কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করার জনপ্রিয় ৭ টি ওয়েবসাইট: বন্ধুরা আপনারা যদি কম্পিউটার অপারেটর হয়ে থাকেন এবং আপনার যদি একটি ল্যাপটপ বা কম্পিউটার থেকে থাকে।
তাহলে বিভিন্ন সময়ে আপনার কম্পিউটার বা ল্যাপটপের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ডাউনলোড করার প্রয়োজন দেখা দিতে পারে । কিন্তু এই সফটওয়্যারগুলি আপনি কোথায় পাবেন?
এমন চিন্তা যদি থাকে আপনার তাহলে আপনার কোন চিন্তার কারণ নেই। কেননা আজ আমি আপনাদের সাথে computer software download করার জনপ্রিয় ৭ টি ফ্রি ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব।
যেগুলোর মাধ্যমে আপনি আপনার উইন্ডোজ কম্পিউটারের জন্য সকল প্রয়োজনীয় কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন।
এই ওয়েবসাইট গুলোতে আপনি উইন্ডোস ৭, উইন্ডোস ৮, উইন্ডোস ১০ কম্পিউটারের জন্য সকল সফটওয়্যার পেয়ে যাবেন।
কম্পিউটার সফটওয়্যার কি?
কম্পিউটার দ্বারা যে বিশেষ কাজ করানো হয় তাকে সফটওয়ার বলা হয়। যার ফলে সফটওয়্যার এ থাকা নির্দেশ ও প্রোগ্রাম গুলোর মধ্যমে কম্পিউটার ডিভাইসের বিভিন্ন হার্ডওয়্যার গুলোকে নিয়ন্ত্রণ করে থাকে তাকেই সফটওয়্যার বলা হয়।
আর কম্পিউটার সফটওয়্যার (Computer software) বলতে বোঝায়, এমন কিছূ কম্পিউটার প্রোগ্রাম, কর্মপদ্ধতি ও ব্যবহারবিধি, যার সাহায্যে কম্পিউটারে নির্দিষ্ট ধরনের কাজ সম্পাদন করা যায়।
অর্থাৎ Computer software হলো কম্পিউটারের কিছু program সংগ্রহ বা কালেকশন।
আরো পড়ুন,
- নিজের ব্লগে কেমন আর্টিকেল লিখবেন ? ব্লগে আর্টিকেল লেখার নিয়ম
- ওয়েবসাইট কি ? ওয়েবসাইট তৈরির ধাপসমূহ
- কিভাবে কম্পিউটারে স্ক্রিনশট নিবেন?
কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করার জনপ্রিয় ৭ টি ওয়েবসাইট- Download PC Software
Google এ সার্চ করে আপনি উইন্ডোস কম্পিউটার বা ল্যাপটপের জন্য Download PC Software এর অনেক software ডাউনলোড ওয়েবসাইট পাবেন।
তবে, আপনার এটা আগে জানা দরকার যে, সফটওয়্যার ডাউনলোড এমন অনেক ওয়েবসাইট আছে যারা আপনার কম্পিউটারে সফটওয়ার ডাউনলোডের সময় বিভিন্ন ধরনের ভাইরাস ঢুকিয়ে দিতে পারে।
তাই সব ধরনের সাইট থেকে ফ্রিতে কম্পিউটার সফ্টওয়্যার ডাউনলোড / Download PC Software ইনস্টল করা আপনার জন্য নিরাপদ নয়।
শুধুমাত্র সেসকল সাইট থেকে আপনার কম্পিউটারের জন্য সফ্টওয়্যার ডাউনলোড করুন, যে সকল ওয়েবসাইট বিশ্বাসযোগ্য, জনপ্রিয় এবং বেশিরভাগ মানুষ তাদের কম্পিউটার সফটওয়্যার বা অন্য কিছু ডাউনলোড করতে ব্যবহার করে থাকে।
এবং যেসব সকল ওয়েবসাইট থেকে আপনার computer software download করার সময় ভাইরাসের কোন ভয় নেই।
আর সেজন্যই, আজ আমি আপনাদের সাথে এখন এমন কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করার জনপ্রিয় ৭ টি ওয়েবসাইট/সফ্টওয়্যার সম্পর্কে বলবো। যে ওয়েবসাইটগুলো খুবই ট্রাস্টেড (trusted) এবং আপনার কম্পিউটারে ভাইরাস ঢোকার তেমন কোনো সুযোগ নেই।
১. Download.com – ফ্রি সফ্টওয়্যার
Download.com এই ওয়েবসাইটে আপনারা mac, IOS এবং এন্ড্রয়েড Software একদম ফ্রীতেই পেয়ে যাবেন।
ইন্টারনেট জগতে Download.com ওয়েবসাইটটি অনলাইন জগতের ডাউনলোড সাইটের রাজাও বলা যয়। এই ওয়েবসাইটটির বয়স আনুমানিক ১৮-২০ বছর।
এই ওয়েবসাইটটির মালিকে নাম হচ্ছে CNET যা ইন্টারনেটে টেকনোলজি এবং প্রোডাক্ট রিভিও ওয়েবসাইটের অনেক বিখ্যাত নাম।
এই জনপ্রিয় এবং বিখ্যাত সাইটিতে আপনার ভাইরাস এবং adware নিয়ে কোনো ভয়ের কারণ নেই।
আপনি শুধু এই সাইটে গিয়ে আপনার প্রয়োজনীয় সফ্টওয়্যারটি যা আপনি ডাউনলোড করতে চান তা সিলেক্ট করে download অপশনে ক্লিক করুন।
আপনার একটি ক্লিকেই software download হয়ে যাবে। এই সাইটে প্রায় ১,০০,০০০ এরও বেশি ফ্রিওয়ার (freeware) এবং shareware সফটওয়্যার পাবেন।
এখানে আপনি ফ্রি কম্পিউটার এন্টিভাইরাস , ফটো এডিটিং সফটওয়্যার , সিস্টেম ক্লিনার সফটওয়্যার ইত্যাদি সবকিছুই পাবেন।
২. SoftPedia.Com – Software Directory
Softpedia হলো অনেক ভালো লাগার মতো একটি ওয়েবসাইট । এখানে আপনি ফ্রিতে উইন্ডোস ৭, উইন্ডোস ৮ এবং উইন্ডোস ১০ এর হাজার হাজার কম্পিউটার সফ্টওয়্যার পাবেন।
এছাড়াও লিনাক্স, এন্ড্রয়েড এবং MAC সিস্টেমের সকল সফ্টওয়্যার আপনারা এখানে পাবেন।
আরো জানুন,
- কিভাবে একটি ফ্রি ব্লগ তৈরি করা যায় ? ( ব্লগ খোলার নিয়ম )
- ওয়ার্ডপ্রেস কি ? ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করুন ২০ মিনিটে
এখানে অনেক PC গেম দেখতে পাবেন। আপনি চাইলে যে কোনে পিসি গেম আাপনার কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন।
এই সাইটটিও অনেক পুরাতন এবং নির্ভরযোগ্য। তাই ভাইরাসের কোন চিন্তা নেই এখানে । আপনার কম্পিউটারে নিজের মতো করে এখান থেকে PC software download করতে পারবেন।
৩. SnapFiles.com
SnapFiles.com এটি বানানো হয়েছিল ১৯৯৭ সালে । এখানে সফ্টওয়্যার কালেকশন অনেক বেশি।
আপনার প্রয়োজনীয় কম্পিউটার সফ্টওয়্যার ডাউনলোড করতে মাত্র নিতটি ক্লিকই যথেষ্ট। এখানে আপনি, সফ্টওয়্যারের বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেখতে পাবেন।
যেমন- ফ্রিওয়ার, shareware, latest downloads, top ১০০ downloads ইত্যাদি।
৪. FreeWareFiles.Com – PC ফ্রি সফটওয়্যার
FreeWareFiles নামটি দেখেই হয়তো বুঝতে পেরেছেন এটি হচ্ছে সকল ধরনের পিসি সফ্টওয়্যার ওয়েবসাইট।
বহু রকমের নিত্য নতুন ফ্রিওয়ার ফাইল আপনার উইন্ডোস কম্পিউটারের জন্য পেয়ে যাবেন। এখানে আপনারা সফ্টওয়্যারের বিভিন্ন ক্যাটাগরি পাবেন।
যেখান থেকে আপনি আপনার পছন্দের বা প্রয়োজনীয় কম্পিউটার সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন।
এখানেও মজার বিষয় হচ্ছে ক্যাটাগরির মাধ্যেমে বাছাই করে মনের মতো সফ্টওয়্যার ডাউনলোড করা যায়। আর অনেক সহজ ভাবেই ডাউনলোড করা যায়।
৫. FileHorse.Com
এই ওয়েবসাইটে আপনি নিত্য নতুন উইন্ডোস সফ্টওয়্যার পাবেন। Latest download এবং Most popular download ভাগে আপনি এখান থেকে অনেক ভালো Download PC Software পাবেন।
এই সাইটটিও ভাইরাস মুক্ত এবং শুধূমাত্র দুইটি ক্লিক করেই আপনার প্রয়োজনীয় কম্পিউটার ডাউনলোড সফ্টওয়্যারটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন।
৬. Filehippo.com– Best সফটওয়্যার সাইট
Filehippo.com এই ওয়েবসাইট সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন না । এটি একটি ফ্রি ডাউনলোডিং ওয়েবসাইট।
এখানে আপনি আপনার কম্পিউটারের জন্য সফটওয়্যার ডাউনলোড করতে গিয়ে প্রথমেই লেটেস্ট সফটওয়্যার গুলির লিস্ট দেখতে পাবেন।
আপনার যে সকল উইন্ডোজ সফটওয়্যার গুলো পছন্দ হবে আপনি সেগুলোকে শুধু ডাউনলোড অপশনে একটি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন।
Filehippo থেকে আপনি উইন্ডোস এবং ম্যাক (MAC) কম্পিউটারের জন্য A to Z সকল ফ্রি সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন।
এছাড়াও আপনারা এই সাইটটিতে বিভিন্ন ক্যাটাগরির (categories) পাবেন। আপনার প্রয়োজনীয় software খুঁজে বের করে ডাউনলোড করতে পারবেন।
কিছু পপুলার ক্যাটাগরি হলো-
Antivirus, software, System, photo/video, Internet/online software, multimedia, security, editing,, CD/DVD, Compression.
আপনার কম্পিউটারে সফটওয়্যার ডাউনলোড করতে এই ওয়েবসাইটটি অনেক সেফ। এবং filehippo ওয়েবসাইটে ভাইরাসের কোনো ভয় নেই।
অবশ্যই পড়ুন,
- ভিডিও দেখে টাকা আয় করার apps এবং সেরা ওয়েবসাইট সমূহ
- ঘরে বসে টাকা ইনকাম করার বিদেশি সাইট- সেরা সাইটসমূহ
- কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায় ? (সেরা কয়েকটি উপায়)
৭. FileCluster.Com – Unlimited Software
কম্পিউটারের নতুন ডাউনলোডিং ওয়েবসাইটগুলো মধ্যে FileCluster হলো একটি সাইট, যেখানে সবধরনের freeware এবং shareware সফ্টওয়্যার এর লেটেস্ট এবং আপডেট গুলো পাবেন।
এটি ২০০৬ সালে প্রথম ইন্টারনেটে দেখা দেয়। সাইটটিতে প্রবেশ করলেই লেটেস্ট এবং আপডেট এর অনেক সফ্টওয়্যার দেখতে পাবেন । যেগুলো দেখলেই আপনার ভালো লেগে যাবে এবং ডাউনলোড করতে মন চাইবে।
এটিও ভাইরাস মুক্ত আপনি এখান থেকেও আপনার প্রয়োজনীয় কম্পিউটার সফ্টওয়্যার ডাউনলোড করতে পারেন।
আজকের শেষ কথা,
বন্ধুরা আশা করি, কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করার জনপ্রিয় ৭ টি ফ্রি ওয়েবসাইট সম্পর্কে যে আলোচনা করেছি। তা আপনাদের ভালো লেগেছে । আপনি চাইলে আপনার প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করতে উপরে বর্ণিত ওয়েবসাইটে গিয়ে আপনার কম্পিউটারের জন্য উইন্ডোস কম্পিউটার ডাউনলোড সফ্টওয়্যার টি ডাউনলোড করতে পারবেন।
আপনার যদি কম্পিউটার সফ্টওয়্যার ডাউনলো করতে কোন সমস্যা বা পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ