একটি ওয়েবসাইটের “search engine traffic” ও “SEO” এর সাথে ডোমেইন অথরিটি জড়িত রয়েছে। তাই Domain Authority সম্পর্কে আপনার জ্ঞান থাকা জরুরি।
ডোমেইন অথরিটি কি? (What Is Domain Authority)
Domain Authority হলো এমন এক search engine ranking score, যা MOZ দ্বারা নির্ধারন করা হয়ে থাকে।
যে কোন ওয়েবসাইটের rank ক্ষমতা আন্দাজ করা হয় সার্চ ইঞ্জিনে এই ডোমেইন অথরিটি স্কোর দ্বারা।
যে কোনো ওয়েবসাইট কেমন search engine result page (SERPs) এ rank করার ক্ষমতা রাখে তা Domain Authority স্কোর এর মাধ্যমে অনুমান করা যায়।
অর্থাৎ, যে ওয়েবসাইটের ডোমেইন অথরিটি স্কোর যত বেশি থাকবে । সেই ওয়েবসাইট ততো ভালো সার্চ ইঞ্জিনে রাংক (rank) করার ক্ষমতা রাখবে।
অন্য কোনো ডোমেইন অথরিটি স্কোর কম থাকা ওয়েবসাইটের তুলনায়।
তাই Domain Authority স্কোর কে একটি গুরুত্বপূর্ণ search engine ranking বিষয় হিসেবে মনে করা হয়।
সহজ কথায় ডোমেইন Authority বলতে কি বুঝায়?
ডোমেন অথরিটি হচ্ছে এমন একটি সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং স্কোর যা সার্চ ইঞ্জিনের ফলাফলের ক্ষেত্রে একটি সাইট কেমন হতে পারে তার একটি অনুমান দেয়।
যা একটি সফ্টওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি Moz দ্বারা তৈরি করা হয়েছে এবং এটি একটি ওয়েবসাইটের সম্ভাব্য সার্চ ইঞ্জিন কর্মক্ষমতার ওভারভিউ দিয়ে থাকে।
আপনার আমার দুজনেরই ওয়েবসাইটে একটি আর্টিকেল লেখা হয়েছে একই বিষয় নিয়ে।
এখন প্রশ্ন হলো গুগল কার আর্টিকেলটিকে তার প্রথম পেজে দেখাবে বা উপরে নিচে দেখাবে?
সহজ উত্তর হলো- যে ওয়েবসাইটের ডোমেইন অথরিটি স্কোর তুলনামূলক বেশি থাকবে। গুগল সেই ওয়েবসাইটের আর্টিকেলটিকেই তার প্রথম পেজে দেখাবে।
তাই একটি ওয়েবসাইটের ডোমেইন অথরিটি (Domain Authority) DA score বেশি থাকা গুগলের সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটকে র্যাংক করার ক্ষমতাও বেশি রাখা।
যে কোনো ওয়েবসাইটের ডোমেইন অথরিটি ১-১০০ পর্যন্ত হয়ে থাকে এবং আপনার ওয়েবসাইট Domain Authority যত বেশি হবে আপনার ওয়েবসাইটের জন্য ততোটাই লাভজনক।
আরো পড়ুন,
- নিশ কি? নিশ কত প্রকার ও কি কি & সবচেয়ে লাভজনক ১০ টি নিশ এর নাম
- ব্যাকলিংক কি? কিভাবে ব্যাকলিংক তৈরি করা যায় : (create backlink)
- SEO কি এবং এটি কিভাবে কাজ করে – ব্লগের আর্টিকেলে SEO র ব্যবহার করার নিয়ম
তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে, ডোমেইন অথরিটি ২০-৫০ এর মাধ্য থাকা ওয়েবসাইট গুলো low competition keywords গুলো বেশিরভাগ সময় খুব সহজেই rank করার ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে।
ডোমেইন অথরিটি বাড়ানোর বিভিন্ন উপায় রয়েছে। যেগুলো উপায় ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের Domain Authority স্কোর বৃদ্ধি করতে পারেন।
ডোমেইন অথরিটি বৃদ্ধি করার প্রক্রিয়াটিও এক ধরনের এসইওর কাজ যা, “Off page SEO” এর একটি অংশ বটে।
জন্ম নিবন্ধন যাচাই করে কিভাবে? জন্ম নিবন্ধন সনদ যাচাই করার নিয়ম
Domain অথরিটি কিভাবে চেক করবো?
বর্তমানে Domain Authority স্কোর চেক করার বিভিন্ন ফ্রি ওয়েবসাইট রয়েছে । যেগুলো আপনি অনলাইনে সার্চ করেই পেয়ে যাবেন।
কয়েকটি ডোমেইন অথরিটি (Domain Authority) স্কোর (DA score checker tools) টুল্স যেমন-
- sitechecker authority checker
- ahrefs authority checker tool
- Seoreviewtools.com
- Moz link explorer
যে কোনো ওয়েবসাইটের ডোমেইন অথরিটি স্কোর sitechecker authority checker টুল্স দিয়ে চেক করতে আমাদের যা করতে হবে তা হলো-
প্রথমেই আপনার কম্পিউটার ব্রাউজারে গিয়ে sitechecker authority checker লিখে সার্চ করে ওয়েবসােইট টিতে প্রবেশ করুন।
এরপর উপরের ছবিতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনি ভাবে আপনার ওয়েবসাইটের “URL ADDRESS” টি “authority checker বক্সে” দিয়ে দিন।
এরপর সার্চ অপশনটিতে ক্লিক করুন।
এখন নিচে আপনি আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি (Domain Authority) স্কোর DA score দেখতে পারবেন।
বন্ধুরা, উপরের Domain Authority চেক করার টুল্স গুলো ব্যবহার করে আপনি আপনার যে কোনো ওয়েবসাইটের ডোমেইন অথরিটি চেক করতে পারবেন।
আপনি ইচ্ছা করলে আপনার প্রতিদ্বন্দি যে কোনো ওয়েবসাইটের ডোমেইন অথরিটি চেক করতে পারবেন । এবং DA score খুব সহজেই জেনে নিতে পারবেন।
- পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয় | পুরাতন ল্যাপটপ ক্রয় বিক্রয় করার উপায়
- বাংলাদেশে সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটি | বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা
কিভাবে ডোমেইন অথরিটি বাড়ানো যায়?
আমি আপনাদেরকে আগেই বলেছি যে, আপনার নিজের ওয়েবসাইটের ডোমেইন অথরিটি যত দ্রুত বাড়াতে পারবেন ততোই আপনার ওয়েবসাইট টি search engine এ ranking এর জন্য অনেক ভালো হবে।
এজন্যই প্রত্যেক ব্লগ বা ওয়েবসাইট মালিকরা তাদের নিজের ওয়েবসাইটের Domain Authority স্কোর বাড়ানোর জন্য সচেষ্ট থাকেন।
তাই আপনিও চাইলে বিভিন্ন Off page SEO কৌশলগুলি ব্যবহার করে আপনার ব্লগ বা ওয়েবসাইটের Domain Authority বাড়াতে পারেন।
আরো জানুন,
- Keyword Research কি?
- কিভাবে কম্পিউটারে স্ক্রিনশট নিবেন?
- নিজের ব্লগে কেমন আর্টিকেল লিখবেন? ব্লগে আর্টিকেল লেখার নিয়ম
Domain Authority বাড়ানোর বিভিন্ন উপায় রয়েছে। আজ আমি আপনাদের সাথে ডোমেইন অথরিটি বাড়ানের উপায় সম্পর্কে নিচে আলোচনা করবো।
যেগুলো অনুসরণ করে আপনি আপনার Domain Authority খুব এবং সহজেই বাড়াতে পারবেন।
বন্ধুরা, আর দেরি না করে, ডোমেইন অথরিটি বাড়ানোর ৫ টি উপায় সম্পর্কে জেনে নেয়া যাক।
ডোমেইন অথরিটি বাড়ানোর ৫ টি উপায়- (5 tips to increase DA score)
১. হাই কোয়ালিটি আর্টিকেল লিখুন- High quality article
সবসময় আপনার ব্লগ বা ওয়েবসাইটে হাই কোয়ালিটি সম্পন্ন আর্টিকেল লিখুন। আর্টিকেল লেখার সময় মনে রাখবেন, আপনি যে আর্টিকেল লিখছেন তা যেন লোকেরা পরে সন্তুস্ট হয়।
আর আর্টিকেলটি পরে উপকৃত হয় এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ার ধৈর্য রাখে।
শুধু আর্টিকেলের সাথে জড়িত বিষয়গুলোই লিখুন , অযথা বাড়তি কিছু আর্টিকেলে লেখতে যাবেন না।
আর্টিকেলটি এমন ভাবে লিখুন যাতে ভিজিটর্স আপনার আর্টিকেলটি অনেক সময় নিয়ে পড়ে। মূলত ওয়েবসাইটের জন্য ভিজিটর্স পাওয়া এবং ধরে রাখাই হলো আসল কথা।
এতে করে ভিজিটর্স বিরক্ত বোধ করতে পারে, সেদিকটাও খেয়াল রাখতে হবে।
তাই ভালো এবং হাই কোয়ালিটি সম্পন্ন আর্টিকেল বা কন্টেন্ট আপনার ব্লগিং ক্যারিয়ারে যে কোনো সময় কাজে আসবে এবং ডোমেইন অথরিটি স্কোর বাড়াতে সাহায্য করবে।
২. অন পেজ এসইও- On page SEO
অনেক ভালো করে অন পেজ এসইও (On page SEO) করতে হবে। কেননা অনপেজ এসইও একটি ওয়েবসাইটের ডোমেইন অথরিটি স্কোর বাড়াতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এজন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যেমন page titles, keyword placement, keyword density, image optimization ইত্যাদি বিষয়ের সঠিক জ্ঞান থাকতে হবে।
৩. এন্টারনাল লিংকিং-Interlinking articles
এন্টারনাল লিংকিং আর্টিকেল (Internal linking technique) এর সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে ডোমেইন অথরিটি স্কোর বাড়ানো হলো ওয়েবসাইটের DA score increase করার আরেকটি অন্যতম উপায়।
Internal linking এর ব্যবহারের ফলে ওয়েবসাইটের এভারেজ বোনাস রেট কমানো যায়। বোনাস রেট কমানোর অর্থ হলো, আপনার ওয়েবসাইটে আসা ভিজিটর্সগুলো যাতে আপনার আর্টিকেলটি অনেক সময় নিয়ে পড়ে সেই ব্যবস্থা করা।
আপনার ওয়েবসাইটে অনেকক্ষন সময় ভিজিটর্স ধরে রাখা । যার ফলে ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বেড়ে যাবে।
Internal linking হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যা ব্লগে বা ওয়েবসাইটে আর্টিকেল লেখার সময় সেই আর্টিকেলের সাথে সামঞ্জস্যপূর্ণ অন্য কোনো আর্টিকেলের লিংক যোগ করে দেওয়া। যেমন-
আপনারা লক্ষ করলে পাবেন, এই আর্টিকেলের সাথে জড়িত ডোমেইন সম্পর্কে আমার আগের লেখা আর্টিকেলের লিংক টি এখানে আমি যোগ করে দিয়েছি।
এতেকরে আমার আর্টিকেলটি যারা পড়ছেন তারা এখান থেকে আরো অন্যান্য তথ্যও পাবেন । এবং Google search bots খুজ সহজেই আমার আর্টিকেলটি খুজে পাবে এবং crawl করবে।
তাই আপনার ব্লগ বা ওয়েবসাইটের ডোমেইন অথরিটি স্কোর বাড়ানোর জন্য internal linking করা অনেক জরুরি।
৪. নিয়মিত আর্টিকেল পাবলিশ করন- Regular article publish
আপনি আপনার ব্লগের ডোমেইন অথরিটি (Domain Authority ) DA বাড়ানোর জন্য নিয়মিত আর্টিকেল বা কন্টেন্ট পাবলিশ করুন।
আপনি যদি আপনার ওয়েবসািইটের ডোমেনই অথরিটি বাড়াতে চান তাহলে মাসে কমপক্ষে ১৫-২০ টি করে আর্টিকেল পাবলিশ করুন।
এতে আপনার ডোমেইন অথরিটি স্কোর দ্রুত বৃদ্ধি পাবে।
আর যদি আপনি নিয়মিত আর্টিকেল পাবলিশ না করেন, তাহলে আপনার ডোমেইন অথরিটি কমে যাওয়া সম্ভাবনা রয়েছে।
তাই আপনি আপনার ব্লগে আর্টিকেল নিয়মিত লিখুন এবং domain authority স্কোর এর দিকে খিয়াল রাখুন।
৫. হাই কোয়ালিটি ব্যাকলিংক তৈরি করুন- Generate high quality back link
ব্লগ বা ওয়েবসাইটের জন্য হাই কোয়ালিটি সম্পন্ন ব্যাকলিংক তৈরি করা খুব সোজা নয়। তবে যদি যেকোনো মূলে্য হাই কোয়ালিটি ব্যাকলিংক তৈরি করতে পারেন।
তাহলে অবশ্যই আপনা ডোমেইন অথরিটি বাড়বে এবং search engine এ rank করার ক্ষমতাও আপনার ওয়েবসাইটের অনেকটাই বেড়ে যাবে।
আপনার মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে হাই কোয়ালিটি ব্যাকলিংক তৈরি করা যায়?
তাই, আমি আপনাদেরকে “হাই কোয়ালিটি ব্যাকলিংক তৈরি” করার উপায়গুলো সম্পর্কে বিস্তারিত জানাবো।
যে উপায়গুলো ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের জন্য হাই কোয়ালিটি সম্পন্ন ব্যাকলিংক তৈরি করতে পারবেন।
বন্ধুরা চলুন, এবার আমরা- হাই কোয়ালিটি ব্যাকলিংক তৈরি করার নিয়মগুলো সম্পর্কে জেনে নেয়।
হাই কোয়ালিটি ব্যাকলিংক তৈরি করার নিয়ম-
১. বিভিন্ন সোশ্যাল মিডিয়া- যেমন, Facebook, Twitter, Instagram এগুলিতে গিয়ে আপনার ব্লগ বা ওয়েবসাইটের নামে একটি প্রোফাইল তৈরি করুন।
তারপর আপনার তৈরি করা প্রোফাইলে প্রতিটি আর্টিকেলের ইউআরএল লিংকটি শেয়ার করুন।
এতে করে আপনি ফ্রি ট্রাফিক পাওয়ার পাশাপাশি হাই কোয়ালিটির ব্যাকলিংক পাবেন। ফলে আপনার ডোমেইন অথরিটি স্কোর বৃদ্ধি করতে পারবেন।
২. high quality backlink তৈরি করার জন্য Guest posting হচ্ছে আরেকটি জনপ্রিয় মাধ্যম।
আপনি চাইলে আপনার ব্লগের সাথে সম্পর্কিত অন্যান্ন ব্লগ বা ওয়েবসাইট মালিকের সাথে যোগাযোগ করে তাদের ওয়েবসাইটে আর্টিকেল লিখে দিতে পারেন।
আর যখন আর্টিকেল লিখবেন তখন আপনার ওয়েবসাইটরে বা আর্টিকেলের লিংক অবশ্যই যুক্ত করে দিতে পারেন। এতে করে আপনার হাই কোয়ালিটি ব্যাকলিংক তৈরি হয়ে যাবে।
অবশ্যই পড়ুন,
- ফ্রিল্যান্সিং কি ? ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আয় করুন
- ভিডিও দেখে টাকা আয় করার apps এবং সেরা ওয়েবসাইট সমূহ
- কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায় ? (সেরা কয়েকটি উপায়)
৩. হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করন- (High quality content) হাই কোয়ালিটি সম্পন্ন আর্টিকেল যেগুলো লোকদের অনেক উপকারে আসে, সেই ধরনের কন্টেন্ট গুলো লিখুন। যার ফলে সেই আর্টিকেলগুলো অন্যান্য ব্লগ থেকে ব্যাকলিংক পাবে।
হাই কোয়ালিটি আর্টিকেল বলতে আর্টিকেলটি পড়তে খুব সহজ, তথ্যবহুল হতে হবে এবং আর্টিকেলের সাথে জড়িত ছবি ও info-graphics কন্টেন্ট বা আর্টিকেলে অবশ্যই থাকতে হবে।
লোকদের কাছে ভালো এবং কাজে আসা আর্টিকেলগুলোই একসময় অন্য ব্লগ থেকে ব্যাকলিংক পাওয়ার সুযোগ করে দেয়।
আজকের শেষ কথা,
বন্ধুরা আশা করি, ডোমেইনAuthority কি? কিভাবে Domain authority বাড়ানো যায়? হাই কোয়ালিটি ব্যাকলিংক তৈরি করার নিয়ম ইত্যাদি সম্পর্কে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি।
আর্টিকেলটি কেমন লাগলো, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যদি আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ