এডুকেশন বোর্ড রেজাল্ট ২০২৩ – এসএসসি রেজাল্ট মার্কশীট সহ

প্রিয় এসএসসি রেজাল্ট প্রত্যাশী বন্ধুরা আজ আমি তোমাদের জন্য এডুকেশন বোর্ড রেজাল্ট ২০২৩ educationboardresults এবং এসএসসি রেজাল্ট মার্কশীট সহ কিভাবে দেখতে পারবে সে সম্পর্কে বিস্তারিত আর্টিকেলে লিখেছি।

তাই আর্টিকেলটি মনোযোগসহকারে শেষ পর্যন্ত পড়তে থাকো। তাহলে নিজে নিজেই educationboardresults মার্কশীটসহ রেজাল্ট ডাউনলোড করতে পারবে।

এবারের এসএসপি পরীক্ষা ২৮ শে মে ২০২৩ তারিখে শেষ হয়। তবে ইতিমধ্যেই এসএসসি পরীক্ষার্থীরা অধীর আগ্রহী হয়ে পড়েছেন যে, এডুকেশন বোর্ড রেজাল্ট কবে দিবে?

তারা নিয়মিতভাবে এসএসসি রেজাল্ট ২০২৩ লিখে অনলােইনে সার্চ করেন এবং এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম জানতে আগ্রহী হয়ে উঠেছেন।

তাই আজকের আর্টিকেলে আমি এসএসসি পরীক্ষার্থীসহ সকলের জন্য educationboardresults.gov.bd সম্পর্কে details আলোচনা করেছি।

বাংলাদেশের সর্ববৃহৎ পাবলিক পরীক্ষার রেজাল্ট হলো হলো এসএসসি পরীক্ষার রেজাল্ট। এসএসসি পরীক্ষায় প্রতি বছর প্রায় ১০ লাখেরও বেশি পরীক্ষার্থী এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে আসছেন।

তো চলুন এখন এডুকেশন বোর্ড রেজাল্ট কবে দিবে সে সম্পর্কে জেনে নেই।

এডুকেশন বোর্ড রেজাল্ট ২০২৩ কবে দিবে? SSC result 2023

এবছর এসএসসি পরীক্ষা ৩০ শে এপ্রিল ২০২৩ ইং তারিখে শুরু হয়। পরীক্ষা রুটিন ছিল ১ মাসের অর্থাৎ ৩০ মে ২০২৩ ইং তারিখে পরীক্ষা শেষ হওয়ার তারিখ ছিল।

কিন্তু ঘুর্ণিঝড় মোখার কারণে কয়েকটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়ে ছিল । যা পরবর্তী সময়ে নেওয়া হয়।

ইতিমধ্যেই এসএসসি বা সমমান সকল পরীক্ষা শেষ হয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে এসএসসি ফলাফল নিয়ে ব্যবপক উদ্বিগ্ন দেখা যাচ্ছে। কবে তাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে? তার আগ্রহ সকলের মাঝে বিরাজ করছে।

সাধারণত এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় পরীক্ষা শেষ হওয়ার  হওয়ার দিন থেকে শুরু করে ৬০ থেকে ৯০ দিনের মধ্যে।

তাই ৬০ থেকে ৯০ দিনের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফল জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে।

আরো জানুন, 

তাই এসএসসি পরীক্ষার ফলাফল কবে দিবে তা জানতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

কারণ আমরা নিয়মিত সকল শিক্ষা সংক্রান্ত রেজাল্ট সবার আগে আপডেট দিয়ে থাকি। তাছাড়াও আপনি এখান থেকে এডুকেশন বোর্ড রেজাল্ট সবার আগে এবং দ্রুত দেখতে পারেন।

বাংলাদেশের সকল এডুকেশন বোর্ডের নাম সমূহ- 

আপনি চাইলে বাংলাদেশে সকল শিক্ষা বোর্ড এর রেজাল্ট দেখার জন্য যে বোর্ডের অধীনে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করে বা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করেও এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।

তাই আপনাদের সুবিধার্থে বাংলাদেশের সকল শিক্ষাবোর্ডের নামগুলো এখানে তুলে ধরেছি।

  • ঢাকা শিক্ষা বোর্ড
  • ময়মনসিংহ শিক্ষা  বোর্ড
  • চট্টগ্রাম শিক্ষা  বোর্ড
  • সিলেট শিক্ষা  বোর্ড
  • রাজশাহী শিক্ষা  বোর্ড
  • কুমিল্লা শিক্ষা  বোর্ড
  • দিনাজপুর শিক্ষা  বোর্ড
  • যশোর শিক্ষা  বোর্ড
  • বরিশাল শিক্ষা  বোর্ড
  • মাদ্রাসা শিক্ষা  বোর্ড
  • কারিগরি শিক্ষা বোর্ড
উপরের প্রত্যেক বোর্ডের নামের উপরে ক্লিক করে বোর্ড অনুযায়ী এসএসসি রেজাল্ট আপনি আমাদের এই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন এবং মার্কশীটসহ এসএসসি রেজাল্ট ডাউনলোড করতে পারবেন।

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম- educationboarresult

এসএসসি রেজাল্ট চেক দেখার জন্য সাধারণত দুটি ওয়েবসাইট রয়েছে।

  • অনলাইনে এসএসসি রেজাল্ট চেক
  • মোবাইলে এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট চেক

অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম-

অনলাইনে বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার বা স্মাট মোবাইল ফোন ব্যবহার করতে হবে।

জন্ম নিবন্ধন যাচাই করে কিভাবে? জন্ম নিবন্ধন সনদ যাচাই করার নিয়ম

তারপর নিচের নিয়মগুলো ফলো করে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।

এরপর আপনি একটি এডুকেশন বোর্ড রেজাল্ট বিষয়ক ওয়েবসাইট দেখতে পাবেন। সেখানে নিচের তথ্যগুলো দিয়ে এসএসসি রেজাল্ট দেখুন।

এডুকেশন বোর্ড রেজাল্ট ২০২৩ , এসএসসি রেজাল্ট চেক , এডুকেশন বোর্ড রেজাল্ট মার্কশীট , বাংলাদেশ এডুকেশন বোর্ড রেজাল্ট , বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড রেজাল্ট , ঢাকা এডুকেশন বোর্ড রেজাল্ট , এসএসসি এডুকেশন বোর্ড রেজাল্ট , এডুকেশন বোর্ড রেজাল্ট কুমিল্লা , Education Board Result Marksheet , SSC Result with Marksheet , Ssc result , Education Board bangladesh , SSC Marksheet download , Education Board Result BD
এসএসসি রেজাল্ট ২০২৩ চেক
  • Examination – অপশনে এসএসসি বা সমমান পরীক্ষার নামটি সিলেক্ট করে দিন।
  • Year – অপশনে পরীক্ষার সন সিলেক্ট করুন।
  • Roll – এসএসসি পরীক্ষার্থীর রোল নম্বর লিখে দিন।
  • Registration – এখানে এসএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিন।
  • 4+6 = 10 অথবা যে সংখ্যা থাকবে তার যোগফল লিখে দিন।
  • সবকিছু সঠিক থাকলে নিচের Submit বাটনে ক্লিক করে দিন।

এখন কয়েক সেকেন্ডের মধ্যেই এসএসসি পরীক্ষার ফলাফল প্রদর্শিত হবে।

রেজাল্ট পাওয়ার পর আপনি সেটি ডাউনলোড করে নিয়ে প্রিন করে নিতে পারবেন।

এসএসসি রেজাল্ট ২০২৩ নম্বরসহ চেক- web based result 

আপনাদেরকে এখন আমি এসএসসি রেজাল্ট ২০২৩ নম্বরপত্র সহ কিভাবে বের করতে হয় তা জানিয়ে দিব।

ওয়েব বাসেড রেজাল্ট ওয়েবসাইট থেকে নম্বরপত্র সহ এসএসসি রেজাল্ট বের করার জন্য-

  • প্রথমেই আপনি web based result  এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
এডুকেশন বোর্ড রেজাল্ট ২০২৩ , এসএসসি রেজাল্ট চেক , এডুকেশন বোর্ড রেজাল্ট মার্কশীট , বাংলাদেশ এডুকেশন বোর্ড রেজাল্ট , বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড রেজাল্ট , ঢাকা এডুকেশন বোর্ড রেজাল্ট , এসএসসি এডুকেশন বোর্ড রেজাল্ট , এডুকেশন বোর্ড রেজাল্ট কুমিল্লা , Education Board Result Marksheet , SSC Result with Marksheet , Ssc result , Education Board bangladesh , SSC Marksheet download , Education Board Result BD
এসএসসি মার্কশীট ২০২৩

web based result ওয়েবসাইটে প্রবেশ করার পর উপরের ছবির মতো একটি পেজ দেখতে পাবেন।

এখন নিচের তথ্যগুলো দিন।

  • Examination অপশনে আপনি পরীক্ষার নাম  SSC/Dakhil সিলেক্ট করুন।
  • এরপর পরীক্ষার সাল ২০২৩ সিলেক্ট করে দিন।
  • অতপর আপনি পরীক্ষার বোর্ডের নাম Mymensingh সিলেক্ট করে দিন।
  • তারপর Result Type অপশনে – Individual Result সিলেক্ট করে দিন।
  • এখন আপনি পরীক্ষার Roll Number (123457) লিখে দিন।
  • তারপর আপনি পরীক্ষার Registration নাম্বার – 1234557710 লিখুন।
  • তারপর (চার ডিজিট) সিকিউরিটি কী সঠিকভাবে লিখে দিন।

সবকিছু সঠিক থাকলে নিচের Get Result বাটনে ক্লিক করুন।

কয়েক সেকেন্ড অপেক্ষা করুন, আপনি আপনার এসএসসি পরীক্ষার ফলাফল নম্বরপত্রসহ পেয়ে যাবেন।  ‍

আরো পড়ুন, 

মোবাইলে এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম- ‍SSC Result Check by SMS

আপনি যদি কোনো কারণে অনলাইনে এসএসসি রেজাল্ট দেখতে না পান অথবা মোবাইলে এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার প্রয়োজন হয়।

তাহলে মোবাইল দিয়ে এসএমএস এর মাধ্যমেও এসএসসি বা সমমান পরীক্ষার রেজাল্ট দেখে নিতে পারবেন।

মোবাইল দিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য নিচের SMS পদ্ধতি অনুসরণ করুন-

  • প্রথমেই মেসেজ অপশনে গিয়ে SSC টাইপ করুন ।
  • তারপর একটি স্পেস দিয়ে পরীক্ষার বোর্ডের প্রথম তিনটি অক্ষর লিখুন।
  • তারপর একটি স্পেস দিয়ে Roll নাম্বার লিখে দিন।
  • তারপর একটি স্পেস দিয়ে পরীক্ষার Year লিখে দিন।

সবকিছু সঠিক থাকলে মেসেজটি 16222 নম্বরে Send করুন।

Example:  SSC<>DHA<>125533<>2023 ‍And send to 16222

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের কোড বা ১ম তিন অক্ষর নিচে দেওয়া হলো-

  1. ঢাকা এডুকেশন বোর্ড =DHA
  2. চট্টগ্রাম এডুকেশন বোর্ড= CHI
  3. কুমিল্লা এডুকেশন বোর্ড= COM
  4. রাজশাহী এডুকেশন বোর্ড= RAJ
  5. সিলেট এডুকেশন বোর্ড= SYL
  6. দিনাজপুর এডুকেশন বোর্ড= DIN
  7. যশোর এডুকেশন বোর্ড= JES
  8. বরিশাল এডুকেশন বোর্ড= BAR
  9. কারিগরি এডুকেশন বোর্ড= TEC
  10. মাদ্রাসা এডুকেশন বোর্ড = MAD

এসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট ও লিংক

বাংলাদেশের বিভিন্ন পাবলিক পরীক্ষার রেজাল্ট দেখার জন্য শিক্ষাবোর্ডের আলাদা ওয়েবসাইট আছে।

যেমন  পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি ইত্যাদির আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে।

এসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট হলো-

১. মিনিস্ট্রি অফ ইডুকেশন বোর্ড রেজাল্ট- educationboarresults

ওয়েবসাইট লিংক- http://www.educationboardresults.gov.bd/

২. Web Based Result মার্কশীটসহ রেজাল্ট দেখার ওয়েব সাইট

ওয়েবসাইট লিংক https://eboardresults.com/v2/home

SSC Result দেখতে নিচের তথ্যগুলো পূরণ করুন- eboardresults

Please provide information for result (User Guide) (Home) (Statistics)

Examination

 

অবশ্যই পড়ুন, 

আজকের শেষ কথা,

যারা এসএসসি পরীক্ষার দিয়েছেন এবং এসএসসি বা সমমান পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আগ্রহী।

তারা আশাকরি উপরের আর্টিকেলে এডুকেশন বোর্ড রেজাল্ট ২০২৩ দেখার জন্য বাংলাদেশের শিক্ষাবিষয়ক ওয়েবসাইট educationboarresult দ্বারা এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে পেরেছেন।

তাছাড়াও বিভিন্ন পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখার জন্য আমাদের ওয়েবসাইট- বিনিময় এর সাথেই থাকুন।

আজকের এসএসসি রেজাল্ট Education Boare Result নিয়ে লেখা আর্টিকেলটি সম্পর্কে কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করুন।

আর যদি আর্টিকেলটি ভালো লাগে তাহলে, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

Leave a Comment