জন্ম নিবন্ধন যাচাই করে কিভাবে? জন্ম নিবন্ধন সনদ যাচাই করার নিয়ম

আজকের আর্টিকেলে আমি আপনাদেরকে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করে কিভাবে? জন্ম নিবন্ধন সনদ যাচাই করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

জন্ম নিবন্ধন সনদ বা Birth Registration Certificate আমাদের জীবনে প্রায় সকল সরকারী বা বেসরকারী কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট।

বর্তমানে জন্ম নিবন্ধন করা প্রত্যেক বাংলাদেশী নাগরিকের জন্য অপরিহার্য। কেননা আপনি কোন দেশের নাগরিক তা শুধুমাত্র এখন জন্ম নিবন্ধন সনদ দ্বারাই প্রাথমিক ভাবে চিহ্নিত করা হয়।

আপনার যদি জন্ম নিবন্ধন সনদ না থাকে তাহলে আপনি একজন বাংলাদেশের নাগরিক হতে পারবেন না।

বর্তমানে বাংলাদেশের জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনের জন্য শিশুর জন্মের দিন থেকেই জন্ম নিবন্ধন করা সম্ভব।

শিশুর জন্মের ০০ দিন থেকৈ শিশুর বয়স 0৬ মাস পর্যন্ত বিনামূল্যে জন্ম নিবন্ধন করা যায়। তাই আপনি বা আপনার শিশুর যদি এখনো জন্ম নিবন্ধন না করে থাকেন তাহলে আজই জন্ম নিবন্ধন করে নিন।

কেননা, অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য অথবা jonmo nibondhon online copy দেখার জন্য আপনাকে অবশ্যই ইন্টারনেটের সাহায্য নিতে হবে।

আপনি ইন্টারনেটের সাহায্যে খুব সহজেই ঘরে বসে নিজের মোবাইল অথবা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে আপনার জন্ম সনদ দেখতে পারবেন।

তবে আপনাকে অবশ্যই অনলাইনে জন্ম নিবন্ধন ফরম পূরণ করে নিবন্ধিত হতে হবে।

আপনি যার জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করতে চান? তাকে অবশ্যই অনলইন জন্ম নিবন্ধন পদ্ধতিতে নিবন্ধিত হতেই হবে।

তা নাহলে, আপনি অনলাইন জন্ম নিবন্ধন কপি যাচাই করতে পারবেন না।

তাই আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন।

যার ফলে জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন সনদ যাচাই  করার নিয়ম , birth certificate বা জন্ম নিবন্ধন সনদ ডাউন*লোড।

আরো জানুন, 

এছাড়াও জন্ম সনদ অনলাইন কপি, জন্ম নিবন্ধন সনদ দেখার নিয়ম,  জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি, জন্ম নিবন্ধন সনদ ডাউন*লোড অনলাইন কপি, হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউন*লোড করার জন্ম নিবন্ধন সনদ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

এক নজরে দেখুন 👁‍🗨👁‍🗨

জন্ম নিবন্ধন যাচাই করে কিভাবে?

আমাদের সবারই প্রথম চালু হওয়া জন্ম নিবন্ধন করার সময়ের হাতের লেখা জন্ম সনদ রয়েছে। কিন্তু আমরা কখনো জন্ম সনদ যাচাই করে দেখিনি যে আমাদের জন্ম নিবন্ধন অনলাইনে আছে কি না?

বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে জন্ম নিবন্ধন প্রক্রিয়া থাকলেও অনেকের জন্ম নিবন্ধন অনলাইন ডাটাবেজে সংরক্ষিত নেই বা বাদ পরেছে।

তাই আপনার জন্ম নিবন্ধন কপি অনলাইনে আছে কি না তা পরিক্ষা করে নিন খুব সহজেই।

অনলাইনে জন্ম নিবন্ধন সনদ যাচাই করার নিয়ম- Online jonmo nibondhon sonod check

জন্ম নিবন্ধন সনদ যাচাই করার জন্য সবার আগে https://everify.bdris.gov.bd/সাইটটি ভিজিট করুন। সাইটটি ভিজিট করার পর আপনার সামনে নিচের ছবির মতো দেখতে পাবেন। এখন নিচের তথ্যগুলো দিন।

জন্ম নিবন্ধন যাচাই করে কিভাবে , জন্ম নিবন্ধন সনদ যাচাই করার নিয়ম , জন্ম নিবন্ধন সনদ যাচাই , জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড , জন্ম সনদ , জন্ম নিবন্ধন সনদ যাচাই , জন্ম সনদ যাচাই , birth certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড , জন্ম সনদ অনলাইন
জন্ম নিবন্ধন যাচাই
  • এরপর জন্ম নিবন্ধন সনদের 17 ডিজিট লিখুন।
  • তারপর জন্ম নিবন্ধন সনদের উল্লেখিত জন্ম লিখুন।
  • ফাইনালি সঠিকভাবে ক্যাপচা পূরণ করুন।
  • তারপর নিচের Search বাটনে ক্লিক করুন।

এখন আপনার জন্ম নিবন্ধন সনদটি ডিসপ্লে হবে । আপনি সেটি দেখে যাচােই করে নিতে পারবেন।

জন্ম নিবন্ধন নাম্বার লেখার সময় আপনার পুরাতন জন্ম সনদের ১৭ সংখ্যার নাম্বার লিখুন।

জন্ম তারিখ লেখার সময় প্রথমেই জন্ম সাল, তারপর মাস এবং সবশেষে জন্ম তারিখ লিখুন।

আর নিচের ক্যাপচাতে যে সখ্যাগুলো দেখতে পাবেন সেগুলোর যোগফল সঠিকভাবে লিখে দিন। তাছাড়া আপনি আপনার জন্ম নিবন্ধন সদন যাচাই করতে পারবেন না।

জন্ম নিবন্ধন সনদ পিডিএফ ডাউন*লোড করুন-

আপনার জন্ম নিবন্ধন সনদ পিডিএফ বের করার জন্য জন্ম নিবন্ধন ১৭ ডিজিটের সংখ্যা এবং আপনার জন্ম তারিখ দিয়ে everify.bdris.gov.bd ওয়েবাসাইট থেকে প্রথমেই জন্ম সনদ তথ্য যাচাই করে নিন।

তারপর আপনার জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি PDF আকারে বের করে নিন। তাছাড়াও আপনি আপনার জন্ম নিবন্ধন কপি সংগ্রহ করে রাখতে পারবেন।

অনলাইনে জন্ম সনদ যাচাই করার জন্য https://everify.bdris.gov.bd/ সাইটে প্রবেশ করার পর উপরের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।

সেখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ ও ক্যাপচা পূরণ করে Search করার পর নিচের ছবির মতো একটি অনলাইন জন্ম সনদ কপি দেখতে পাবেন।

জন্ম নিবন্ধন যাচাই করে কিভাবে , জন্ম নিবন্ধন সনদ যাচাই করার নিয়ম , জন্ম নিবন্ধন সনদ যাচাই , জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড , জন্ম সনদ , জন্ম নিবন্ধন সনদ যাচাই , জন্ম সনদ যাচাই , birth certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড , জন্ম সনদ অনলাইন
জন্ম নিবন্ধন সনদ যাচাই করার নিয়ম .

অনলাইন জন্ম সনদ কপিতে আপনি আপনার  নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম সনদ নম্বর, ঠিকানা ইত্যাদি দেখতে পারবেন।

এখানে দেখানো সকল তথ্য সঠিক থাকলে আপনি জন্ম সনদের পিডিএফ ফাইল সংগ্রহ করে নিতে পারবেন।

জন্ম সনদ পিডিএফ সংগ্রহ করার জন্য ctrl + p চেপে ধরুন এরপর কোথায় সেভ করতে চান তা সিলেক্ট করে দিন । এরপর আপনার জন্ম নিবন্ধন সনদটি ডাউন*লোড হয়ে যাবে।

তবে আপনি নিজে নিজেই অনলাইন থেকৈ জন্ম নিবন্ধন সনদ মূলকপি নামাতে পারবেন না। এর জন্য আপনাকে ইউনিয়ন পরিষদ বা পৌরসভার ডিজিটাল সেবা কেন্দ্রে যেতে হবে।

সেখানে কর্মরত সেবাদানকারী ব্যক্তিদের কাছ থেকে জনম্ন নিবন্ধন সদন মূল কপি ডাউন*লোড করতে পারবেন । তারপর সেটি প্রিন করে নিয়ে নিজের কাছে সংগ্রহ করে রাখুন।

অরিজিনাল জন্ম নিবন্ধন দেখার নিয়ম- জন্ম নিবন্ধন সনদ অনলাইন পিডিএফ

আপনি যখন ঘরে বসে নিজে নিজেই জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন তখন আপনাকে একটি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে।

এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে পারবেন।

তাছাড়া আপনি যদি ইউনিয়ন পরিষদ বা পৌরসভার আন্ডারে তাদের কাছ থেকে জন্ম নিবন্ধন আবেদন করে থাকেন । তাহলে আপনাকে কোন অ্যাপ্লিকেশন আইডি দিবে না।

আরো পড়ুন, 

কয়েকদিন অপেক্ষা করার পর আপনি তাদের কাছ থেকে মূল বা অরিজিনাল জন্ম নিবন্ধন সার্টিফিকেট পেয়ে যাবেন।

অনলাইন থেকে আপনি কখনোই অরিজিনাল জন্ম নিবন্ধন কপি পিডিএফ সংগ্রহ বা নামাতে পারবেন না। শুধুমাত্র জন্ম নিবন্ধন অনলানে যাচাই করতে পারবেন।

জন্ম নিবন্ধন যাচাই করার ওয়েবসাইট-

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জন্ম ও মৃতু নিবন্ধন কার্যক্রম চালু করেছে।

সেই সুবাদে স্থানীয় সরকার মন্তনালয়ের অধীনে জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের কর্তৃপক্ষের অনলাইনে জন্ম নিবন্ধন  যাচাই বা মৃত্যু নিবন্ধন সনদ বিষয়ক ওয়েবসাইট রয়েছে।

সেই ওয়েবসাইট লিংক https://bdris.gov.bd/ থেকে বাংলাদেশের যে কোনো নাগরিক তার জন্ম নিবন্ধনের জন্য আবেদন ও যাচািই করতে পারবেন।

তাছাড়া ও জন্ম নিবন্ধন সনদের কোন ভুল ত্রুটি থাকলে সেটি সংশোধন করে নিতে পারবেন।

birth certificate জন্ম নিবন্ধন ডাউন*লোড বা সংগ্রহ করার নিয়ম-

জন্ম নিবন্ধন সনদ প্রিন্ট করন

জন্ম নিবন্ধন যাচাই করার পর সেই জন্ম নিবন্ধনের যাচাই কপি বের করা খুবই সহজ একটি কাজ।

জন্ম সনদ বের করার জন্য আপনাকে প্রথমেই জন্ম নিবন্ধন তথ্য যাচাই করে নিতে হবে।

তারপর ডিসপ্লেতে দেখানো জন্ম সনদটির কপি প্রিন্ট করার জন্য ctrl+p একসাথে টাইপ করুন।

ctrl+p একসাথে চেপে ধরার সাথে সাথেই আপনি নিচের ছবির মতো দেখতে পাবেন।

জন্ম নিবন্ধন যাচাই করে কিভাবে , জন্ম নিবন্ধন সনদ যাচাই করার নিয়ম , জন্ম নিবন্ধন সনদ যাচাই , জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড , জন্ম সনদ , জন্ম নিবন্ধন সনদ যাচাই , জন্ম সনদ যাচাই , birth certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড , জন্ম সনদ অনলাইন
জন্ম নিবন্ধন প্রিন্ট করন

এখন আপনি এটিকে প্রিন্ট করতে পারবেন আবার পিডিএফ সংগ্রহ করতে পারবেন।

প্রিন্ট করার জন্য ctrl+p চাপার পর Print অপশনে ক্লিক করুন।

এরপর প্রিন্টার সিলেক্ট করে নিচের Print অপশনে ক্লিক করুন।

এতে করে আপনার জন্ম সনদটি প্রিন্ট হয়ে যাবে।

জন্ম সনদ পিডিএফ ফাইল নামান- 

আর যদি জন্ম সনদটি পিডিএফ সংগ্রহ করতে চান তাহলে ctrl+p চেপে ধরার পর –

জন্ম নিবন্ধন যাচাই করে কিভাবে , জন্ম নিবন্ধন সনদ যাচাই করার নিয়ম , জন্ম নিবন্ধন সনদ যাচাই , জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড , জন্ম সনদ , জন্ম নিবন্ধন সনদ যাচাই , জন্ম সনদ যাচাই , birth certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড , জন্ম সনদ অনলাইন
জন্ম সনদ PDF নামানো .

Destination অপশনের ডান পাশে ক্লিক করে Save As PDF সিলেক্ট করে নিন।

তারপর নিচের Save অপশনে ক্লিক করে আপনার ডিভাইসে পিডিএফ ফাইল সেভ করে নিন।

সেভ করা পিডিএফ ফাইলটি পরবর্তী যে কোনো সময়ে আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারবেন।

হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউন*লোড করবেন যেভাবে-

আপনার যদি জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গিয়ে থাকে । তাহলে চিন্তা করার কিছু নেই। কারণ এখন হারিয়ে যাওয়া জন্ম সনদও খুব সহজেই অনলাইন থেকে সংগ্রহ বা ডাউনলোড করা যায়।

আপনি চাইলে যেকোনো হারিয়ে যাওয়া জন্ম সনদ সংগ্রহ করার জন্য সংশোধন এর সমপরিমাণ ফি প্রদান করার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন।

তবে হারিয়ে যাওয়া জন্ম সনদ তুলার জন্য আপনাকে পৌরসভা বা ইউনিয়ন পরিষদ ডিজিটাল তথ্যসেবা থেকে সংগ্রহ করে নিতে হবে।

এছাড়াও আপনার জন্ম সনদটি যদি হাতে লেখা হয় তাহলে সেটির জন্য অনলােইনে ফি জমাদানের মাধ্যমে অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন।

অথ্যাৎ জন্ম নিবন্ধন অনলাইন কপি সহ মূল কপি বের করে নিতে পারবেন।

কিন্তু আপনি যদি ডিজিটাল তথ্যসেবা কেন্দে না গিয়ে নিজে নিজে জন্ম সনদ বের করতে চান?

সেই ক্ষেত্রে আপনি শুধূমাত্র জন্ম নিবন্ধন অনলােইন যাচাই কপি সংগ্রহ করতে পারবেন । মূল জন্ম সনদ বের করতে পারবেন না।

ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ যাচাই করণ। union porishad birth certificate check online

বন্ধুরা আপনাদের জন্ম সনদ যদি ইউনিয়ন পরিষদের হয়ে থাকে।

তাহলে, আপনারা ইউনিয়ন পরিষদের ডিজিটাল তথ্যসেবা কেন্দ্র থেকে সেখানে কর্মরত উদ্দোক্তার কাছ থেকে আপনার জন্ম নিবন্ধন সনদের মূল কপি সংগ্রহ করতে পারবেন।

তাছাড়াও সেখানে গিয়ে আপনি জন্ম সনদ যাচাই করতে চান ? নাকি জন্ম সনদ নতুন করে করতে চান? নাকি আপনার জন্ম সনদ হারিয়ে গেছে? ইত্যাদি যে সার্ভিস পেতে চান।

সেটি ডিজিটাল তথ্যসেবা কেন্দ্রের উদ্দোক্তাকে বলে সেই অনুপাতে সেবা গ্রহণ করতে পারবেন ।

নির্দিষ্ট পরিমাণে ফি প্রদান করার পাশাপাশি আপনি জন্ম সনদের সকল সেবা গ্রহণ করতে পারবেন । এবং আপনার মূল জন্ম সনদ কপিও সংগ্রহ কর নিতে পারবেন ।

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন সনদ যাচাই করার নিয়ম

আপনি যদি শুধূমাত্র জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন সনদ চেক করতে চান, তাহলে সেটি করতে পারবেন না । কেননা, শুধুমাত্র জন্ম তারিখ দিয়ে জন্ম সনদ যাচাই করা অসম্ভব ।

জন্ম সনদ যাচাই করার জন্য অবশ্যই জন্ম নিবন্ধন নাম্বার এর প্রয়োজন । জন্ম নিবন্ধন নাম্বার বলতে জন্ম রেজিষ্ট্রেশন নাম্বারকে বোঝানো হয়েছে এটি সাধারণত ১৭ ডিজিটের হয়ে থাকে ।

অবশ্যই পড়ুন, 

আপনি জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ এই দুটির সাহায্যে জন্ম সনদ যাচাই করে নিতে পারবেন।

কিভাবে জন্ম সনদ যাচাই করবেন সেটি উপরে আলোচনা করা হয়েছে।

আপনি চাইলে আর্টিকেলটি পুনরায় পড়ে নিতে পারেন । তাহলেই নিজে নিজেই জন্ম সনদ যাচাই করতে পারবেন।

প্রশ্ন-উত্তর:

জন্ম নিবন্ধন সনদ যাচাই করার ফি কত?

আপনাদের সকলেরই জানা প্রয়োজন যে জন্ম সনদ যাচাই করার জন্য কোনে ধরনের ফি প্রদান করতে হয় না। সম্পূর্ণ বিনামূল্যে জন্ম সনদ যাচাই করা যায়।

তবে জন্ম সনদের অন্যান্য সার্ভিস যেমন- জন্ম সনদ সংশোধন, মূল কপি বের ডাউন*লোড করণ, হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউন*লোড ইত্যাদির জন্য নির্দিষ্ট পরিমাণে ফি প্রদান করতে হয়।

জন্ম তারিখ দিয়ে জন্ম সনদ যাচাই করার ওয়েবসাইট-

জন্ম তারিখ দিয়ে জন্ম সনদ যাচাই করার জন্য,  জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউন*লোড বা অনলাইন কপি ডাউন*লোড করার জন্য প্রথমেই- everify.bdris.gov.bd ভিজিট করুন।

তারপর আপনার জন্ম সনদের ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ (yyy-dd-mm) লিখুন।

তারপর নিচের বক্সে ক্যাপচা সংখ্যা সঠিকভাবে পূরণ করে দিন।

এরপর সবশেষে থাকা Search বাটনে ক্লিক করুন।

কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আপনার জন্ম সনদের যাচাই কপি দেখতে পারবেন।

এটি আপনি পিডিএফ এবং প্রিন্ট উয়ইভাবে সংগ্রহ করতে পারবেন।

জন্ম নিবন্ধন সনদ অনলাইন চেক Apps

আপনি খুব সহজেই জন্ম নিবন্ধন সনদ অনলাইন চেক Apps দিয়ে জন্ম সনদ চেক করতে পারবেন।

জন্ম নিবন্ধন অনলাইন চেক Apps ইনস্টল করার জন্য প্রথমেই গুগল প্লে স্টোর থেকে এ্যাপটি নামাতে হবে।

তারপর আপনার ব্রাউজারের থ্রি ডট মেনুতে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিন।

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই কপি Bangladesh

বর্তমান ডিজিটাল বাংলাদেশের ফলস্বরূপে বিশ্বের যে কোনো দেশ থেকে অনলাইনে বাংলাদেশের জন্ম নিবন্ধন সনদ যাচাই করা যাবে।

আপনি বিশ্বের যে কোনো দেশ থেকেই বাংলাদেশের জন্ম সনদটি যাচাই করতে পারবেন।

এরজন্য আপনার শুধুমাত্র জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখের প্রয়োজন হবে।

নাম ও জন্ম তারিখ দিয়ে জন্ম সনদ যাচাই করবেন কিভাবে?

নাম ও জন্ম তারিখ দিয়ে জন্ম সনদ যাচাই করার জন্য সর্ব প্রথম আপনাকে http:// everifi.bdris.gov.bd ওয়েবসাইটে যেতে হবে।

স্থানীয় সরকার মন্ত্রনালয়ের জন্ম নিবন্ধন সার্ভিস প্রদানের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি জন্ম তারিখ দ্বরা জন্ম নিবন্ধন যাচাই করার একটি বক্স দেখতে পাবেন।

আপনাকে এই বক্সে আপনার জন্ম নিবন্ধনের ১৭ ডিজিটের জন্ম সনদ নম্বর, জন্ম তারিখ লিখে দিতে হবে।

জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগবে?

জন্ম নিবন্ধনের সংশোধন অনুযায়ী এর ফি পরিশোধ করতে হয় বিভিন্ন রকমের। যেমন – জন্ম তারিখ সংশোধনের জন্য ১০০ টাকা ফি জমা দিতে হয়।

তাছাড়া নিজের নাম, পিতার নাম বা মাতার নাম এবং ঠিকানা পরিশোধের জন্য ৫০ টাকা ফি দিতে হয়। এই ফি প্রদানের মাধ্যমে আপনি বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় জন্ম সনদের জন্য ফি প্রযোজ্য।

আজকের শেষ কথা,

বন্ধুরা, আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করে কিভাবে? জন্ম নিবন্ধন সনদ যাচাই করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

আপনি যে কোন জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে চান না কেন, সেটিই অনলাইনে করে নিতে পারবেন।

তবে, এর জন্য আপনাকে সেই জন্ম সনদের নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ থাকতে হবে।

জন্ম সনদের নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ জানা থাকলে যে কোনো জন্ম সনদ যাচাই করা যাবে যে কোনো দেশ থেকে বাংলাদেশ সরকারের সরকারি অফিসিয়াল ওয়েবসাইট- bdris.gov.bd থেকে।

বন্ধুরা আজকের জন্ম সনদ বিষয়ক আর্টিকেল সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে।

অথবা জন্ম সনদ যাচাই করতে অসুবিধার সম্মুখীন হন, তাহলে কমেন্ট করুন।

আমরা আপনাদের কমেন্ট এর উত্তর দিতে সচেষ্ট থাকবো।

তাছাড়াও, আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ

Leave a Comment