কিভাবে ssc রেজাল্ট দেখবো? এসএসসি রেজাল্ট চেক ২০২৩ (SSC Result Check 2023)

বন্ধুরা আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে- কিভাবে ssc রেজাল্ট দেখবো? এসএসসি রেজাল্ট চেক ২০২৩ (SSC Result Check 2023), রোল নাম্বার দিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করার নিয়ম সহ বিস্তারিত আলোচনা করবো।

এ বছর এসএসসি পরীক্ষা ২০২৩ অলরেডি সম্পন্ন হয়ে গেছে । অনেকেই খুব ভালো করে এসএসসি পরীক্ষা দিয়েছেন।

এখন অপেক্ষা করছেন কবে এসেছি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে এবং আপনার কাঙ্খিত এসএসসি ফলাফল দেখতে পারবেন।

তাই আজকের আর্টিকেলে আমি এসএসসি পরীক্ষার রেজাল্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করুন।

ফলে আপনি নিজেই আপনার এসএসসি পরীক্ষার ফলাফল খুব সহজেই বের করতে পারবেন।

ইচ্ছা করলে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখে নিতে পারবেন।

তাছাড়াও আপনি যে কোন সালের পাবলিক পরীক্ষার রেজাল্ট যেমন, পিএসসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসি রেজাল্ট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই দেখতে পারবেন।

এছাড়াও আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল রেজাল্ট এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন।

মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের সকল রেজাল্ট এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে দেখে নিতে পারবেন।

এছাড়াও আপনাদের যদি কোন রেজাল্ট বের করতে অসুবিধা হয় তাহলে আপনারা নিচের কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাতে পারেন।

তাহলে আমরা আপনার রেজাল্ট বের করার জন্য যথেষ্ট সহযোগিতা করব।

কিভাবে SSC রেজাল্ট দেখবো?

এসএসসি রেজাল্ট দেখার পদ্ধতি বা নিয়ম বর্তমান ডিজিটাল যুগে মূলত অফলাইনের চেয়ে অনলাইনে বেশি দেখে থাকি।

আমরা আগের মতো এখন আর রেজাল্ট পাওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে অপেক্ষা করা বা ভিড় জমায় না।

এখন আমরা চাইলে খুব অল্ট সময়ের মধ্যেই আমাদের কম্পিউটা অথবা হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই রেজাল্ট বের করে থাকি।

আমরা সাধারণত দুটি পদ্ধতিতে বা সিস্টেম অনুসরণ করে আমাদের পরীক্ষার রেজাল্ট বের করে থাকি । যেমন-

  • অনলাইনে মাধ্যমে SSC রেজাল্ট চেক
  • এসএমএস এর মাধ্যমে SSC রেজাল্ট চেক

অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম-

এসএসসি পরীক্ষার রেজাল্ট মূলত অনলাইনের মাধ্যমে দুটি পদ্ধতিতে এবং মোবাইলে এসএমএসের একটি উপায় সহ মোট তিনটি পদ্ধতিতে দেখা যায়।

জন্ম নিবন্ধন যাচাই করে কিভাবে? জন্ম নিবন্ধন সনদ যাচাই করার নিয়ম

অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার মূলত দুটি ওয়েবসাইট রয়েছে। যে দুটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার SSC পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।

আর অনলাইনে SSC পরীক্ষার রেজাল্ট দেখার কোনো সমস্যা বা উপায় খুঁজে না পেলে, আপনি সহজ উপায়ে মোবাইলের SMS এর মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন।

আপনাদের সুবিধার জন্য আর্টিকেলটিতে আমি অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার লিংক এবং ওয়েবসাইট শেয়ার করেছি।

যেগুলোর মাধ্যমে আপনি এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ফলো করে আপনার SSC পরীক্ষার রেজাল্ট চেক করে নিতে পারবেন।

আরো পড়ুন, 

তাছাড়াও কিভাবে মোবাইলে এসএমএস দ্বারা এসএসসি রেজাল্ট দেখবেন  সেই পদ্ধতিও ধারাবাহিকভাবে বলে দিয়েছি। খুব সহজেই মোবাইলে SMS পদ্ধতির মাধ্যমে আপনার এসএসসি রেজাল্ট দেখে নিন।

এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম- SSC Result Check

অনলাইনের মাধ্যমে SSC Result Check করার জন্য আপনি আপনার কম্পিউটার অথবা স্মার্ট মোবাইল ফোনটিতে নেট কানেকশন করে নিন।

তারপর নিচের এস এসসি রেজাল্ট দেখার নিয়মগুলো ফলো করে রেজাল্ট বের করুন।

অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম-

অনলাইনে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য প্রথমেই আপনি আপনার কম্পিউটার বা মোবাইলের কোন ব্রাউজার ওপেন করে নিন। তারপর এই লিংকটি লিখে সার্চ করুন।

এসএসসি রেজাল্ট চেক , কিভাবে ssc রেজাল্ট দেখবো , এসএসসি রেজাল্ট চেক ২০২৩ , রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট , রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট বের করার নিয়ম
অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

উপরের ছবির মতো একটি ওয়েবসাইট পাবেন। এরপর আপনি আপনার পরীক্ষার তথ্যগুলো যেমন-

  • Examination :
  • Year :
  • Board :
  • Roll :
  • Reg: No :
  • 6 + 5 =

সকল তথ্যগুলো সিলেক্ট করে এবং লিখে দিন। তারপর Submit বাটনে ক্লিক করে দিন।

সাথে সাথেই আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। এখন আপনি আপনার রেজাল্ট চাইলে প্রিন্ট করে নিতে পারবেন।

আরো দেখুন, 

মার্কশীটসহ এসএসসি রেজাল্ট দেখার নিয়ম-

মার্কশীট সহ এসএসসি রেজাল্ট দেখার নিয়ম নিচে দেওয়া হলো-

এসএসসি রেজাল্ট চেক , কিভাবে ssc রেজাল্ট দেখবো , এসএসসি রেজাল্ট চেক ২০২৩ , রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট , রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট বের করার নিয়ম
মার্কশীটসহ SSC রেজাল্ট দেখার নিয়ম
  • সর্ব প্রথম আপনার ডিভাইসটি দ্বারা কোনা ওয়েব ব্রাউজারে গিয়ে টাইপ করুন- (https://eboardresults.com/v2/home)
  • এরপর Examination নাম সিলেক্ট করুন।
  • তারপর Exam Year বা সাল সিলেক্ট করুন।
  • তারপর Exam Board সিলেক্ট করুন।
  • এরপর আপনি Result Type সিলেক্ট করে দিন।
  • এখন একক রেজাল্ট বের করার জন্য Individual Result সিলেক্ট করুন।
  • এরপর আপনার পরীক্ষার Roll & Registration Number লিখে দিন।

সবশেষে আপনি Security Key পুরণ করে Get Result অপশনের ক্লিক করুন । সাথে সাথেই আপনার রেজাল্ট দেখতে পাবেন।

এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম-

অনলাইনে রেজাল্ট দেখার জন্য রেজাল্ট প্রকাশের দিন অনেক সময় সার্ভার সমস্যা দেখা দেয়। যার কারণে সঠিক সময়ে রেজাল্ট আমরা দেখতে পারিনা।

তাই আপনি আপনার রেজাল্ট খুব সহজেই অল্প সময়ে দেখার জন্য এসএমএস পদ্ধতির মাধ্যমে রেজাল্ট দেখতে পারেন।

এসএমএস এর মাধ্যমে SSC রেজাল্ট দেখার নিয়ম-

পরীক্ষার নাম <স্পেস> বোর্ডের ১ম তিন অক্ষর <স্পেস> রোল ন্মবর <স্পেস> পরীক্ষার সন লিখে ১৬২২২ তে পাঠিয়ে দিন।

উদাহরণ- SSC DHA 121345 2023 and Send to 16222

শিক্ষা বোর্ডের ১ম তিন অক্ষর বা বোর্ডকোড সমূহ-

আপনাদের সুবিধার জন্য প্রতিটি শিক্ষা বোর্ডের কোডগুলো নিচে দেওয়া হলো-

  • Dhaka Board=DHA
  • Mymensing Board = MYM
  • Chittagong Board= CHI
  • Comilla Board= COM
  • Sylhet Board= SYL
  • Jeshor Board= JES
  • Rajshahi Board= RAJ
  • Dinajpur Board= DIN
  • Barisal Board= BAR
  • Madrasha Board=MAD
  • Technical Board= TEC
  • Bangladesh Open University = BOU

রোল নাম্বার দিয়ে SSC রেজাল্ট চেক করুন-

রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম আপনি ইতিমধ্যে দেখেছেন।

আমি উপরে এসএসসি রেজাল্ট বের করা যে নিয়মটি দেখেছি, সেটি আপনি শুধুমাত্র আপনার পরীক্ষার রোল নাম্বার দিয়ে এস এসসি রেজাল্ট চেক করতে পারবেন।

এছাড়াও আপনি যদি শুধুমাত্র রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট বের করতে চান? তাহলে অবশ্যই আপনি মোবাইলে এসএমএস এর মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করে নিতে পারবেন।

আরো জানুন, 

এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট বের করার জন্য আপনি শুধুমাত্র রোল নাম্বার দিয়ে বের করতে পারবেন।

এসএমএস এর মাধ্যমে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কোন ভাবে এসএসসি রেজাল্ট বের করার কোন নিয়ম বা সিস্টেম নেই। এখানে শুধু এসএসসি পরীক্ষার রোল নাম্বার ব্যবহার করতে হবে।

এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩

সবার আগে এসএসসি রেজাল্ট চেক করার জন্য আপনাকে বাংলাদেশ সরকারি অফিশিয়াল রেজাল্ট প্রকাশক ওয়েবসাইটে Education Boards Bangladesh সাইটটি ভিজিট করতে হবে।

তারপর আপনি উপরের দেওয়া নিয়ম অনুযায়ী আপনার পরীক্ষার সকল তথ্য প্রদানের মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ দেখতে পাবেন।

উপরের Examination এর ঘরে পরীক্ষার নাম SSC/Dakhil সিলেক্ট করে দিন । Year এর ঘরে পরিক্ষার সাল, Board এর ঘরে পরীক্ষার বোর্ড সিলেক্ট করে দিন।

Roll এবং Reg No এর ঘরে আপনার এসএসসি পরীক্ষার রোল, রেজি নম্বর লিখে দিন । অতপর 6+5 = কত হবে সেটা =11 লিখে দিন। অথবা এখানে আপনি অন্য যে সংখ্যা দেখতে পাবেন সে সংখ্যার যোগফল লিখে দিন।

তারপর Submit এ ক্লিক করে দিন । সাথে সাথেই আপনার রেজাল্ট দেখতে পাবেন।

২০২৩ সালের এসএসসি রেজাল্ট কবে দিবে?

সাধারণত SSC পরীক্ষার রেজাল্ট পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন থেকে ৯০ দিনের মধ্যে দিয়ে থাকে। এবারের এসএসসি পরীক্ষা যেহেতু ২৮ শে মে শেষ হয়।

তাই এবারের এসএসসি পরীক্ষার রেজাল্ট জুলাইয়ের শেষ দিকে অথবা আগষ্টের প্রথম সপ্তাহে দিতে পারে। যদিও এখন পর্যন্ত শিক্ষাবোর্ড কর্তৃক কোনো রেজাল্ট সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়নি।

তবে যখনি কোনো রেজাল্ট নোটিশ প্রকাশ করা হবে সাথে সাথেই সেটি আপনারা এই ওয়েবসাইটে আপডেট দেখতে পারবেন।

ফলে আপনারা সবার আগে এবং দ্রুত SSC RESULT CHECK করতে পারবেন।

তাই ২০২৩ সালের এসএসসি রেজাল্ট পেতে আমাদের ওয়েবসাইটটির সাথেই থাকুন এবং নিয়মিত ওয়েবসাইটটি ভিজিট করুন।

এসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট-

এসএসসি রেজাল্ট দেখার জন্য আপনি সাধারণত দুটি ওয়েবসাইট পেয়ে যাবেন।

  • ১ম ওয়েবসাইট – এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি শুধুমাত্র রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট দেখতে পাবেন। তবে এখানে আপনি কোন মার্কশিট পাবেন না। সাইটটির লিংকটি হলো- http://www.educationboardresults.gov.bd/
  • ২য় ওয়েবসাইট – এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট দেখতে পাবেন। তবে এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বার সহ প্রদান করার ফলে আপনি মার্কশিট সহ এসএসসি রেজাল্ট পেয়ে যাবেন।  ওয়েবসাইটটির লিংক হল- https://eboardresults.com/v2/home

এসএসসি রেজাল্ট দেখার জন্য এই ওয়েবসাইট দুটি বাংলাদেশ সরকারের শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত রেজাল্ট বিষয়ক ওয়েবসাইট।

আপনি যে কোন ওয়েবসাইটের মাধ্যমেই রেজাল্ট দেখান চেষ্টা করেন না কেন, শেষ পর্যন্ত আপনাকে এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে হবে।

অবশ্যই পড়ুন, 

তবে খুব সহজেই এই ওয়েবসাইট দুটি খুঁজে পাওয়ার জন্য আপনি আমাদের ওয়েব সাইটের এই আর্টিকেলটি আপনার অনেকটাই সহায়ক হিসেবে কাজ করবে।

তাই আপনি চাইলে এই আর্টিকেলটি প্রয়োজনীয় রেজাল্ট দেখার সুবিধার্থে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে রাখতে পারেন।

মার্কশীট সহ এসএসসি রেজাল্ট ২০২৩

মার্কশীট সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে চাইলে আপনাকে অবশ্যই আপনার নিজ নিজ বোর্ড এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে এসএসসি রেজাল্ট চেক করে নেওয়াটাই আপনার জন্য অনেকটা ভালো হবে।

আপনাদের সুবিধার্থে প্রতিটি শিক্ষাবোর্ড এর ওয়েবসাইট ঠিকানা নিচে দেওয়া হলো-

  1. https://www.dhakaeducationboard.gov.bd/
  2. www.mymensingheducationboard.gov.bd
  3. comillaboard.portal.gov.bd
  4. http://www.rajshahieducationboard.gov.bd/
  5. educationboard.sylhet.gov.bd
  6. https://www.jessoreboard.gov.bd/
  7. https://bise-ctg.portal.gov.bd/
  8. www.dinajpureducationboard.gov.bd
  9. http://www.barisalboard.gov.bd/
  10. www.bmeb.gov.bd
  11. https://bteb.gov.bd/
  12. https://bou.gov.bd/

আপনি যে বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ডের মাধ্যমে এসএসসি রেজাল্ট চেক করতে পারবেন মার্কশীট সহকারে।

তাই মার্কশীট সহ এসএসসি রেজাল্ট পেতে উপরের ওয়েবসাইট লিংকগুলোতে প্রবেশ করুন।

আজকের শেষ কথা,

বন্ধুরা, আমি আপনাদের সাথে- কিভাবে ssc রেজাল্ট দেখবো? SSC পরীক্ষার রেজাল্ট চেক ২০২৩ (SSC Result Check 2023), রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম ইত্যাদি সহ বিস্তারিত আলোচনা করেছি।

সবার আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট পেতে আমাদের সাথেই থাকুন।

SSC Exam Result বের করতে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্ষে কমেন্ট করতে পারেন। আমরা আপনার রেজাল্ট দেখতে অনেকটাই সহযোগিতা করবো।

আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন । ধন্যবাদ

Leave a Comment