বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম ২০২৪ – BOU Results 2024

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম আপনারা অনেকেই হয়তোবা জানেন না । তাছাড়াও অন্যান্য সকল রেজাল্ট দেখার নিয়মের চেয়ে বাউবির রেজাল্ট দেখার নিয়ম অনেকটাই ভিন্ন ধরনের।

যার কারণে অনেকেই বাউবি’র বা Bangladesh Open University Results দেখতে পারেন না।

তাই আজকের আর্টিকেলে আমি আপনাদের জন্য Bangladesh Upen University (BOU) সকল রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে আলোচনা করবো।

তাই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন, ফলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম আপনি জানতে পারবেন এবং ঘরে বসেই নিজে নিজেই মোবাইল দিয়েও খুব সহজেই বাউবি রেজাল্ট বের করতে পারবেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত রূপ হলো- বাউবি । তাই বাউবি রেজাল্ট হলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফলাফল।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা সিম্টেম টা বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় অনেকটাই ভিন্ন ধরনের।

আপনি যদি কোনো কারনে রেগুলার বা প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণ করার সুযোগ হারিয়ে ফেলেন, তাহলে আপনার হতাশ হওয়ার কিছু নেই।

আপনার জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে। আপনি চাইলে আপনার ইচ্ছানুযায়ী আপনি যে বাংলাদেশ উম্মক্ত বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করার সুযোগ পাবেন।

বাংলাদেশ উম্মক্ত বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল জেলাতেই কলেজ শাখা রয়েছে । আপনি চাইলে যে কোনো জেলার শাখাতে ভর্তি হতে পারবেন।

আপনি যদি একজন চাকুরীজীবি হন, অথবা ব্যবসায়ী হন এবং আপনার যদি কোন রেগুলার বা প্রাইভেট প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুযোগ না থাকে।

পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয় | পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় করার উপায়

তাহলে আজই আপনার নিকটস্থ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শাখায় খোঁজ নিয়ে ভর্তি হতে যোগাযোগ করতে পারেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সাধারণত এসএসসি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে ছাত্রছাত্রী ভর্তি করা হয়।

তাই আপনি যে কোন কোর্সে আগ্রহী হয়ে ভর্তি হোন না কেন আপনাকে অবশ্যই পরীক্ষার মাধ্যমে পাশ করে সার্টিফিকেট অর্জন করতে হবে।

তবে আপনি যে কোর্সের জন্যই পরীক্ষায় অংশগ্রহণ করেন না কেন । পরীক্ষার শেষে আপনাকে অবশ্যই রেজাল্ট দেখতে হবে।

উন্মুক্ত বিশ্ববিদ্যােলয়ে রেজাল্ট কবে প্রকাশিত হবে?

আপনি যদি একজন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে থাকেন । তাহলে আপনি যেনে রাখুন যে, সাধারণত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশ হয় পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিন পর।

তবে বাউবি রেজাল্ট যখনই প্রকাশ হোক না কেন রেজাল্ট প্রকাশের আগে অবশ্যই অফিসিয়ালি নোটিশ জারি করে সকলকে জানিয়ে দেওয়া হয়। তারপর নির্দিষ্ট তারিখে রেজাল্ট প্রকাশ করা হয়।

আরো জানুন, 

তাই রেজাল্ট নোটিশ প্রকাশ না হওয়ার আগে সঠিক বলা সম্ভব না যে কবে রেজাল্ট প্রকাশিত হবে।

তবে রেজাল্ট যখনই প্রকাশ করা হোক না কেন ? রেজাল্ট প্রকাশের বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

তাই রেজাল্ট বিজ্ঞপ্তি বা রেজাল্ট দেখতে আমাদের বিনিময় ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখব কিভাবে?

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট মূলত দুই ভাবে দেখা যায়। যেমন-

SMS এর মাধ্যমে বাউবি রেজাল্ট দেখার নিয়ম-

SMS এর মাধ্যমে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যে কোনো প্রোগ্রামের পরীক্ষার চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন- BOU <space> Student ID এবং পাঠিয়ে দিন ২৭৭৭ নম্বরে।

উদাহরণ- BOU SSC 09-0-0-06-232 And Send To 2777

অনলাইনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম

বাউবি পরীক্ষার রেজাল্ট চেক বা বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম আমি এখানে ধারাবাহিকভাবে জানিয়ে দিব।

অনেকেই প্রশ্ন করেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি রেজাল্ট কিভাবে দেখবো, এইচএসসি রেজাল্ট কিভাবে দেখবো, bou.ac.bd result, exam.bou.ac.bd login

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট ২০২৩ ডিগ্রি, bou result ba/bss 2023, BOU Examination record  উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট পুনঃনিরীক্ষণ, Open Result দেখার নিয়ম কি?

আরো পড়ুন, 

তাই আমি সকলের উদেদেশ্যে বলি যে, নিচের যে নিয়মটি আমি দেখিয়েছি সেটার মাধ্যমে আপনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল রেজাল্ট দেখতে পারবেন।

তাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার জন্য নিচের দেওয়া নিয়ম ফলো করুন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম-

  • সর্বপ্রথম বাউবি’র অফিশিয়াল ওয়েবসাইটে https://www.bou.org.bd প্রবেশ করুন।
  • বাউবির ওয়েবসািইটে প্রবেশ করার পর আপনি নিচের ছবির মতো একটি পেজ দেখতে পাবেন।

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম , bou.ac.bd result , উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট ২০২৩ ডিগ্রি , bou result ba/bss 2023 Open Result বাউবি এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
বাউবি ফাইনাল রেজাল্ট

১ম- আপনি যদি বাউবি ফাইনাল রেজাল্ট দেখতে চান? তাহলে পরীক্ষার নাম সিলেক্ট করে দিন এবং নিচের বক্সে Student Id Number লিখে Vew Result এ ক্লিক করুন। এতে করে আপনার ফাইনাল রেজাল্ট দেখাবে । অতপর আপনি তা প্রিন্ট করে নিতে পারবেন।

২য়- আপনি যদি বিস্তারিত রেজাল্ট বা Detail Result বের করতে চান? তাহলে আপনি বিস্তারিত রেজাল্ট দেখার জন্য Detail Result অপশনে ক্লিক করে দিন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম , bou.ac.bd result , উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট ২০২৩ ডিগ্রি , bou result ba/bss 2023 Open Result বাউবি এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
বাউবি Student Result
  • Program অপশনে আপনি আপনার Program নির্বাচন করুন।
  • তারপর Student Id বক্সে আপনার এডমিট কার্ডের স্টুডেন্ট আইডি লিখে দিন।
  • সবশেষে Result অপশনে ক্লিক করুন।

এখানে BOU Exam Result দেখুন ।

বন্ধূরা আপনারা যদি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যায়ের রেজাল্ট চেক করত চান?

তাহলে, উপরের উল্লেখিত নিয়মে আপনাদের বাউবি প্রোগ্রাম বা কোর্স অনুযায়ী রেজাল্ট অপশনগুলো সিলেক্ট করে নিয়ে  Student Id  দ্বারা বাউবি রেজাল্ট দেখে নিতে পারবেন।

অবশ্যই পড়ুন, 

মোবাইল এসএমএস এর মাধ্যমে বাউবি এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম ২০২৩

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি/ এইচ এস সি/ ডিগ্রি/ মাষ্টার্স পরীক্ষার রেজাল্ট/ বিবিএ, বিএসএস/ বিএ, বি-এড পরীক্ষার রেজাল্ট সহ সকল রেজাল্ট খুব সহজেই এসএমএসের মাধ্যমে চেক করা যায়।

আজ আমরা এখানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম ২০২৩ সহ সকল রেজাল্ট দেখার এসএমএস পদ্ধতি সম্পর্কে জানবো।

জন্ম নিবন্ধন যাচাই করে কিভাবে? জন্ম নিবন্ধন সনদ যাচাই করার নিয়ম

এই বাউবি রেজাল্ট এসএমএস পদ্ধতির মাধ্যমে এসএসসি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সকল প্রোগ্রামের পরীক্ষার রেজাল্ট দেখা যাবে।

বাউবি রেজাল্ট দেখার জন্য প্রথমেই আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন-

BOU <space> Student ID এবং পাঠিয়ে দিন ২৭৭৭ নম্বরে।

উদাহরণ – BOU BSS 09-0-0-08-252 এবং ২৭৭৭ নম্বরে পাঠিয়ে দিন।

বাউবি রেজাল্ট নিয়ে শেষ কথা,

বন্ধুরা আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে আলোচনা করলাম। উপরের নিয়ম মেনে আপনি বাউবি সকল পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন।

আজকের আর্টিকেলটি কেমন লাগলো তা জানাতে কমেন্ট করুন অথবা আপনি আপনার বাউবি রেজাল্ট বের করতে কোনো রকমের সমস্যায় পড়লে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন।

যথাসম্ভব আপনাকে সহযোগিতা করা হবে রেজাল্ট বের করার জন্য । আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ

Leave a Comment