নিশ কি? নিশ কত প্রকার ও কি কি : আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে আলোচনা করবো- নিশ কি ? নিশ কত প্রকার – সবচেয়ে লাভজনক ১০ টি নিশ এর নাম সম্পর্কে বিস্তারিত। তাই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন।
আমরা যখন ব্লগ তৈরির চিন্তা করি। তখন সাথে সাথে আমাদেরকে কি বিষয়ে বা নিশ নিয়ে ব্লগের আর্টিকেল লিখব তাও ভাবতে হয়।
কেননা কোন বিষয়ের উপর একটি ওয়েবসাইট তৈরি করে আর্টিকেল লেখালেখি করাটা সবচেয়ে লাভজনক ও ভালো হয় সেটাই প্রথমে নির্বাচন করে নিতে হয়।
নিশ কি? What is niche
মূলত নিশ হলো যেকোন একটি বিষয় বা টপিক। আমাদের চোখে যা দেখি বা আমরা যা ভাবতে পারি তার সবকিছুই এক একটি নিশ।
উদাহরণস্বরূপঃ গরু, ছাগল, বিড়াল, কুকুর, খেলাধুলা, রুপচর্চা, যন্ত্রপাতি, ইন্টারনেট, অনলাইন ইনকাম, ভালোবাসার টিপস্ ইত্যাদি এই সবকিছুই একেক টা নিশ।
ওয়েবসাইট তৈরির সময় “কোন বিষয় বা নিশ (niche) নিয়ে ব্লগ তৈরি করবো ।” কোন বিষয়ে ব্লগ তৈরি করলে সবচেয়ে বেশি লাভজনক হবে।
এবং ব্লগের জন্য সবচেয়ে লাভজনক নিশ কোনগুলো? কোন বিষয় নিয়ে ব্লগ বানালে অধিক ট্রাফিক ও ভিসিটর্স পাওয়া যায়? এবং Google Ad sense থেকে ভালো ইনকাম হবে? ইত্যাদি এসব প্রশ্ন আমাদের মনে এসে থাকে।
আপনি যদি একজন ব্লগার হন তাহলে, আপনার মনেও এমন প্রশ্ন আসতে পারে।
তবে, আপনার ব্লগের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে আপনার বেছে নেওয়া ব্লগের নিশ (niche) বা বিষয়ের ওপর।
কেননা, আপনার নিশ বা বিষয়ের উপর নির্ভর করেই আপনি প্রতিটি আর্টিকেল লিখে যাবেন আপনার ওয়েবসাইটে।
তাই আপনার ব্লগের টপিক, বিষয় বা ক্যাটাগরি যদি লোকদের কাছে জনপ্রিয় না হয় তাহলে ইন্টারনেটে সেই বিষয়ের সার্চ না হওয়ার কারণে আপনার ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর্স আসবে না বা আসার সম্ভাবনা নেই বললেই চলে।
আর যদি ব্লগে ভিজিটর্স না আসে তাহলে আপনার ওয়েবসাইট থেকে ইনকাম ও সম্ভব না।
তাই অনলাইনে ওয়েবসাইট বানিয়ে ইনকাম করতে হলে, প্রথমেই ব্লগ তৈরির সময় আপনাকে একটি ভালো “blog এর নিশ (niche)” বেঁচে নিন।
আরো জানুন,
- ব্যাকলিংক কি? কিভাবে ব্যাকলিংক তৈরি করা যায়
- Keyword Research কি? Best keyword research tool
- কিভাবে লোগো তৈরি করব? লোগো তৈরি করার নিয়ম
ব্লগের নিশ নির্বাচন করতে আপনি সবচেয়ে বেশি গুগলে সার্চ হয়, এবং অনেক জনপ্রিয় নিশগুলোর যে কোনো একটি নিশ বেছে নিন।
Blog niche মানে- আপনার ব্লগের বিষয় বা টপিক। যেই বিষয় নিয়ে আপনি ব্লগ তৈরি করবেন বা আর্টিকেল লিখবেন।
আজ আমি আপনাদের সাথে সবচেয়ে লাভজনক ১০ টি নিশ এর নাম সম্পর্কে বিস্তারিত জানাবো। যেগুলো বর্তমানে সবচেয়ে জনপ্রিয়।
তাছাড়াও এই নিশ বা বিষয় গুলো নিয়ে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করলে গুগল এডসেন্স থেকে অনেক ভালো সিপিসি পাওয়া যাবে।
আর গুগল এডসেন্স থেকে সিপিসি ভালো পাওয়ার অর্থ হলো, কম ট্রাফিকে বেশি ইনকাম।
এছাড়াও এই ব্লগিং নিস গুলো লোকদের কাছে দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে।
নিশ কত প্রকার ও কি কি (Type of niches)
অনলাইন জগতের সকল নিশকে আমরা মূলত তিনভাগে ভাগ করতে পারি। যদিও প্রধান নিশ ২ টি। বিস্তৃতভাবে শেখার সুবিধার্থে নিশকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। যেমন-
- ব্রড নিশ
- মাইক্রো নিশ
- স্পেসিফিক নিশ
এই তিনটি নিশ সম্পর্কে বিস্তারিত জানি,
১. ব্রড নিশ (Broad Niche)
যেসব নিশকে ছোট ছোট আরো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায় সেইসব নিশকে ব্রড নিশ বলা হয়।
যেমন, আপনার নিস যদি টেকনোলজি হয়, তবে এর আন্ডারে আরও বিভিন্ন ক্যাটাগরি (কম্পিউটার, সফ্টওয়্যার, টেক আপডেট, মোবাইল ফোন ) বানানো যায়।
এক্ষেত্রে এটি একটি ব্রড নিশ। ব্রড নিশকে মিশ্র নিশও বলা যেতে পারে।
২. মাইক্রো নিশ (Micro Niche)
কোন একটি টপিকের সকল খুটিনাটি বিষয় নিয়ে যেই নিশে আলোচনা করা হয় তাকে মাইক্রোনিশ বলা হয়। মাইক্রো নিশ খুব ছোট হয়ে থাকে। যেমন, ব্লগিং, ব্লগিং সংক্রান্ত সকল বিষয়টি হবে মাইক্রো নিশ। মিশ্র নিশের ছোট ক্যাটাগরিই হলো, মাইক্রো নিশ।
ফ্যাশন যদি মিশ্য নিশ হয় তবে, এর মধ্যে সাব ক্যাটাগরির- ছেলেদের পোশাক, ছেলেদের শার্ট, ছেলেদের প্যান্ট ইত্যাদি টাইপের নিশ হলো মাইক্রো নিশ।
৩. ন্যানো বা স্পেসিফিক নিশ (Nano or Specific Niche)
যে নিশ সাধারণত নির্দিষ্ট স্পেসিফিক কোনো বিষয়ের উপর আলোচনা করা হয় তাকে ন্যানো বা স্পেসিফিক নিশ (Nano or Specific Niche) বলা হয়।
যেমন, মোবাইল ফোন। ওয়েবসাইটটি যদি শুধুমাত্র মোবাইল ফোন বিষয়ক হয়, তবে মোবাইল ফোন বাদে এই ওয়েবসাইটে আর অন্য কোনো আলোচনা করা হবে না।
বন্ধুরা চলুন, এবার নিশ বাছাই কেনো গুরুত্ব পূর্ণ তা জেনে নেই।
নিশ বাছাই কেনো গুরুত্বপূর্ণ (Why Niche selection is important)
আপনারা হয়তো ইতিমধ্যেই বুঝে গেছেন যে, নিশ কি? এবং নিশ কত প্রকার। একটি সফল ব্লগিং ক্যারিয়ার গঠনে এবং সফল ফ্রিলান্সার হতে হলে অবশ্যই নিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
একটি নিশ শুধূ মাত্র একটি নিশ-ই নয়, বরং নিশকে কেন্দ্র করেই আপনার ওয়েবসাইট গড়ে উঠবে।
ওয়েবসাইটের টপিক, আর্টিকেল ইত্যাদি সকল বিষয় যখন আপনি লিখবেন তখন আপনার নিশ যদি সঠিক না থেকে হযবরল হয়, তাহলে আপনি কোনো কিছুই সঠিকভাবে করতে পারবেন না।
নিশ বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে আপনার প্রধান ভিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। আপনার যদি টেকনোলোজি বিষয়ে ভালো লাগে তাহরে সেটাই বেছে নিন।
আর যদি শিক্ষা বা মোবাইল রিভিও নিশ ভালো লাগে তাহলে সেটাই নির্বাচন করুন।
অনলাইনে নিশ নিয়ে ধরা বাধা কোনো নিয়ম নেই যে, আপনাকে এটাই করতে হবে। আপনার যা ভালো লাগে বা ইচ্ছা তাই আপনি করতে পারেন।
আপনার পছন্দের মতো নিশ দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। কোন নিশ নিয়ে কাজ করবেন তার সকল সাধীনতা আপনাকে দেওয়া হয়েছে।
তবে, বর্তমানে কমার্সিয়াল বিষয়গুলোর দিকে ফোকাস করে কোন কোন নিশ গুলো ভালো করছে সেটা আপনার অবশ্যই জানতে হবে।
তো বন্ধুরা চলুন, এবার বর্তমান সময়ের জনপ্রিয় এবং সবচেয়ে লাভজনক ১০ টি নিশ এর নাম সম্পর্কে জেনে নেই।
সবচেয়ে লাভজনক ১০ টি নিশ এর নাম – Best niche selection
১. টেকনোলোজি-
টেকনোলজি সব সময়ের সবচেয়ে লাভজনক নিষ্কগুলোর মধ্যে এটি একটি অন্যতম নিস। টেকনোলজি অতীতেও সবার প্রথমে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
কারণ এটি একটি মিশ্র নিশ। এই নিশকে কেন্দ্র করে শত শত মাইক্রো এবং ন্যানো নিশ বানানো যায়। যতই দিন যাচ্ছে ততই টেকনোলোজির নিত্যনতুন আপডেট আসছে আমাদের কাছে।
তাই বর্তমানে হোক বা ভবিষ্যতেই হোক টেকনোলোজি নিশ Evergreen.
২. অনলাইনে আয়-
বর্তমান সময়ের সেরা এবং সবচেয়ে লাভজনক নীশ গুলোর জনপ্রিয় একটি নিশ হলো অনলাইনে আয়।
কেননা, দেশের বেকারত্বের হাড় বেড়েই চলেছে। আর তাই অনলাইনে আয় করতে অনেকেই সচেষ্ট থাকে, কেননা অনলাইনে আয় ঘরে বসেই করা যায়।
যা অনেক পপুলার হচ্ছে। তাই আপনি অনলাইনে আয় বিষয়ক নিশ নিয়েও তাতে অনলাইন আয় করার টিপ্স প্রদানের মাধ্যমেও ব্লগিং ক্যারিয়ার গঠন করে সফল ফ্রিলান্সার হতে পারেন।
৩. শিক্ষা বিষয়ক নিশ-
বর্তমানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনলাইন মাধ্যমগুলোর ব্যবহারে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে শিক্ষা বিষয়ক সকল আপডেট এখন অনলাইনে পাওয়া যায়।
অনলাইনের মাধ্যমে এখন শিক্ষা গ্রহণও অনেকের কাছে সহজ হয়ে ওঠেছে।
আরো পড়ুন,
- কিভাবে কম্পিউটারে স্ক্রিনশট নিবেন ? (dell laptop এ স্ক্রিনশট নিন খুব সহজেই )
- ওয়েবসাইট কি ? ওয়েবসাইট তৈরির ধাপসমূহ
অনেক শিক্ষার্থীরা তাদের শিক্ষা বিষয়ক যেমন পরীক্ষার রেজাল্ট, এডমিশন, পরীক্ষার রুটিন ইত্যাদি বিষয়ে অনলাইনে সার্চ করেই চলেছে।
তাই শিক্ষা নিশ নিয়েও কাজ করে প্রচুর পরিমানে ভিজিটর্স পাওয়া সম্ভব এবং অনলাইনে আয় করতে পারেন।
৪. হেলথ এন্ড ফিটনেস-
স্বাসাথ্য সর্ব সুখের মূল। সকলেই চাই তাদের স্বাস্থ্য কিভাবে ঠিক রাখা যায়।
আপনার যদি স্বাস্থ্য বিষয়ে পরিপূর্ণ জ্ঞান থাকে তাহলে আপনি হেল্থ এবং ফিটনেস নিশ টি নিয়ে কাজ করতে পারেন।
এর মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিন থেকে প্রচুর ভিজিটর্স পাবেন। আপনার ওয়েবসাইটকে সফল করতে পারেন এই নিশটি দ্বরা আর্টিকেল লিখে।
৫. নিউজ ওয়েবসাইট নিশ-
আপনি যদি আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অসংখ্য কন্টেন্ট পাবলিশ করতে চান। তাহলে, আপনি নিউজ ওয়েবসাইট তৈরি করতে পারেন।
আপনার যদি সাংবাদিকতা ভালো লাগে বা তাদের মতো লিখতে ভালো লাগে, তাহলে আপনি এই নিশ টি নিয়ে কাজ করতে পারেন।
কারণ, নিউজ আর্টিকেলে ভালো লিখতে পারলে অনেক প্রতিদিন অনেক ভিজিটর্স পাওয়া যায় এবং অনেক টাকাও ইনকাম করা যায়।
৬. টিপস এন্ড ট্রিকস প্রদান-
প্রতিনিয়তই আমরা বিভিন্ন ধরনের কাজ বা সমস্যার সমাধান খুঁজার চেষ্টা করি।
আপনি যদি আপনার ওয়েবসাইটে দৈনন্দিন জীবনের সকল প্রকার কাজের টিপস এবং ট্রিকস দিয়ে লোকদেরকে ইনফরমেশন প্রদানের মাধ্যমে সাহায্য করেন।
তাহলে একদিন আপনার এই নিশটি নিয়েও আপনি ব্লগিং ক্যারিয়ারে সফল হয়ে যাবেন খুব সহজেই।
তাই এই নিশটি নিয়ে কাজ করতে পারেন এবং প্রচুর টাকাও ইনকাম করতে পারেন ওয়েবসাইট থেকে।
৭. পারসোনাল ফাইন্যান্স টিপ্স-
বর্তমানে মানুষ তাদের আর্থিক বিষয়গুলোর ব্যপারে খুবই সচেতন। তাই তারা টাকা কামানোর উপায় এবং কিভাবে টাকা বিনিয়োগ করে বেশি লাভ হবে ইত্যাদি বিষয়ে জানতে অনলাইনে সার্চ করে থাকে।
তাই আর্থিক জ্ঞান প্রদানের মাধ্যমে ব্লগিং করে পারসোনাল ফাইন্যান্স নিশ নিয়ে একজন সফল ব্লগার হতে পারেন।
৮. পোষা প্রানী সংক্রান্ত টিপ্স-
আপনার যদি পোষা প্রাণী থাকে তাহলে, কমবেশি পোষা প্রাণি সম্পর্কে আপনার ধারণা বা অভিজ্ঞতাও রয়েছে।
তাই আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই নিশটি দিয়ে আপনার ব্লগে আর্টিকেল লেখা শুরু করতে পারেন।
এতে করে সার্চ ইঞ্জিনের মাধ্যমে অনেক ভিজিটর্স পেয়ে যাবেন এবং অনলাইন থেকে ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে পারবেন।
৯. লাইফ স্টাইল এন্ড ফ্যাশন নিশ-
প্রতিদিন নিত্যনতুন বিভিন্ন ধরনের ফ্যাশন আমাদেরকে দেখতে হচ্ছে। অনেকেই সময়ের সাথে নিজেকে আপডেট করতে পছন্দ করে থাকেন।
তাই আপনি যদি এই নিশটিকে কাজে লাগিয়ে নিত্য নতুন আর্টিকেলে নিত্য দিনের ফ্যাশনেবল সমূহ আপডেট করে পাবলিশ করেন।
তাহলে আস্তে আস্তে আপনার ওয়েবসােইটটি জনপ্রিয় হয়ে উঠবে এবং প্রচুর ট্রাফিক পাওয়ার কারণে আপনি আপনার ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারবেন।
১০. ট্রাভেল বা ভ্রমন টিপ্স-
অনেকেই আছেন যারা ভ্রমন খুব ভালো বাসেন। তাই আপনি আপনার ভ্রমন বিষয়ক বা দর্শনীয় ট্রাভেলিং স্থান এবং ট্রাভেলিং সম্পর্কে ব্লেগে আর্টিকেল লিখতে পারেন।
আপনার ব্লগের আর্টিকেলের মাধ্যমে ভ্রমন বিষয়ে পরমর্শ প্রদানের মাধ্যমে ভ্রমনপিপাসুদেরকে সাহায্য করার পাশাপাশি আপনার ক্যারিয়ার গঠন করতে পারেন।
অবশ্যই পড়ুন,
- কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায় ? (সেরা কয়েকটি উপায়)
- ঘরে বসে টাকা ইনকাম করার বিদেশি সাইট- সেরা সাইটসমূহ
- কিভাবে একটি ওয়েবসাইট থেকে টাকা আয় করা যায় ? বিস্তারিত জানুন
এছাড়াও আরো কিছু জনপ্রিয় নিশ (Niche)
- সরকারি চাকরি
- সংবাদ
- আর্কিটেকচার
- ট্রেন্ডিং নিউজ
- খেলা
- অনলাইন কোর্স
- গানের লিরিকস
- অটোমোবাইল
- অ্যানড্রয়েড অ্যাপস
- সফটওয়্যার রিভিউ
- গার্ডেনিং ব্লগ
- জমি জায়গা সংক্রান্ত
- টপ টেন
- ইভেন্ট ব্লগিং
- খামার
- বিউটি ব্লগ
- স্টার্ট আপ এবং বিজনেস নিউজ
- গেমিং
- রিভিউ আর্টিকেল
- বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার
- ইন্টারভিউ
নিশ মার্কেটিং কি?
নিশ মার্কেটিং মূলত ই-কমার্স সাইট পরিচালকদের জন্য। যখন আপনি আপনা নির্দিষ্ট কোন প্রোডাক্ট তৈরি করতে নির্দিষ্ট লোকদের মাঝে চাহিদা ও প্রয়োজন রিসার্চ করবেন এবং সফলতার সাথে পন্যটি মার্কেটে তুলতে পারবেন ।
তখন সেই পন্যটিই মূলত আপনার নিশ এবং সম্পূর্ণ প্রক্রিয়াকে বলা হবে নিশ মার্কেটিং। একটি নিশ মার্কেটিং এর জন্য কমপক্ষে ৩ টি বিষয় থাকতে হবে ।
- নির্দিষ্ট পন্য বা প্রোডাক্ট
- নির্দিষ্ট এড়িয়া বা যায়গা
- একটি নির্দিষ্ট জনগোষ্ঠি
নিশ সাইট কি?
বন্ধূরা, উপরের আলোচনায় আপনারা অবশ্যই নিশ সম্পর্কে বুঝে গেছেন।
একটি ওয়েবসাইট তৈরি করে আপনি সেখানে একটি মাইক্রো বা ন্যানো নিশ সম্পর্কে বিস্তারিত তথ্য ওই নিশের উপর প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করে দিলেন। তখন সেই সাইটকেই নিশ সাইট বলা হবে।
আজকের শেষ কথা,
বন্ধুরা, আজ আমরা- নিশ কি? নিশ কত প্রকার ও কি কি – সবচেয়ে লাভজনক ১০ টি নিশ এর নাম সম্পর্কে বিস্তারিত জানলাম।
নিস সম্পর্কে কোন তথ্য জানতে কমেন্ট বক্ষে কমেন্ট করুন।
আর যদি আর্টিকেলটি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন । ধন্যবাদ