রেজাল্ট দেখার নিয়ম: প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে এডুকেশন বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম অর্থাৎ এসএসসি রেজাল্ট, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট, ডিগ্রি রেজাল্ট এবং কারিগরি রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে আলোচনা করবো।
এছাড়াও এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার নিয়ম, অনার্স ১ম বর্ষের রেজাল্ট দেখার নিয়ম, ফাজিল রেজাল্ট দেখার নিয়ম, বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম, অনলাইনে রেজাল্ট দেখার নিয়ম, মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
তাই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখে?
বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এডুকেশন বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোড, কারিগরি শিক্ষা বোর্ড, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর অধীনে বিভিন্ন কোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
আপনাদের পরীক্ষা শেষ হওয়ার পর অনকেই মনেই প্রশ্ন জাগে যে, পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখে? বা পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম কি?
আপনার মনেও যদি এমন প্রশ্ন থাকে, তাহলে আপনি এর সঠিক উত্তর এখানে পেয়ে যাবেন। অথ্যাৎ পরীক্ষার রেজাল্ট দেখার নিয়মগুলো এখান থেকে জানতে পারবেন।
তো বন্ধুরা চলুন, বিভিন্ন পরীক্ষার রেজাল্ট চেক করার পদ্ধতিগুলো ধাপে ধাপে জেনে নেই।
এডুকেশন বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম-
বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে ধাপে ধাপে নিচে আলোচনা করেছি।
আপনি আপনার পরীক্ষার শিক্ষা বোর্ড অনুযায়ী রেজাল্ট দেখার নিয়ম অনুসরণ করে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।
জন্ম নিবন্ধন যাচাই করে কিভাবে? জন্ম নিবন্ধন সনদ যাচাই করার নিয়ম
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম –
আমরা যখন এসএসসি পরীক্ষা দেয় বা শেষ করি। তখন আমরা অনেকেই এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করার নিয়ম জানিন।
তাই এখানে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম সকলের সুবিধার জন্য দেওয়া হলো।
এই নিয়ম ফলো করে জেএসসি, এসএসসি এবং এইচএসসি পর্যন্ত সমমান অর্থাৎজেডিসি, দাখিল, আলিম পরীক্ষার ফলাফল দেখা যাবে।
প্রথমে আপনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার অফিশিয়াল ওয়েবসাইটেন এই লিঙ্ক টিতে ক্লিক করে http://www.educationboardresults.gov.bd/ প্রবেশ করুন।
অতপর-
- Examination – অপশনে পরীক্ষার নামটি সিলেক্ট করে দিন।
- Year – অপশনে পরীক্ষার বছর সিলেক্ট করুন।
- Board- অপশনে পরীক্ষার বোর্ড সিলেক্ট করুন।
- Roll – পরীক্ষার্থীর রোল নম্বর লিখুন।
- Registration – এই ঘরে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার লিখুন।
- তারপর, গাণিতিক সংখ্যার যোগফল লিখুন- 6+6 =12 (যা থাকবে)
- সবশেষে নিচের Submit বাটনে ক্লিক করুন।
কয়েক সেকেন্ডের মধ্যেই রেজাল্ট দেখতে পাবেন।
আরো পড়ুন,
- এডুকেশন বোর্ড রেজাল্ট দেখার ওয়েবসাইট | রেজাল্ট দেখার ওয়েবসাইট
- এডুকেশন বোর্ড রেজাল্ট ২০২৩- এসএসসি রেজাল্ট মার্কশীট সহ
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম-
সর্বপ্রথম এই লিংকটিতে ক্লিক করে- https://www.bou.org.bd বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
বাউবির ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি নিচের ছবির মতো দেখতে পাবেন।
১ম- আপনি যদি বাউবি ফাইনাল পরীক্ষার রেজাল্ট দেখতে চান? তাহলে পরীক্ষার নাম সিলেক্ট করে নিচের বক্সে Student Id Number লিখে Vew Result এ ক্লিক করুন।
কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ফাইনাল পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন। অতপর আপনি তা প্রিন্ট করে সংরক্ষন করুন।
বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা আইডিয়া জেনে রাখুন>>
২য়- আপনি যদি বিস্তারিত রেজাল্ট বা Detail Result দেখতে চান? তাহলে আপনি Detail Result অপশনে ক্লিক করুন।
- Program অপশনে আপনি পরীক্ষার Program নির্বাচন করুন।
- তারপর Student Id বক্সে আপনার পরীক্ষার এডমিট কার্ডে থাকা স্টুডেন্ট আইডি লিখে দিন।
- সবশেষে Result অপশনে ক্লিক করুন।
কিছুক্ষনের মধ্যেই আপনার বাউবির রেজাল্ট দেখতে পাবেন। এটি সংরক্ষন করতে প্রিনট করে নিতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার নিয়ম-
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পাস সার্টিফিকে কোর্স রেজাল্ট, অনার্স পরীক্ষার রেজাল্ট, মাস্টার্স পরীক্ষার রেজাল্ট দেখার জন্য ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষ অনুযায়ী রেজাল্ট দেখতে পাবেন।
ডিগ্রী রেজাল্ট দেখার সময় শুধু মাত্র ১ম, ২য় ও ৩য় বর্ষের রেজাল্ট থেকে যে বর্ষের রেজাল্ট দেখতে চান সেটি সিলেক্ট করে দিন। তারপর সকল তথ্য উপরের দেখানো নিয়ম মোতাবেক প্রদান করে রেজাল্ট দেখে নিন।
আরো জানুন,
- কিভাবে একটি ফ্রি ব্লগ তৈরি করা যায়? (ব্লগ খোলার নিয়ম)
- নিজের ব্লগে কেমন আর্টিকেল লিখবেন? ব্লগে আর্টিকেল লেখার নিয়ম
- Keyword Research কি? কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়
ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম- nu.ac.bd
এখন আমরা আলোচনা করবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম সম্পকে।
বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ১ম বর্ষের রেজাল্ট অনলাইনে চেক করার নিয়ম নিম্নরূপ।
অনলাইনে ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট দেখার জন্য এই লিংকটিতে ক্লিক করে- https://www.nu.ac.bd/results জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করুন।
এখন ছবিতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনিভাবে সকল তথ্য পূরণ করে রেজাল্ট চেক করুন।
- প্রথমে Search এ থাকা (+) Degree (ডিগ্রি) ক্লিক করে দিন।
- তারপর, First Year সিলেক্ট করে দিন।
- এখন, আপনি একক রেজাল্ট দেখার জন্য Individual Result সিলেক্ট করে দিন।
- এখন আপনি Exam. Roll এর ঘরে ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার রোল টাইপ করুন।
- অতপর, Registraion: এর ঘরে আপনার ডিগ্রি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে দিন।
- তারপর, Exam. Year এ আপনার ডিগ্রি পরীক্ষার সন লিখুন।
- এরপর, আপনি একটি ক্যাপচা কোড দেখতে পাবেন কোডটি নিচের বক্সে সঠিকভাবে লিখুন।
- সবকিছু পুনরায় চেক করে সঠিক থাকলে নিচের Search Result অপশনে ক্লিক করুন।
কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি ডিগ্রি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।
আপনি এখন রেজাল্ট কপি ডাউনলোড বা প্রিন করে সংরক্ষণ করতে পারবেন।
অনার্স ১ম বর্ষের রেজাল্ট দেখার নিয়ম-
অনার্স ১ম বর্ষের রেজাল্ট দেখার নিয়ম জানতে আপনি প্রথমেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
তারপর নিচের যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটির মতো দেখতে পাবেন।
- প্রথমে Search এ থাকা (+) Honours (অনার্স) ক্লিক করুন।
- তারপর, First Year নির্বাচন করুন।
- এখন, আপনি একক রেজাল্ট দেখার জন্য Individual Result নির্বাচন করুন।
- এখন আপনি Exam Roll: এর ঘরে অনার্স ১ম বর্ষ পরীক্ষার রোল লিখুন।
- অতপর, Registraion: এর ঘরে আপনার অনার্স পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার লিখুন।
- তারপর, Exam. Year এ আপনার ডিগ্রি পরীক্ষার সাল লিখে দিন।
- এরপর, আপনি যে ক্যাপচা কোডটি দেখতে পাবেন সেটি নিচের বক্সে সঠিকভাবে লিখে দিন।
- সবকিছু পুনরায় চেক নিচের Search Result অপশনে ক্লিক করুন।
কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি অনার্স ১ম বর্ষ পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।
আপনি এখন রেজাল্ট কপি ডাউনলোড বা প্রিন করে সংরক্ষণ করতে পারবেন।
অনার্স পরীক্ষার রেজাল্ট দেখুন (সকল বর্ষের)
- অনার্স ২য় বর্ষের রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম
- অনার্স ৩য় বর্ষের রেজাল্ট বের করার নিয়ম
- অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট বের করার নিয়ম
কারিগরি রেজাল্ট দেখার নিয়ম- ডিপ্লোমা রেজাল্ট
বাংলাদেশ কারি গরি শিক্ষা বোর্ডের এইচএসসি সমমান পর্যন্ত রেজাল্ট দেখার নিয়ম উপরের এসএসসি রেজাল্ট দেখার মতোই।
তবে ডিপ্লোমা ইন ইঞ্নিনিয়ারিং রেজাল্ট, ডিপ্লোমা ইন এগ্রিকালচার রেজাল্ট, ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন ফিসারিজ ইত্যাদির রেজাল্ট দেখার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা রেজাল্ট দেখার জন্য প্রথমেই এই লিংকটিতে https://bteb.gov.bd/ ক্লিক করুন।
লিংকটিতে ক্লিক করার পর কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের হোম পেজ দেখতে পাবেন।
এখন হোমপেজে থাকা রেজাল্ট অপশনে মাউসের কার্সার রাখলে আপনি কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন কোর্স পরীক্ষার রেজাল্ট দেখার অপশন পাবেন।
এখন আপনি ডিপ্লোমা রেজাল্ট দেখার জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা এগ্রিকালচার অপশনে ক্লিক করুন।
এখন আপনার সামনে নিচের ছবির মতো ডিপ্লোমা রেজাল্ট দেখার পেজ দেখতে পাবেন।
- প্রথমে Select Exam Type- অপশনে আপনার ডিপ্লোমা পরীক্ষার নাম সিলেক্ট করুন।
- তারপর Select Exam Year অপশনে আপনার ডিপ্লোমা পরীক্ষার সন সিলেক্ট করুন।
- তারপর Type Roll No এখানে ডিপ্লোমা পরীক্ষার রোল নম্বর লিখে দিন।
- তারপর Type Reg No (Optional) এখানে ডিপ্লোমা পরীক্ষার রেজিঃ নম্বর লিখুন। (না লিখলেও চলবে)
- সবশেষে View Result অপশনে ক্লিক করুন।
কিছুক্ষণের মধ্যেই আপনার কারিগরি ডিপ্লোমা পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন।
এখন উপরের Print অপশন থেকে রেজাল্ট কপি প্রিন্ট করে নিতে পারবেন।
ফাজিল রেজাল্ট দেখার নিয়ম-
ফাজিল রেজাল্ট ১ম বর্ষ দেখার জন্য প্রথমেই এই লিংকটিতে ক্লিক করুন- http://result.iau.edu.bd
তারপর আপনি নিচের রেজাল্ট দেখার পেজ দেখতে পাবেন।
- এখন প্রথমেই, “Students Result” নির্বাচন করুন।
- অতপর Class এর যায়গায় “Fazil Pass” নির্বাচন করুন।
- অতপর “Examination Year” এ ফাজিল পরীক্ষার সাল নির্বাচন করুন।
- অতপর “Year” এ ফাজিল পরীক্ষার বর্ষ 1st Year নির্বাচন করুন।
- অতপর “Registration No” এ ফাজিল পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর লিখে দিন।
- অতপর গাণিতিক সংখ্যার যোগফল (যেমন- 13+11=24) লিখুন।
- সর্বশেষে নিচের Result অপশনে ক্লিক করুন।
সকল তথ্য সঠিক থাকলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ফাজিল পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেনন।
এখন আপনি রেজাল্ট শীট ডাউনলোড অথবা প্রিন্ট করে সংগ্রহ করতে পারবেন।
বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সকল শিক্ষার্থীদের জন্য এখানে বেফাক পরীক্ষার ফলাফল চেক করার নিয়মগুলো বর্ণনা করেছি।
এখান থেকে বেফাক পরীক্ষার সকল রেজাল্ট যেমন- বেফাক পরীক্ষার ব্যাক্তিগত ফলাফল, মাদ্রাসা ওয়ারী ফলাফল, ইবতিদাইয়্যাহ মহিলা এবং বেফাক পরীক্ষার মেধা তালিকা দেখতে পাবেন।
প্রথমেই এই লিংকটিতে ক্লিক করে বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার ওয়েবসাইটে প্রবেশ করুন।
বেফকের রেজালট বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করার পর কোন ফলাফল দেখতে চান? তা সিলেক্ট করুন।
বেফাক পরীক্ষার ব্যক্তিগত ফলাফল চেক করার জন্য “ব্যক্তিগত ফলাফল দেখুন” অপশনটি সিলেক্ট করুন।
অতপর-
- পরীক্ষার সন- এখানে বেফাক পরীক্ষার সন নির্বাচন করুন।
- মারহালা- এখানে আপনি যে পরীক্ষার রেজাল্ট জানতে চান সেই মারহালা নির্বাচন করুন।
- রোল- এখানে আপনার বেফাক পরীক্ষার রোল নাম্বারটি লিখুন।
- সবশেষে নিচে থাকা <দাখিল করুন> বাটনে ক্লিক করুন।
কয়েক সেকেন্ডের মধ্যেই বেফাক পরীক্ষার ব্যক্তিগত ফলাফল দেখাবে।
অতপর আপনি রেজাল্ট সংগ্রহ করার জন্য প্রিন্ট আউট অথবা ডাউনলোড করে নিতে পারবেন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম-
বাংলাদেশ উচ্চ মাধ্যমিক শিক্সা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি এবং সমমান আলিম পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে গুগলে সার্চ করে খুঁজে বের করতে হয়।
তাই আমি এখানে বাংলাদেশ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার ওয়েবসাইট নিয়ে আলোচনা করেছি। যাতে করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আপনাদের অন্য কোনো ওয়েবসাইটে খোঁজাখোঁজি করে সময় অপচয় করতে না হয়।
মূলত আমাদের এই ওয়েবসাইটের এই একটি আর্টিকেলের মাধ্যমেই আপনারা সকল পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। তাই আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন।
এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম–
উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম মূলত উপরর দেখানো এসএসসি রেজাল্ট চেক করার মতোই।
তবে পরীক্ষার নাম সিলেক্ট করার সময় এসএসসির পরিবর্তে এইচএসসি দিতে হবে। তারপর এইচএসসির এডমিট কার্ডের তথ্যানুযায়ী তথ্যগুলো পূরণ করে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখে নিন।
মাদ্রাসার রেজাল্ট দেখার নিয়ম- দাখিল রেজাল্ট
মাদ্রাসা বোর্ডের দাখিল রেজাল্ট চেক করার নিয়ম মূলত এসএসসি রেজাল্ট দেখার মতোই। আর আলিম পরীক্ষার রেজাল্ট দেখতে আপনি এইচএসসি রেজাল্ট দেখার পদ্ধতি অনুসরণ করুন।
অবশ্যই পড়ুন,
- ভিডিও দেখে টাকা আয় করার apps এবং সেরা ওয়েবসাইট সমূহ
- ঘরে বসে ফ্রি টাকা ইনকাম করার উপায় || ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
- কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায়? (ফেসবুক থেকে আয় করার সেরা উপায়)
রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট দেখার নিয়ম
প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আপনারা অনেকেই হয়তো জানেন যে, সকল শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখার ক্ষেত্রেই রোল নাম্বারের পাশাপাশি রেজিষ্ট্রেশন নম্বরের প্রয়োজন দেখা দেয়।
তবে কিছু কিছু ক্ষেত্রে রেজাল্ট দেখার জন্য রেজিষ্ট্রেশন নাম্বর অপশনটি অপশনাল থাকার কারণে না দিলেও রেজাল্ট বের করা যায়।
কিন্তু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট বের করতে আপনাকে রেজিস্ট্রেশন নম্বর দিয়েই বের করতে হবে। রেজিষ্ট্রেশন নম্বর ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট বের করা অসম্ভব।
কওমি মাদ্রাসার রেজাল্ট দেখার নিয়ম-
কওমি মাদ্রসার শিক্ষার্থীদের জন্য জানাচ্ছি যে, আপনাদের কওমী রেজাল্ট দেখার নিয়ম মূলত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশে অফিশিয়াল ওয়েবসাটের মাধ্যমে দেখতে হয়।
তাই আমি উপরে যে বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার পদ্ধতি বা নিয়ম বর্ণনা করেছি সেটি আপনারা ফলো করে কওমি মাদ্রাসার রেজাল্ট দেখে নিতে পারবেন।
অনলাইনে রেজাল্ট দেখার নিয়ম,
বন্ধুরা উপরের যে সকল রেজাল্ট দেখার পদ্ধতি বা নিয়মগুলো আলোচনা করেছি সেগুলো মূলত অনলাইনে পরীক্ষা রেজাল্ট দেখার নিয়ম। এই নিয়মগুলো ফলো করে আপনি অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন।
মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম-
মোবাইলে এসএমএস এর মাধ্যমে SSC Result দেখার নিয়ম-
উদাহরণ= SSC<>DHA<>125838<>2023 And send to 16222
মোবাইলে এসএমএস এর মাধ্যমে Dakhil Result দেখার নিয়ম-
উদাহরণ= Dakhil<>MAD<>105040<>2023 And send to 16222
SMS এর মাধ্যমে বাউবি-BOU Result দেখার নিয়ম-
উদাহরণ- BOU SSC 09-0-0-06-242 And Send To 2777
মোবাইলে এসএমএস এর মাধ্যমে BEFAQ Result চেক-
উদাহরণ= BEFAQ T 25657 And Send to 9933 .
মোবাইলে এসএমএস এর মাধ্যমে আলিম রেজাল্ট চেক-
উদাহরণ= Alim MAD 124456 2023 And Send To 16222
মোবাইলে এসএমএস এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট চেক-
মোবাইলে SMS এর মাধ্যমে ডিগ্রী রেজাল্ট দেখার নিয়ম-
উদাহরণ= NU DEG 2233455 Send To 16222
এসএমএস পদ্ধতিতে অনার্স ১ম বর্ষের ফলাফল
NU H1 Roll/REG No
এসএমএস পদ্ধতিতে অনার্স ২য় বর্ষের রেজাল্ট
NU H2 Roll/REG No
এসএমএস পদ্ধতিতে অনার্স ৩য় বর্ষের রেজাল্ট
NU H3 Roll/REG No
এসএমএস পদ্ধতিতে অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট
NU H4 Roll/REG No
রেজাল্ট দেখার নিয়ম নিয়ে শেষ কথা,
বন্ধুরা আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে বাংলাদেশ এডুকেশন বোর্ড এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম, ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম এবং কারিগরি রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
উপরের রেজাল্ট চেক করার নিয়ম পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি আপনার পরীক্ষার ফলাফল বের করতে পারবেন খুব সহজেই এবং খুবই দ্রুততার সাথে।
রেজাল্ট চেক করতে কোনো সমস্যা হলে বা কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন।
আর রেজাল্ট দেখার পদ্ধতি নিয়ে আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। <ধন্যবাদ>