প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আর্টিকেলে আমি রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট ২০২৩ বের করার নিয়ম, এসএসসি রেজাল্ট চেক, এসএসসি রেজাল্ট ২০২৩ , এসএসসি রেজাল্ট ট২৩ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।
অনেকেই রোল নাম্বার দিয়ে SSC Result 2023 বের করতে পারেন না। তাই আমি সকলের সুবিধার্থে রেজাল্ট মার্কশিট সহ বের করার নিয়ম জানিয়ে দিব।
এসএসসি পরীক্ষা ২০২৩ অলরেডি শেষ হয়েছে । এখন রেজাল্ট পাবলিশ হওয়ার সময়ও ঘনিয়ে এসেছে।
অনেক শিক্ষার্থী রয়েছেন যারা পরীক্ষার রেজাল্ট পাওয়ার অপেক্ষা করছেন কিন্তু তারা কিভাবে একটা রেজাল্ট বের করবেন এ বিষয়ে জানেন না।
আপনি যদি এসএসসি রেজাল্ট বের করার পদ্ধতি না জেনে থাকেন তাহলে আর্টিকেলটি আপনার জন্য।
আর্টিকেলটি পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
ফলে আপনি নিজেই এসএসসি পরীক্ষার রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট খুব সহজেই অল্প সময়ের মধ্যেই বের করে নিতে পারবেন।
চলুন বন্ধুরা এসএসসি রেজাল্ট দেখার নিয়ম গুলো জেনে নেই।
এসএসসি রেজাল্ট ২০২৩ কবে দিবে?
আপনি জেনে হবেন যে এসএসসি রেজাল্ট ২০২৩, অল্প কিছুদিনের মধ্যেই প্রকাশিত হতে যাচ্ছে। এ বছর এসএসসি পরীক্ষা ২৮ মে শেষ হয়।
এসএসসি পরীক্ষা রেজাল্ট সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ থেকে ৯০ দিনের মধ্যেই প্রকাশ করা হয়ে থাকে।
সেই হিসেবে দেখা যায় যে এসএসসি রেজাল্ট জুলাই মাসের শেষের দিকে অথবা আগষ্টের প্রথম সপ্তাহে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যের আলোকে আগামী ২৮ শে জুলাই ২০২৩ ৩ তারিখে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসএসসি রেজাল্ট প্রকাশিত হওয়ার দিন সকাল দশটায় প্রধানমন্ত্রী ফলাফল ঘোষণা করবেন এবং দুপুর বারোটায় সকলের জন্য রেজাল্ট উন্মুক্তভাবে পাবলিশ করা হবে।
জন্ম নিবন্ধন যাচাই করে কিভাবে? জন্ম নিবন্ধন সনদ যাচাই করার নিয়ম
এসএসসি রেজাল্ট প্রত্যাশীরা মোবাইলের মুঠোফোনের মাধ্যমে এসএমএস করে এসএসসি রেজাল্ট দেখতে পারবেন।
তাছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখা যাবে।
কীভাবে রোল নাম্বার দিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করবেন?
রোল নাম্বার দিয়ে SSC Result চেক করতে হলে বেশ কিছু তথ্য দিতে হবে ধাপে ধাপে। সব তথ্য সংগ্রহ করে নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করুন।
SSC Exam Result 2023 রোল নাম্বার দিয়ে চেক করার নিয়ম-
আমরা সকলেই সাধারণত বাংলাদেশ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এসএসসি ফলাফল চেক করে থাকে।
এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার উভয় দিতে হয়।
তাই আজ আমি আপনাদেরকে দেখাবো যে, কিভাবে শুধু রোল নাম্বার দিয়ে এসএসসি পরীক্ষার ফলাফল চেক করা যায়? সেই নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাবো।
আরো জানুন,
- এসএসসি রেজাল্ট ২০২৩ কবে দিবে? এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
- কিভাবে ssc রেজাল্ট দেখবো ? এসএসসি রেজাল্ট চেক ২০২৩
- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম ২০২৩
শুধুমাত্র রোল নাম্বার দিয়ে এসএসসি পরীক্ষার ফলাফল চেক করার ওয়েবসাইট- eboardresults.com হলো একেবারেই সহজ ওয়েবসাইট।
এই ওয়েবসাইট থেকে রোল নাম্বার দিয়ে রেজাল্ট চেক করার জন্য আপনি প্রথমেই এই- https://eboardresults.com/v2/home লিংকটিতে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন।
তারপর –
- Examination : এখানে পরীক্ষার নাম SSC/Dakhil/Equivalent সিলেক্ট করে দিন।
- Year : পরীক্ষার সন দিন।
- Board : পরীক্ষা বোর্ডের নাম সিলেক্ট করে দিন।
- Result Type : একক রেজাল্টের জন্য Individual Result সিলেক্ট করে দিন।
- Roll : এসএসসি পরীক্ষার রোল লিখুন।
- Reg- No : এখানে অপশনান এটি না লিখলেও চলবে।
- ecurity Key : এখানে যে সিকিউরিটি কোড দেখতে পাচ্ছেন সেগুলো সঠিকভাবে টাইপ করে দিন।
সবকিছু ঠিকঠাক থাকলে নিচের Get Result বাটনে ক্লিক করে দিন। কয়েক সেকেনেডর মধ্যেই আপনি আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।
এভাবেই আপনি খুব সহজেই এস এসএসসি পরীক্ষার ফলাফল চেক করতে পারবেন।
শুধুমাত্র রোল নাম্বার দিয়ে ইবোর্ড অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি রোল নাম্বার দিয়ে এসএসসি পরীক্ষার ফলাফল চেক করতে পারবেন।
এখানে স্নান রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে না।
রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম-
এসএসসি রেজাল্ট দেখার জন্য অবশ্যই প্রয়োজনীয় বিষয় হলো রোল নাম্বার। আপনি রোল নাম্বার ছাড়া কোনভাবেই এসএসসি রেজাল্ট দেখতে পারবেন না।
এসএসসি রেজাল্ট ২০২৩ দেখার জন্য অবশ্যই আপনার এসএসসি পরীক্ষার রোল নাম্বারে প্রয়োজন হবে।
অনেকেই মনে করেন যে এসএসসি রেজাল্ট দেখা খুব একটা কঠিন কাজ । আসলে ব্যাপারটা ঠিক সেরকম নয়।
কারণ রোল নাম্বার দিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখা একদম সহজ।
আপনি বাংলাদেশ শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এসএসসি রেজাল্ট দেখার জন্য আপনার রোল নাম্বার দিয়ে খুব সহজেই রেজাল্ট বের করে নিতে পারবেন।
এসএসসি রেজাল্ট বের করার জন্য নিচে পদ্ধতিগুলি অনুসরণ করুন।
আরো পড়ুন,
- ওয়েবসাইট কি? ওয়েবসাইট তৈরির ধাপসমূহ
- লোগো তৈরী করার সফটওয়্যার- নতুনদের জন্য সেরা লোগো ডিজাইন সফটওয়্যার
- ইউটিউব কি? ইউটিউব চ্যানেল সম্পর্কে বিস্তারিত
অনলাইনে SSC Result 2023 দেখার নিয়ম-
এসএসসি রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম আপনি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড বাংলাদেশ অফিসিয়াল ওয়েবসাইট-http://www.educationboardresults.gov.bd/ ভিজিট করুন।
এরপর উপরের ছবির মতো দেখতে পাবেন। যেখানে কিছু তথ্য পূরণ করে আপনাকে রেজাল্ট দেখতে হবে।
তাই আপনি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যগুলো সঠিকভাবে দিয়ে এসএসসি রেজাল্ট বের করুন।
- Examination : এর পরীক্ষার নাম SSC/Dakhil/Equivalent সিলেক্ট করুন।
- Year : পরীক্ষার সন দিন ২০২৩।
- Board : আপনি যে বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সেই বোর্ড এর নাম সিলেক্ট করে দিন।
- Roll : আপনার পরীক্ষার রোল লিখে দিন।
- Reg :No – এখানে আপনার এসএসসি পরীক্ষার রেজি নম্বর লিখুন।
- 9+4 = 13 লিখুন । অথবা যে সংখ্যা থাকবে সেগুলোর যোগফল লিখে দিন।
সবকিছু পূরণ করে দেওয়ার পর সবশেষে Submit অপশনটিতে ক্লিক করুন।
এতে করে আপনার এসএসসি রেজাল্ট দেখতে পারবেন।
এখন আপনি আপনার কাছে রেজাল্টটি প্রিন্ট করে বের করে নিতে পারবেন।
এসএসসি রেজাল্ট প্রকাশের দিন অনেক সময় সার্ভার সমস্যা থাকে।
যার কারণে রেজাল্ট বের করতে একটু ঝামেলা হয়ে থাকে বা বেশি সময় লাগতে পারে তাই ধৈর্য সহকারে কয়েকবার ট্রাই করে এসএসসি রেজাল্ট বের করে নিন।
এসএমএসের মাধ্যমে SSC Result 2023 চেক করার নিয়ম-
আপনি যদি কোন বিষয়ে কত নাম্বার পেলেন তা জানতে চান? তাহলে সেটিও আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোন দিয়ে এসএমএস এর মাধ্যমে জেনে নিতে পারবেন।
মোবাইলে SMS দ্বারা এসএসসি রেজাল্ট দেখার সহজ উপায় রয়েছে। এর জন্য মোবাইল দিয়ে SMS করার জন্য টাইপ করতে হবে-
পরীক্ষার নাম = SSC <space> SSC পরীক্ষা বোর্ডের ১ম ৩ অক্ষর <space> SSC রোল নাম্বার <space> SSC পরীক্ষার সন 2023 এবং পাঠিয়ে দিন 16222 নাম্বারে৷
যেমন- SSC DHA 123456 2023 and Send to 16222
এরপর একটি ফিরতি মেসেজ এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে, আপনি কোন বিষয়ে কত নাম্বার বা গ্রেড পেয়েছেন।
এখানে সকল শিক্ষা বোর্ডের কোড সমূহ দেখুন
মার্কশীট সহ এসএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম-
অতীতের মত বর্তমান ডিজিটাল যুগে স্টুডেন্টদেরকে আর শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে রেজাল্টের জন্য যেমন ঘুরতে হয় না।
ঠিক তেমনিভাবে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে শিক্ষার্থীদের আর হয়রানি হতে হয় না।
অবশ্যই পড়ুন,
- ব্যবসা কি ? ব্যবসা কত প্রকার ও কি কি- ব্যবসা পরিচিতি
- ১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া
- বাংলাদেশে সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটি | বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা
এখন অনলাইনে কম্পিউটার অথবা স্মার্ট মোবাইল দিয়ে খুব সহজেই এসএসসি পরীক্ষার মার্কশিট বের করে নেওয়া যায়।
আপনি যদি এসএসসি পরীক্ষার মার্কশিট বের করতে চান তাহলে আপনি নিচের দেওয়া লিংকে https://eboardresults.com/v2/home প্রবেশ করুন।
তারপর আপনি উপরের ছবির মতো দেখতে পাবেন । যেখানে আপনাকে এসএসসি পরীক্ষার কিছু তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
তথ্যগুলো পূরনের সময়-
- Examination : এর পরীক্ষার নাম SSC/Dakhil/Equivalent সিলেক্ট করুন।
- Year : পরীক্ষার সন দিন ২০২৩।
- Board : আপনি যে বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সেই বোর্ড এর নাম সিলেক্ট করে দিন।
- Result Type : একক রেজাল্ট দেখার জন্য Individual Result সিলেক্ট করে দিন।
- Roll : আপনার পরীক্ষার রোল লিখে দিন।
- Reg :No – এখানে আপনার এসএসসি পরীক্ষার রেজি নম্বর লিখুন।
- Security Key : এখানে বক্ষের মধ্যে যে সিকিউরিটি কোড দেখতে পাচ্ছেন সেগুলো সঠিকভাবে দেখে দেখে টাইপ করে দিন।
সবকিছু ঠিকঠাক থাকলে নিচের Get Result বাটনে ক্লিক করে দিন। কয়েক সেকেনেডর মধ্যেই আপনি আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।
রেজাল্ট প্রকাশের দিন সার্ভার অনেক ব্যাস্ত থাকার কারনে একটু সময় বেশি লাগতে পারে। তাই ধৈর্যসহকারে কয়েকবার চেষ্টা করে রেজাল্ট বের করে নিন।
আরো দেখুন,
- ঘরে বসে ফ্রি টাকা ইনকাম করার উপায় || ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
- ভিডিও দেখে টাকা আয় করার apps এবং সেরা ওয়েবসাইট সমূহ
- কিভাবে একটি ওয়েবসাইট দিয়ে টাকা ইনকাম করা যায় || অনলাইনে ইনকাম করার উপায়
এসএসসি রেজাল্ট ট২৩
অনেকেই এসএসসি রেজাল্ট ট২৩ দেখার জন্য অনলাইনে তাড়াহুরা করে রেজাল্ট সার্চ করে থাকেন।
যার কারণে টাইপে কিছু ভুল যেমন- এসএসসি রেজাল্ট ট২৩ হয়ে থাকে।
তো যাই হোক, এসএসসি রেজাল্ট ট২৩ দেখার জন্য উপরের নিয়মগুলো ফলো করে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখে নিন।
আজকের শেষ কথা,
সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা। আশা করি সকলেই রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট ২০২৩ খুব সহজেই দেখতে পারবেন।
এসএসসি রেজাল্ট চেক করতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন।
সকলেই রেজাল্ট ভালো হোক এই কামনায় আজকের এই আর্টিকেলটি এখানেই শেষ করছি।
আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন । যেন তারাও এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়মগুলো জানতে পারে । ধন্যবাদ