লোগো তৈরী করার সফটওয়্যার – নতুনদের জন্য সেরা লোগো ডিজাইন সফটওয়্যার: আমরা যারা ব্লগ বা ওয়েবসাইট পরিচালনা করি আমাদের সকলেরই কমবেশি লোগো তৈরি করতে হয়।
এই লোগো তৈরি করতে আমর বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি। যেগুলোর ব্যবহার অনেকটাই কঠিন এবং অনেক সময় সাপেক্ষ।
আপিন যদি লোগো তৈরী করার সফটওয়্যার খূজে থাকেন এবং আপনার যদি ওয়েবসাইটের জন্য লোগো তৈরি করার প্রয়োজন হয়।
তাই আজ আমি আপনাদের সাথে এমন লোগো তৈরি করার সফটওয়্যার সম্পর্কে আলোচনা করবো, যেগুলো নতুনদের জন্য সেরা লোগো ডিজাইন সফটওয়্যার হিসেবে পরিচিতি লাভ করেছে।
এবং আপনি যদি একজন প্রফেশনাল লোগো তৈরির কাজ করার চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই এই লোগো তৈরি সফটওয়্যারগুলো আপনার কাজে দিবে।
তবে, লোগো ডিজাইন করতে আপনার প্রয়োজন হবে একটি মোবাইল অথবা কম্পিউটার। অর্থাৎ আপনি একটি মোবাইল অথবা কম্পিউটার দিয়েও লোগো তৈরি করতে পারবেন খুব সহজেই।
আরো জানুন,
- কম্পিউটারে স্ক্রিনশট কিভাবে নিতে হয় || কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার নিয়ম
- ব্যাকলিংক কি? কিভাবে ব্যাকলিংক তৈরি করা যায়
আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে ফ্রি লোগো ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে একটি সেরা ও আকর্শনীয় লোগো তৈরি করে নিতে পারেন।
লোগো তৈরী করার সফটওয়্যার- (Logo design software)
এখন আমি আপনাদের জন্য সেরা লোগো তৈরি করার সফটওয়্যার সম্পর্কে বলবো, সেগুলোর ভিতরেই আপনারা অনেক graphical options এবং features পেয়ে যাবেন।
যেমন,
- Free Logo Templates
- High Quality Logo
- Graphic designs
- Customization option
- color palettes
- Icons
এসব features এবং options ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটের জন্য বা ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করে নিতে পারবেন একদম ফ্রিতে।
অনলাইন এবং অফলাইন দুই ধরনেরই লোগো ডিজাইন সফটওয়্যার রয়েছে। আপনার চাহিদা মতো আপনি যেটা পছন্দ হয় সেটাই ব্যবহার করতে পারবেন।
আপনি চাইলে এসব লোগো তৈরি করার সফটওয়্যারগুলো মোবাইল এবং কম্পিউটার ব্যবহার করে করতে পারবেন।
অর্থাৎ যে সফটওয়্যারগুলো মোবাইলের জন্য সেগুলো মোবাইলে এবং যেগুেলো কম্পিউটারের ব্যবহার যোগ্য সেগুলোকে কম্পিউটার দিয়ে ব্যবহার করতে পারবেন।
নতুনদের জন্য সেরা লোগো ডিজাইন সফটওয়্যার- (best logo design software for beginners)
বন্ধুরা, এবার আমরা নতুনদের জন্য সেরা লোগো ডিজাইন সফটওয়্যার গুলো সম্পর্কে জানবো। যে সফটওয়্যার গুলো ব্যবহার করে আপনি নতুন অবস্থায় একদম ফ্রিতে খুব সহজেই লোগো তৈরি করে নিতে পারবেন।
এখান থেকে আপনার পছন্দমতো লোগো ডিজাইন করতে এবং ডাউন*লোড করে আপনার প্রয়োজনীয় সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার নিয়ম-
বর্তমানে মোবাইল দিয়ে লোগো ডিজাইন করা অনেকটাই সহজ। আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে লোগো ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে লোগো তেরি করতে পারবেন।
বর্তমানের অনেক সহজ এবং কার্যকরী লোগো ডিজাইন অ্যাপ হলো লোগো মেকার।
এই লোগো ডিজাইন সফটওয়্যারটি ব্যবহার করে আপনার আকর্শনীয় লোগো তৈরি করে অনলাইন মার্কেটপ্লেসে বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
আরো পড়ুন,
মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার ৫ টি ফ্রি সফটওয়্যার (5 free logo design software with mobile)
মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার জন্য যেসব সফটওয়্যার বা অ্যাপ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো।
১. ক্যানভা ( Canva )
Canva হচ্ছে বর্তমানের সবেচেয়ে সেরা এবং জনপ্রিয় logo designing app বা সফটওয়্যার।
এই সফটওয়্যারটি আমারা মোবাইল এবং কম্পিউটার উভয় মাধ্যমেই ব্যবহার করতে পারি।
অর্থাৎ, ক্যানভা এনড্রোয়েড এ্যাপ canva windows software এবং Canva online website এর মাধ্যমেও লোগো ডিজাইন করা সম্ভব।
এখানেও আপনি বিভিনন্ লোগো ডিজাইন বা টেমপ্লেট পাবেন যেগুলো আগে থেকেই তৈরি করা রয়েছে।
এখান থেকে আপনার পছন্দমতো ডিজাইনগুলো নিয়ে এডিট করে stylish text, photos, elements এবং icons ইত্যাদি যোগ করার মাধ্যমে লোগো তৈরি করে ডাউন/লোড করতে পারবেন।
এখান থেকে আপনিে একদম ফ্রিতে লোগো ডিজাইন করে নিতে পারবেন।
তবে, এখানে Canva premium plan রয়েছে । এটা নিতে গেলে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে।
তাই ফ্রিতে ব্যবহার করাটাই আপনার জন্য ভালো হবে।
ক্যানভা এ্যাপ ডাউন/লোড করতে ভিজিট করুন- Canva android app down*load
২. ফি লোগো মেকার- Shopify
Shopify হচ্ছে একদম ফ্রি, কার্যকরীে এবং সাধারণ অ্যাপ । এই অ্যাপটিতে আগে থেকেই তৈরি করা অনেক লোগো রয়েছে।
আপনার পছন্দের যে কোনো একটি লোগো সিলেক্ট করে নিয়ে তাতে এডিট করে নিন। লোগো এডিট করার সময় shapes, colors, icons এবং text ইত্যাদি যোগ করতে পারবেন।
এ্যাপটি ডাউন/ লোড করতে এখানে ক্লিক করুন- Down/load logo maker by shopify
এছাড়াও আরো কিছু free android logo maker software রয়েছে, যেগুলো আপনি ফ্রিতে অনায়াসে ব্যবহার করতে পারবেন।
সেগুলো হচ্ছে-
- Logo Maker by Z Mobile
- Palette
- Logo Maker Plus
- Logo Maker 2020 by Wild Dev
৩. লোগো মেকার (Logo Maker) Shop-
Logo maker shop হচ্ছে বর্তমানের একটি জনপি্রয় ফ্রি font এবং graphic designing অ্যাপ। এই app টি “iPhone” এবং “iPad” এর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে।
নতুনদের জন্য সেরা লোগো ডিজাইন সফটওয়্যার হলো এটি। যে কেউ এই অ্যাপটি ব্যবহার করে নিজের জন্য প্রয়োজনীয় একটি professional logo তৈরি করে নিতে পারেন।
এখানে আগে থেকেই বহু customizable logo templates, background design ইত্যাদি তৈরি করে রাখা হয়েছে।
আপনি আপনার পছন্দের customizable logo templates টি এডিট করে আপনার নিজের মতো করে লোগো ডিজাইন করে নিতে পারবেন।
তাই এই এ্যাপটি ব্যবহারের জন্য তেমন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।
ডাউন*লোড করতে “apple store” এর গিয়ে- Down/ load Logo Maker Shop এই app টি ডাউন*লোড করে ব্যবহার করুন।
৪. Iris লোগো মেকার
আপনি Google Play Store-এ Irish Studio থেকে এই লোগো নির্মাতা, জেনারেটর এবং ডিজাইনার অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করতে পারেন।
অন্যান্য লোগো মেকার অ্যাপের মতো, এখানে প্রায় প্রতিটি বৈশিষ্ট্য এবং ফাংশন সরবরাহ করা হয়েছে।
যেমন-
- shapes
- graphical elements
- colors
- backgrounds
- textures
- text & font
- stickers
আপনার নিজের সৃজনশীলতা (creativity) ব্যবহার পছন্দের shapes, textures ইত্যাদি সিলেক্ট করে সেরা লোগো তৈরি করুন।
Logo বানানোর জন্য এখানে বিভিন্ন icons এবং stickers ব্যবহার করার option পেয়ে যাবেন । এ্যপটি ডাউন/ লোড করতে ক্লিক করুন- Down*load from play store
৫. ডটপিক্ট লোগো তৈরি এ্যাপ- (Dotpict)
Dotpics হলো খুব সাধারণ একটি মোবাইল অ্যাপ। যা দ্বরা আপনি আকর্শনীয় Pixel Arts তৈরি করা যায়।
অনেকেই বর্তমানে dotpict ব্যবহার করে লোগো ডিজাইন করছেন।
এই সফটওয়্যার এর যেসব ফিউচার রয়েছে যেমন-
যেমন-
- Auto-save function
- Display of the grid
- Zoom
- Export / share of work
এই অ্যাপটি একদম বিনামূল্যে ব্যবহারযোগ্য।
তবে এর প্রিমিয়াম ভার্সন রয়েছে যেটির মূল্য $6.49 দিয়ে ব্যবহার করতে হয়। এ্যাপটি ডাউন*লোড করতে ক্লিক করুন- Down/load Dotpict app
বন্ধুরা আমি আশা করি আপনাদের লোগো ডিজাইন করার জন্য উপরের এ্যাপগুলো কাজে দিবে।
বন্ধুরা আমি আপনাদের সাথে এতক্ষন লোগো তৈরী করার সফটওয়্যার , মোবাইল দিয়ে লোগো ডিজাইন , নতুনদের জন্য সেরা লোগো ডিজাইন সফটওয়্যার সম্পর্কে আলোচনা করলাম।
এখন আমরা কম্পিউটার দিয়ে লোগো ডিজাইন করার সফটওয়্যার সম্পর্কে জানবো।
কম্পিউটার দিয়ে ফ্রি লোগো ডিজাইন করার সফটওয়্যার- Free logo design software for PC/Computer
কম্পিউটার দিয়ে একদম ফ্রিতে লোগো ডিজাইন করার সফটওয়্যার গুলো সম্পর্কে এখন আমি আলোচনা করতে চলেছি।
আপনি যদি মোবাইল এ্যাপ দিয়ে লোগো তৈরি করতে না চান? তাহলে আপনি আপনা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে ফ্রিতে লোগো ডিজাইন করতে পারবেন এসব সফটওয়্যার গুলোর দ্বারা।
বর্তমানের অনলাইনে Computer / PC র জন্য বিভিন্ন রকমের লোগো ডিজাইন সফটওয়্যার রয়েছে।
আমি এখানে কম্পিউটার দিয়ে লোগো তৈরি করার সবচেয়ে সেরা ৫ টি সফটওয়্যার সম্পর্কে আলোচনা করবো-
১. Logomaker.thehoth.com লোগো ডিজাইন সফটওয়্যার
Logomaker.thehoth.com হচ্ছে একটি অনলাইনে লোগো তৈরি করার ফ্রি সফটওয়্যার।
এখানে লোগো ডিজাইন করার জন্য stylish text, symbols, shapes ইত্যাদি এডিটিং করে নিতে পারবেন।
এবং আপনা তৈরি করা লোগো কম্পিলিট হলে আপনি সেটাকে খুব সহজেই ডাউন /লোড করে নিতে পারবেন।
মনে রাখবেন, এটি একটি online logo maker software তাই আপনার লোগো ডিজাইনের সকল কাজ অনলাইনেই করতে হবে।
ওয়েবসাইটটিতে প্রবেশ করতে ক্লিক করুন- Logomaker.thehoth.com
২. AAA logo মেকার-
AAA logo সফটওয়্যার খুবই জনপ্রিয় একটি ফ্রি লোগো তৈরি করার সফটওয়্যার।
এই সফটওয়্যার টি ব্যবহার করার মাধ্যমে আপনি যে কোন একটি ফ্রি লোগো তৈরি করে নিতে পারবেন।
একটি সফটওয়্যার টি ব্যবহার করে আপনি হাই রেজুলেশন সম্পন্ন ওয়েবসাইট গ্রাফিক্স অথবা, বিজনেস গ্রাফিক্স তৈরি করতে পারবেন।
লোগো তৈরি করার সময় আপনি হরেক রকমের colours, gradients, shadows এবং reflections ইত্যাদি ব্যবহার করতে পারবেন।
১০,০০০ হাজারেরও বেশি logo icons এবং ৫০০ শত টির অধিক logo template আপনি এখানে পেয়ে যাবেন।
এটি ব্যবহার করার জন্য আপনার কম্পিউটার দিয়ে AAA logo সফটওয়্যার ডাউন*লোড করে নিন।
সফটওয়্যারটি আপনার কম্পিউটার ডাউন/ লোড হয়ে গেলে ইন্সটল করে লোগো ডিজাইন শুরু করতে পারেন।
এছাড়াও অ্যাপটি ডাউন/ লোড করতে এখানে ক্লিক করুন- AAA logo
৩. Hatchful.shopify.com সফ্টওয়্যার
Shopify এর পক্ষ থেকে একটি ফ্রি টুল্স হচ্ছে- Hatchful.shopify.com যা ব্যবহার করে ফ্রি লোগো তৈরি করে নিতে পারবেন।
এখানেও অনেক আগে থেকেই templates তৈরি করে রাখা হয়েছে।
আপনি আপনার পছন্দের টেমপ্লেট সিলেক্ট করে নিজের মতো এডিটিং করে আপনার লোগো ডিজাইন করতে পারবেন।
এই সফটওয়্যারটি সম্পূর্ন অনলাইনে ব্যবহার করতে হবে।
এখানে আপনি বিভিন্ন এডভান্স features পাবেন, যেমন-
- Hundreds of templates
- Simple & easy design studio
- Free tool
- Fully loaded branding packages
সফটওয়্যারটি ব্যবহার করতে ভিজিট করুন- Hatchful.shopify.com
৪. Inkscape সফটওয়্যার
নতুনদের জন্য সেরা লোগো ডিজাইন সফটওয়্যার হচ্ছে Inkscape সফটওয়্যার।
একদম নতুনরা খুব সহজেই এই সফটওয়্যারটি ব্যবহার করে ফটো এডিটিং গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন ইত্যাদির সকল কাজ করতে পারবেন।
এখানে আপনি বিভিন্ন এডভান্স features পাবেন, যেমন-
- Text options
- Colour options
- Filter options
- Layer options
- Cut & duplicate
- Stroke style
আপনার পছন্দের টেমপ্লেট ব্যবহার করে আপনার নিজেরমতো করে লোগো ডিজাইন সম্পন্ন করে নিতে পারবেন।
সফটওয়্যারটি ডাউন/ লোড করতে এখানে ক্লিক করুন- Inkscape software
৫. Vectr সফটওয়্যার-
Vectr হলো একটি ফ্রি বর্তমানের সেরা graphics design software, যা ব্যবহারের মাধ্যমে খুব সহজেই আকর্ষণীয় vector graphics এবং logos বানানো যায়।
এটি আপনার কম্পিউটারে ডাউন/ লোড করে অথবা ডাউন/লোড ছাড়া অনলাইনের মাধ্যমে সরাসরি ওয়েব সাইটে প্রবেশ করে লোগো ডিজাইন করতে পারবেন।
এই সফটওয়্যারটি শুধুমাত্র Windows, Linux এবং Chromebook এর ক্ষেত্রে প্রযোজ্য।
খুব সহজেই অল্প সময়ের মধ্যেই vectr software এর ব্যবহার শিখে নেওয়া যায়।
সফটওয়্যারটি ডাইন/ লোড করতে এখানে ক্লিক করুন- Vectr software
প্রশ্ন-উত্তর:
# কিভাবে করবো লোগো ডিজাইন ছবি দিয়ে? অথবা ফটোর লোগো কিভাবে যুক্ত করব?
একটি ছবির উপর একটি লোগো স্থাপন করাটা অনেক সহজ । এবং এটি একটি লোগোকে আকর্শনীয় করে তোলে।
লোগো ডিজাইন ছবি দিয়ে করার জন্য আপনি শুধু আপনার লোগোতে একটি ছবি আপলোড করুন। লোগোটি বা ছবিটি যেখানে চান সেখানে টেনে আনুন এবং রাখুন, ব্যাস আপনার লোগো ডিজাইন ছবি দিয়ে করা হয়ে যাবে।
# ছবিকে লোগোতে পরিণত করা যায়?
এর সঠিক উত্তর হলো- হ্যা। একটি ফটো বা ছবিকে লোগোতে পরিণত করার সবচেয়ে ভালো উপায় হল এটিকে একটি ভেক্টর ফাইলে রূপান্তর করা। এটি মূলত লোগোটিকে মানের দিক দিয়ে খুব সহজেই বড় এবং কমানোর অনুমতি দিয়ে থাকে।
# লোগো কি ছবি হতে পারে?
অবশ্যই হ্যা, কিছু কিছু লোগো সম্পূর্ণ গ্রাফিক্স ডিজাইনারদের দিয়ে ডিজাইন করা হয়ে থাকে। যেগুলোতে বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে বিভিন্ন ছবি বা আইকন ব্যবহার করে থাকে।
কোম্পানির নামের পাশাপাশি ছবিও ব্যবহার করা হয়ে থাকে । তাই বলা যায় যে, লোগো ছবে হতে পারে। একটি ছবি একটি লোগো হিসেবে ব্যবহার হতে পারে।
অবশ্যই পড়ুন,
আজকের শেষ কথা,
বন্ধুরা, আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে লোগো তৈরী করার সফটওয়্যার, মোবাইল দিয়ে লোগো ডিজাইন, নতুনদের জন্য সেরা লোগো ডিজাইন সফটওয়্যার ইত্যাদি সম্পর্কে আলোচনা করলাম।
আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে, অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ