ব্যবসা কি? ব্যবসা কত প্রকার ও কি কি- ব্যবসা পরিচিতি

আজরে আর্টিকেলে আমি আপনাদের সাথে আলোচনা করবো ব্যবসা কি? ব্যবসা কত প্রকার ও কি কিব্যবসা পরিচিতি সম্পর্কে খুঁটিনাটি বিষয় নিয়ে।

অনেকেই ব্যবসা সম্পর্ক তেমন কিছু ধারণা রাখে না, আবার অনেকেই ব্যবসার শুরু করার আগে কি ধরনের ব্যবসা করবেন তা নিছে চিন্তায় থাকেন।

তাই আপনি যদি একজন সফল ব্যবসায়ী হতে চান তাহলে অবশ্যই আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

কেননা, আর্টিকেলে আমি ব্যবসা কি? what is business? ব্যবসা কত প্রকার ও কি কি, বিভিন্ন প্রকার ব্যবসা, আধুনিক ব্যবসা কত প্রকার? ব্যবসায়ের বৈশিষ্ট্য গুলো কি কি ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার ফলে আপনি ব্যবসা সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন।

যা আপনাকে সফল ব্যবসায়ী হতে অনেকটাই উৎসাহপ্রদানের পাশাপাশি অনেক উপকারী হিসেবে কাজ করবে।

বর্তমানের প্রতিটি দেশের অধিকাংশ যুবকেরাই চাকুরীর পিছনে ছুটে তাদের মূল্যবান সময় ব্যায় করে থাকেন।

কেননা চাকুরী বর্তমানে সোনার হরিনের মতে। চাকুরী পেতে মামা-খালুর প্রয়োজন হয়ে থাকে । অথবা প্রচুর টাকার ঘুষের প্রয়োজন হয়ে থাকে।

কিন্তু আপনি যদি স্বাধীনভাবে একটি ছোট, মাঝারি, বড় আপনার সামথ্য অনুযায়ী ব্যবসা শুরু করে দেন দেখবেন নিদিষ্টি কিছু সময়ের মধ্যেই আপনি অনেক স্বাবলম্বী হয়ে উঠবেন- ইনশাআল্লাহ।

যা কোনো চাকুরীজীবীর পক্ষে হয়ে উঠা কঠিন।

তাছাড়াও বর্তমানে ডিজিটাল পদ্ধতিতেও ব্যবসা করা যায়।

আপনি চাইলে অনলাইনের মাধ্যমে ঘরে বসে ডিজিটাল মার্কেটিং করেও মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন।

ব্যাবসা এমন একটি কার্যক্রম পদ্ধতি যার মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করা যায় যা অন্যকোনো মাধ্যমে চাকুরী বলুন বা যাই বলুন কোনো কিছু দ্বারাই সম্ভব নয়।

এক নজরে দেখুন 👁‍🗨👁‍🗨

ব্যবসা কি? ব্যবসা কত প্রকার ও কি কি

অর্থশাস্ত্রের পরিভাষায় ব্যবসায় হলো এক ধরনের সামাজিক কর্মকাণ্ড (বিজ্ঞান), যেখানে নির্দিষ্ট সৃষ্টিশীল ও উৎপাদনীয় লক্ষ্যকে সামনে রেখে বৈধভাবে সম্পদ উপার্জন বা লাভের উদ্দেশ্যে লোকজনকে সংগঠিত করা হয়।

এবং উৎপাদনীয় কর্মকাণ্ড রক্ষণাবেক্ষণ করা হয় । ব্যক্তির মুনাফা পাওয়ার আশায় পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি এবং মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণের লক্ষ্যে সেগুলো বণ্টন করা হয়।

ইমেইল মার্কেটিং কি? কিভাবে ইমেইল মার্কেটিং করবেন- ইমেইল মার্কেটিং করে আয়

এর সহায়ক সকল বৈধ, ঝুঁকিবহুল ও ধারাবাহিক কার্জক্রমকে ব্যবসা বলা হয়।

বিশ্বের যত ধনি ব্যক্তিরা রয়েছেন তাদের প্রত্যেকেই ব্যবসার মাধ্যমেই ব্যবসার সাথে জড়িত রয়েছেন।

তাছাড়াও হাদিসে ব্যবসাকে হালাল হিসেবে ঘোষনা করা হয়েছে।

আজ থেকে তিন হাজার বছর পূর্বেও ব্যবসা শব্দটির ব্যবহার শুরু হয়েছে। তখনকার সময়েও মানুষ ব্যবসা শব্দটির সাথে পরিচিত ছিল।

বন্ধুরা ব্যবসা শব্দটি খুবই আদি এবং পুরনো শব্দ । যে শব্দটি ব্যবহার যুগ যুগ ধরেই হয়ে আসছে। তাই ব্যবসা সম্পর্কে অনেকের জানার আগ্রহ রয়েছে।

বিশ্বের অধিকাংশ লোকই এই ব্যবসা শব্দটির সাথে কম-বেশি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছেন।

আদিকাল থেকেই মানুষ ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করে আসছেন।

তো বন্ধুরা চলূন এখন আমরা ব্যবসার পরিচিতি সম্পর্কে বিস্তারিত জেনে আসি।

ব্যবসা কি? What is business?

ব্যবসা হল – এমন একটি পেশা, বাণিজ্য অথবা একটি বাণিজ্যিক কার্যকলাপ যা সম্পূর্ণ স্বাধীনভাবে লাভের বিনিময়ে পণ্য বা পরিষেবা প্রদানের সাথে জড়িত হওয়াকেই আমরা ব্যবসা বলে থাকি।

সাধারণনত ব্যবসাতে লাভ ও লস উভয়ই দেখা যায়। তবে আপনি ব্যবসা করে সহজেই উন্নত শিখরে পৌছাতে পারবেন।

ব্যবসা এমন একটা কার্যকলাপ যাকে ইসলামী শরীয়ত মোতাবেক হালাল করা হয়েছে।

বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে । যেমন- মোদির দোকান থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রিজ এন্ড কোম্পানিসময়হ মূলত ব্যবসার মাধ্যমে পরিচালিত হয়।

বিশ্বের যতগুলো বড় বড় কোম্পানি রয়েছে তারা সকলেই ছোট থেকে বড় হয়েছে। তারা একদিনেই এমনটি হতে পারে নি।

ব্যবসা কাকে বলে?

ব্যক্তির মুনাফা লাভের আশায় পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি যেগুলো মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণের উদেশ্যে বণ্টন এবং এর সহায়ক সকলপ্রকার বৈধ, ঝুঁকিবহুল এবং ধারাবাহিক কার্যক্রমকে ব্যবসা বলা হয়।

ব্যবসায়ী বলতে কি বুঝায়?

“ব্যবসায়ী” শব্দটি বলতে একজন বিনিয়োগকারী, প্রতিষ্ঠাতা, মালিক বা একটি বাণিজ্যিক উদ্যোগের সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডারদেরকে বোঝানো হয়ে থাকে।

ব্যবসা- শব্দটি দ্বারা মাঝে মাঝে কোন কর্পোরেশন, এন্টারপ্রাইজ, ফার্ম অথবা কোন সংস্থার একজন পরিচালক বিনিয়োগকারী বা অনানুষ্ঠানিক বিনিয়োগকারীকেও বোঝানো হয়।

ব্যবসার সংজ্ঞা কি- ব্যবসা পরিচিতি

সহজ ভাষায় বলা যায়- ব্যবসা এমন একটি সংগঠন, যা কোনো শিল্প, বাণিজ্যিক বা পেশাগত কার্যক্রমের সাথে নিযুক্ত হয়ে রয়েছে।

আর ব্যবসার পেশাগত সংজ্ঞার দিক দিয়ে বলা যায় যে,

ব্যবসা এমন একটি কার্যকলাপ, যেখানে পণ্য উৎপাদন বা ক্রয় এবং বিক্রয় দ্বারা অর্থ উপার্জনের মাধ্যমে একজন বা একাধিক ব্যক্তি জীবিকা নির্বাহের রাস্তা খুঁজে পেয়ে থাকেন।”

এক কথায় বলা যায়, ব্যবসা হলো এমন সব কার্যকলাপ যার মাধ্যমে লভ্যাংশ আয় করা যায় বা চেষ্ট করা হয়ে থাকে।

বিভিন্ন প্রকার ব্যবসা-

ব্যবসার বিভিন্ন ধরনের উপর নির্ভর করে ব্যবসা বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন-

  • একক মালিকানা ব্যবসা।
  • ম্যানুফ্যাকচারিং ব্যবসা।
  • অংশীদারিত্ব ব্যবসা।
  • সেবামূলক ব্যবসা।
  • কর্পোরেশন ব্যবসা।
  • সীমিত দায় কোম্পানির ব্যবসা।
  • সমবায় ব্যবসা।
  • মার্চেন্ডাইজিং ব্যবসা।
  • হাইব্রিড ব্যবসা।
  • ব্যবসার মালিকানার ফর্ম।

উপরের ১০ ধরনের ব্যব্সা আইডিয়াগুলোর মধ্য থেকে আপনি আপনার সামর্থ অনুযায়ী যে ব্যবসাটি আপনার পছন্দ হয় সেটি করতে পারেন।

আরো পড়ুন, 

ব্যবসা কত প্রকার ও কি কি- Types of business

বন্ধুরা আপনারা যদি একজন পেশাদার ব্যবসায়ী হতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই ব্যবসার প্রকার গুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে।

তাহলে আপনারা কোন ধরনের ব্যবসা করে বেশি লাভ করতে পারবেন সেগুলোর বিষয়ে জানতে পারবেন। তাই ব্যবসার প্রয়োগ সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানব।

ব্যবসা মূলত চার প্রকার।

এখন ব্যবসার প্রকার সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-

# উৎপাদন ব্যবসা- Manufacturing business

উৎপাদন ব্যবসা বলতে তেমনটাই যেখানে নিজস্ব পণ্য বা সেবা উৎপাদন করা হয় । এবং উৎপাদিত পণ্য ভাষাভা গুলোকে বাজারজাত করা হয়।

এর জন্য প্রচুর দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে । আর উৎপাদিত পণ্য যে কোন ধরনের পণ্য হতে পারে।

এছাড়াও উৎপাদন ব্যবসা পরিচালনার জন্য আপনাকে অনেক বেশি মূলধন বিনিয়োগ করতে হবে।

# খুচরা ব্যবসা- Retail business

খুচরা ব্যবসার জনপ্রিয়তা অনেক বেশি । কেননা খুচরা ব্যবসা যে কেউ শুরু করতে পারেন । এছাড়াও খুচরা ব্যবসা শুরু করার জন্য তুলনামূলকভাবে মূলধন অনেক কম লাগে।

আপনি চাইলে অল্প মূলধন বিনিয়োগ করেও নিজে নিজেই একটি যেকোনো ধরনের পন্যের খুচড়া ব্যবসা দাঁর করাতে পারেন।

আপনি চাইলে একটি কাপড়েরর দোকান, মুদি দোকান বা বইয়ের দোকান ইত্যাদি দিয়ে কম দামে কোন পণ্য ক্রয় করে তা খুব বেশি ভাবে বিক্রয় করে অধিক মুনাফা আয় করতে পারেন আপনার খুচরা ব্যবসা মাধ্যমে।

# সেবা ব্যবসা- Service business

সার্ভিস বিজনেস হলো এমন ধরনের একটি বিজনেস যেখানে মূলত গ্রাহকদের সেবা বিক্রয় করা হয়।

এই ধরনের ব্যবসাগুলোতে মূলত গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেবা তৈরি করা হয়ে থাকে এবং গ্রাহকদের রুচিসম্মত সেবাগুলো তাদের কাছে বিক্রয় করা হয়ে থাকে।

এই ধরনের ব্যবসা যেমন- ইভেন্ট প্লানিং, উবের রাইড, কোচিং ক্লাস, রিয়েল এস্টেট ইত্যাদিতে প্রচুর লাভ করা যায়।

# হাইব্রিড ব্যবসা- Hybrid business

হাইব্রিড ব্যবসা হল মূলত এক ধরনের বিশেষ ব্যবসা প্রক্রিয়া । যেখানে সকল ব্যবসার ধরন গুলোই বিদ্যমান রয়েছে।

যেমন-

পণ্য উৎপাদন, উৎপাদিত পণ্য বিক্রয়, এবং উৎপাদিত্যের পণ্য বিক্রি করার মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করা।

এই সকল সার্ভিসের সমন্বয়ে গঠিত মূলত হাইবিড ব্যবসা।

হাইব্রিড ব্যবসা করার জন্য আপনাকে উপরের গুণাগুণ গুলি থাকতে হবে।

তবে উপরের তিনটি গুণ যদি আপনার ব্যবসার মধ্যে না থাকে তাহলে আপনি হাইড্র ব্যবসা করতে পারবেন।

যেমন ধরুন-

আপনি কোন পুরাতন ফার্নিচারের ব্যবসা শুরু করলেন এখানে শুধু আপনি সেগুলো শুধুমাত্র রিটেল বিক্রি এবং সেবা প্রদান দুই ধরনের সার্ভিস পেয়ে যাচ্ছেন।

তাই এটিও হাইব্রিড ব্যবসার আওতাধীন রয়েছে।

# ডিলারশিপ ব্যবসা-

ডিলারশিপ ব্যবসা বর্তমানের একটি খুবই জনপ্রিয় স্থানীয় ব্যবসা হিসেবে পরিচিতি লাভ করেছে।

এই ডিলারশিপ ব্যবসার মাধ্যমে আপনি অধিক পরিমাণে পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।

আপনি যদি নির্দিষ্ট কোন এলাকায় অবস্থান করেন তাহলে আপনি নিঃসন্দেহে ব্যবসা শুরু করে দিতে পারেন।

এতে প্রচুর লাভ রয়েছে।

আপনার এলাকায় পণ্য বিক্রয়ের ক্ষেত্রে শুধুমাত্র আপনি নিজেই যে কোম্পানির পণ্যগুলো ডিলারশিপ হিসেবে নিয়েছেন।

সেগুলো আপনি একাই আপনার নির্দিষ্ট জায়গাতে বিক্রয় করতে পারবেন ।সেখানে অন্য কোন ডিলারের পণ্য বিক্রয় করার সুযোগ নেই।

এর জন্য আপনাকে নিজের কোম্পানির ডিলার নিয়েছেন। সেই কোম্পানির পণ্যগুলো সঠিকভাবে সার্ভিস দিতে হবে এবং পণ্যগুলো নিয়মিত আপনার গোডাউনে মজুদ রাখতে হবে।

আপনি যদি নির্দিষ্ট কোন এরিয়া নিয়ে কাজ করতে চান তাহলে আপনি ব্যবসা নির্দ্বিধায় করতে পারেন।

প্রকৃতি এবং গঠন এর উপর ভিত্তি করে ব্যবসার প্রকারভেদ-

আমরা উপরে ব্যবসার কিছু প্রকারভেদ সম্পর্কে জানতে পেরেছি।

এখন আমরা ব্যবসার প্রকৃত এবং গঠনের উপর লক্ষ বা ভিত্তি করে এর প্রকারভেদ গুলো যেমন-

ব্যবসায়ীর যোগ্যতা, জ্ঞান, ব্যবসার আকার, বিজনেসের এলাকা, ব্যবসায়ী দের সংগঠন, ব্যবসায়ীর রিস্ক নেওয়ার ক্ষমতা ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত জানব।

ব্যবসার প্রকৃত এবং গঠন এর ওপর নির্ভর করে ব্যবসাকে মূলত তিনভাবে ভাগ করা যায়। যেমন-

  1. একক মালিকানা (Sole-proprietorship)
  2. অংশীদারিত্ব (Partnership)
  3. কোম্পানি (Company)

১. একক মালিকানা- Sole-proprietorship

একক মালিকানা এমন এক ধরনের ব্যবসা যার নিয়ন্ত্রন শুধুমাত্র একজন মালিকের উপর নির্ভর করে। অর্থাৎ একক মালিকানার একজন মালিক হয়ে থাকেন।

ব্যবসার সকল সিদ্ধান্ত তিনি একাই গ্রহণ করে থাকেন। ব্যবসার সকল লাভ এবং ক্ষতির অংশিদারও তিনি একই হয়ে থাকেন।

আইনের দৃষ্টিতেও একক ব্যবসা এবং ব্যবসায়ী উভয় একই ব্যক্তিকেই ধরা হয়ে থাকে।

২. অংশীদারিত্ব- Partnership

যখন কোনো ব্যবসায় দুই বা ততোধিক ব্যক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত বা পরিচালিত হয় সেই তখন ব্যবসাকে অংশীদারিত্ব বা যৌথ ব্যবসা বলা হয়।

সহজ কথায়, যে ব্যবসার একাধিক অংশীদার রয়েছে তাকেই অংশীদাত্বি বা পার্টনারশীপ ব্যবসা বলা হয়।

এই ধরণের পার্টনারশীপ ব্যবসার প্রতিষ্ঠার জন্য কমপক্ষে দুজন ব্যক্তির প্রয়োজন হয়।

অংশীদারিত্ব ব্যবসাতে লাভ-লস এর সমান ভাবে বন্টন হয় সকল অংশীদারদের মাঝে।

৩. কোম্পানি- Company

অধিকপরিমাণে লাভের আশায় মূলত একটি কোম্পানি প্রতিষ্ঠিত হয়ে থাকে। একটি প্রতিষ্ঠানে সম্পূর্ণ মূলধন হস্তান্তরযোগ্য।

যেখানে রেজিস্ট্রেশন করার জন্য একজন কৃত্তিম বৃক্তি হিসেবে কোম্পানি আইনের অধীনে হয়।

কোম্পানি বিভিন্ন ধলনের হতে পারে। যেমন-

এক মালিকানা কোম্পানি, যৌথ মালিকানা কোম্পানি, পাবলিক কোম্পানি, সরকারি কোম্পানি ইত্যাদি।

তবে, প্রতিটি আলাদা আলাদা কোম্পানির জন্য আলাদা আলাদা বৈশিষ্ট রয়েছে।

আর কোম্পানির শেয়ার হোল্ডাররা হলেন কোম্পানির প্রকৃত মালিক এবং কোম্পানির লাভের অংশগুলো তারা শেয়ার অনুযায়ী সঠিকভাবে পাবেন।

আরো জানুন, 

ব্যবসায়ের অবস্থান বলতে কি বুঝায়?

প্রত্যেক ব্যবসার একটি অবস্থান থাকে, হতে পারে সেটি কোনো নির্দিষ্ট এলাকায় কোনো দোকান বা কোনো কোম্পানি অথবা অনলাইনের কোনো ওয়েবসাইট।

মূলত ব্যবসার অবস্থান হচ্ছে তার সফলতার একটি অন্যতম উপায়।

কেননা সঠিক অবস্থানের উপর ভিত্তি করে ব্যবসার সাথে সম্পর্কিত কাস্টমাররা তার ব্যবসার সমৃদ্ধি বাড়াতে সাহায্য করে।

ভূল অবস্থান বা যায়গার কারণে ব্যবসার উন্নতির পরিবর্তে অবনতি হতে পারে।

তাই একটি ব্যবসা শুরু করার আগে অবশ্যই জায়গা বা অবস্থান বেছে নেওয়াটা জরুরী।

আপনি যখন ব্যবসার জন্য জায়গা নির্ধারন করবেন তখন নিচের বিষয়গুলো দেখে নিন-

  • আপনার অবস্থানরত জায়গাতে কোন ধলনের ব্যবসা রয়েছে এবং গ্রাহকদের সম্ভাবনা কেমন।
  • এলাকার জনসংখ্যার দিক দিয়ে কম না বেশি এবং আপনার ব্যবসার প্রতি গ্রাহক সংখ্যা কতটা আগ্রহী।
  • আপনার জায়গার ভাড়া বা সিকিরিটি কেমন সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় ।

একটি ব্যবসা শুরু করার আগে অবশ্যই সেটি সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপর শূরু করা উচিত।

রাষ্ট্রীয় ব্যবসা কি?

রাষ্ট্রীয় ব্যবসার মগহ উদ্দর গলো- যে ধরনের ব্যবসায় সরকারের হস্তক্ষেপ রয়েছে সেগুলোকে রাষ্ট্রীয় ব্যবসা বলে।

অথবা, যখন রাষ্ট্রের মাধ্যমে কোন একটি ব্যবসা কে পরিচালনা বা নিয়ন্ত্রণ করা হয়, তখন সেই ব্যবসা কে রাষ্ট্রীয় ব্যবসা বলা হয়ে থাকে।

কোন উদ্যোগ বা কার্যক্রমকে সরকার নিয়ন্ত্রণ করে রাজস্ব বাড়ানোর উদ্দেশ্যে বা সেবা প্রদানের উদ্দেশ্য পরিচালনার করার ব্যবসাকে মূলত রাষ্ট্রীয় ব্যবসায় সঙ্গায়ীত করা হয়।

অংশীদারি ব্যবসায় কি?

যখন কোন একটি ব্যবসার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি কে নির্দিষ্ট চুক্তির মাধ্যমে বৈধ উপায়ে উপার্জন করার ব্যবসা প্রতিষ্ঠিত করা হয় তখন এটিকে অংশীদারি ব্যবহা বলা হয়।

একটি অংশীদারি ব্যবসায় একসাথে ২ থেকে ২০ জন পর্যন্তও সদস্য হতে পারেন।

সামাজিক ব্যবসা কি?

সামাজিক ব্যবসা হলো মূলত সেবা প্রদান করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ব্যবসা। এই সামাজিক ব্যবসার মূল উদ্দেশ্য হলো সেবা প্রদান করা।

মুনাফা অর্জন করা মূলত এর উদ্দেশ্য নয়। বর্তমানে সামাজিক ব্যবসাগুলো অতীতের চেয়ে অনেক বেশি দেখা যায়।

টাকা ইনকাম, 

FAQ-

ব্যবসায় ধারণা কি?

ব্যক্তির মুনাফা পাওয়ার আশায় পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টিকরা ও মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণের লক্ষ্যে সেগুলো বণ্টন হয় আর এর সহায়ক সবরকম বৈধ, ঝুঁকিবহুল ও ধারাবাহিক কায্যক্রমকে ব্যবসা বলে।

ব্যবসায়ের বৈশিষ্ট্য গুলো কি কি?

ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হলো মুনাফা অর্জনের চেষ্টা করা। মুনাফা অর্জনের প্রতিষ্ঠান / ব্যক্তির মূল লক্ষ্যে ব্যবসায়ের সব কাজ ঝুঁকি নিয়ে পরিচালিত হয়ে থাকে।

তাই মুনাফাকে ঝুঁকি গ্রহণের উৎসাহ, ইচ্ছা বা কাঙ্ক্ষিত ফল বলা যায়। যে কাজ বা সেবা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না, তা ব্যবসার আওতাভুক্ত নয়।

আধুনিক ব্যবসা কি?

আধুনিক ব্যবসা মূলত প্রযুক্তি নির্ভর । প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতির কারণে বেশিরভাগ ব্যবসায়িক কার্যক্রম এবং কার্যক্রম প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।

আধুনিক ব্যবসায় প্রতিযোগিতা প্রযুক্তির ব্যবহারে ব্যবসাকে আপডেট করে তুলেছে।

আধুনিক ব্যবসা কত প্রকার?

আধুনিক ব্যবসায় মূলত চার ধরনের হয় –

  • একমালিকানা ব্যবসায়
  • অংশীদারি ব্যবসায়
  • কোম্পানি
  • সমবায় সমিতি

আজকের শেষ কথা,

তাহলে বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানলাম ব্যবসা কি? ব্যবসা কত প্রকার ও কি কি সম্পূর্ণ বিষয়ে।

আর্টিকেলের সাথে জড়িত কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করুন।

আশা করি ব্যবসা পরিচিতি সম্পর্কে আমাদের আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।

যদি ভালো লাগে তাহলে আর্টিকেলটি শেয়ার করুন।

Leave a Comment