ফেসবুক কি ? ফেসবুক ব্যবহার এবং ফেসবুক চালু করতে চাই সরাসরি

আপনারা হয়তো ফেসবুক নামটি সকলেই শুনেছেন । কিন্তু বর্তমান ডিজিটাল যুগেও এমন অনেক লোক রয়েছেন যারা ফেসবুক বা ফেসবুকের ইতিহাস সম্পর্কে তেমন কিছু জানেন না ।

তাই আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে ফেসবুক কি ? (What is Facebook), ফেসবুক ব্যবহার , ফেসবুক চালু করতে চাই সরাসরি , ফেসবুক চালু , ফেসবুক আইডি , ফেসবুক log in , ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করবো ।

Wikipedia ওয়েবসাইটের প্রকাশিত “list of most popular websites” এর মাধ্যমে জানা যায় যে, ফেসবুক হচ্ছে ইন্টারনেট জগতের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোর মধ্যে ৪র্থ জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ।

কিন্তু বর্তমানে এটি গুগল এবং ইউটিউবের পরের স্থান অধিকার করে নিয়েছে ।

আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যে, তারা ফেসবুক ইউজ করছেন । আবার নতুন জেনারেশন যারা রয়েছেন তারা মাত্র ফেসবুক ব্যবহার সম্পর্কে একদম নতুন । তারা অনেকেই ফেসবুক সম্পর্কে তেমন কিছু জানে না ।

তাই অনেকেই ফেসবুক কি ? জানতে গুগলে সার্চ করে থাকেন ।

আপনি যদি ফেসবুকের একজন নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য ।

আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন ।

কেননা এতে আমি ফেসবুক কি ? ফেসবুকের ইতিহাস , ফেসবুক একাউন্ট কিভাবে খুলতে হয় ? ফেসবুক এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ।

তাই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পরলে আপনি ফেসবুক সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন । এবং আপনি নিজে নিজেই নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন ।

ফেসবুক হলো এমন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম । যেখানে একটি Facebook account তৈরি করে আপনি আপনার সকল ধারনা, জ্ঞান, অভিজ্ঞতা, ছবি, ভিডিও, নিজের পার্সোনাল বিষয়ে লোকদের সাথে শেয়ার করতে বা বিভিন্ন বিষয়ে জানতে প্রশ্ন করতে পারবেন ।

ফেসবুক এর মাধ্যমে আপনি নতুন নতুন বন্ধুত্ব তৈরি করতে পারবেন যে কোনো যায়গার যে কোনো লোকদের সাথে ।

তবে বিশ্বের যেকোনো দেশের যে কোনো যায়গার লোকদের সাথে বন্ধুত্ব করতে আপনাকে ফেসবুক একাউন্টের মাধ্যমে একটি “Friend request“ পাঠাতে হবে ।

আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট টি যদি সে একসেপ্ট করে তাহলে আপনি তার ফেসবুক ফ্রেন্ড ( Facebook friend ) হয়ে যাবেন ।

আপনি চাইলে ফেসবুকের অন্যসব ইউজারদের দেওয়া বিভিন্ন ধরনের পোস্ট , mages, videos বা status সমূহ দেখতে, লাইক, কমেন্ট করতে পারবেন ।

আরো পড়ুন, 

বর্তমান ডিজিটাল সময়ে ফেসবুকের বিভিন্ন ধরনের আপডেট আসার কারণে এর ইউজার দিন দিন অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে ।

বিশেষ করে বাংলাদেশের প্রতিটি স্মার্টফোন চালকদের এক বা একাধিক ফেসবুক আইডি রয়েছে ।

তাই আপনার যদি একটি স্মার্টফোন বা কম্পিউটার থেকে তাহলে অবশ্যই আপনি ফেসবুক আইডি বা ফেসবুক একাউন্ট তৈরি করে নিন ।

কেননা ফেসবুক বর্তমান সময়ে একটি বিনোদন এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম । এখানে আপনি অবসর সময়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মাধ্যমে সময় কাটাতে পারবেন ।

এক নজরে দেখুন 👁‍🗨👁‍🗨

ফেসবুক কি ? ( what is Facebook )

ফেসবুক – Facebook ( সংক্ষেপে ফেবু নামেও পরিচিত ) , ফেসবুক হল মেটা প্ল্যাটফর্মসের মালিকানাধীন বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি প্লাটফর্ম বা ওয়েবসাইট ।

যা ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে । এটি একদম ফ্রিতে সদস্য হয়ে ব্যবহার করা যায় ।

Facebook মানে হলো একটি বিনোদন এবং মত প্রকাশের জন্য অনেক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম বা social media network. য ব্যবহার করে যে কোনো ইউজার তার মতামত প্রকাশ করতে ও বিনোদন পেতে পারে ।

ফেসবুক ব্যবহার করার জন্য প্রয়োজন একটিপ কম্পিউটার অথবা স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন ।

ফেসবুকে ইন্টারনেট কানেকশন থাকার কারণে আপনি ঘরে বসেই বিশ্বের যে কোন দেশের যে কোন জায়গার লোকের সাথে বন্ধুত্ব তৈরি করে অনলাইনে যুক্ত হতে পারবেন ।

এবং আপনার তৈরি করা বন্ধুদের সাথে আপনি যে কোনো বিষয়ে শেয়ার করতে পারবেন এবং অডিও, ভিডিও কলে কথাও বলতে পারবেন ।

ফেসবুক মানে কি ?

Facebook এর বাংলা অর্থ হচ্ছে ( face = মুখ, book = বই ) “মুখ বই” ফেস (Face) শব্দের অর্থ- মুখচ্ছবি, বুক (Book) শব্দের অর্থ- বই, ফেসবুক মানে দ্বাড়ায়- অর্থাৎ মুখচ্ছবির বই ।

যার কোন অর্থ থাকেনা । তবে ফেসবুক একটি প্রচুর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম।

ফেসবুক বলতে কী বোঝো ?

ফেসবুক বা ফেসবুক ডট কম হলো এমন একটি সোস্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম । যা বন্ধু ও পরিবারের সাথে কানেক্টেড থাকতে ও যোগাযোগ রাখতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় ।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ২০০৪ সালে মার্ক জাকারবার্গ কলেজ স্টুডেন্টদের জন্য এই ওয়েব সাইটটি তৈরী করেন । ২০০৬ সালে ফেসবুক প্লাটফর্ম সবার জন্য বিশ্বব্যাপী উন্মুক্ত করে দেওয়া হয় ।

আমাদের জীবনে ফেসবুকের গুরুত্ব –

Facebook হল একটি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং ওয়েবসাইট যা ব্যবহারকরার মাধ্যমে ব্যবহার কারীরা তাদের বন্ধু , পরিবার, সহকর্মী এবং অন্যান্যদের সাথে সংযোগ স্থাপন করতে পারে ।

যার মধ্যে একই ধরনের আগ্রহ শেয়ার করা লোকেদের গোষ্ঠী অন্তর্ভুক্ত । ব্যবহারকারীরা তাদের বন্ধুদের সাথে অনলাইনের মাধ্যামে খুব সহজেই ছবি, ভিডিও, নিবন্ধ এবং মতামত শেয়ার করতে পারেন ।

তাছাড়া তারা একে অপরের সাথে অডিও, ভিডিও কলে কথাও বলতে পারেন ।

Facebook ব্যবহারে শীর্ষ দেশ কোনটি ?

ফেসবুক ব্যবহা*রের তালিকায় শীর্ষ দেশ হিসেবে সবচেয়ে বেশি সক্রিয়  ব্যবহারকারী রয়েছে যুক্তরাষ্ট্রে ।

দেশটিতে প্রায় ২১ কোটি ৯০ লাখ মানুষ এই সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ভাবে ব্যবহার করেন ।

ব্যবহারের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, যার ২১ কোটি ৩০ লাখ মানুষ সক্রিয়ভাবে ফেসবুক ইউজ করছেন । এরপর রয়েছে ব্রাজিল, ইন্দোনেশিয়া ও মেক্সিকো দেশগুলো ।

বাংলাদেশের কত শতাংশ মানুষ ফেসবুক ব্যবহার করে ?

ফেসবুক প্ল্যাটফর্মটির মাধ্যমে জানায়, বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীর মধ্যে বেশিরভাগ ব্যবহারকারী (৬৭ দশমিক ৯ শতাংশ) পুরুষ ।

এছাড়া বাংলাদেশের ১৮-২৪ বছর বয়সী ফেস*বুক ব্যবহারের সংখ্যা ২ কোটিরও বেশি ।

মেটার তথ্যানুযায়ী, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির হার বাংলাদেশের অবস্থান তৃতীয় ।  অন্য সকল দেশের সক্রীয় ব্যবহারকারী বৃদ্ধির মধ্যে ।

ফেসবুক এর ব্যবহার করা বিষয় সমূহ –

আপনি যদি ফেসবুক এর ব্যবহার সম্পর্কে কিছুই না জেনে থাকেন । তাহলে আপনি নিচের ফেসবুক এর সাথে জড়িত বিষয় সম্পর্কে পরিচয় হয়ে নিন ।

কেননা ফেস*বুক ব্যবহারের সময় এসব বিষয় গুলোর মাধ্যমে আপনাকে ফেসবুক প্লাটফর্মটি ব্যবহার করতে হবে ।

১. ফেসবুক পেজ –

ফেসবুকে খুব সহজেই একটি পেজ তৈরি করা যায় । আপনি ফেস*বুক ব্যবহার করে business, brands, celebrities ইত্যাদির একটি পেজ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ।

এই পেজগুলোর মাধ্যমে বেশিরভাগ সময় ক্রয়-বিক্রয় সম্পর্কে বিভিন্ন প্রোডাক্টের সার্ভিস প্রদান করা হয় ।  তাই ফেসবুক পেজগুলোকে বিজনেস পেজও বলা যায় ।

২. ফেসবুক গ্রুপ –

আপনার যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি একটি ফেসবুক গ্রুপ খুলতে পারবেন ।

যে কোন বিষয় নিয়ে কাজ করার উদ্দেশে্যে একটি টিম গঠনের জন্য ফেসবুক গ্রুপ খোলা হয় । আর সেই গ্রুপে গ্রুপ মেম্বারদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া বা শেয়ার করা হয় ।

তবে কোন ব্যবসা বা অনলাইন পণ্য বিক্রির ক্ষেত্রে ফেসবুক গ্রুপ এর মাধ্যমে যে কোনো পন্যের অনেক বেশি প্রচার করা যায় ।

আপনি যদি কোন ব্যবসা বা কোনে বিষয়ে সম্পর্কে ভালোভাবে জানতে চান তাহলে অবশ্যই কোন ফেসবুক গ্রুপে যুক্ত হন ।

কেননা এখানে বিভিন্ন ধরনের লোকেরা তাদের অভিজ্ঞতা এবং পরামর্শগুলো শেয়ার বা আলোচনা করে থাকে ।

৩. ফেসবুক মার্কেটপ্লেস –

মূলত সাধারণ মানুষের জন্য লাভের একটি মাধ্যম হিসেবে গঠন করা হয়েছে ।

ফেসবুক মার্কেটপ্লেস এর মাধ্যমে আপনি যে কোন নতুন অথবা পুরাতন পণ্য পাবলিশ করে অনলাইনের মাধ্যমে আগ্রহী ক্রেতাদের কাছে বিক্রয় করতে পারবেন ।

সহজ কথায়- ফেসবুক হল অনলাইনে যে কোন পণ্য বিক্রি করার একটি মাধ্যম ।

৪. ফ্রেন্ড রিকোয়েস্ট –

Friend request পাঠিয়ে ফেসবুকে ইউজারদের সাথে বন্ধুত্ব করা যায় । ফেসবুকে বন্ধুত্ব তৈরি করতে অন্যান্য ইউজারদের কে প্রথমেই friend request পাঠাতে হবে ।

এরপর আপনার পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট টি তারা যখন একসেপ্ট করবে তখন তারা আপনার ফেসবুক বন্ধু হয়ে যায় ।

ঠিক একই ভাবে অন্যান্য ইউজাররা যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় । তাহলে আপনি সেগুলো গ্রহণ অথবা বাতিল করতে পারবেন ।

তাদের পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো একসেপ্ট করলে আপনি তাদের বন্ধু হয়ে যাবেন ।

৫. ফেসবুক লাইক –

ফেসবুকে প্রচার বা পাবলিশ করা যেকোনো post, content, status, images বা video ইত্যাদি যখন কোনো ইউজার পছন্দ করা বা সমর্থন করার মাধ্যম হিসেবে Like ব্যবহার করা হয় ।

Like ব্যবহার না করেও বিভিন্ন emoji ব্যবহার করেও ফেসবুকের প্রকাশিত পোস্টগুলোকে মতামত প্রকাশ করা যায় ।

৬. ফেসবুক লাইভ –

ফেসবুকের সবচেয়ে জনপ্রিয় এবং সেরা সার্ভিস হলো ফেসবুক লাইভ । ফেসবুক লাইভ ব্যবহার করে আপনি আপনার কম্পিউটার বা মোবাইল দিয়ে যেকোনো “live video streaming” করতে পারবেন ।

এবং এটি আপনি ফেসবুক ইউজারদেরকে সরাসরি দেখাতেও পারবেন ।

৭. ফেসবুক শেয়ার –

ফেসবুকে অন্যের প্রকাশিত যেকোনো পোস্ট বা অন্যান্য ইনফরমেশন আপনাদের যদি পছন্দ হয় সেটি অন্যদেরকে আরো বেশি পরিমাণে দেখানোর জন্য ফেসবুক শেয়ার ফাংশনটি ব্যবহার করতে পারেন ।

ফেসবুক শেয়ারের মাধ্যমে আপনি আপনার পছন্দের বিষয়টি আপনার বন্ধুদের মাঝেও দেখার সুযোগ করে দিতে পারবেন ।

৮. ব্লক ফ্রেন্ড –

block friend এটি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার কোনে friend বা user কে block করতে পারবেন ।

আপনি আপনার ফেসবুক বন্ধুদের মধ্যে যাকে ব্লক করে রাখতে চান এই block friend অপশন এর মাধ্যমে আপনি তাকে ব্লক করে রাখতে পারবেন ।

এতে করে, ব্লক করা ফেসবুক ইউজার আপনার সাথে কোনো ভাবেই যোগাযোগ করতে পারবে না ।

তাছাড়া আপনার ফেসবুক প্রোফাইলের কোন তথ্য সে দেখতে পারবে না ।

ফেসবুকের জনক কে ?

এই প্রশ্নের সহজ উত্তর হলো “Mark Zuckerberg”.

“Harvard computer science” এর ছাত্র Mark Zuckerberg এবং তার কিছু সহপাঠী “Eduardo Saverin“, “Dustin Moskovitz” এবং “Chris Hughes” নিয়ে ফেসবুক এর উদ্ভাবন করেন ।

তার পুরো নাম মার্ক এলিয়ট জোকারবার্গ ।

Mark Zuckerberg এর আসল পরিচিয় হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একজন প্রতিষ্ঠাতা । তিনি ফেসবুকের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নিয়ন্ত্রক অংশীদার।

ফেসবুকের ইতিহাস – ( History of Facebook )

আমরা অনেকেই ফেসবুকের ইতিহাস সম্পর্কে জানি না । তবে ফেসবুকে ইতিহাস অনেকটাই মজাদার ।

ফেসবুক ২০০৪ সালের ফেব্রুয়ারী মাসের ৪ তারিখে একটি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক হিসেবে চালু করা হয় ।

সর্ব প্রথম “Facebook” এর নাম “TheFacebook“ রাখা হয়েছিল ।

পরে “The” বাদ দিয়ে শুধু “Facebook” নাম দেওয়া হয় ।

যা আপনারা জেনেছেন যে, Mark Zuckerberg এবং তার কিছু সহপাঠী Eduardo Saverin, Andrew McCollum, Dustin Moskovitz এবং Chris Hughes সকলের সমন্বয়ে ফেসবুক প্রতিষ্ঠাপিত করা হয়েছে ।

Facebook এর ইতিহাস সম্পর্কে –

ফেসবুকের উদ্দেশ্য ছিল Harvard university এর ছাত্রদের জন্য অনলাইন directory তৈরি করা ।

আর সেই সময়ে শুধুমাত্র Harvard university এর ছাত্রদেরই শুধু ফেসবুক ব্যবহার করার সুযোগ ছিল ।

কিন্তু অলপ্ সময়েই এর জনপ্রিয়তার কারণে অন্যান্য কলেজের ছাত্রদেরকেওি এফবি ব্যবহারের সুযোগ করে দেওয়া হলো ।

মাত্র এক বছরের মধ্যেই এক মিলিয়ন (1 million) এর বেশি ফেস*বুক ব্যবহারের সংখ্যা হয়ে যায় ।

কিছুদিন ১৩ বছরের উপরে বয়সীদের প্রত্যেক ব্যক্তিকে ফেসবুক ই্উজ করার অনুমতি দেওয়া হয় ।

ফেসবুক এর প্রেস রোম এর দেওয়া তথ্যমতে ফেসবুকের 100 million থেকেও অধিক active ইউজার রয়েছেন ।

ফেসবুকের হেডকোয়ার্টার“Menlo park, California” তে অবস্থিত ।

Mark Zuckerberg এবং তার সাথে Harvard university তে পড়া কিছু সহপাঠীদের নিয়ে ফেসবুক প্রতিষ্ঠা করেন ।

Facebook এর সম্পূর্ণ ইতিহাস এবং গল্পটি জানতে “The social network” ছবিটি দেখে নিতে পারেন ।

ফেসবুক কে বানিয়েছেন ?

Harvard university র ছাত্র Mark Zuckerberg এবং তার কিছু classmates সাথে নিয়ে Facebook বানিয়েছেন ।

ফেসবুক মেসেঞ্জার কি ?

Messenger হলো Facebook কোম্পানির দ্বারা তৈরি অফিশিয়াল messaging / chat অ্যাপ । যা facebook ইউজারদের জন্য টেক্স চেটিং এবং লাইভ ভিডিও চেটিং করার উদ্দেশ্যে বানানো হয়েছে ।

ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করার জন্য আপনার একটি Facebook account থাকতে হবে।

২০০৮ সালে “Facebook chat” যার পূর্ব নাম ছিল ।

ফেসবুকে লগইন না করে আপনি সরাসরি মেসেঞ্জারে মাধ্যমে text chatting, photo, video, sticker, voice, files এবং documents এর আদান প্রদান করতে পারবেন ।

কারণ ফেসবুক একাউন্ট লগইন করার মাধ্যমেই মেসেঞ্জার অ্যাকাউন্ট ওপেন করা করা যায় । আপনার যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে ।

তাহলে আপনি messenger app কম্পিউটার অথবা মোবাইল দিয়ে ব্যবহার করতে পারেন ।

ফেসবুক এর ব্যবহার – ( Uses of Facebook )

ফেসবুক হল সবার জন্য উন্মুক্ত একটি ফ্রি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ।

তাই এখানে স্কুলের ছাত্র থেকে শুরু করে শিক্ষক এবং অন্যান্য পেশার সাথে জড়িত এবং বয়স্ক ব্যক্তিরা সহ সকলেই একাউন্ট তৈরি করে ব্যবহার করতে পারেন । ফেসবুকের ব্যবহার বিভিন্ন ধরনের হয়ে থাকে ।

ফেসবুকের ব্যবহার সমূহ –

বন্ধু বান্ধব এবং প্রিয়জনের সাথে নিজের ব্যক্তিগত জীবনের বা অন্যের পোস্ট করা পছন্দের স্টেটাস, টেক্স, ইমেজ, ভিডিও ফেসবুকরে মাধ্যমে পোষ্ট করা বা শেয়ার করা ।

  • বিশ্বের যে কোনো দেশের যে কোনো লোকের সাথে অডিও বা ভিডিও কলে কথা বলার জন্য এটি ব্যবহার করা হয় ।
  • বিশ্বের যেকোনো দেশের যে কোনো যায়গার লোকদের সাথে বন্ধুত্ব করার ক্ষেত্রে ।
  • যে কোনো সার্ভিস অনলাইনে মার্কেটিং করতে ফেসবুক পেইড এডভার্টাইজমেন্ট এর ব্যবহার করা যায় ।
  • ঘরে বসেই অনলাইনে নিজের ফেসবুক থেকে টাকা আয় করা যায় ।
  • লোকদের সাথে বিভিন্ন তথ্য শেয়ার করা এবং অন্যদের থেকে গ্রহণ করার জন্য এটি ব্যবহার করা হয় ।
  • এটি ব্যবহার করে ফেসবুক পেজ বা গ্রুপ তৈরি করে বিভিন্ন ধরনের মার্কেটিং এর প্রচার বা ব্যবসা করা যায় ।
  • বিভিন্ন নতুন বা পুরাতন পন্য কেনা বেচা করা যায় ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে ।
  • ঘরে বসেই এর মাধ্যমে দেশ বিদেশের সাম্প্রতিক খবর পাওয়া যায় ।
  • বিভিন্ন ধরনের বিনোদনমূলক posts, images, videos দেখে অবসর সময় কাটানো যায় ।
  • বিভিন্ন ধরনে সুন্দর সুন্দর গেম খেলা যায় ফেসবুক এর মাধ্যমে ।
  • এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে সক্রিয় রাখা যায় ।

এছাড়াও আরো অনেক বিষয়ে আপনি ফেসবুকে করতে পারবেন । যা আপনি ফেসবুক ই্উজ মাধ্যমেই পর্যায়ক্রমে জানতে পারবেন ।

আরো জানুন, 

ফেসবুকের অপকারিতা কিছু কি কি ?

বর্তমানে প্রায় সকল স্মার্টফোন ব্যবহারকারীরাই ফেসবুক ব্যবহার করে থাকেন । তবে এর ব্যবহারকারী অল্প বয়স্ক থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক নারী-পুরুষ সকলের মধ্যে সমান ভাবে দেখা যায় ।

এই এর ব্যবহারের উপকারিতার পাশাপাশি থেকে কুফল বা খারাপ দিকও রয়েছে । যেমন-

  • অতিরিক্ত ব্যবহারের কারণে প্রচুর সময় অপচয় হয় ।
  • ফেসবুকে অতিরিক্ত আসক্তির কারণে নিজেদের প্রয়োজনীয় কাজে অনীহা আসে ।
  • অপ্রয়োজনে ফেসবুক চালানোর কারণে ছাত্রদের পড়াশোনায় প্রচুর অমনোযোগী দেখা দেয় ।
  • ফেসবুক আমাদের গুরুত্বপূর্ণ সময়গুলোকে অপচয় করছে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখিয়ে ।
  • সকলেই বিভিন্ন ধরনের ব্যক্তিগত ছবি শেয়ার করে থাকে । ফলে ভবিষ্যতে অপরিচিত লোকদের দ্বারা বিভিন্ন ধরনের সমস্যা বা হয়রানির শিকার হন ।
  • অনেক সময় বিভিন্ন ধরনের আপত্তিকর পোস্ট, ছবি, ভিডিও আমাদের সামনে আসে যেগুলো আমাদের অনাকাঙ্খিতভাবে দেখতে হয় ।

যদিও বলা হয় যে ফেসবুক ফ্রি । কিন্তু প্রকৃতপক্ষে ফেসবুক ফ্রিতে ব্যবহার করা যায় না । অবশ্যই নেট কানেকশন দিতে আমাদের টাকা খরচ করতে হয় ।

ফেসবুক সেবার বদলে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে মুল্যবান সময় ও তথ্যসমূহ । তাছাড়াও বিজ্ঞাপন দেখিয়ে যাচ্ছে আমাদেরকে আমাদের ব্যক্তিগত ডাটার বিনিময়ে ।

ফলে, আামদের ডাটা বা নেট কিনতে অনেক টাকাও খরচ করতে হচ্ছে ।

ফেসবুক আইডি কি ?

Facebook একটি বৃহৎ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম । আর আপনার তৈরি করা Facebook Id টি হলো ফেসবুক এর গুরুত্বপূর্ণ ক্ষুদ্র একটা অংশ ।

যেখানে আপনার পরিচয় প্রদান করার জন্য বিভিন্ন ধরনের তথ্য দেওয়া থাকে । ফেসবুক আইডির মাধ্যমেই মূলত ফেসবুকে অন্যান্ন ইউজাররা আপনাকে চিনে থাকবে ।

ফেসবুক আইডি ফেসবুকে আপনার আলাদা একটি পরিচয় বহন করে । ফেসবুকের আইডি ছাড়া আপনি ফেসবুকে প্রবেশ করতে পারবেন না ।

এবং ফেসবুকের যাবতীয় কার্যাবলী করতে পারবেন না তাই আপনার যদি ফেসবুক একাউন্ট না থাকে তাহলে নতুন একটি ফেসবুক একাউন্ট এখনই খুলে নেন ।

ফেসবুক চালু করার নিয়ম – ফেসবুক আইডি খোলার নিয়ম

বন্ধুরা, ফেসবুক চালু করতে চাই সরাসরি এরকম অনেকেই গুগলে সার্চ করে থাকেন মূলত ফেসবুক আইডি সরাসরি খোলার জন্যই তারা এটা খূজে থাকেন ।

তাই একটি নতুন ফেইসবুক একাউন্ট খোলার জন্য সর্ব প্রথম আপনাদেরকে যেতে হবে “Facebook.com” ওয়েবসাইটে ।

  • “Facebook.com” ওয়েবসাইটে যাওয়ার পর “Create a new account” লেখাটি দেখতে পারবেন ।
  • এখন আপনাদেরকে Create a new account লেখার নিচের বক্সগুলোতে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে ফিলাপ করতে হবে ।
  • আপনাকে বক্সের তথ্যগুলোর মধ্যে Name, email / mobile number, new password দিয়ে দিন ।
  • তারপর নিচের Sign up বাটনটিতে ক্লিক করুন ।
  • Sign Up বাটনে click করার পর, আপনাকে আরেকটি “verification box” পেজে নিয়ে যাওয়া হবে ।
  • এখন, আপনার দেওয়া মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস ভেরিফাই করে নিতে হবে ।
  • ভেরিফিকেশন করার জন্য ফেসবুক থেকে আপনার দেওয়া মোবাইল বা ইমেইলে একটি কোড পাঠানো হয়েছে সেই কোডটি “verification box” এ দিয়ে দিতে হবে ।
  • কোডটি “verification box” এ লিখে দেওয়ার পর নিচের “Continue” তে ক্লিক করে দিন ।

Congratulations, অর্থাৎ আপনার ফেসবুক আইডি খুলা হয়েগেছে ।

বন্ধুরা, এটাই ফেসবুক আইডি খোলার সহজ নিয়ম ।

এখন আপনি আপনার ফেসবুক আইডি ব্যবহার করতে পারবেন ।

অবশ্যই পড়ুন, 

FAQ –

ফেসবুক কে বানিয়েছেন ?

Harvard university র ছাত্র Mark Zuckerberg এবং তার কিছু classmates সাথে নিয়ে Facebook বানিয়েছেন ।

ফেসবুক মেসেঞ্জার কি ?

Messenger হলো Facebook কোম্পানির দ্বারা তৈরি অফিশিয়াল messaging / chat অ্যাপ । যা facebook ইউজারদের জন্য টেক্স চেটিং এবং লাইভ ভিডিও চেটিং করার উদ্দেশ্যে বানানো হয়েছে ।

ফেসবুকের অপকারিতা কিছু কি কি ?

কানাডার এক গবেষণায জানানো হয়েছে, প্রতিদিন গড়ে ৩০ মিনিটের বেশি সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিবাহিত করলে তা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ । ফেসবুকে অনেক বেশি সময় অপচয় হয় , তার চেয়ে সময়টি অন্যকাজে বা পড়ালেখা করলে ব্যক্তির উৎপাদনশীলতা বাড়তে সহায়ক হতো- যা জাতীয় আয়ে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতো ।

আজকের শেষ কথা ,

আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে ফেসবুক কি ? (What is Facebook), ফেসবুক ব্যবহার , ফেসবুক চালু করতে চাই সরাসরি , ফেসবুক চালু , ফেসবুক আইডি , ফেসবুক log in , ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করবো । ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করবো ।

আপনাদের যদি ফেসবুক কি ? এর সাথে জড়িত কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।

আর যদি ফেসবুক চালু করতে চায় সরাসরি আর্টিকেলটি ভালো লাগে তাহলে, আপনার বন্ধূদের সাথে শেয়ার করুন । ধন্যবাদ বিনিময়ের সাথে থাকার জন্য ।

Leave a Comment