আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো, কিভাবে লোগো তৈরি করব? (how to create logo) লোগো তৈরি করার নিয়ম, কিভাবে Logo design free তে করবেন free logo maker দিয়ে ইত্যাদি বিষয় নিয়ে। তাই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
আপনার যদি একটি ব্লগ বা ওয়েবসাইট থাকে এবং তার জন্য যদি লোগো তৈরির করবেন বলে ভাবেন তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন। মূলতা লোগো ডিজাইন বা লগো তৈরি করা মোটামোটি কঠিন একটি কাজ।
তবে, অনলাইনে এমন অনেক ধরনের লোগো তৈরী করার সফ্টওয়্যার আছে। সফ্টওয়্যারগুলো ব্যবহার করে আপনি আপনার ব্লগ বা ওয়েবসাইটের জন্য একটি ফ্রী লোগো তৈরি করতে পারবেন।
কিভাবে লোগো তৈরি করবো?
অনলাইনে অনেক লোগো তৈরির সফ্টওয়্যার রয়েছে যেগুলো ফ্রিতে লোগো তৈরির কথা বলে যখন আমরা লোগো তৈরি করে সেভ করতে যায় তখন আমাদের কাছ থেকে টাকা চেয়ে থাকে নয়তো লোগো নামানো যায় না।
তারা অবশ্যই প্রথমে বলে থাকে ফ্রি লোগো ডিজাইন করুন “create a free logo” কিন্তু করার জন্য চার্জ নেয়।
আবার অনলাইনে এমন অনেক লোগো ডিজাইন সফ্টওয়্যার বা ওয়েবসাইট আছে। যেগুলো ব্যবহার করে আপনি একটি ফ্রি লোগো বানাতে পারবেন এবং নামাতেও পারবেন।
লোগো নামানোর জন্য এখানে কোন টাকা চাওয়া হয় না। একদম ফ্রিতে লোগো তৈরি করে নামানো গেলেও এসব লোগো “low quality” সম্পন্ন হয়ে থাকে।
আপনি যদি, low quality logo নিজের ব্লগ বা ওয়েবসাইট অথবা ইউটিউবের চ্যানেলের জন্য ব্যবহার করেন তবে সেটা অনেকটাই দেখতে আকর্শনীয় হয়ে উঠবে না।
তাই আপনি আপনার ওয়েবসাইট বা ইউটিউবের জন্য সবসময় হাই কোয়ালিটি সম্পন্ন লোগো ব্যবহার করুন।
একটি ভালো মানের লোগো থাকাটাও আপনার ওয়েবসাইট বা ইউটিউবের জন্য অনেকটাই জরুরী।
আরো পড়ুন,
- ডোমেইন কি? ডোমেইনের প্রকার এবং ব্যবহার
- ওয়েব হোস্টিং কি? হোস্টিং কত প্রকার best web hosting কোনটি ? বিস্তারিত
এখন প্রশ্ন হলো- আপনি কিভাবে একটি আকর্ষণীয় high quality লোগো তৈরি করবেন এবং ফ্রীতেই নামাবেন?
এর সঠিক উত্তর হলো, “CANVA অনলাইন লোগো ডিজাইন সফটওয়্যার“। এটি ব্যবহার আপনি আপনার ব্লগ বা ওয়েবসাইটের জন্য আকর্ষণীয় ও হাই কোয়ালিটির লোগো একদম ফ্রীতে তৈরি করতে পারবেন।
তাছাড়াও, খুব সহজেই তৈরি করা লোগো কোনো ওয়াটারমার্ক ছাড়া সেভ করতে পারবেন এখান থেকে।
বন্ধুরা, এখন “Canva” ব্যবহার করে কিভাবে লোগো তৈরি করব এবং কিভাবে লোগোটি সেভ করবো তা বিস্তারিত জেনে নেই।
ফ্রী প্রফেশনাল লোগো তৈরি করার নিয়ম- ফ্রী canva online tool
Canva online tool হচ্ছে এমন অনলাইট সফ্টওয়্যার বা tool যা দিয়ে আপনি গ্রাফিক ডিজাইন সম্পর্কিত সকল কাজ করতে পারবেন।
Canva online সফ্ট*ওয়ার বা tool টি ব্যবহার করে Social graphics , high quality logo , stylish Resume, invitation card বা YouTube চ্যানেল ডিজাইন ইত্যাদি সকল কাজ খুব সহজেই করতে পারবেন।
আরো পড়ুন,
এখন আমরা কিভাবে canva তে লোগো তৈরি করা যায়? সেটা জানবো।
Canva দিয়ে লোগো তৈরি করার নিয়ম- (Canva Logo Maker)
Canva Logo Maker হলো অনলাইন লোগো তৈরির একটি সফ্টওয়্যার বা টুল্স। এটি ব্যবহার করার জন্য আপনার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপকে ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে হবে।
তাছাড়াও গুগল প্লে স্টোর থেকে CANVA mobile App ডাউন*লোড করে আপনি খুব সহজেই মোবাইলে লোগো তৈরি করতে পারবেন।
১. Canva ওয়েবসাইটে প্রবেশ করুন-
সর্বপ্রথম আপনাকে “Canva ওয়েবসাইটে” এ প্রবেশ করুন।
ক্যানভা ওয়েবসাইটে যাওয়ার পর “New to Canva? signup” লেখা দেখতে পাবেন । এবং লেখাটির নিচে একটি রেজিস্ট্রেশন (registration) ফর্ম দেখতে পাবেন।
এখানে আপনাকে কয়েকটি অপসন দেওয়া হয়েছে। আপনি সোজা “small business (startup, blog)” অপশনে ক্লিক করে দিন।
আবার অনেক সময় “Sign up for free” লেখার একটি link দিয়ে দেওয়া হয়, সেখানে click করেও সরাসরি ক্যানভাতে signup করা যায়।
২. ক্যানভাতে sign up করুন-
এর পর ক্যানভাতে সাইনআপ করতে আপনাকে দুটো অপসন দেওয়া হবে।
আপনি যদি, যেকোনো Gmail একাউন্ট ব্যবহার করে signup করতে চান তাহলে ওপরের অপসনটিতে ক্লিক করবেন।
আর যদি, নিজের নাম এবং অন্য ইমেইল আইডি দিয়ে ক্যানভা একাউন্ট করতে চান? তাহলে নিচের “Sign up with email” অপশনে ক্লিক করে দিন।
বাংলাদেশে সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটি | বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা
৩. ফর্মটি ফিলাপ করুন-
Sign up with email এ ক্লিক করার পর, পরের পেজে আপনি একটি ফর্ম দেখতে পাবেন। এখন সেই ফর্মে আপনি আপনার চাহিত সকল তথ্য দিয়ে পূরণ করে দিন।
- নিজের নাম-
- ইমেইল আইডি-
- এবং, পাসওয়ার্ড (password) লিখুন-
ফরম টি সঠিক ভাবে পূরনের পর নিচে “Sign up” বাটন এ ক্লিক করুন।
Congratulations , অর্থাৎ আপনার canva একাউন্ট তৈরি হয়ে গেছে । এরপর, আপনাকে ক্যানভা পক্ষ থেকে কাজের কিছু অপসন দেখানো হবে।
৪. লোগো অপসন সিলেক্ট করুন-
Sign up বাটন ক্লিক করার পর, পরের পেজে আপনি বিভিন্ন ধরনের অপসন দেখতে পাবেন । সেখান থেকে আপনি কোনটি বানাতে চান তা সিলেক্ট করে নিন।
যিহেতু, আপনি লোগো বানাতে চান, তাই “I want to create a” লেখার নিচে “LOGO” তে ক্লিক করুন।
এরপর আপনাকে লোগোর অনেক ক্যাটাগরি বা ডিজাইন দেওয়া হবে। অথ্যাৎ আপনার যেরকম লোগো পছন্দ বা বানাতে চান তার একটি category সিলেক্ট করে নিন।
ওপরে ছবিতে দেখতে পাচ্ছেন, আপনাকে অনেক রকমের লোগোর category বা ডিজাইন বাছায় করার অপসন ক্যানভা দিয়েছে।
- Restaurant logo
- Brand লোগো।
- Fashion logo
- Computer logo
- Education লোগো ইত্যাদি
আপনি আপনার business category হিসেবে একটি সিলেক্ট করে তাতে ক্লিক করুন।
আপনি যদি ব্লগ বা ইউটিউব চ্যানেলের জন্য লোগো বানাতে চান তাহলে “Brand logo” অপশনে ক্লিক করুন।
৫. নিজের পছন্দের লোগো বানান-
Brand logo, বা আপনার পছন্দের যেকোনো লোগোর category বেঁচে নেয়ার পর আপনাকে logo editor পেজ এ নিয়ে যাওয়া হবে।
যেমনটা আপনি ওপরে দেখতে পাচ্ছেন, আপনাকে canva অনেক রকমে লোগো ডিজাইন দিয়ে দিয়েছে। এখন আপনাকে বিভিন্ন রকেরম ডিজাইন থেকে আপনার পছন্দের ডিজাইনটি সিলেক্ট করতে হবে।
আপনার বাছাই করা ডিজাইনটি এখন লোগো এডিট ড্যাশবোর্ড এ চলে আসবে।
ক্যানভাতে লোগো তৈরি করা বা এডিট করা অনেকটাই সোজা । আপনি লেখাগুলোতে ক্লিক করে আপনার নিজের কোম্পানি বা চ্যানেলের নাম দিয়ে দিতে পারবেন।
আইকন, বা ফটো আপলোড করে লাগাতে পারবেন । লোগোর টেক্স এর ধরন, background বা রং পরিবর্তন করতে পারবেন।
৬. নিজের তৈরি করা লোগো ডাউন*লোড করুন-
আপনার লোগোটি তৈরি করা সম্পূর্ণ হলে আপনি সেটা সোজা ডাউন*লোড করে নিতে পারবেন।
আপনার তৈরি করা লোগো ডা*উন*লোড করার জন্য আপনি হাতের ডানদিকে ওপরের “ডাউন*লোড” অপশনটিতে ক্লিক করে দিন।
এখন আপনাকে লোগোর ফাইল সিলেক্ট করে দিতে হবে।
আপনি, PNG, JPEG অথবা আপনার পছন্দমতো ফরমেট সিলেক্ট করে আবার নিচে “ডাউন*লোড” বাটন ক্লিক করে দিন ।
অবশ্যই পড়ুন,
Congratulations , এখন আপনার তৈরি করা high quality লোগো আপনার কম্পিউটারে ডাউন*লোড হয়ে যাবে।
এখন আপনি আপনার নিজের তৈরি করা লোগোটি আপনার ওয়েবসােইটে বা ইউটিউবে ব্যবহার করতে পারবেন।
ফ্রীতে অনলাইনে লোগো ডিজাইন করার সেরা ৩ টি ওয়েবসাইট- Free online logo maker
অনলাইনে Canva এর মতো আরো কিছু লোগো ডিজাইন ওয়েবসাইট বা সফ্টওয়্যার রয়েছে। যেগুলো ব্যবহার করে লোগো তৈরি করা ও ডাউন*লোড করা যায় খুব সহজেই।
এদের মধ্যে ফ্রীতে অনলাইনে লোগো ডিজাইন ও ডাউন*লোড করার সেরা ৩ টি ওয়েবসাইট (Free online logo maker) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-
এই ওয়েবসাইট গুলোতে আপনি সরাসরি আপনার জিমেইল দিয়ে একাউন্ট করে লোগো ডিজাইন করে ডাউন*লোড করতে পারবেন।
১. মাই ফ্রি লোগো মেকার ডট কম-
Myfreelogomaker.com হচ্ছে অনেক মজার free online logo design এবং down*load website এটি।
এখানে আপনি আগে থেকেই বিভিন্ন ধরনের logo design তৈরি করা দেখতে পাবেন, যেগুলো আপনি নিজের লোগো ডিজাইন করার কাজে ব্যবহার করতে পারবেন।
আপনার নিজের লোগোটি তৈরি করা হয়ে গেলে আপনি সোজাসোজি ডা*উন*লোড বাটন অপশনে click করে একদম ফ্রীতে ডাউনলোড করে নিতে পারবেন।
২. লোগো ডট কম-
Logo.com, হচ্ছে একদম ফ্রীতে লোগো তৈরি করার একটি সেরা অনলাইন সফটওয়্যার বা ওয়েবসাইট।
এখানেও আপনি অনেক সুন্দর সুন্দর লোগো ডিজাইন এবং আইকন দেখতে পাবেন । যেগুলো আপনি নিজের লোগো তৈরিতে ব্যবহার করতে পারবেন।
মনে রাখবেন, এখানেও লোগো তৈরি করার জন্য এবং ডাউন*লোড করতে আপনাকে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে।
৩. Namecheap.com লোগো মেকার-
Namecheap.com, হচ্ছে বর্তমানে অনেক জনপ্রিয় একটি domain এবং web hosting কোম্পানি। তবে এখানেও একটি ফ্রি লোগো তৈরির সফ্ট*ওয়ার চালু করা হয়েছে।
এই সফ্ট*ওয়্যার বা অনলাইন টুল ব্যবহার করেও আপনি আপনার নিজের ওয়েবসাইটের বা ইউটিউব চ্যানেলের জন্য একটি ফ্রি লোগো তৈরি করে ডাউন/লোড করতে পারবেন।
অবশ্যই পড়ুন,
- কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায় ? (সেরা কয়েকটি উপায়)
- ভিডিও দেখে টাকা আয় করার apps এবং সেরা ওয়েবসাইট সমূহ
- কিভাবে একটি ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা যায় ? বিস্তারিত জানুন
Namecheam logo maker ব্যবহার করে ফ্রীতে লোগো তৈরি করা ও ডাউন/লোড করা অনেক সোজা।
এখানো লোগো ডিজাইন/তৈরি করতে ও ডাউন/লোড করতে প্রথমেই আপনাকে একটি Namecheap account তৈরি করে নিতে হবে।
এরপর এখানে প্রবেশ করে আপনার নিজের কোম্পানি বা ব্র্যান্ডের নাম দিয়ে ডিজাইনগুলোর মধ্য থেকে যে কোনো একটি ডিজাইন সিলেক্ট করুন।
প্রয়োজনে আইকন যোগ করতে পারেন। অতপর লোগো তৈরি হয়ে গেলে ডাউন*লোড করে নিন।
প্রশ্ন-উত্তর:
কিভাবে ভালো লোগো তৈরি করা যায়?
লোগো তৈরির সবচেয়ে ভালো নিয়ম হলো-
(১) সরলতা: এটি একটি ভাল লোগো তৈরির জন্য সহজ এবং সহায়ক হওয়া উচিত। তাই মনে রাখা বা পুনরুত্পাদন করা কঠিন হতে পারে এমন জটিল নকশাগুলি এড়িয়ে চলা। (২) স্মরণযোগ্যতা: একটি ভাল লোগো তৈরির ক্ষেত্রে স্মরণীয় এবং চিনতে সহজ হওয়া উচিত। এমন একটি ডিজাইনের লক্ষ্য করুন যা অনন্য এবং সকল প্রতিযোগিতা থেকে আলাদা।
লোগো ডিজাইন কি?
লোগো ডিজাইন হল যে কোনো একটি ব্র্যান্ড বা কোম্পানির জন্য নির্দিষ্ট একটি চিহ্ন তৈরির কাজ। লোগোকে বলা যায় সাধারণত একটি প্রতীক, ব্র্যান্ডমার্ক বা চিত্র দ্বরা তৈরি যা কোম্পানির বা ব্যান্ডের প্রতিনিধিত্ব করে। প্রত্যেকটি কোম্পানির লোগো আলাদা আলাদা হওয়া উচিত এবং খুব সহজেই চেনার উপায় হওয়া প্রয়োজন।
লোগো ডিজাইন কত প্রকার কি কি?
লোগো ডিজাইন বিভিন্ন প্রকারের হতে পারে। তবে নিচে লোগো ডিজাইনের ৫ টি প্রকার নিয়ে আলোচনা করা হলো। যেমন-
১। ওয়ার্ড মার্ক লোগো (Wordmarks or logotypes)
২। লোগো সিম্বল (Pictorial mark or logo symbols)
৩। অ্যাবস্ট্রাক্ট লোগো (Abstract logo marks )
৪। লেটার মার্ক লোগো (Monogram logos or letter mark logo)
৫। মাস্ককোটস লোগো (Mascot logo)
আজকের শেষ কথা,
কিভাবে লোগো তৈরি করব? লোগো তৈরি করার নিয়ম, তৈরি করা লোগো ফ্রীতে কিভাবে ডাউন/লোড করবো ইত্যাদি বিস্তারিত আমি আপনাদেরকে জানালাম।
আর্টিকেল সম্পর্কে কোন প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যদি লোগো বানানোর নিয়ম বা পদ্ধতি আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেযার করবেন। ধন্যবাদ