৪৬ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ – বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ

আসসালামু আলাইকুম। প্রিয় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ৪৬ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ প্রত্যাশী শিক্ষার্থীরা।

আজ আমি আপনাদের সাথে কওমী মাদ্রাসার (বেফাক) বেফাক পরীক্ষার রেজাল্ট এবং কিভাবে বেফাক পরীক্ষার রেজাল্ট দেখবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

৪৬ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ , বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ , বেফাক পরীক্ষার রেজাল্ট , বেফাক পরীক্ষার রেজাল্ট মাদরাসাওয়ারী , বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ ব্যক্তিগত ফলাফল , বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ , বেফাক পরীক্ষার রেজাল্ট 2023 , বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ ইবতিদাইয়্যাহ মহিলা , বেফাক পরীক্ষার রেজাল্ট 2023 মহিলা , বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে দিবে ,
Befaq Exam Results .

বাংলাদেশের সকল কওমী মাদ্রাসার ৪৬ তম বেফাক রেজাল্ট ২০২৩ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ বিগত ২৩ রমজান ১৪ এপ্রিল দুপুর ২০২৩ প্রকাশিত হয়।

বেফাক পরীক্ষার রেজাল্ট বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ ব্যক্তিগত ফলাফল, ৪৬ তম বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট এবং ৪৬ তম বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার মাদরাসাওয়ারী ফলাফল দেখার জন্য ছাত্র ছাত্রীরা কওমী মাদ্রাসার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে থাকেন।

যার ফলে সার্ভারে অতিরিক্ত চাপ পড়ে এবং সার্ভার ডাউন হয়ে যায় অথবা সার্ভার প্রবলেম দেখা দিয়ে থাকে। এ কারণে অনেকেই ফেফাক পরীক্ষার রেজাল্ট সঠিক সময়ে দেখতে পারেন না।

তাই আমি আপনাদেরকে বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম-পদ্ধতি জানিয়ে দিব। যাতে করে আপনারা সবার আগে সঠিক সময়ে রেজাল্ট দেখতে পারেন।

এছাড়াও আজকের আর্টিকেলে আপনারা জানতে পারবেন, বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ ব্যক্তিগত ফলাফল, বেফাক পরীক্ষার রেজাল্ট 2023 মহিলা সহ বেফাক বোর্ডের সকল রেজাল্ট দেখার নিয়ম।

তাই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

এক নজরে দেখুন 👁‍🗨👁‍🗨

৪৬ তম (কওমী) বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে দিবে?

আপনারা যারা কওমী মাদ্রাসা থেকে বেফাক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। ৪৬তম বেফাক পরীক্ষা সম্পন্ন করেছেন।

এখন আপনারা অপেক্ষা করছেন যে বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে দিবে? এবং কিভাবে রেজাল্ট দেখতে পারবেন?

আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ অল্প কয়েক দিনের মধ্যেই প্রকাশিত হবে।

আরো জানুন, 

এবং বেফাক পরীক্ষার রেজাল্ট আপনারা এই ওয়েবসাইট থেকে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট লিংক এ ক্লিক করে দেখতে পারবেন।

আপনাদের বেফাক পরীক্ষার ফলাফল দেখার জন্য এখানে আমি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়া এর অফিসিয়াল ওয়েবসাইট লিংক সংযুক্ত করে দিয়েছি।

যাতে করে আপনাদের রেজালট দেখার জন্য অন্য কোথায় যেতে না হয়।

বেফাক পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানুন-

  • পরীক্ষার নাম/রেজাল্ট: বেফাক পরীক্ষার রেজাল্ট
  • পরীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান : বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
  • শিক্ষা প্রতিষ্ঠান : বেসরকারী কওমি মাদ্রাসা সমূহ
  • বেফাকের অফিসিয়াল ওয়েবসাইট : wifaqresult.com
  • বেফাক রেজাল্ট দেখার লিংক : wifaqresult.com

বেফাকের কেন্দ্রীয় পর্যায়ে পরীক্ষার নাম সমূহ-

ফযিলত ছাত্র, মুতাওয়াসসিতা ছাত্র, সানাবিয়া ছাত্র, ইবতিদাইয়্যাহ ছাত্র, হিফয
ফযিলত ছাত্রী, মুতাওয়াসসিতা ছাত্রী, সানাবিয়া ছাত্রী, ইবতিদাইয়্যাহ ছাত্রী, কিরাআত

বেফাকের কেন্দ্রীয় পর্যায়ে মাদরাসাওয়ারী পরীক্ষার নাম

ফযিলত ছাত্র, মুতাওয়াসসিতা ছাত্র, সানাবিয়া ছাত্র, ইবতিদাইয়্যাহ ছাত্র, হিফয গ্রুপওয়ারী
ফযিলত ছাত্রী, মুতাওয়াসসিতা ছাত্রী, সানাবিয়া ছাত্রী, ইবতিদাইয়্যাহ ছাত্রী, কিরাআত গ্রুপওয়ারী

বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ কিভাবো দেখবো?

আপনারা যারা বেফাক পরীক্ষার অংশগ্রহণ করেছেন । আপনারা হয়তোবা অনেকেই বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম যানে না। যার কারণে অনেকেই প্রশ্ন করে যে, বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ কিভাবো দেখবো?

এই প্রশ্নের উত্তর আপনি নিচের তথ্য থেকে পেয়ে যাবেন। কেননা আমি নিচের অংশে কওমী মাদ্রাসার বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম একে বারে সহজভাবে বলে দিয়েছে।

তাই নিচের বেফাক রেজাল্ট দেখার পদ্ধতি মনোযোগ সহকারে দেখুন।

বেফাক পরীক্ষার ফলাফল 2023 ডাউন*লোড করবেন যেভাবে?

আপনি বাংলাদেশ কওমী মাদ্রসার রেজাল্ট অনলাইনের মাধ্যমে বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়া এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিচের দেখানো নিয়ম অনুযায়ী দেখতে পারবেন।

রেজাল্ট দেখার পর আপনি সেই রেজাল্ট কপি সংগ্রহ করার জন্য ডাউন*লোড করে নিতে পারবেন। এছাড়াও আপনি চাইলে বেফাক পরীক্ষার ফলাফল 2023 প্রিন্ট করেও সংগ্রহ করতে পারবেন।

আরো পড়ুন, 

 

কওমী মাদ্রাসার রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম

আপনি কি কওমী মাদ্রাসার দ্বারা অনুষ্ঠিত বেফাক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন? এখন বেফাক পরীক্ষার রেজাল্ট দেখতে আগ্রহী হয়ে আছেন। তাহলে, আপনি সঠিক ওয়েবসাইটে এসেছেন।

কারণ এখানে আপনি কওমী বেফাক পরীক্ষার রেজালট 2023 দেখার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।

বেফাক বোর্ডের সকল সালের রেজাল্ট যেমন, ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত রেজাল্ট ২০২৩, বেফাক পরীক্ষার রেজাল্ট হিফজ ২০২৩, বেফাকের ফলাফল ২০২৩ ইবতিদাইয়্যাহ, বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ মুতাওয়াসসিতাহ, বেফাক পরীক্ষার ফলাফল 2023 সানাবিয়া উলইয়া, বেফাক রেজাল্ট ২০২৩ ফযীলত, বেফাক রেজাল্ট 2023 তাকমীল ইত্যাদি দেখতে পারবেন।

তাই সবার আগে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কওমী রেজাল্ট দেখার জন্য এবং সকল আপডেট নোটিশ পেতে আমাদের সাথেই থাকুন।

অনলাইনে বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম-

আপনি বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার জন্য এই লিংকটিতে- wifaqresult.com ক্লিক করে বেফাক রেজাল্ট ওয়েবাসাইটে প্রবেশ করুন।

এরপর আপনি এখান থেকে যেভাবে রেজাল্ট বের করতে চান ঠিক সেভাবেই করতে পারবেন।

যেমন- বেফাক পরীক্ষার ব্যক্তিগত ফলাফল, মাদ্রাসা ওয়ারী ফলাফল, মেধা তালিকা ফলাফল, বেফাক পরীক্ষার রেজাল্ট পুরুষ/মহিলা ইত্যাদি।

বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ ব্যক্তিগত ফলাফল-

বেফকের রেজালট বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করার পর ফলাফলের ধরন নির্বাচন করুন।

ব্যাক্তিগত ফলাফল দেখতে “ব্যক্তিগত ফলাফল দেখুন” সিলেক্ট করুন।

এরপর নিচের তথ্যগুলো দিয়ে ব্যক্তিগত রেজাল্ট দেখুন-

  • পরীক্ষার সন- এখানে আপনার বেফাক পরীক্ষার সন সিলেক্ট করুন।
  • মারহালা- এখানে আপনি যে পরীক্ষার রেজাল্ট জানতে চান সেটি মারহালা বা পরীক্ষার নাম সিলেক্ট করুন।
  • রোল- এখানে আপনার বেফাক পরীক্ষার রোল নাম্বারটি লিখে দিন।
  • সবশেষে নিচের দাখিল করুন অপশনে ক্লিক করুন।
৪৬ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ , বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ , বেফাক পরীক্ষার রেজাল্ট , বেফাক পরীক্ষার রেজাল্ট মাদরাসাওয়ারী , বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ ব্যক্তিগত ফলাফল , বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ , বেফাক পরীক্ষার রেজাল্ট 2023 , বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ ইবতিদাইয়্যাহ মহিলা , বেফাক পরীক্ষার রেজাল্ট 2023 মহিলা , বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে দিবে ,
বেফাক পরীক্ষার ব্যক্তিগত ফলাফল দেখুন

সঠিকভাবে তথ্য দেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যেই বেফাক পরীক্ষার ব্যক্তিগত ফলাফল দেখতে পাবেন।
অতপর আপনি রেজাল্ট সংগ্রহ করার জন্য প্রিন্ট আউট অথবা ডাউনলোড করে নিন।

আরো দেখুন, 

বেফাক পরীক্ষার মাদরাসাওয়ারী ফলাফল-

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মাদ্রাসাওয়ারী ফলাফল দেখতে প্রথমে এখানে ক্লিক করুন।

মাদ্রসাওয়ারী ফলাফল দেখতে “মাদরাসাওয়ারী ফলাফল দেখুন” সিলেক্ট করুন।

এরপর নিচের তথ্যগুলো দিয়ে মাদ্রাসাওয়ারী রেজাল্ট দেখুন।

  • পরীক্ষার সন- এখানে আপনার বেফাক পরীক্ষার সন সিলেক্ট করুন।
  • মারহালা- এখানে আপনি যে পরীক্ষার রেজাল্ট জানতে চান সেটি মারহালা বা পরীক্ষার নাম সিলেক্ট করুন। [ইলহাক- এখানে মাদ্রাসার ইলহাক নম্বর লিখুন। [ মাদরাসার ইলহাক নম্বর লেখার সময় ”ম” এর পরিবর্তে ইংরেজীতে “g” অক্ষর ব্যবহার করুন । যেমনঃ ম-১/৩০০ এর পরিবর্তে g-1/300।]
  • সবশেষে নিচের দাখিল করুন অপশনে ক্লিক করুন।
৪৬ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ , বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ , বেফাক পরীক্ষার রেজাল্ট , বেফাক পরীক্ষার রেজাল্ট মাদরাসাওয়ারী , বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ ব্যক্তিগত ফলাফল , বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ , বেফাক পরীক্ষার রেজাল্ট 2023 , বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ ইবতিদাইয়্যাহ মহিলা , বেফাক পরীক্ষার রেজাল্ট 2023 মহিলা , বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে দিবে ,
বেফাক পরীক্ষার রেজাল্ট মাদরাসাওয়ারী দেখুন

সঠিকভাবে তথ্য দেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যেই বেফাক পরীক্ষার মাদ্রাসাওয়ারী ফলাফল দেখতে পাবেন।

অতপর আপনি রেজাল্ট সংগ্রহ করার জন্য প্রিন্ট আউট অথবা ডাউনলোড করতে পারবেন।

বেফাকের রেজাল্ট 2023 মেধা তালিকা দেখার নিয়ম-

কওমী রেজাল্ট তথা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর অফিসিয়াল ওয়েবসাইটে বেফাকের পরীক্ষায় অংশগ্রহনকারী ছাত্র/ছাত্রীদের মেধা তালিকা প্রকাশ করা হয়।

অনলাইনে যে কেউ বেফাক পরীক্ষার মেধা তালিকা দেখার জন্য নিচের নিয়ম অনুসরণ করুন।

  • প্রথমে বেফাকের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • তারপর বাম দিকির মেনু বাটন থেকে মেধা অপশনটি সিলেক্ট করুন।
  • তারপর বেফাক পরীক্ষার সন সিলেক্ট করুন।
  • তারপর মারহালা বা পরীক্ষার নাম সিলেক্ট করুন।
  • এরপর লিঙ্গ পুরুষ/ মহিলা সিলেক্ট করুন।
  • সবশেষে দাখিল করুন বাটনে ক্লিক করুন।

সবকিছূ সঠিকভাবে দেওয়া হলে কয়েক সেকেন্ডের মধ্যেই বেফাকের মেধা তালিকা রেজাল্ট দেখতে পাবেন।

বন্ধুরা উপরে আমরা অনলাইনে বেফাক রেজাল্ট দেখার পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম।

এখান আমরা জানাবো যে কিভাবে মোবোইলে এসএমএস করে বেফাক পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

তো চলুন, বেফক পরীক্ষার ফলাফল জানার নিয়ম জেনে নেই।

অবশ্যই পড়ুন, 

মোবাইলে এসএমএস এর মাধ্যমে বেফাক রেজাল্ট দেখার নিয়ম-

বেফাক পরীক্ষার রেজাল্ট মোবাইলে এসএমএস করে দেখার জন্য নিচের নিয়ম অনুসরণ করুন।

যেকোনো সীম অপারেটর থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন- BEFAQ <space> মারহালার প্রথম অক্ষর <space> রোল নম্বর এবং মেসেজটি পাঠিয়ে দিন 9933 নম্বরে।

উদাহরণস্বরূপে- BEFAQ T 23657 And Send to 9933 .

কিছুক্ষণের মধ্যেই আপনাকে ফিরতি মেসেজ এর মাধ্যমে আপনার বেফাক রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।

বেফাক রেজাল্ট এসএমএস কোড বা মারহালার প্রথম অক্ষর দেখুন-

  1. তাকমিল (Takmil) – T
  2. ফজিলত (Fazilat) – F
  3. সানাবিয়া উলইয়া (Sanabia) – S
  4. মুতাওয়াসসিতাহ (Mutawassitah) – M
  5. ইবতিদাইয়্যাহ (Ibtidaiyah) – I
  6. হিফযুল কুরআন (Hifzul Quran) – H
  7. ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত (Qira) – Q

বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ ইবতিদাইয়্যাহ মহিলা-

বেফাক পরীক্ষা রেজাল্ট ইবহিদাইয়্যাহ মহিলা দেখার জন্য উপরের রেজাল্ট দেখার নিয়মগুলো ফলো করুন।

আর যখন ইবতেদাইয়্যাহ মহিলা রেজাল্ট দেখবেন তখন শুধুমাত্র ইবহিদাইয়্যাহ মহিলা রেজাল্ট দেখার জন্য লিঙ্গ সিলেক্ট করার সময় পুরুষ/মহিলা এর ক্ষেত্রে মহিলা সিলেক্ট করুন।

তাহলে আপনি শুধুমাত্র ইবতিদাইয়্যাহ মহিলা বা ছাত্রীদের রেজাল্ট পৃথকভাবে দেখতে পারবেন।

বেফাক পরীক্ষার রেজাল্ট 2023 মার্কশীট দেখুন এখানে-

বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়ার বেফাক পরীক্ষার রেজাল্ট মার্কশীট সহ দেখার জন্য অনেকেই অনলাইনে সার্চ করে থাকেন।

তবে বেফাক পরীক্ষার মার্কশীট মূলত বেফাক পরীক্ষার মেধা তালিকা। তাই উপরের দেওয়া নিয়ম অনুযায়ী বেফাক পরীক্ষায় আপনার মেধাতালিকা যাচায় করে নিন।

এতেকরে আপনার বেফাক পরীক্ষার মাকশীট দেখতে পাবেন।

আজকের শেষ কথা,

বন্ধুরা আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ৪৬ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩ এবং কিভাবে কওমী রেজাল্ট/ বেফাক পরীক্ষার রেজাল্ট দেখবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

বেফাক পরীক্ষার রেজাল্ট বিষয়ক কোনো কিছূ জানতে বা রেজাল্ট বের করতে সহযোগিতা পেতে নিচের কমেন্ট বক্ষে কমেন্ট করুন।

কওমী মাদ্রাসার রেজাল্ট নিয়ে লেখা আর্টিকেলটি যদি একটু উপকারে আসে তাহলে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ

Leave a Comment