এডসেন্স এড্রেস ভেরিফিকেশন পিন চিঠি কি? এডসেন্স পিন কিভাবে পাওয়া যায়

এডসেন্স পিন কিভাবে পাওয়া যায়: আজ আমি আপনাদের সাথে- এডসেন্স এড্রেস ভেরিফিকেশন পিন চিঠি কি? এডসেন্স এপ্রোভাল পিন কিভাবে পাওয়া যায়? এডসেন্স পিন ভেরিফিকেশন করার নিয়ম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

আপনার যদি একটি ওয়েব বা ব্লগ সাইট থাকে এবং আপনি যদি গুগল এডসেন্স এর জন্য আবেদন করে থাকেন এবং এডসেন্স এপ্রোভাল পেয়ে থাকেন।

তাহলে, আপনার এডসেন্স এড্রেস ভেরিফিকেশন পিন চিঠি কি? গুগল এডসেন্স এপ্রোভাল পিন কিভাবে পাওয়া যায় সম্পর্কে জানাটা জরুরী । তাই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন।

আর যারা গুগল এডসেন্স এর জন্য আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করেছেন কিন্তু এখনো এডসেন্স এপ্রোভাল পান নি তারা দ্রুত গুগল এপ্রোভাল পাওয়ার উপায় আর্টিকেলটি পড়ে দেখুন।

হ্যালো বন্ধুরা, আপনারা অনেকেই হয়তোবা জানেন যে, সর্ব প্রথম যখন কোনো google এডসেন্স একাউন্টে যখন ১০ ডলার ইনকাম হয়।

তখন গুগল এডসেন্স এর পক্ষ থেকে একটি পিন ভেরিফিকেশন কোড সেই ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়। মূলত এই পিন কোডটি আমাদের ঠিকানা যাচাই করার জন্যই পাঠানো হয়।

এরপর গুগল এডসেন্স এর পক্ষ থেকে পাঠানো চিঠির মধ্যে যে পিন কোড থাকে, সেই পিন কোডটি দিয়ে গুগল এডসেন্স একাউন্টে বসিয়ে ভেরিফাই সম্পন্ন করে দিতে হবে।

আপনি যখন আপনার কাছে প্রেরিত গুগল এডসেন্সের চিঠি পিন কোডটি দিয়ে আপনার গুগল এডসেন্স একাউন্টে ভেরিফাই সম্পন্ন করে দিবেন। গুগল বুঝতে পারবে যে আপনার একাউন্টে সঠিক রয়েছে।

আপনি যতদিন পর্যন্ত আপনার গুগল এডসেন্স এর পিন কোডটি দিয়ে গুগল এডসেন্স একাউন্টে ভেরিফাই না করবেন, ততদিন পর্যন্ত আপনি গুগল এডসেন্স একাউন্ট থেকে কোন টাকা তুলতে পারবেন না।

তাই গুগল এডসেন্স থেকে ইনকাম করা টাকা সঠিক সময়ে তোলার জন্য অবশ্যই গুগল এডসেন্স এর পিন কোড পাওয়া মাত্রই আপনার একাউন্টে ঢুকে গুগল এডসেন্স এর পিন  দিয়ে আপনার একাউন্টে ভেরিফাই করে দিন।

আর আপনি যদি google assistance এর কোন চিঠি বা পিনকোড না পান, তাহলেও আপনার চিন্তার কোন কারণ নেই। কেননা পিনকোড ছাড়াও গুগল এডসেন্সটি ভেরিফাই করা সম্ভব রয়েছে।

এডসেন্স পিন ভেরিফাই কি?

আপনার ইনকাম যখন যাচাইকরণের ঘরে পৌঁছায়, তখন গুগল এডসেন্স থেকে আপনার পেমেন্ট ঠিকানায় একটি ব্যক্তিগত সনাক্তকরণ নম্বর (পিন) পাঠায়।

আপনার পিন আসতে সাধারণত ২-৩ সপ্তাহ সময় লাগে, তবে আপনার অবস্থানের উপর নির্ভর করে এটি আপনার কাছে পৌছিতে আরো বেশি সময় লাগতে পারে।

তবে, যখন আপনি গুগলের পাঠানো পিন পাবেন, তখন আপনি আপনার সঠিক ঠিকানা ভেরিফাই করার জন্য এই পিনটি আপনার এডসেন্স একাউন্টে লগইন করে নির্দিষ্ট যায়গায় বসিয়ে দিয়ে গুগলের কাছে সাবমিট করে দিন।

এতে করে গুগল বুঝতে পারবে যে আপনিই প্রকৃত একাউন্টের মালিক। এতে করে আপনার AdSense একাউন্ট টি ভেরিফাই হয়ে যাবে ।

কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব? adsense account খোলার নিয়ম

 

এবং আপনি আপনার উপার্জিত টাকা ১০০ ডলার হলে আপনার ব্যাংক একাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন। এটাই মূলত এডসেন্স পিন ভেরিফাই পদ্ধতি।

এডসেন্স এড্রেস ভেরিফিকেশন পিন চিঠি কি?

আপনার গুগল একাউন্ট সুরক্ষিত রাখার জন্য গুগল আপনাকে একটি পিন নাম্বার দিয়ে চিঠি দিয়ে থাকেন। এই চিঠি দিয়ে মূলত আপনার ঠিকানা যাচাই করা হয় এবং আপনি একাউন্টের মালিক কিনা সেটাও যাচাই করা হয়।

গুগল থেকে প্রেরিত চিঠিতে যে পিন নাম্বারটি দেওয়া হয়, সে পিন নাম্বার আপনি আপনার google এডসেন্সের একাউন্টে দিয়ে দিন এবং নিশ্চিত করুন যে আপনি এর প্রকৃত মালিক।

আপনি যখন আপনার google একাউন্টে পিন নাম্বারটি ভেরিফাই সম্পন্ন করে দিবেন । তখন আপনি google এডসেন্স এর একাউন্ট থেকে যত টাকা ইনকাম করবেন সবগুলোই আপনি ঘরে বসে আপনার ব্যাংক একাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন।

এড্রেস ভেরিফিকেশন পিন আসতে কত দিন লাগে?

সাধারণত যে ইমেইল দিয়ে গুগল এডসেন্স একাউন্ট খোলা হয়েছে , সেই ইমেইলে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গুগল থেকে পিন ভেরিফিকেশন চিঠিটি পাঠানো হয়ে থাকে।

তবে পিন ভেরিফিকেশন লেটার আপনাকে তখনই পাঠানো হবে যখন আপনার একাউন্টে ১০ ডলার পূর্ণ হবে।

এবং আপনার হাতে চিঠি পৌছতে কমপক্ষে দুই থেকে চার সপ্তাহ সময় লেগে যেতে পারে।

যখন আপনি চিঠিটির হাতে পাবেন সাথে সাথেই আপনি পিন ভেরিফিকেশন কমপ্লিট করুন। কেননা, পিন পাঠানোর দিন থেকে পিন ভেরিফিকেশন করতে আপনি সময় পাবেন মাত্র ৪ মাস।

আরো জানুন, 

আর এই সময়ের মধ্যে যদি আপনি পিন ভেরিফিকেশন সম্পন্ন করতে না পারেন, তাহলে আপনা ওয়েবসাইটে এডসেন্স এর বিজ্ঞা/পন দেখানো বন্ধ করে দেওয়া হবে।

পিন ভেরিফিকেশন চিঠি না আসলে কি করবেন?

আপনি যদি গুগল এডসেন্স একাউন্টে ১০ ডলার ইনকাম করার ১ মাসের মধ্যে  ভেরিফিকেশন পিন কোড সহ চিঠি না পান। তাহলে আপনার দেওয়া ঠিকানা হয়তো বা ভুল হয়েছে।

এজন্য সবার আগে আপনি আপনার গুগল এডসেন্স একাউন্ট লগইন করে  “পেমেন্ট>> ম্যানেজ সেটিং” এ গিয়ে “পেমেন্ট প্রোফাইল” এর নিচের  “Name and address” অপশনে যান এবং আপনা সকল ঠিকানা ঠিক আছে কি না তা দেখুন এবং ভুল থাকলে তা সঠিক করে দিন।

অতপর, আপনি ঠিকানা ভেরিফিকেশন চিঠি হাতে না পেলে, আপনার দুটি কাজ করতে হবে।

১. নতুন করে ভেরিফিকেশন চিঠির জন্য আবেদন-

নতুন করে আপনি গুগল কে ভেরিফিকেশন চিঠি পাঠানোর জন্য আবেদন করতে পারবেন এবং এটা করতে হবে চিঠি পাঠানোর তারিখ থেকে ৪ সপ্তাহ পর।

নতুন করে ভেরিফিকেশন চিঠি পাঠানোর জন্য আপনাকে settings>>account information>>address verification” যেতে হবে।

তারপর address verification পেজের নিচে “Resend pin” অপশনটি পাবেন।

এখন সোজা resend pin অপশনে ক্লিক করে দিন, তাহলেই আপনার ঠিকানাই গুগল এডসেন্স থেকে আবার চিঠি পাঠানো হবে।

অবশ্যই এটি করতে হবে আপনাকে চিঠি পাঠানোর একমাস পর।

কেননা, “Resend pin” দেখতে পারবেন কেবল চিঠি পাঠানোর ১ মাস পরে। এর আগে রিসেট পিন অপশনটি লেখা দেখাবে না ।

২. পিন ছাড়াই এডসেন্স ভেরিফিকেশন করন-

আপনি যদি পিন ভেরিফিকেশন আবেদন করেও গুগল এডসেন্স থেকে ভেরিফিকেশন চিঠি হাতে না পান।

তাহলে, সবশেষে আপনি আপনার এনআইডি কার্ড , ব্যাংক স্টেটমেন্ট বা টেলিফোন বিল আপলোড করেও ঠিকানা ভেরিফােই করতে পারবেন।

তবে আপনার আপলোড করা আইডি কার্ড এ আপনার নাম, ঠিকানা সঠিকভাবে উল্লেখ করা থাকতে হবে।

এবং যে ঠিকানা আপনি এডসেন্স একাউন্টে payment address দিয়েছেন সেই ঠিকানার ডকুমেন্ট আপলোড করতে হবে।

আপনার ডকুমেন্ট আপলোড করার জন্য “settings>>account information” থেকে “verify address” অপশনে ক্লিক করুন।

এডসেন্স এড্রেস ভেরিফিকেশন পিন চিঠি কি , এডসেন্স পিন ভেরিফাই কি , এডসেন্স পিন কিভাবে পাওয়া যায় , এডসেন্স পেমেন্ট কোন ব্যাংকে ভালো , কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব

 

এরপর সেখানে উপরের ছবির মতো একটি পেজ পাবেন যার একবারে নিচের দিকে “this form” অপশন দেখতে পাবেন এবং  “this form”  অপশনে ক্লিক করুন।

“this form” অপশনে ক্লিক করার পর একটি ফরম পাবেন।

এখন আপনাকে ফরমটি পূরণ করে দিতে হবে।

এডসেন্স এড্রেস ভেরিফিকেশন পিন চিঠি কি , এডসেন্স পিন ভেরিফাই কি , এডসেন্স পিন কিভাবে পাওয়া যায় , এডসেন্স পেমেন্ট কোন ব্যাংকে ভালো , কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব

 

ফরম পূরণ করতে – 

  • Name বক্সে নিজের নাম লিখে দিন।
  • “Your adsense publisher ID” অপশনে আপনার এডসেন্সের publisher ID লিখে দিন। এডসেন্স publisher ID আপনারা “account information” পেজেই পাবেন।
  • তারপর,  “choose file” অপশনে করুন এবং এড্রেস ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্ট আপলোড করতে চাচ্ছেন, সিলেক্ট করে দিন।
  • সবশেষে, নিচের “Submit” অপশনে ক্লিক করে এডসেন্সের কাছে জমা দিন।

আপনি সঠিকভাবে কোনো পিন ছাড়াই এডসেন্সের এড্রেস ভেরিফিকেশন আবেদন করে দিলেন।

জমা দেওয়ার পর এডসেন্সের পক্ষ থেকে একটি  confirmation message পাবেন । যাতে লেখা থাকবে, ২৪ অথবা ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে আপনার আবেদন ফরমের উত্তর দেওয়া হবে।

 

আপনি চােইলে Adsense pin verification official overview লিংকে প্রবেশ করেও বিস্তারিত গুগলের মতামত জানতে পারেন।

এডসেন্স ভেরিফাই কিভাবে করব?

আপনার উপার্জনের পরিমাণ যখন  ১০ ডলারে পৌছাবে । তখন গুগল আপনার পেমেন্ট ঠিকানায় একটি ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর (পিন) পাঠাবে।

আপনার পিন আসতে সাধারণত ২ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে । তবে আপনার অবস্থানের উপর নির্ভর করে আরও বেশি সময় লাগতে পারে।

আরো পড়ুন,

আপনি যখন আপনার পিন কোডটি পাবেন, আপনি আপনার ঠিকানা যাচাই করার জন্য এটি AdSense-এ্যকাউন্টে লিখে দিবেন।

ভেরিফিকেশন পিন কখন এবং কিভাবে দিবো?

আপনার এডসেন্স একাউন্টে যখন ১০ ডলার জমা হবে, তখন এডসেন্স একাউন্টের ওপরে একটি notification দেখতে পাবেন ।

যেখানে, “Your payments are on hold“ লেখাটি রয়েছে । অর্থাৎ আপনাকে গুগল যে পিনটি পাঠিয়েছে, সেই পিনটি আপনি আপনার এডসেন্স একাউন্টে যোগ করে না দিচ্ছেন, ততক্ষণ আপনাকে কোনো পেমেন্ট দেওয়া হবে না।

তাই জলদি আপনার ঘরে গুগল থেকে আসা চিঠিটি দেখে নিয়ে আপনার গুগল এডসেন্স এ প্রবেশ করে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করে পিন ভেরিফাই করে দিন।

প্রথমেই গুগল এডসেন্স একাউন্ট লগইন করুন । তারপর “settings>>account information” এ যান । সেখানে গিয়ে ঠিকানা ভেরিফিকেশন করার জন্য একটি “verify address” এর অপশন পাবেন।

এখন আপনি সেই ভেরিফাই এড্রেস অপশনে ক্লিক করুন।

“verify address” এ ক্লিক করার পরের পেজে “enter your pin“ অপশনটি লেখা দেখতে পাবেন।

এখানে  Enter your pin বক্সে আপনার গুগল থেকে আসা চিঠির পিন নাম্বার টি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিন।

টাকা ইনকাম, 

এখন আপনার একাউন্ট টি সম্পূর্ণভাবে ভেরিফিকেশন হয়ে যাবে এবং আপনার একাউন্টে যখন ১০০ ডলার ইনকাম হবে তখন আপনার টাকা পেয়ে যাবেন ব্যাংক একাউন্টের মাধ্যমে।

FAQ –

এডসেন্স পেমেন্ট কোন ব্যাংকে ভালো?

অনেকের মতে, ডাচ বাংলা ব্যাংক হল AdSense পেমেন্টের জন্য বাংলাদেশের সেরা ব্যাঙ্ক কারণ বেসরকারি ব্যাঙ্কগুলির তুলনায় কমিশন চার্জ খুব কম এবং পেমেন্টগুলিও মাত্র ৩ থেকে ৪ দিনের মধ্যে পাওয়া যায়।

আমি কি অ্যাডসেন্সে অর্থ প্রদানের বিবরণ পরিবর্তন করতে পারি?

আপনি শুধুমাত্র তখনই অর্থ প্রদানের বিবরণ পরিবর্তন করতে পারবেন যখন আপনি একজন প্রশাসক হবেন, বা AdSense অ্যাকাউন্টের পেমেন্ট প্রোফাইলে অর্থপ্রদানের তথ্য সম্পাদনা করার অনুমতি সহ একজন পেমেন্ট ব্যবহারকারী হবেন।

আপনি যদি ইতিমধ্যে আপনার এড্রেস ভেরিফিকেশন সম্পন্ন করে থাকেন তবে আপনি আপনার অর্থপ্রদানের নাম পরিবর্তন করতে পারবেন না।

আমি কি আমার এডসেন্সে অন্য কারও ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে পারি?

হ্যাঁ আপনি পারেন, তবে আপনাকে নিশ্চিত করতে হবে যে,আপনি আপনার AdSense অ্যাকাউন্টে আপনার প্রাপকের প্রোফাইলে যে প্রাপকের বিবরণ দিয়েছেন। তা এডসেন্স একাউন্টের এবং ব্যাংক একাউন্টের যেন মিল থাকে। অন্যথায় আপনার গুগল এডসেন্স থেকে ইনকাম করা টাকা তুলতে পারবেন না।

আজকের শেষ কথা ,

আজ আমি আপনাদের সাথে এডসেন্স এড্রেস ভেরিফিকেশন পিন চিঠি কি? এডসেন্স পিন কিভাবে পাওয়া যায়? এডসেন্স পিন ভেরিফিকেশন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম।

তাছাড়াও আপনি যদি আপনার দেয়া ঠিকানাতে চিঠি না পান, তাহলে কি করতে হবে এবং verification pin ছাড়াই এড্রেস কিভাবে ভেরিফাই করবেন? সেটা্ও আলোচনা করেছি।

আজকের এডসেন্স এপ্রোভাল পিন কিভাবে পাওয়া যায়? এ ব্যপারে কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আর যদি আর্টিকেলটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেযার করবেন। ধন্যবাদ

Leave a Comment