভালো লাগে তাহলে, অবশ্যই শেয়ার করবেন। বিনিময়ের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

Leave a Comment