লিংকডইন কি? লিংকডইন ব্যবহারের নিয়ম

বন্ধুরা আজ আমি আপনাদের সাথে লিংকডইন কি? লিংকডইন ব্যবহারের নিয়ম, লিংকডইন মার্কেটিং কি, লিংকডিন থেকে আয়, লিংকডইন আইডি, লিংকডইন প্রোফাইল, Linkedin এর প্রতিষ্ঠাতা কে ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

আপনি যদি লিংকডইন সম্পর্কে না জেনে থাকেন, তাহলে আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি লিংকডইন কি? এবং এর ব্যবহারের নিয়ম সহ লিংকডইন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

তাই লিংকডইন এর বিস্তারিত জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

লিংকডইন হল একটি সোশ্যাল নেটওয়ার্ক সিস্টেম । যা বর্তমানে প্রফেশনাল ফিউচার রায় বেশিরভাগ ব্যবহার করে থাকে। ফেসবুকের মতো সব ধরনের লোক এখানে পাওয়া যায় না।

LinkedIn- লিংকডইন কি?

লিংকডইন মাইক্রোসফট এর অধীনস্থ একটি সোশ্যাল নেটওয়ার্ক প্লাটফর্ম বা ওয়েবসাইট।

যা ডিসেম্বর, ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ৫ মে, ২০০৩ সালে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে।

এই ওয়েবসাইটটি মূলত সোশ্যাল নেটওয়ার্ক প্লাটফর্ম হিসেবে পেশাজীবীরাই বেশি ব্যবহার করে থাকেন।

লিংকডইন এ ফেসবুকের মতোই একটা একাউন্ট ক্রিয়েট করে বিভিন্ন পোস্ট করা এবং শেয়ার করা সহ চ্যাটিং করা যায়।

ফ্রেন্ড তৈরি করে গ্রুপও বা টিম বানানো যায় ফেসবুকের মতোই।

তবে সাধারণত ফেসবুক ব্যবহারকারীর চেয়ে লিংকডইন ব্যবহারকারীরা লিংকডইন ব্যবহার করেন তাদের কোনো উদ্দেশ্য নিয়েই।

লিংকডইন মানে কি?

LinkedIn হল ইন্টারনেটে বিশ্বের সর্ববৃহৎ পেশাদার নেটওয়ার্ক।

যেখানে খুজ সহজেই আমরা সঠিক চাকরি বা ইন্টার্নশিপ খুঁজে পেতে, পেশাদার সম্পর্ককে সংযুক্ত করতে এবং শক্তিশালী করতে এবং আমাদের কর্মজীবনে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলি শিখতে পারি।

মূলত লিংকডইন কে পেশাজীবীদের প্লাটফর্মও বলা যায়।

বেশিরভাগ ব্যবহারকারী লিংকডইন ব্যবহার করেন লাভের আশায়।

লিংকডইন বর্তমানে একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম । তবে অনেকেই এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম সম্পর্কে অজানা।

পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয় | পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় করার উপায়

আসলে লিংকডইন ব্যবহার করে কিভাবে লাভবান হওয়া যায় তা অনেকে জানেন না।

আজ আমি আপনাদেরকে লিংকডইন কিভাবে ব্যবহার করবেন? এবং কিভাবে লিংকডইন ব্যবহারে ভালো ফল পাবেন তা বিস্তারিত জানিয়ে দেব।

লিংকডইন হলো একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম বা ওয়েবসাইট, যেখানে আপনারা বিভিন্ন ব্যক্তিদের সাথে অনলাইনে যোগাযোগ স্থাপন করতে পারবেন।

বন্ধুত্ব গড়ে তুলতে পারবেন, পোস্ট করতে পারবেন, শেয়ার করতে পারবেন, মেসেজ পাঠানো সহ আরো অন্যান্ন কাজগুলো করতে পারবেন।

তবে এখানে অধিকাংশ ইউজাররাই তাদের কর্মজীবনের নতুন নতুন আইডিয়া খোজে এবং শেয়ার করে থাকে।

আপনি ঘরে বসেই লিংকডইন এ চাকরির সন্ধান পেয়ে যাবেন । যা অনেকেই পেয়েছেন।

এখানে আপনি বিভিন্ন পেশার লোকদের সাথে পরিচয় হয়ে তাদের সাথে কথা বলে আপনার কাজের বিষয়ে শেয়ার করে কাজ পেতে পারেন।

অথবা আপনার ব্যবসা আইডিয়া সম্পর্কে জানতে পারবেন।

আরো পড়ুন, 

ফেসবুকে যেভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট করে ফ্যান তৈরি করে থাকি।

ঠিক তেমনি হবে লিংকডইন এ বিভিন্ন ইউজারদের সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য আপনাকে “connect request” পাঠিয়ে “My Network” এ যোগ করে নিতে হবে।

এখানে আপনি ইউজারদের সাথে private message দিয়ে কথা বলতে পারবেন । ফেসবুকে যাকে আমরা মেসেঞ্জার বলি।

এছাড়াও এখানে আপনি আপনার প্রোফাইল তৈরি করে নিতে পারবেন।

আপনার প্রোফাইলে আপনি professional experience এবং achievements সমূহ খুব সুন্দরভাবে উপস্থাপন করে আপনার প্রোফাইলটিকে আকর্ষণীয় করে তুলতে পারেন।

যাতে করে একজন ইউজার আপনার প্রোফাইল দেখে আপনার সম্পর্কে ধারণা নিতে পারে।

LinkedIn-লিংকডইন কি ধরণের ওয়েবসাইট?

লিংকডইন হচ্ছে একটি আমেরিকান সার্ভিস বা সেবা । যা, ব্যবসা এবং কর্মসংস্থান ভিত্তিতে ওয়েবসাইট এবং অ্যাপ এর মাধ্যমে পরিচালিত হয়।

লিংকডইন পরিসেবাটি ৩ মে ২০০৩ সালে চালু হয়।

লিংকডইন ওয়েবসাইটটি মূলত professional networking এবং career development এর জন্য ব্যবহার করা হয়ে থাকে।

চাকরি প্রত্যাশীরা খানে তাদের সিভি পোস্ট করে দিতে পারেন।

আর কোম্পানি বা নিয়োগকারীরা চাকরি বা তাদের কাজগুলো সরাসরি এখানে পোস্ট করে থাকেন।

এবং তাদের কাজের জন্য দক্ষ লোকদের খুঁজে নিয়ে তাদের চাকুরি দিয়ে থাকেন।

বন্ধুরা, এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন যে লিংকডইন কি এবং LinkedIn কি ধরনের সার্ভিস।

লিংকডইন মার্কেটিং কি?

লিংকডইনে, আপনার ব্যবসাকে প্রচার ও প্রসার করার জন্য এই প্ল্যাটফর্মের নির্দিষ্ট বিপণন কৌশল অবলম্বন করা অনেকটাই জরুরী।

নেটওয়ার্কটি সম্পূর্ণ ভিন্ন audience দের সমন্বয়ে গঠিত হওয়ার কারণে, লিংকডইন বিপণনে আপনার পছন্দের ফলাফলগুলি পেতে আপনার আলাদা পদ্ধতির প্রয়োজন।

তাই লিংকডইন এ আপনার ব্রান্ডকে বিখ্যাত করে তুলতে আপনাকে অবশ্যই লিংকডইন ব্যবহারের পাশা পাশি মার্কেটিং এর কৌশল গুলো অবলম্বন করতে হবে।

লিংকডইন ব্যবহারের নিয়ম- Use Linkedin

লিংকডইন এ আপনার জীবনবৃত্তান্ত হিসাবে আপনার প্রোফাইল ব্যবহার করুন।

ফলে যখন আপনি কোনো চাকরির আবেদন করবেন তখন আপনার প্রোফাইলকে একটি ইমেল বা আপনার কভার লেটারে একটি লিংক হিসাবে অন্তর্ভুক্ত করে দিতে পারেন।

এছাড়াও যেসব ওয়েবসাইট আপনাকে চাকরিতে আবেদন করার অনুমতি দেয়, সেগুলোতে আপনার সমস্ত তথ্য প্রদান করুন এবং আপনার লিংকডইন প্রোফাইলটি সেখানে সংযোগ করে দিন।

লিংকডইন কেন ব্যবহার করা উচিত?

LinkedIn কেন ব্যবহার করা উচিত ? আপনারা হয়তো তার কিছু ধারণা পেয়ে গেছেন।

তবে, এখন আমি আপনাদের সাথে আলোচনা করবো, লিংকডইন আপনার কেন ব্যবহার করা উচিৎ তার কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে-

পুরোনো বন্ধুদের সাথে সংযোগ স্থাপন করতে-

লিংকডইন এ আপনি আপনার “My Network section” ব্যবহার করে নিজের school / college এর বন্ধু-বান্ধব।

অথবা যাদের আপনি আপনার Professional Network সংযুক্ত করে রাখতে চান, তাদের খুঁজে বের করে নিয়ে তাদের সাথে যোগযোগ স্থাপন করতে পারবেন।

আরো জানুন , 

আপনার পছন্দের ইউজারদের খুঁজে পেতে Search bar এ ইউজারদের নাম লিখে সার্চ করলেই ইউজারদের প্রোফাইল দেখতে পাবেন।

এরপর আপনার প্রিয় ব্যক্তিদেরকে “My Network section” এ সংযুক্ত করে রাখুন।

জব খুঁজতে এবং জব এপ্লাই করতে-

বর্তমানে অল বিশ্বের চাকরি খুজে পেতে মূলত LinkedIn এর লক্ষ করা যায়। নতুনদের মধ্যে অনেকেই এখানে চাকুরী খুজতে ও এপ্লাই করতে আসেন।

আপনি যদি চাকুরি খুজে থাকেন তাহলে আপনার লিংকডইন ব্যবহার করা উচিত।

কেননা এখানে আপনি সিভি পোস্ট করার পর আপনার যোগ্যতানুযায়ী চাকুরীর সার্কুলার পেয়ে যাবেন।

যেগুলোতে এপ্লাই করে আপনি ঘরে বসেই জব করতে পারবেন।

নতুন পেশাদারদের সাথে সংযুক্ত হওয়ার জন্য-

লিংকডইন এর সাহায্যে আপনি নিত্য-নতুন, চেনা-অচেনা বিভিন্ন পেশাদারদের সাথে যুক্ত হতে পারবেন।

এখান থেকে আপনি বিভিন্ন ধরনের পেশার মানুষের সাথে যুক্ত হয়ে অনেক কিছু শিখতে পারবেন, যা বর্তমান অনলাইন যুগে আপনার অনেক উপকারে আসবে।

বিভিন্ন ব্যবসার আইডিয়া পাওয়ার জন্য-

লিংকডইনে নিয়মিত বিভিন্ন পেশার ব্যক্তিরা তাদরে ব্যবসায়িক বিষয়গুলো নিয়ে নিয়মিত পোস্ট করে থাকে।

তাছাড়াও অনলাইন ইনকাম এর টিপ্স সম্পর্কেও অনেক ধরনের তথ্য পাওয়া যায়।

যেগুলো থেকে আপনি বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া পাবেন । এবং অনলাইন ইনকাম করারও সুযোগ পাবেন।

বিভিন্ন গ্রুপে অংশগ্রহণ করতে-

লিংকডইন এ আপনি বিভিন্ন ধরনের Group দেখতে পাবেন।

আপনি লিংকডইনের এই গ্রুপগুলোতে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের প্রফেশনালদের সাথে পরিচয় হতে পারবেন।

এখানে আপনি আপনার পছন্দের বিষয় এবং পেশার সাথে সম্পর্কিত গ্রুপগুলো খুজে নিন । এবং তাতে যুক্ত হন।

এতে করে আপনার নিজের করা পোস্টের মাধ্যমে অন্যদেরকে আপনার বিষয়ে জানাতে পারবেন এবং আগ্রহীদেরকে আপনার নেটওয়ার্ক এর অন্তর্ভুক্ত করতে পারবেন।

এভাবেই আপনার পরিচিতি বাড়িয়ে তুলতে পারবেন । এবং দিনে দিনে বিখ্যাত হতে পারবেন।

LinkedIn এর মূল বৈশিষ্ট গুলো কি কি?

LinkedIn একটি business platform যা আমরা আগেই জেনেছি।

লিংকডইন কি ,লিংকডইন ব্যবহারের নিয়ম , লিংকডইন মার্কেটিং কি , লিংকডিন থেকে আয় , লিংকডইন আইডি , লিংকডইন প্রোফাইল , Linkedin এর প্রতিষ্ঠাতা কে
লিংকডইন কি ,

এই প্লাটফর্মে যেসমস্ত basic features রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এবং এগুলো কিভাবে ব্যবহার করবেন তা আলোচনা করছি।

লিংকডইন এর মূল বৈশিষ্ট সমূহ-

হোম পেজ (HOME)

LinkedIn ওয়েবসাইটে লগইন করা পর আপনি একটি হোম পেজ দেখতে পাবেন।

এটিই হলো লিংকডইন এ আপনার হোম ফিড বা news feed।

এখানে আপনি সকল প্রকার নিত্য-নতুন আপডেট দেখতে পাবেন।

যেমন- ফলো, ফলোইং, রিসেন্ট পোস্ট, কানেকশন ইত্যাদি।

প্রোফাইল (PROFILE)

লিংকডইন প্রোফাইলে আপনি আপনার ব্যক্তিগত তথ্যগুলো দেখতে পাবেন।

কি চাইলে আপনার ব্যক্তিগত তথ্য এখান থেকে পরিবর্তন বা আপডেট করে নিতে পারবেন।

আপনার প্রোফাইলের name, your photo, your location, your occupation ইত্যাদি তথ্যগুলো লোকদেরকে ফোকাস করা হয়ে থাকে।

সার্চ বার (SEARCH)

লিংকডইন এর সার্চবার ব্যবহার করে আপনি আপনার যে কোনো বিষয়ে যেমন- জব, প্রোফেশনাল, কোম্পানি ইত্যাদি খুঁজে পাবেন।

মেসেজ (MESSAGE)

LinkedIn এর মধ্যে থাকা Message অপসন টি ব্যবহার করে আপনি আপনার পছন্দের প্রফেশনাল ইউজারদের সাথে সরাসরি TEXT MESSAGES এর মাধ্যমে কথা বলতে পারবেন।

তাছাড়াও আপনি তাদের সাথে photos, screenshots, documents গুলি আদান প্রদান করতে পারবেন।

নোটিফিকেশন (NOTIFICATIONS)

লিংকডিইন এর নোটিফিকেশন অপশন দ্বারা আপনি আপনার লিংকডইন প্রোফাইলের সকল ধরনের নোটিফিকেশন পাবেন।

নোটিফিকেশন (notification) এর মাধ্যমে আপনি- নতুন পোস্ট, কানেকশন রিকোয়েস্ট, ফলো পরামর্শ, যারা আপনার প্রোফাইল ভিউ করেছেন ইত্যাদি এই ধরণের তথ্য গুলো খুব সহজেই দেখতে পারবেন।

মাই নেটওয়ার্ক (MY NETWORK)

ফেসবুকে ফেসবুক ফ্রেন্ড লিস্ট এর মতোই লিংকডইন মাই নেটওয়ার্ক কাজ করে।

LinkedIn এ আপনার প্রোফাইলে যত প্রফেশনাল ব্যক্তিদের সংযুক্ত করতে পারবেন।

সেগুলোর তথ্য বা লিস্ট আপনি মাই নেটওয়ার্ক অপশনে দেখতে পারবেন।

তাছাড়া আপনাকে যারা কানেক্টেড করার জন্য রিকুয়েস্ট পাঠাবে তাদের তালিকাও আপনি মাই নেটওয়ার্ক “INVITATIONS” নিচে দেখতে পারবেন।

তাছাড়া আপনি আপনার পছন্দের ব্যক্তিদের রিকোয়েস্ট গুলো গ্রহন করতে এবং অপছন্দের ব্যক্তিদের রিজেক্ট করতে পারবেন।

জব (JOBS)

লিংকডইন এ চাকুরীর নিয়োগদাতাগণ প্রতিদিন বিভিন্ন ধরনের চাকরির নিয়োগ পোস্ট করেন।

লিংকডইন প্রতিদিন আপনাকে আপনার দেওয়া তথ্য, যোগ্যতা ও লোকেশনের উপর নির্ভর করে জব বা কাজের জন্য বলে থাকে।

আপনি চাইলে সরাসরি “JOBS” ট্যাব অপশনে ক্লিক করে আপনার পছন্দের জব পোস্টগুলো দেখে নিতে পারেন।

ইন্টারেস্টেড (INTERESTS)

লিংকডইন এ আপনার প্রফেশনালের বাইরে কিছু বিভিন্ন ধরনের ইন্টারেস্ট বিষয়গুলো ফলো করতে পারবেন।

এরজন্য আপনাকে আপনার ইন্টারেস্টেড বিষয়গুলো সিলেক্ট করে নিতে হবে।

আপনার ইন্টারেস্টেড অনুযায়ী বিভিন্ন কোম্পানী বা গ্রুপ এর সাথে সংযুক্ত হতে পারবেন।

তাছাড়া নতুত অবস্থায় শিক্ষা বা দক্ষতার অজ্যনের জন্য লিংকডইন এর Lynda platform থেকে আপনার স্কিল ডেভলপ করতে পারবেন।

পেনডিং ইনভিটেশন (PENDING INVITATION)

লিংকডইন এ যখন কোনো প্রোফেশনাল আপনাকে কানেক্ট করতে চাইবে, তখন তারা আপনাকে connection request পাঠাবে।

তাদের কানেকশন রিকুয়েস্ট গুলো আপনি My Network এর মধ্যে পেয়ে যাবেন।

আপনি চাইলে কানেক্ট রিকুয়েস্ট পছন্দ অনুযায়ী একসেপ্ট অথবা রিজেক্ট করতে পারবেন।

একসেপ্ট করলে তারা আপনার নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হয়ে যাবে।

লিংকডইন একাউন্টে লগ ইন করার পর আপনারা সাধারণত উপরের অপশনগুলো সচরাচর দেখতে পাবেন।

টাকা ইনকাম, 

FAQ-

Linkedin কি ধরনের সার্ভিস?

লিংকডইন মূলত পেশাজীবীদের একটি বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম । এ ছাড়াও বিভিন্ন ধরনের মানুষ এটি ব্যবহার করছে।

বিশ্বের যে কোন দেশের যে কোন গ্রুপ বা কোম্পানির মানুষকে পাওয়া যায় Linkedin দ্বারা।

এটি পেশাজীবীদের জন্য সবচেয়ে বড় জনপ্রিয় প্ল্যাটফর্ম।

Linkedin এর প্রতিষ্ঠাতা কে?

Linkedin এর প্রতিষ্ঠাতা হলেন, বিল গেটসপল এবং অ্যালেন।

LinkedIn এর মালিক কে?

লিংকডইন একটি মাইক্রোসফট এর অধীনস্থ সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট।

লিংকডইন মার্কেটিং কি?

লিংকডইনে, আপনার ব্যবসাকে প্রচার ও প্রসার করার জন্য এই প্ল্যাটফর্মের নির্দিষ্ট বিপণন কৌশল অবলম্বন করা অনেকটাই জরুরী।

নেটওয়ার্কটি সম্পূর্ণ ভিন্ন audience দের সমন্বয়ে গঠিত হওয়ার কারণে, লিংকডইন বিপণনে আপনার পছন্দের ফলাফলগুলি পেতে আপনার আলাদা পদ্ধতির প্রয়োজন।

তাই লিংকডইন এ আপনার ব্রান্ডকে বিখ্যাত করে তুলতে আপনাকে অবশ্যই লিংকডইন ব্যবহার করা প্রয়োজন।

আজকের শেষ কথা,

বন্ধুরা আজ আমি আপনাদের সাথে লিংকডইন কি? লিংকডইন ব্যবহারের নিয়ম, লিংকডইন মার্কেটিং কি, লিংকডিন থেকে আয়, লিংকডইন আইডি, লিংকডইন প্রোফাইল , Linkedin এর প্রতিষ্ঠাতা কে? ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

আজকের আর্টিকেলটি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আর যদি আর্টিকেলটি আপনার ভালো লাগে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। বিনিময়ের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Comment